Pediatric Surgeon Dr. Niaz Anam Nilave

Pediatric Surgeon Dr. Niaz Anam Nilave Pediatric Surgeon
MBBS, BCS (Health), MS (Pediatric Surgery)
Working at DMCH

15/05/2024
Friday cases (10/05/24)Undecended te**es(অন্ডথলিতে অন্ডকোষ না থাকা)বাচ্চার বয়স -৩ বছরঅপারেশনের স্থান - নওগা।অবেদনবিদ- ডা...
12/05/2024

Friday cases (10/05/24)
Undecended te**es
(অন্ডথলিতে অন্ডকোষ না থাকা)
বাচ্চার বয়স -৩ বছর
অপারেশনের স্থান - নওগা।
অবেদনবিদ- ডা শওকত হোসেন (সিনিয়র কনসাল্টেন্ট)
অপারেশনের সহযোগী- ডা: মুন্না

Late update (friday cases)Alhamdulillah, started laparoscopic surgery in pediatric age group in Naogaon. Laparoscopic re...
08/05/2024

Late update (friday cases)
Alhamdulillah, started laparoscopic surgery in pediatric age group in Naogaon. Laparoscopic repair of hernia done in a 2.5 years male boy.
Laparoscopy provide small incision,less pain and less hospital stay, early ambulation (evedint by playful photo of the child at 16 hours of operation- only 2 port used- umbilical and right iliac.
Anesthesiologist : Dr Showkat Hossain
(senior consultant -anesthesia)
Assistant: Dr-Mohammad Bin Alam (MBBS)
Hernia, apendectomy, cholecystectomy can be performed by laparoscopically in pediatric age group.
লেট আপডেট (ফ্রাই ডে প্র‍্যাক্টিস)
আলহামদুলিল্লাহ, নওগাঁয় শিশু বয়সীদের ল্যাপারোস্কোপিক সার্জারি শুরু করলাম। একটি 2.5 বছরের ছেলের হার্নিয়া ল্যাপারোস্কোপি অপারেশন করলাম।
ল্যাপারোস্কোপিতে ছোট কাটা হয় (পেট ফুটো করে অপারেশন), অপারেশনের পর ব্যথা কম হয় এবং অল্প সময় হাসপাতালে থাকতে হয়, তাড়াতাড়ি বাচ্চা স্বাভাবিক চলাফেরা বা খেলাধুলা করতে পারে (অপারেশনের 16 ঘন্টার বাচ্চাটির ছবি তার প্রমাণ)
অবেদনবিদ : ডা: মো: শওকত হোসেন (সিনিয়র কনসাল্টেন্ট- এনেস্থেসিয়া)
অপারেশনে সহযোগী- ডা: মোহাম্মদ বিন আলম (এম.বি.বি.এস)
বাচ্চাদের হার্নিয়া, অ্যাপেন্ডিসাইটিস, পিত্তথলীর পাথর ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা সম্ভব।

Undescended te**es -  timing of surgery is a very important issue (চিকিৎসার জন্য উপযুক্ত সময় যেখানে খুবই গুরুত্বপূর্ণ)Un...
08/05/2024

