
02/03/2025
ইসপগুল যুগ যুগ ধরে প্রাকৃতিক বিরেচক(লেক্সেটিভ) হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইসপগুল পুরাতন কোষ্ঠকাঠিন্য নিরাময়ে অত্যন্ত কার্যকরী। বিশেষত- অর্শ্ব রোগীর ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দূর করে স্বাভাবিক মল ত্যাগ এ সহায়তা করে, যার ফলে মলদ্বার হতে রক্তক্ষরণ বন্ধ হয়। ইসপগুল ডায়রিয়া, আমাশয়, পাইলস, পেট জ্বালা-পোড়া, পেঁট কামড়ানো, আন্ত্রিক প্রদাহ (আলসার/ক্ষত) দূর করে। ইসপগুল রক্তে ক্ষতিকারক কোলেষ্টেরেল ও শর্করা (গ্লুকোজ) এর মাত্রা হ্রাস করে ফলে উচ্চরক্তচাপ ও ডায়বেটিস এর ঝুঁকি কমে।
Order Here: https://bdhomoeo.com/product/akram-isabgul/