AroggoKanon - আরোগ্যকানন

AroggoKanon - আরোগ্যকানন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AroggoKanon - আরোগ্যকানন, Medical and health, Power house Road, Rajshahi Division.
(7)

17/06/2024

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
ঈদ মুবারাক!
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।

স্থান পরিবর্তন 'আরোগ্যকাননের' স্থান পরিবর্তন করা হয়েছে।নতুন ঠিকানা: 'আরোগ্যকানন হোমিও ক্লিনিক'বাসা নং: ৬৭৭/২, কান্দিপাড়া...
05/06/2024

স্থান পরিবর্তন

'আরোগ্যকাননের' স্থান পরিবর্তন করা হয়েছে।

নতুন ঠিকানা:
'আরোগ্যকানন হোমিও ক্লিনিক'
বাসা নং: ৬৭৭/২, কান্দিপাড়া জামে মসজিদ সংলগ্ন, কান্দিপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

আরেকটু সহজ ভাবে চিনিয়ে দিচ্ছি— কান্দিপাড়া জামে মসজিদ থেকে একটু উত্তর দিকে, তিনটা বাড়ি পরেই ৬৭৭ নং বাড়িতে। সাইনবোর্ড দেওয়া থাকবে, মসজিদের সামনে দাঁড়ালেই দেখা যাবে। তারপরও চিনতে অসুবিধা হলে কল করলে রিসিভ করা হবে। ইনশাআল্লাহ।
01763-582438 (এটা আমার কাছে থাকে)
01932-147477 ( আরোগ্যকানন— তপু )

বি: দ্র: মূল রাস্তার সাথে ভালো কোন পজিশন পেলে অতিশীঘ্রই চলে আসব ইনশাআল্লাহ। আপাতত কয়েকমাস বাড়িতেই চেম্বার করছি। সকলকেই নতুন চেম্বার ভিজিট করার দাওয়াত রইলো।

AroggoKanon - আরোগ্যকানন
~ Dr. Sujan Ahmed

নতুন চেম্বারের প্রথম পেশেন্ট! আলহামদুলিল্লাহ! এখনো সবকিছু গোছানো হয়নি, মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। সিলিং ফ্য...
01/06/2024

নতুন চেম্বারের প্রথম পেশেন্ট! আলহামদুলিল্লাহ!

এখনো সবকিছু গোছানো হয়নি, মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে এদিক সেদিক। সিলিং ফ্যানটাও আজ সকাল থেকে অকেজো হয়ে আছে।

ব্যানার সহ বিভিন্ন কাজে সকাল থেকে দৌড়ঝাঁপ করছি। এর মধ্যেই ভাই ফোন দিলেন। পুরাতন চেম্বারের সামনে আছেন। তপু উনাকে রিসিভ করে বাসার নতুন চেম্বারে নিয়ে আসলেন। যদিও গতকাল আরো একজন পুরাতন গ্রাহক ঔষধ নিয়ে গিয়েছেন।

আশাকরি আগামী বুধবার থেকে পূর্বের ন্যায় সবকিছু পুরোদমে চলবে, ইনশাআল্লাহ।

এখন চেম্বার যেহেতু একটু ভেতরে তাই কিছুটা প্রচার প্রচারণার নিয়তে ফেইসবুকে পোস্ট করা হবে। আশাকরি কেউ বিরক্ত হবেন না।

দোয়া চাই।

নতুন ঠিকানা:
'আরোগ্যকানন হোমিও ক্লিনিক'
বাসা নং: ৬৭৭/২, কান্দিপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

আরেকটু সহজ ভাবে চিনিয়ে দিচ্ছি— কান্দিপাড়া জামে মসজিদ থেকে একটু উত্তর দিকে, তিনটা বাড়ি পরেই ৬৭৭ নং বাড়িতে। সাইনবোর্ড দেওয়া থাকবে, মসজিদের সামনে দাঁড়ালেই দেখা যাবে। তারপরও চিনতে অসুবিধা হলে কল করবেন, রিসিভ করে নিয়ে আসা হবে। ইনশাআল্লাহ।

01763 582438
01932 147477

AroggoKanon - আরোগ্যকানন
~ Dr. Sujan Ahmed

31/05/2024

স্থান পরিবর্তন

'আরোগ্যকাননের' স্থান পরিবর্তন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঘটে গেলো। সবাইকে জানানোর মতো ফুরসতই পাইনি, ব্যাস্ততা এবং পারিপার্শ্বিক কিছু কারণও ছিলো।

চেম্বারের স্থান পরিবর্তন করার সংবাদটুকু জানানোর জন্য ভিডিওটা রেকর্ড করেছিলাম। এডিট করতে গিয়ে দেখি, এক্সট্রা মাইক্রোফোন সাউন্ড নেয়নি, নিয়েছে সরাসরি ডিভাইস। তাই সাউন্ড কোয়ালিটি মন মতো হয়নি। দুঃখিত।

বেশি দূরে চেম্বার নিইনি, পুরাতন চেম্বার থেকে মাত্র এক মিনিট হাঁটার দূরত্বেই নিয়েছি, আমাদের পুরাতন বাড়িতে।

নতুন ঠিকানা:
'আরোগ্যকানন হোমিও ক্লিনিক'
বাসা নং: ৬৭৭/২, কান্দিপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।

