Dr. Tanvir Rahman

Dr. Tanvir Rahman MBBS, BCS(Health), MD (Psychiatry, BSMMU), Assistant Registrar, Rangpur Medical College Hospital.

19/05/2025

আত্মহত্যার চিন্তা মাথায় আসলে করণীয়

🎤 Speaker:
ডাঃ মোঃ তানভীর রহমান শাহ
এমবিবিএস, বিসিএস, এমডি(সাইকিয়াট্রি)
মানসিক, মাথা ব্যথা, মাদকাসক্তি ও যৌন সমস্যা বিশেষজ্ঞ
রংপুর মেডিকেল কলেজ, হাসপাতাল

চেম্বারঃ
কছির উদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল
ধাপ জেল রোড, রংপুর। সিরিয়ালঃ 01765841331

ভিডিও কলে পরামর্শ নিতে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
https://play.google.com/store/apps/details?id=com.bissoy.call

18/05/2025

পরীক্ষার চাপ নিয়ন্ত্রণে মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন

18/05/2025

বাবা মায়ের এক্সপেক্টেশন সন্তানের রেজাল্ট এ প্রভাব ফেলে

11/05/2025
একটা বিশেষ ধন্যবাদ... দুইটা মোরগে বন্দী ভালোবাসা!আজ এক রোগীর বাবা-মা এই দুটি মোরগ উপহার হিসেবে আমার চেম্বারে নিয়ে এসেছেন...
06/05/2025

একটা বিশেষ ধন্যবাদ... দুইটা মোরগে বন্দী ভালোবাসা!

আজ এক রোগীর বাবা-মা এই দুটি মোরগ উপহার হিসেবে আমার চেম্বারে নিয়ে এসেছেন—তাদের অকৃত্রিম কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে।

তাদের ছেলেটি গত ৩-৪ বছর ধরে ঢাকা ও রংপুরের অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, খরচ করেছেন প্রায় তিন-চার লক্ষ টাকা। কিন্তু উপকার পাননি।

চার মাস আগে তাঁরা আমার সৈয়দপুরের চেম্বারে এসেছিলেন। ধৈর্য ধরে চিকিৎসা ও পরামর্শ মেনে চলার ফলে আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ তাঁদের ছেলে পুরোপুরি সুস্থ। তাদের মুখে সেই স্বস্তির হাসি, আর হাতে ছিল এই দুই ‘ধন্যবাদপত্র’—মোরগ দুইটি!

আলহামদুলিল্লাহ, গত দু বছরে রংপুর, সৈয়দপুর, নীলফামারী ও গাইবান্ধায় সব মিলিয়ে প্রায় কয়েক হাজার রোগী দেখেছি। এ থেকে আমার অভিজ্ঞতা হলো সাইকোসিস বা জটিল মানসিক রোগসমূহ ( সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার ইত্যাদি) এর ক্ষেত্রে মানুষজন প্রথমত বিভিন্ন কবিরাজ ঝাড়ফুকের মাধ্যমিক চিকিৎসা করে কয়েক লক্ষ টাকা খরচ করে, এরপর মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে আসে।

আর নিউরোসিস বা লঘুতর মানসিক রোগসমূহ (অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, হিস্টেরিয়া, যৌন সমস্যা ইত্যাদি) রোগের ক্ষেত্রে মেডিসিন, নিউরো মেডিসিন, ডার্মাটোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রো এন্টেরোলজি ইত্যাদি বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারগনের শরণাপন্ন হয়ে আপাদমস্তক সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্লান্ত হয়ে আমাদের কাছে আসেন।

উপরের দুই ক্ষেত্রেই রোগী যত দ্রুত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন, তত দ্রুতই রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর সাথে বাঁচবে তার টাকা এবং সময় 😀।

27/04/2025

বাচ্চা আর আগের মত কথা না শুনলে যা করবেন

27/04/2025

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই?

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহআমাদের রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী, সাকলাইন পাটওয়ারী, বাসা - চাঁদপুর।গত ৩...
03/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

আমাদের রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী, সাকলাইন পাটওয়ারী, বাসা - চাঁদপুর।

গত ৩ জুন, ২০২৪ তারিখ থেকে Chronic kidney disease( End Stage) due to autosomal dominant polycystic kidney disease, hypertension এ আক্রান্ত হয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। Creatinine 6.09mg/dl, GFR 12ml/min. এমতাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার কিডনি প্রতিস্থাপন করতেই হবে|

কিন্তু রোগটি জিনগত হওয়ায় পরিবারের কেউ কিডনি ডোনেট করতে পারবেন না।যেহেতু আমাদের দেশে নন-রিলেটিভ ট্যান্সপ্লান্ট আইন নেই তাই বাধ্য হয়েই বাইরের দেশে চিকিৎসার জন্য যেতে হচ্ছে| এতে আনুমানিক খরচ প্রায় ৫০ লক্ষ টাকা!

যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব না..

তাই সকল শ্রেণী-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য অনুরোধ করছি।

পাশাপাশি যাকাতের টাকাও চাইলে ডোনেট করতে পারবেন।

রমজান মাসে আপনার উছিলায় কোন এক ভাইয়ের সুস্থ হওয়ার পথ আরো সহজ হয়ে উঠুক ইন শা আল্লাহ।

যোগাযোগ : 01768083357(সাকলাইন)

বিকাশ: 01635047298 (personal), 01680008034 (personal)
নগদ: 01768083357, 01680008034
রকেট: 017680833571

1.Islami Bank :
Account name: MD SAQLAIN PATWARY
Account number : 20501340206615904
Chandpur branch, Chandpur

2.Dutch Bangla Bank :
Account name: MD SAQLAIN PATWARY
Account number : 2421580085376
Chandpur branch, Chandpur

3.Agrani Bank :
Account name :MD FAYSAL AHMED SHOHAG
Account number : 0200017908589
Medical college branch, rangpur

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ঈদ মোবারক
31/03/2025

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ঈদ মোবারক

23/03/2025

একটি বিশেষ ঘোষণা, ডা. মো. তানভীর রহমান শাহ স্যারের রংপুর চেম্বার আগামী ২৫.৩.২০২৫ ইং থেকে ৬.৪.২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। আগামীকাল সোমবার চেম্বার খোলা থাকবে। সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। ধন্যবাদ।

Address

Saidpur
Rājshāhi

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tanvir Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Tanvir Rahman:

Share

Category