Undescended te**es - timing of surgery is a very important issue (চিকিৎসার জন্য উপযুক্ত সময় যেখানে খুবই গুরুত্বপূর্ণ)
Undescended te**es - সহজভাবে বললে বলা যায় বাচ্চাদের জন্মগত ভাবে অন্ডকোষ অন্ডথলিতে না থেকে অন্য কোথাও থাকা। সচরাচর অন্ডকোষটি পেটের ভিতরে বেশি পাওয়া যায়, এছাড়াও কুচকি, উরুতে, অন্যপাশের অন্ডথলি ইত্যাদি জায়গায় থাকতে পারে।
অন্ডকোষ অন্ডথলিতে না থাকলে তা আঘাতপ্রাপ্ত হওয়া, প্যাঁচ খাওয়া, টিউমার বা ক্যান্সার হবার প্রবনতা বৃদ্ধি পাওয়া, শুক্রাণু তৈরী করার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া - এই সমস্যাগুলো হতে পারে!!!
তাই সঠিক সময়ে চিকিৎসা করানো খুব জরুরী। অপারেশনের মাধ্যমে অন্ডকোষটিকে অন্ডথলিতে নিয়ে আশা হয়।
চিকিৎসার জন্য উপযুক্ত সময় কোনটি?
অপারেশনের জন্য উপযুক্ত সময় চিকিৎসা বিজ্ঞানের বই বা জার্নাল ভেদে ৬ মাস থেকে ১২ মাস অথবা ১২ মাস থেকে ১৮ মাস, কিন্তু কোনো ভাবেই বাচ্চার ২ বছর বয়সের পরে নয়।
২ বছরের পরে করলে কি সমস্যা?
২ বছরের পর থেকে অন্ডকোষের যে কোষগুলো (spermatogonic cell) শুক্রাণু তৈরী করে সেগুলো নষ্ট হতে শুরু করে।
অন্ডকোষের গঠন (histology) পরিবর্তন হতে শুরু করে।
অন্ডকোষের আকার ছোট হতে শুরু করে।
কাজেই দেরি না করে সঠিক সময়ে শিশু সার্জারী বিশেষজ্ঞ দ্বারা অপারেশন করানো উচিৎ।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যে কোন বাচ্চার বয়স ৫ বছর হয়ে গেছে, তার তো ভালো ফলাফল আসবে না, তাহলে সে কি চিকিৎসা নিবে না??
হ্যা সেও চিকিৎসা নিবে, যদিও দেরি করে ফেলেছে, কিন্তু অণ্ডকোষটি পেটের ভিতরে থাকলে বাকি যে ঝুঁকি আছে-আঘাতপ্রাপ্ত হওয়া, প্যাঁচ খাওয়া, টিউমার বা ক্যান্সার হবার প্রবনতা বৃদ্ধি পাওয়া, এই জটিলতা থেকে মুক্তির জন্য দেরিতে হলেও তার অপারেশন করিয়ে ফেলতে হবে।
ছবি ১- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (যখন ট্রেইনি ছিলাম) অপারেশনের সময় একটি ছবি, বাচ্চাটির বয়স ১১ মাস
ছবি ২- প্রাইভেট প্র‍্যাক্টিসে, বাচ্চার বয়স ১৬ মাস

last case of this year and post of 2023A 7 months baby with tongue tie:Tongue tie বা বাচ্চার জিহবা আটকে থাকা, বাচ্চাদের ...
08/05/2024

last case of this year and post of 2023
A 7 months baby with tongue tie:
Tongue tie বা বাচ্চার জিহবা আটকে থাকা, বাচ্চাদের জন্মগত একটি সমস্যা। এ সমস্যাতে বাচ্চার জিহবা floor of mouth বা মুখের নিচের অংশের সাথে লাগানো থাকে, এতে করে বাচ্চার খাবার খেতে সমস্যা, মুখে বারবার ঘা হওয়া এবং উচ্চারণের সমস্যা তথা কথা বলতে অসুবিধা হয়, তাই বাচ্চার কথা বলা শুরু করার আগেই অপারেশন করে ফেললে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
এই বাবুটি ৭ মাস বয়েসে এসেছিল, আলহামদুলিল্লাহ সফল ভাবে অপারেশন সম্পন্ন করলাম, ডে কেস সার্জারী করেছি- সকালে অপারেশন করে বিকেলেই ছুটি দিয়েছি।
অবেদনবিদ ছিলেন - সিনিয়র কনসালটেন্ট ডা: শওকত মোল্লা
Rehunuma Rehunuma , অপারেশনে সহযোগী ডা :মুন্না Dr-Mohammad Bin Alam

Address

Hat Naogaon
Rājshāhi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pediatric Surgeon Dr. Niaz Anam Nilave posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category