আরেকটু সহজ ভাবে চিনিয়ে দিচ্ছি— কান্দিপাড়া জামে মসজিদ থেকে একটু উত্তর দিকে, তিনটা বাড়ি পরেই ৬৭৭ নং বাড়িতে। সাইনবোর্ড দেওয়া থাকবে, মসজিদের সামনে দাঁড়ালেই দেখা যাবে। তারপরও চিনতে অসুবিধা হলে কল করলে রিসিভ করা হবে। ইনশাআল্লাহ।
01763-582438 (এটা আমার কাছে থাকে)
01932-147477 ( আরোগ্যকানন— তপু )

মূল রাস্তার সাথে ভালো কোন পজিশন পেলে অতিশীঘ্রই চলে আসব ইনশাআল্লাহ। আপাতত কয়েকমাস বাড়িতেই চেম্বার করছি। সকলকেই নতুন চেম্বার ভিজিট করার দাওয়াত রইলো।

স্থান পরিবর্তনের সংবাদটুকু অন্যদের নিকট পৌঁছে দিলে খুশি হবো।

Dr. Sujan Ahmed

হুট করেই আরোগ্যকাননের স্থান পরিবর্তন করছি। হাতে সময় মাত্র এক সপ্তাহ, তবে কাজ গোছাতে হবে ৩/৪ দিনের মধ্যেই।অল্প সময়ের মধ্য...
27/05/2024

হুট করেই আরোগ্যকাননের স্থান পরিবর্তন করছি। হাতে সময় মাত্র এক সপ্তাহ, তবে কাজ গোছাতে হবে ৩/৪ দিনের মধ্যেই।

অল্প সময়ের মধ্যেই রঙ মিস্ত্রি, রাজ মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রির কাজ সারতে হবে। আবার ভ্যানওয়ালারা আসলে মালামাল স্থানান্তর করবে। আর এদিকে ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য ভ্যানওয়ালা ক্যান্সেল। ইলেক্ট্রিকের কাজ মাঝ পথে থমকে গেলো, কারণ 'বৃষ্টি'।

চেম্বারের স্থান পরিবর্তন করছি, এ জন্য একটা ভিডিও করেছিলাম। এডিট করতে গিয়ে দেখি, এক্সট্রা মাইক্রোফোন সাউন্ড নেয়নি, নিয়েছে সরাসরি ডিভাইস। তাই সাউন্ড কোয়ালিটি মন মতো হয়নি।

রাতে রঙ মিস্ত্রি কোনরকম নয়-ছয় করে কাজ সেরে চলে গেলো। দাঁড়িয়ে থেকেও কাজ উদ্ধার করতে খবর হয়েছে।

সবকিছুর সিডিউল নষ্ট হয়ে গেলো।

এতো শত কাজ রেখে এখন ঠিক এভাবেই বাসায় বসে বসে বৃষ্টি উপভোগ করছি। আর বিছানায় বসে ফটোগ্রাফি করছি... 😐

হয়তো এর মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা খায়ের ও বারাকাহ রেখেছেন। সর্বোপরি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।

চেম্বার কোথায় কি করছি বিস্তারিত বলব ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত রইল।

আপাতত কল্যানকর বৃষ্টির জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকি— اللَّهُمَّ صَيِّباً نَافِعاً
“হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।”

~ Dr. Sujan Ahmed

ভিটামিন সি, ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কাঁচা আম কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। কাঁচা আম হিটস্ট্রোকের ...
22/05/2024

ভিটামিন সি, ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কাঁচা আম কিন্তু শরীরের জন্য বেশ উপকারী।
কাঁচা আম হিটস্ট্রোকের ঝুঁকি কমায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়। আরো কত্তো কি...!
পুষ্টিবিদদের ভাষ্যমতে— ওজন কমাতেও কাঁচা আমের জুড়ি নেই।

এই গরমে আমার সবচে' পছন্দের একটা পানীয় হচ্ছে, কাঁচা আমের শরবত। তবে ভালো হাইজেনিক শরবত পাওয়াটা দুষ্কর।

তাই প্রচুর ইচ্ছে থাকা সত্বেও খুব কমই বাহিরে খাওয়া হয়। নিজে বানানো কিন্তু খুব সহজ। কাঁচা আম, পরিমাণ মতো লবণ, অল্প একটু বিট লবণ, অল্প চিনি/মধু, একটু ধনে পাতা ও পুদিনা পাতা, অল্প একটু কাঁচা মরিচ, আর একটু ভাজা জিরার গুড়ো, কয়েকটা বরফের টুকরো, তারপর ব্লেন্ডার বা গ্রাইন্ডারে অল্প সময়— ব্যাস হয়ে গেলো সুস্বাদু হাইজেনিক হোমমেইড কাঁচা আমের শরবত।

~ Dr. Sujan Ahmed

01/03/2024

হিজামার ফিডব্যাক ও কিছু তিক্ত অভিজ্ঞতা!

