06/05/2025
একটা বিশেষ ধন্যবাদ... দুইটা মোরগে বন্দী ভালোবাসা!
আজ এক রোগীর বাবা-মা এই দুটি মোরগ উপহার হিসেবে আমার চেম্বারে নিয়ে এসেছেন—তাদের অকৃত্রিম কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে।
তাদের ছেলেটি গত ৩-৪ বছর ধরে ঢাকা ও রংপুরের অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, খরচ করেছেন প্রায় তিন-চার লক্ষ টাকা। কিন্তু উপকার পাননি।
চার মাস আগে তাঁরা আমার সৈয়দপুরের চেম্বারে এসেছিলেন। ধৈর্য ধরে চিকিৎসা ও পরামর্শ মেনে চলার ফলে আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ তাঁদের ছেলে পুরোপুরি সুস্থ। তাদের মুখে সেই স্বস্তির হাসি, আর হাতে ছিল এই দুই ‘ধন্যবাদপত্র’—মোরগ দুইটি!
আলহামদুলিল্লাহ, গত দু বছরে রংপুর, সৈয়দপুর, নীলফামারী ও গাইবান্ধায় সব মিলিয়ে প্রায় কয়েক হাজার রোগী দেখেছি। এ থেকে আমার অভিজ্ঞতা হলো সাইকোসিস বা জটিল মানসিক রোগসমূহ ( সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার ইত্যাদি) এর ক্ষেত্রে মানুষজন প্রথমত বিভিন্ন কবিরাজ ঝাড়ফুকের মাধ্যমিক চিকিৎসা করে কয়েক লক্ষ টাকা খরচ করে, এরপর মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিতে আসে।
আর নিউরোসিস বা লঘুতর মানসিক রোগসমূহ (অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, হিস্টেরিয়া, যৌন সমস্যা ইত্যাদি) রোগের ক্ষেত্রে মেডিসিন, নিউরো মেডিসিন, ডার্মাটোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রো এন্টেরোলজি ইত্যাদি বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারগনের শরণাপন্ন হয়ে আপাদমস্তক সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্লান্ত হয়ে আমাদের কাছে আসেন।
উপরের দুই ক্ষেত্রেই রোগী যত দ্রুত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন, তত দ্রুতই রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর সাথে বাঁচবে তার টাকা এবং সময় 😀।