Dr. Md. Nazmul Hoda

Dr. Md. Nazmul Hoda ডা. মো. নাজমুল হোদা
এম.বি.বি.এস (রাজশাহী মেডিকেল কলেজ)
সি.সি.ডি (বারডেম)
বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর: এ-৯৯২৭৩

11/07/2025

আমি : আপনার কি সমস্যা মা??
রোগী : আমার মেয়ের জন্য ভালো ছেলে পাইতেছি না।।

এখন আমি বুঝতেছি না রোগীকে আমার কি চিকিৎসা দেওয়া উচিত। কেউ জানলে পরামর্শ দিয়ে উপকৃত করবেন 🙏🙏

যে লিখেছে তাকে ধরে এনে কুমিরের পিঠে উঠান, টাকা আমি দেবো।।
22/06/2025

যে লিখেছে তাকে ধরে এনে কুমিরের পিঠে উঠান, টাকা আমি দেবো।।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথ...
12/06/2025

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।

২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।

২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।

©

11/06/2025
এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরত...
09/06/2025

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷
এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।
এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"
প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না,
আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"
কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!❤️

©

06/06/2025

Eid Mubarak🌹💞💚

এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজী ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ...
22/05/2025

এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজী ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত।

একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না।

কৃষকের স্ত্রীর খুব মন খারাপ। কিন্তু কৃষকের কোনো ভ্রূক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধও নেই! তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি।

আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য! একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল।

এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে!

তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরোও তিনটি বন্য ঘোড়া।

কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি, তার সাথে আরও তিনটি।

প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকল, তোমার কি সৌভাগ্য! হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া!

কৃষক আগের মতই হাসিমুখে বলল, হতে পারে!

দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা গেল ভেঙে।

এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করল। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য!

কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে!

পরদিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈনরা তাকে নিল না।

এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না।

হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে।

শিক্ষা :
১. জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল।

২. এখন যা দুর্ভাগ্য মনে হয়, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্যি।

৩. জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যেকোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম।

৪. সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয়।

৫. এক জীবনে আমাদের ভালো-মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়।
©

21/05/2025

Sphenopalatine ganglioneuralgia 😅
নামটা ডাক্তারদের জন্য মনে রাখা কিন্তু কঠিন কিছু না।

❄️ অন্য কেউ ভাগ বসাতে পারে এই দুশ্চিন্তায় আইসক্রিম(বা খুব ঠান্ডা কিছু) দ্রুত খেতে ধরলে অনেক সময় হঠাৎ মাথায় তীব্র ব্যথা শুরু হয়। এই ঘটনাকে ক্যাজুয়ালি বলা হয় “আইসক্রিম হেডেক”, আর ডাক্তারি ভাষায় – sphenopalatine ganglioneuralgia।

🧠 কেন হয়?
যখন খুব ঠাণ্ডা কিছু আমাদের উপরের তালুতে লাগে, তখন সেখানে রক্তনালীগুলো দ্রুত সংকুচিত হয়ে যায় (তাপ বাঁচাতে) এবং তারপর হঠাৎ আবার প্রসারিত হয় (গরম করতে)। রক্তনালির দ্রুত সংকোচন-প্রসারণ স্নায়ুকে উত্তেজিত করে। ফলে শরীর ভুল বুঝে মাথায় ব্যথার সংকেত পাঠায় আর তীব্র মাথাব্যথা শুরু হয়। এটা ক্ষণিকের জন্য হয়, বিপদজনক নয়, তবে খুব অস্বস্তিকর।

🧊 কী করলে ঠিক হবে?
জিহ্বা দিয়ে উপরের তালু চেপে ধরুন(গরম করতে)/ হালকা গরম পানি খান। কিছুক্ষণ অপেক্ষা করুন ব্যথা কমে যাবে। এজন্য কোন প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

পরামর্শ: প্রয়োজনে দরজা বন্ধ করে আস্তে আস্তে ছোট কামড়ে আইসক্রিম উপভোগ করুন। 😊🍦

© ডা. মুনতাসির বিল্লাহ।

19/05/2025

সব স'ম'কা"মি'দে'র একসাথ করে কোনো একটা নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া উচিত।

বংশবিস্তার করতে না পেরে এমনিতেই বি'লু'প্ত হয়ে যাবে!!!😆😆

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না!!!
17/05/2025

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না!!!

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌ...
16/05/2025

যারা 'সানডা' ও 'কফিলের' কাহিনী জানেন না, তাদের জন্য এই পোস্টঃ

'সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়, সেখানের মানুষের কাছে এটার মাংস অনেক প্রিয়। কেনো প্রিয় সেইটা হচ্ছে ব্যাপার, তাদের ধারনা সানডা'র মাংস বা তেল 'পুরুষত্ব' বৃদ্ধি করে, কিন্তু আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই!

এটা হঠাৎ ভাইরাল হবার কারন হচ্ছে সেদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি মানুষ রা!

রাজুদা'র কথা মনে আছে না? হুট করেই তার ভিডিও আসা শুরু হয়েছিলো সবার হোমপেইজেই। সেইভাবেই বাংলাদেশ থেকে কাজ করতে যাওয়া মানুষজনের ''কফিলদের জন্য সানডা ধরা,রান্না করা,সান্ডার বিরিয়ানি, কফিলের ছেলের সান্ডা বেশি প্রিয়'' টাইপের ভিডিও আমাদের সবার হোমপেইজে আসা শুরু করে। দুই তিন টা ভিডিও আগ্রহ সহকারে দেখার কারনে ফেসবুকের এলগরিদম এর বদৌলতে বারবার সানডা'র ভিডিও সবার হোমপেইজেই আসতে থাকে!
সানডা এভাবেই বাংলাদেশের মানুষের হোমপেইজের 'হট টপিক' হয়ে যায়!

আরেকটা প্রশ্ন অনেকের,'কফিল' কি? যারা সৌদি আরবে কাজ করে,যেই মালিকের অধীনে কাজ করে, তাকেই 'কফিল' বলে। এই কফিলের জন্য ই সানডা এতো জনপ্রিয় এখন 🙂
©

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১...
16/05/2025

ওর স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পরশুদিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।

জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কী করতে হবে ?

স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

🟣ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

চেম্বারে এমনও মায়েরা আসে বাচ্চা এক প্যাকেট খাওয়াতে পারবে না বলে অল্প অল্প করে স্যালাইন অল্প অল্প পানিতে বারবার বানায়। এটাও কিন্তু ক্ষতিকর, প্যাকেটের গায়ে যেভাবে বানানোর নিয়ম ঠিক সেভাবে বানাতে হবে।

©

Address

Nawabganj
Rājshāhi

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801308725307

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Nazmul Hoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Nazmul Hoda:

Share

Category