হিজামা গ্রহণ করেও মানুষ অসুস্থ হতে পারেন! তেমনই কিছু কথা এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। অবশ্যই সতর্কতার জন্য ভিডিওটা করা।

হিজামা একটি সুন্নাহ চিকিৎসা, এই চিকিৎসা পদ্ধতিকে ছোট করা বা এর সাথে সম্পৃক্ত চিকিৎসক ভাই বোনদেরকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহু আ'লাম।

#হিজামা

প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্মদান এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সবসময়ের জন্যই সমান গুরুত্ব বহন করে। সকলেই জ...
23/02/2024

প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্মদান এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি সবসময়ের জন্যই সমান গুরুত্ব বহন করে।

সকলেই জীবনের কোন না কোন পর্যায়ে এসে এ বিষয়টির সম্মুখীন হোন। নিজের জন্য নয়তো নিজের পরিবার পরিজনদের জন্য।

আপনাকে জানতে হবে, আজ না হয় কাল। বর্তমান সময়ে তো এর প্রয়োজনীয়তা ব্যাপক। কারণ আমাদের মায়েরা এখন সচেতন হচ্ছেন, সন্তান প্রসবের ক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতি তথা নরমাল ডেলিভারিকেই প্রাধান্য দিচ্ছেন।

এই বইটির প্রয়োজনীয়তা একেক সময় একেক রূপে আবির্ভূত হবে— কখনো স্বয়ং মা তাঁর নিজের জন্য বইটি পড়বে, কখনো বাবা তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য পড়বে, কখনো ভাই তাঁর বোনের সন্তানের জন্য পড়বে, কখনো বোন তাঁর ভাইয়ের সন্তানের জন্য, এমন বিভিন্ন সম্পর্কের মানুষগুলোর জন্য বইটি আপনার খুব কাজে আসবে।

একটা নেটিভ আমেরিকান প্রবাদ আছে, যার অর্থ হচ্ছে— "যদি তোমরা বীরযোদ্ধা মানুষ চাও, তাহলে তোমাদের জন্মপ্রক্রিয়াকে পরিশ্রমসাধ্য করে তোলো, আর যদি আপসকামী মানুষ চাও তাহলে তাদের জন্মপ্রক্রিয়াকে কোমল করো।" কথার গভীরতা বুঝার চেষ্টা করুন, তাহলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

আয়িশা আল-হাজ্জার কর্তৃক লিখিত 'আমানি বার্থ' নামক বইটি সম্পর্কে খুব কম কথায় বুঝানোর চেষ্টা করেছি। আমার পরিচিত সবাইকে বলব, বইটি কিনে পড়ুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। খুব চমৎকার একটি বই। সিয়ান পাবলিকেশন এর চমৎকার একটি কাজ, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করে নিক।

~ Dr. Sujan Ahmed

পেশেন্টদের নিয়ে লেখালেখি করিনা বহুদিন হলো। টুকটাক লেখা শুরু করা দরকার। ওয়ামা তাওফিক্কি ইল্লা বিল্লাহ...দু বাচ্চার জননী, ...
22/02/2024

পেশেন্টদের নিয়ে লেখালেখি করিনা বহুদিন হলো। টুকটাক লেখা শুরু করা দরকার। ওয়ামা তাওফিক্কি ইল্লা বিল্লাহ...

দু বাচ্চার জননী, বয়সটাও বেশি না। হাতের কব্জিতে ও পায়ের গোড়ালিতে একটু গোল গোল সাদা কিছু দেখা যায় (Vitiligo)। স্বাভাবিক ভাবেই চিকিৎসা নিতে চাইলেন, তবে একটা জটিল বাক্য প্রয়োগ করলেন—
"গ্যারান্টি আছে তো? শিউর ভালো হবে তো?"
আমি এখানে আটকে গেলাম। একদম থমকে গেলাম। বরাবরের মতোই বললাম— চিকিৎসা তো অবশ্যই আছে, তবে 'গ্যারান্টি' এ জাতীয় কোন শব্দ আমার কাছে নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি। আমি,ওষুধ এগুলো ওয়াসীলা মাত্র, যিনি রোগ দিয়েছেন তিনি-ই শেফা(রোগ মুক্তি) দান করবেন— (আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা)। ব্যাস এতটুকুই।

গ্যারান্টি চাওয়া পেশেন্টদের থেকে একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করি।

তো যাইহোক, আমার কথায় সন্তুষ্ট হতে পারেন নি, তাই চিকিৎসা না নিয়েই হাসিমুখে মা,বোন, বাচ্চা-কাচ্চা সমেত চলে গেলেন। এসবে আমারো তেমন আফসোস লাগে টাগে না। সবাইকে চিকিৎসা করার টেন্ডার তো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা একা আমার হাতেই দেন নাই।

প্রায় একবছর পর আবারো চেম্বারে আসলেন। হাতে অন্য চিকিৎসকের প্রেসক্রিপশন ও কিছু ওষুধ। অবস্থা আগের চে' ভয়াবহ। রোগ হাত-পায়ের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, দুঃখের কথা হচ্ছে- চেহারা ও গলায় ছড়িয়ে পড়েছে, গলার অবস্থাটা বেশি খারাপ।
একবছর আগে কিছুটা ফুরফুরে মেজাজে থাকলেও এখন এক্কেবারে বিধ্বস্ত মনে হচ্ছে।

উনার মা, বোন, বোনের ছেলে আমার পেশেন্ট ছিলো (বিভিন্ন রোগে,শ্বেতি নয়)— আল্লাহর ইচ্ছায় উনারা এখন সুস্থ, আলহামদুলিল্লাহ।
তাই মায়ের পরামর্শে আবারো আমার নিকট আসা।
সেই পুরনো গ্যারান্টির কথা মনে করিয়ে দিলাম। এখন তন-মন একদম স্থির। কাঁদো কাঁদো গলায় বললো— কিচ্ছু চাই না, আমি ভালো হতে পারলেই হলো।

