08/05/2024
Undescended te**es - timing of surgery is a very important issue (চিকিৎসার জন্য উপযুক্ত সময় যেখানে খুবই গুরুত্বপূর্ণ)
Undescended te**es - সহজভাবে বললে বলা যায় বাচ্চাদের জন্মগত ভাবে অন্ডকোষ অন্ডথলিতে না থেকে অন্য কোথাও থাকা। সচরাচর অন্ডকোষটি পেটের ভিতরে বেশি পাওয়া যায়, এছাড়াও কুচকি, উরুতে, অন্যপাশের অন্ডথলি ইত্যাদি জায়গায় থাকতে পারে।
অন্ডকোষ অন্ডথলিতে না থাকলে তা আঘাতপ্রাপ্ত হওয়া, প্যাঁচ খাওয়া, টিউমার বা ক্যান্সার হবার প্রবনতা বৃদ্ধি পাওয়া, শুক্রাণু তৈরী করার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া - এই সমস্যাগুলো হতে পারে!!!
তাই সঠিক সময়ে চিকিৎসা করানো খুব জরুরী। অপারেশনের মাধ্যমে অন্ডকোষটিকে অন্ডথলিতে নিয়ে আশা হয়।
চিকিৎসার জন্য উপযুক্ত সময় কোনটি?
অপারেশনের জন্য উপযুক্ত সময় চিকিৎসা বিজ্ঞানের বই বা জার্নাল ভেদে ৬ মাস থেকে ১২ মাস অথবা ১২ মাস থেকে ১৮ মাস, কিন্তু কোনো ভাবেই বাচ্চার ২ বছর বয়সের পরে নয়।
২ বছরের পরে করলে কি সমস্যা?
২ বছরের পর থেকে অন্ডকোষের যে কোষগুলো (spermatogonic cell) শুক্রাণু তৈরী করে সেগুলো নষ্ট হতে শুরু করে।
অন্ডকোষের গঠন (histology) পরিবর্তন হতে শুরু করে।
অন্ডকোষের আকার ছোট হতে শুরু করে।
কাজেই দেরি না করে সঠিক সময়ে শিশু সার্জারী বিশেষজ্ঞ দ্বারা অপারেশন করানো উচিৎ।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যে কোন বাচ্চার বয়স ৫ বছর হয়ে গেছে, তার তো ভালো ফলাফল আসবে না, তাহলে সে কি চিকিৎসা নিবে না??
হ্যা সেও চিকিৎসা নিবে, যদিও দেরি করে ফেলেছে, কিন্তু অণ্ডকোষটি পেটের ভিতরে থাকলে বাকি যে ঝুঁকি আছে-আঘাতপ্রাপ্ত হওয়া, প্যাঁচ খাওয়া, টিউমার বা ক্যান্সার হবার প্রবনতা বৃদ্ধি পাওয়া, এই জটিলতা থেকে মুক্তির জন্য দেরিতে হলেও তার অপারেশন করিয়ে ফেলতে হবে।
ছবি ১- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (যখন ট্রেইনি ছিলাম) অপারেশনের সময় একটি ছবি, বাচ্চাটির বয়স ১১ মাস
ছবি ২- প্রাইভেট প্র্যাক্টিসে, বাচ্চার বয়স ১৬ মাস