আল্লাহর নামে নির্দিষ্ট ঔষধ দিলাম, পথ্যাদিও বলে দিলাম। আরো বললাম— একদম স্ট্রেস ফ্রী থাকতে হবে, মন মেজাজ একদম ভালে রাখার চেষ্টা করবেন। সবকিছু মেনে চললে তিন থেকে ছয় মাসের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ।

তিনি শেষ কথাটি যেন তেমন হজম করতে পারলেন না। গড়গড়িয়ে বলে ফেললেন— শ্বশুর বাড়ির লোকজন আঁড়চোখে দেখেন, সুযোগে দু'চার কথাও শুনিয়ে দেন। সেই প্রিয় ব্যাক্তি, যাঁকে ঘিরেই তাঁর পুরোটা পৃথিবী— সেই প্রাণ প্রিয় পুরুষটিও আর আগের মতো সায় দেয় না,কেমন যেন পাল্টে গিয়েছে।

নিরবে শুনলাম, কিছু আশ্বাস ও সান্ত্বনা দিয়ে বিদায় জানালাম।

আহ...! পৃথিবীটা বড্ড আজীব!

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁকে অতিদ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন।

লেখার কলেবর বড় হয়ে যাবে, তাই এখানেই ইতি টানলাম। নয়তো অনেক কথাই বলার ছিলো।

Dr. Sujan Ahmed
aroggokanon.com

সাত-আট জনের সংসার। এর মাঝে সাতজনই নারী, তা-ও সংসারে বিধবা বোন সহ আছেন বোনের মেয়েরা। নিজের ২ বছরের ছেলে ছাড়া কর্মক্ষম পুর...
15/02/2024

সাত-আট জনের সংসার। এর মাঝে সাতজনই নারী, তা-ও সংসারে বিধবা বোন সহ আছেন বোনের মেয়েরা। নিজের ২ বছরের ছেলে ছাড়া কর্মক্ষম পুরুষ একজন 'উনিই'। বলতে গেলে একজনের উপার্জনের উপর নির্ভরশীল পুরোটা পরিবার।

এমনই একজন কিছুক্ষণ আগে ফোনে জানালেন— "স্যার! আপনার নিকট করা কোর্সটি-ই আমার উপার্জনের সবচে' বড় মাধ্যম!" ভদ্রলোক কত যে দোয়া করলেন, বলে লিখে প্রকাশ সম্ভব নয়।

যদিও উনি একজন রেজিস্ট্রার্ড চিকিৎসক। তারপরও আমাদের নিকট করা 'হিজামা' কোর্সের মাধ্যমে উপকৃত হয়েছেন বেশ। আলহামদুলিল্লাহ।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট লাখো কোটি শুকরিয়া, মহান রব্ব দয়া করে আমাকে কারোর উপকার করার তৌফিক দিয়েছিলেন, কারোর উপকারের জারিয়্যাহ হিসেবে কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ।

দীর্ঘদিন ট্রেনিং কোর্স গুলো বন্ধ ছিলো। ভাবছি পুনরায় চালু করব, অতিশীঘ্রই ইনশাআল্লাহ।

ট্রেনিংয়ের আপডেট জানতে পেইজটিতে নজর রাখতে পারেন — AroggoKanon - আরোগ্যকানন : Natural Health Care & Regimental Therapy Center

~ Dr. Sujan Ahmed

11/02/2024

Study Tour & Factory Visit 2024 (03.02.2024) || Venue: New life & co. (Pvt.) Ltd || Homoeopathy

এখানে ৬ তলা ভবনে প্রায় ৩৪,০০০ বর্গফুট এরিয়ায় হোমিওপ্যাথিক মেডিসিন তৈরী করা হয়। তবে এর পাশাপাশি আরও একটি পৃথক ৬ তলা ভবনে প্রায় ২৮,০০০ বর্গফুট এরিয়া নিয়ে ইউনানী, আয়ুর্বেদিক ও ন্যাচারাল মেডিসিন তৈরী করা হয়। এদের প্রসেসিং সম্পূর্ণভাবে অটোমেটেড সিস্টেমে চলতে থাকে যেখানে মানুষের কোনো স্পর্শ থাকে না। হাইজিন এবং কোয়ালিটির ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করে না। সচক্ষে দেখে আসা— শুধুমাত্র কর্মচারীগনই দেশীয়, আর বাকি র' ম্যাটেরিয়ালস, যন্ত্রপাতি এবং ঔষধ প্রস্তুত প্রণালী সকল কিছুই আন্তর্জাতিক মানের। নিজেদের দেশে এমন উন্নত মানের ব্যবস্থাপনা আছে যা অনেকেই হয়তোবা জানেন না। পাশাপাশি তারা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেছেন বেশ।

শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় সহপাঠীবৃন্দ নিজেদের অভিজ্ঞতা ও আস্থার কথা শেয়ার করেছেন। সব থেকে চ্যালেজিং যে বিষয়টিকে মনে হয়েছে তা হলো— Quality controll.

ঔষধ প্রস্তুতের ক্ষেত্রে উনারা Raw material test, HPLC test, Ph test, Melting point test, Fragibility test, Disintegration test সহ বিভিন্ন প্রকার পরীক্ষা নিরিক্ষা করে যাচ্ছেন, খুবই ব্যায়বহুল ও অত্যাধুনিক মেশিনারিজ সংযুক্ত করেছেন। আর এক ঝাঁক স্কিলড এন্ড হাইলি কোয়ালিফাইড লোকবল তো আছেনই। আদি চিকিৎসা পদ্ধতি, যে গুলোকে বর্তমানে বিকল্প চিকিৎসা বলা হচ্ছে; ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি চিকিৎসার জন্য নিউ লাইফ কোম্পানি একটি রোল মডেল। এলোপ্যাথিক বড় বড় কোম্পানির চেয়ে কোন অংশেই কম বলা যাবে না।

আজকের দিনের ছোট্ট একটি অংশ আপনাদের সাথে শেয়ার করা হলো।

06/02/2024

প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে দু চারটি কথা বলা! একমাত্র প্রতিষ্ঠান যেখানে অদ্যাবধি প্রাতিষ্ঠানিক ভাবে হিজামা কোর্স করানো হচ্ছে।

বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়ামে উক্ত কলেজ কর্তৃক পরিচালিত "হিজামা সার্টিফিকেট কোর্স" এর পঞ্চম ব্যাচের সনদ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর অন্যতম প্রবীন সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল গনি, সিনিয়র প্রভাষক হাকীম হাফেজ আইয়ুব আলী, হাকীম রুহুল আমিন, হাকীম আসমা আহমেদ, ডাঃ উম্মে সালমা, ডাঃ আফসানা, ডাঃ আল মুজাহিদ সরকার, ডাক্তার ঐন্দ্রিলা আক্তার প্রমুখ।

সর্বোপরি সার্টিফিকেট কোর্স ইন হিজামা'র উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ এবং ষষ্ঠ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হয়েছে।

02/02/2024

হিজামার ইতিহাস সেই পাঁচ হাজার বছরের পুরনো।

এমনই এক চিকিৎসা পদ্ধতি, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁর ফেরেশতাদের মাধ্যমে আসমানেই নবীজি (ﷺ) জানিয়েছেন সেই দেড় হাজার বছর পূর্বে।

প্রিয় নবীজি (ﷺ) নিজে বহুবার হিজামা নিয়েছেন, দেহের বিভিন্ন অঙ্গে হিজামা নিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এ পর্যন্ত মুসলিমদের নিকট হিজামা গ্রহনযোগ্য একটি চিকিৎসা পদ্ধতি।

হিজামা, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আধুনিকতার এ যুগে মানুষ খুঁজে নিচ্ছে প্রাচীন সেই ধারা, পবিত্র সেই নববী চিকিৎসা পদ্ধতি।

ভিন্ন ধারার তথা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির বাইরের কেউ যখন হিজামা নিয়ে কথা বলে তখন আমাদের বেশ ভালো লাগে। মন থেকে দোয়া আসে। ভিডিও কৃতজ্ঞতায়: Prof. Dr. Mojibul Hoque

🖋️~ Dr. Sujan Ahmed

AroggoKanon - আরোগ্যকানন : Natural Health Care & Regimental Therapy Center

প্রায়শই চেম্বারে এমন কিছু ভাইয়েরা আসেন। বিয়ে করবেন, কিন্তু দুশ্চিন্তায় ভুগেন। কত ভয়! কতশত কথা যে তাঁদের মনে... অথচ তাঁদে...
26/10/2023

প্রায়শই চেম্বারে এমন কিছু ভাইয়েরা আসেন। বিয়ে করবেন, কিন্তু দুশ্চিন্তায় ভুগেন। কত ভয়! কতশত কথা যে তাঁদের মনে... অথচ তাঁদের কোন সমস্যাই নাই। তারপরও তাঁরা চায়, যেন কিছু টিপস দেই, খাবার দাবার বলে দেই। যাতে একটু প্রস্তুতি নিয়ে রাখতে পারে, একটু এডভান্স থাকতে পারে, এই আর কি।

তাঁদেরকে আমি একটু বেশি সময় দেই। সময় নিয়ে বিষয়গুলো বুঝিয়ে দেই। ৯৯.৯৯% এর ক্ষেত্রে কোন মেডিসিন দেই না,প্রয়োজনও হয় না। এমনিতেই কিছু পরামর্শ ও সামর্থ্য অনুযায়ী খাবারের কথা বলে দেই।

যৌনশক্তি বৃদ্ধিতে যে খাবার গুলো বেশ কার্যকরী; খুব সংক্ষেপে এমন কিছু খাবারের নাম এখানে বললাম।

মধু,
চীনাবাদাম,
ডিম,
দুধ,
তরমুজ,
তীনফল,
কলা,
বাঁধাকপি,
ফুলকপি,
ফলমূল,
আপেল,
ডালিম,
রসূন,
পেঁয়াজ,
পুঁইশাক,
কুমড়ার বীচি,
মিষ্টি আলু,
ব্লাক চকলেট এবং
প্রচুর পানি।
আর শুনলে অবাক হবেন, মিসওয়াক করলেও যৌনশক্তি বৃদ্ধি পায়।

আচ্ছা, মাঝেমধ্যে এমন কিছু তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। আরো অনেক বিষয় আছে; উপকারী অপকারী সবগুলোই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

বিভিন্ন বই, জার্নাল, হেলথ ম্যাগাজিন, দেশি বিদেশি বিভিন্ন গবেষণার তথ্য আমার পড়া হয় (আলহামদুলিল্লাহ)। ভাবলাম সেগুলো থেকে মাঝেমধ্যে আপনাদের সাথে শেয়ার করব। যখন যে বই পড়ব বা নির্ভরযোগ্য যে সোর্স থেকেই তথ্য পাব সেগুলো শেয়ার করব। এজন্য একটা টেলিগ্রাম চ্যানেলও ক্রিয়েট করেছি। কারণ সব ছবি, শব্দ ফেইসবুকে প্রকাশ করা যায় না।
তাই যৌন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারেন।
টেলিগ্রাম লিংক- https://t.me/drsujanahmed

তথ্যটি ভালো লাগলে, উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
Dr. Sujan Ahmed

ঠিক চার মাস পর পর হিজামা নিতে একটুও ভুল করেন না, মাশাআল্লাহ। হিজামা নেওয়া শুরু হয়েছে প্রায় বছর দুয়েক আগে থেকে, তারপর থেক...
06/10/2023

ঠিক চার মাস পর পর হিজামা নিতে একটুও ভুল করেন না, মাশাআল্লাহ। হিজামা নেওয়া শুরু হয়েছে প্রায় বছর দুয়েক আগে থেকে, তারপর থেকে যথারীতি চলছে।

অন্যদের মতো কোন একসময় হিজামাকে আঁড়চোখে দেখতেন, তেমন একটা বিশ্বাসও করতেন না। যখন এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানলেন, ইসলামিক, সাইন্টিফিক, চিকিৎসা বিজ্ঞানের আলোকে হিজামা ইত্যাদি তথ্য সম্পর্কে অবগত হলেন এবং নিজে গ্রহণ করলেন। তারপর থেকে তো এক্কেবারে এর প্রচার প্রসারক বনে গেলেন, যেভাবে প্রচার করে তা দেখলে মনে হবে উনাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রচারের জন্য।

মাসজিদে কাউকে চেয়ারে বসে নামাজ পড়তে দেখলে আক্ষেপ করেন, আর বলেন; তাঁরা যদি হিজামার কথা জানত আর গ্রহণ করত তাহলে হয়তোবা চেয়ারে বসে বসে নামাজ পড়তে হতো না। আমার মতো সুন্দর ভাবে নামাজ পড়তে পারতো। আরো কত্তো কি! দেশের যে প্রান্তেই যান, যে অনুষ্ঠানেই যান না কেনো, সেখানেই হিজামার প্রচার করেন, ভালো দিকগুলো তুলে ধরেন। ব্যাতিক্রম এক ব্যাক্তি 'ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির' সাহেব। আল্লাহ তায়ালা উনাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক।

Dr. Sujan Ahmed
Homoeopathy & Unani Physician

'বিয়ে' শব্দটা শুনেই অনেকের মনে সুড়সুড়ি অনুভূত হয়। কেউ তো বিয়ে নামক ফ্যান্টাসিতে বিভোর, আবার কেউ বা বিয়েফোবিয়ায় ভুগছেন। আ...
27/09/2023

'বিয়ে' শব্দটা শুনেই অনেকের মনে সুড়সুড়ি অনুভূত হয়। কেউ তো বিয়ে নামক ফ্যান্টাসিতে বিভোর, আবার কেউ বা বিয়েফোবিয়ায় ভুগছেন।

আসেন আজকে বিয়ের আলাপ করি,
অনেকেই আছেন, যাঁরা মনে মনে ভাবছেন, বিয়ে মানেই দ্বীনের অর্ধেক পূরণ, বিয়ের পর পাক্কা দ্বীনদার হয়ে যাব, একসাথে দুজন তাহাজ্জুদ পড়ব, ফজরে একজন আরেকজনকে চোখে পানি দিয়ে জাগিয়ে দেব। অর্ধাঙ্গিনীকে নিয়ে সমুদ্র বিলাস, বৃষ্টি বিলাস ইত্যাদি করব। উঁচু নিচু পাহাড়ে এডভেঞ্চারাস ট্যুর দেব, দুজন আকাশের ওই নীলিমায় হারিয়ে যাব। আমাবশ্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখব, আর ভরা পূর্ণিমাতে চাঁদের চেয়েও সুন্দরী বলে মন গলাব। দখিনা বাতাসে খোলা আকাশের নিচে বসে এক কাপ চা দু'জনে খাব। আরো কত্তো কি...!

জীবনটা হবে রোমান্টিকতায় টইটুম্বুর, সেখানে থাকবে না কষ্টের কোন লেশমাত্র। খালি সুখ আর সুখ।

আসলেই কি তাই???

বিয়ে কোন ফ্যান্টাসির নাম নয়, বিয়ে একটি বাস্তবতার নাম। যেখানে সুখ দুঃখ সবকিছু মিলেমিশে একাকার। আর এই বাস্তবতা গুলোকেই আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে "বিয়ের আগে ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি" নামক বইটি।

বইটির নাম দেখেই ভড়কে যাবেন না, এটা গোপন কোন জিনিস নয়। এ বিষয়ে প্রাপ্তবয়স্ক সকলেরই সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। নয়তো শ্বায়তান সুযোগ পেয়ে যাবে, ধার্মিকতার নামে ধোঁকায় ফেলে দিবে।

বিয়ে মানে শুধু রঙিন স্বপ্ন নয়, বিয়ে মানে দায়িত্ববোধ। তাই বিয়ের আগেই শারিরীক, মানসিক, আর্থিক প্রস্তুতি নিতে হবে। বিয়ে সংক্রান্ত প্রয়োজনীয় মাসায়েল জেনে নিতে হবে। তারপর কুফু মিলিয়ে, শরীয়তসম্মত উপায়ে পারিবারিক ভাবে বিয়ে সম্পাদন করতে হবে। তবে সব ক্ষেত্রেই দ্বীনদারিকে প্রাধান্য দিতে হবে। তারপর আল্লাহ তায়ালার কাছে দোয়া করে যেতে হবে।

দাম্পত্য - সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তায়ালা সূরা রুমে বলেছেন "যেন তুমি তার মাঝে প্রশান্তি লাভ করতে পারো।"

আল্লাহ তায়া’লা নেককার স্ত্রীর উপস্থিতিতে সকলের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক। আমিন।

চমৎকার এই বইটির জন্য Alaqsabooks.com এর কর্ণধার ভাইদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান।

Dr. Sujan Ahmed
Homoeopathy & Unani Physician

একটি ভুল সিদ্ধান্ত!!আজ থেকে প্রায় ৫ বছর আগে এক ভাইকে কিছু পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম বিয়ে যেহেতু করেই ফেলেছো, সো দ্রুত ...
25/09/2023

একটি ভুল সিদ্ধান্ত!!

আজ থেকে প্রায় ৫ বছর আগে এক ভাইকে কিছু পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম বিয়ে যেহেতু করেই ফেলেছো, সো দ্রুত প্রথম বাচ্চাটা নিয়ে নাও, নয়তো অনেক ধরনের সমস্যায় পড়বা। কে শুনে কার কথা, আজ ৫ বছর পর জানালো, ভাই আপনার কথাটা না শুনে জীবনের বড় ভুল করে ফেললাম। মূলত ফ্যামিলির চাপে বাচ্চা নিতে পারেনি, মা বোনেরা বাচ্চা নিতে নিষেধ করেছিলো। এখন অনেক জটিলতা তৈরি হয়ে গিয়েছে, চাইলেও বাচ্চা নেওয়া সম্ভব হচ্ছে না।

আপনি যখন চাইবেন ঠিক তখনই সন্তান জন্ম দিতে পারবেন, এমনটা ভাববার কোন সুযোগ নেই। আর এ সময়ে ইনফার্টিলিটির হার যথেষ্ট পরিমাণে বেড়েছে। কোন কোন ক্ষেত্রে ইনফার্টিলিটির কারণ গুলো ডায়াগনোসিস করাও বেশ জটিল।

যেসব মেয়েরা হরমোনাল পিলগুলো দীর্ঘদিন ব্যবহার করেন তাদের অসংখ্য শারীরিক ও মানসিক পার্শ্বপ্রতিক্রিয়া ভোগ করতে হয়। বিশেষ করে পিসিওএস, মিসক্যারেজ এগুলো তো কমন ব্যাপার।

একটা বিষয় এখন সবারই জানা, প্রথম প্রেগন্যান্সি যেন ২৫ এর আগে হয়, কারণ গবেষনায় দেখা গিয়েছে ২৫ এর ভেতর কোন ফিমেইল প্রেগন্যান্ট না হলে তার ক্যান্সার ও অন্যান্য অনেক মেটাবলিক ডিজিজে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। কারণ বয়স বাড়ার সাথে সাথে ভালো কোয়ালিটির ওভামের প্রোডাকশন কমতে থাকে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর ওভারীও ওভামকে স্টোর করছে না। আর মেনোপজ তো অপেক্ষাই করছে।

আবার পুরুষদেরও তো স্পার্ম-সিমেন কোয়ালিটি, Erectile dysfunction,Premature ej*******on, Azoospermia, Oligozoospermia, Asthenozoospermia, Teratozoospermia, Necrozoospermia বা Testosterone লেভেল কমে যাওয়া ইত্যাদি জটিলতা তৈরি হতে পারে। এবং এ সমস্যা গুলো বয়স বাড়ার সাথে সাথে পুরুষদের মাঝেও বাড়তে পারে।

সিদ্ধান্ত এখন আপনার হাতে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন নাকি নিরবে নিভৃতে কেঁদে চোখের পানিতে বালিশ ভেজাবেন। এতটুকু সিদ্ধান্ত নিজে না নিতে পারলে বিয়ে না করাই ভালো, আর অবশ্যই মা-বোনদেরকেও এসব বিষয়ে হস্তক্ষেপ করা কোনভাবেই কাম্য নয়, খুবই জঘন্য কাজ। সর্বোপরি, বিয়ের পর প্রথম সন্তান দ্রুত নিয়ে নিলেই ভালো।

Dr. Sujan Ahmed
Homoeopathy & Unani Physician

অনেকেই হয়তোবা জানেন না, আমি এ সপ্তাহ পুরোটাই ব্রাহ্মণবাড়িয়াতে আছি, ইনশাআল্লাহ। শুক্রবার সন্ধা পর্যন্ত চেম্বারে সময় দেওয়া...
24/09/2023

অনেকেই হয়তোবা জানেন না, আমি এ সপ্তাহ পুরোটাই ব্রাহ্মণবাড়িয়াতে আছি, ইনশাআল্লাহ।

শুক্রবার সন্ধা পর্যন্ত চেম্বারে সময় দেওয়ার প্লান আছে। এ সপ্তাহে ঢাকায় যাইনি, তাই জানিয়ে দেওয়া। গত কয়েকদিন বেশ ব্যাস্ত ছিলাম, তাই সময় দিতে পারিনি। যাঁদের সাথে গত কয়েকদিন যাবৎ কথা হচ্ছিলো আপনারা আগামী শুক্রবারের মধ্যেই চলে আসলে ভালো হবে।

সবচেয়ে ভালো হবে ফোনে যোগাযোগ করে আসলে। 01763582438
aroggkanon.com

20/07/2023

বাংলাদেশে 'রুকইয়াহ' ও 'রাকি' শব্দগুলো এখন থেকে এক যুগ আগে খুব বেশি প্রচলিত ছিল না। 'কবিরাজ ও কবিরাজি', 'ঝাড়ফুঁক', 'তাবিজ-কবচ', 'তেল ও পানি পড়া', 'জিন ছাড়ানো' ও 'দুয়া নেওয়া' ইত্যাদি নাম ও টার্মই প্রচলিত ছিল। রুকইয়াহর সঙ্গে সেগুলোর মৌলিক কিছু পার্থক্যও রয়েছে। রুকইয়াহর সঙ্গে হিজামাও জড়িয়ে আছে অনেক ক্ষেত্রে। অনেক সালাফি ভাইও রুকইয়াহকে পেশা হিসেবে বেছে নিচ্ছে অনায়াসে। বাংলা ঝাড়ফুঁক শব্দ শুনলেও যে সেকেলে সেকেলে ভাব আসে, আরবি রুকইয়াহ শব্দ শুনলে তা তো আসেই না; উল্টো অনেকটা স্মার্ট বা এলিট ফিল হয় বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়া রুকইয়াহ আর তাবিজ-কবচ দুটো এখন হয়ে গেছে অনেকটাই সাংঘর্ষিক, একসময় যা ছিল রীতিমতো একগোত্রীয় ব্যাপার।

আমরা ছোটবেলা থেকে রুকইয়াহ দেখে দেখে বড় হয়েছি, যদিও এ শব্দটা তখন এভাবে প্রচলিত ছিল না। প্রতি মঙ্গলবার বালিয়ার আল্লামা গিয়াসুদ্দীন রাহ. আমাদের দারুস সালাম মাদরাসায় এসে রুকইয়াহ করতেন। প্রচুর পরিমাণ পেশেন্টের আনাগোনা হতো। সেই শৈশবে জিনের রোগীদের বেশ ভয় পেতাম। এখন এই বয়সে এসে হরেক কিসিমের পাখি পালি, সে সময় কেন যেন জিন পালার শখ হয়েছিল। কোনো এক ছাত্রের বুদ্ধি শুনে পরাপর তিন রাত একান্ত নির্জনে বসে ৪১ বার করে সুরা জিন পাঠ করেছিলাম। শেষে বুঝলাম, জিন বেচারারা আমার কাছে ধরা দেবে না। শৈশবের ওসব স্মৃতির কথা মনে এলে এখনো হাসি পায়।

বালিয়ার গিয়াসুদ্দীন রাহ.-এর রুকইয়াহ ছিল অত্যন্ত কার্যকরী। আমাদের মুহতামিম সাহেব আল্লামা নুরুদ্দীন গহরপুরি রাহ.-এর তেল ও পানি পড়ার উপকারিতা তো আজও প্রবাদতুল্য। ইউটিউবে দুদিন আগেও তার একটা বিরল আলোচনার ছোট্ট ক্লিপ শুনলাম, যেখানে তিনি নিজেই স্মৃতিচারণ করেছেন, তার তেল পড়ায় এক আমেরিকান প্রবাসী ক্যান্সারাক্রান্ত রোগীও সুস্থ হয়েছিল, যে কিনা বহু ডাক্তারের কাছে ঘুরেও নিরাশ হয়েছিল।

আমাদের আকাবির আলিমদের অধিকাংশজনের ফুঁয়েই আলহামদুলিল্লাহ বেশ পাওয়ার ছিল। কুরআনের কোনো আয়াত বা সংক্ষিপ্ত কোনো দুয়া পড়ে ইখলাসের সঙ্গে এক ফুঁ দিতেন, তাতেই অনেক ভয়াবহ সমস্যায়ও কাজ হয়ে যেত। আজকাল যা মাসের পর মাস রুকইয়াহ করে হাজার হাজাএ টাকা খুইয়েও অনেক সময় হয় না। অথচ তাদের অনেকেরই কোনো ফি ছিল না। কারও ইচ্ছা হলে কিছু হাদিয়া দিত, ইচ্ছা না হলে এমনিই চলে যেত; কিন্তু দরজা সকলের জন্যই খোলা ছিল।

রুকইয়াহকে পেশা না বানিয়ে কেউ আসলে ব্যাধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আয়াত-দুয়া পাঠ করে ফুঁ দেওয়ার এই সিলসিলা উলামায়ে দেওবন্দের মধ্যে হাজি সাহেবের খুলাফা (যেমন, গাঙ্গুহি রাহ.) থেকেই সূচিত হয়েছিল। সায়্যিদুত তায়িফা হাজি ইমদাদুল্লাহ মাক্কি রাহ. এর নির্দেশেই কাউকে না ফেরানো, আবার রীতিমতো কবিরাজিকে পেশা না বানানো এ দুইয়ের মধ্যে সমন্বয় করেছিলেন আকাবির উলামায়ে দেওবন্দ। তাকওয়ার ফলে তাদের দিল ও জবান ছিল বেশ শক্তিশালী। তাই একেকটা ফুঁ ছিল ইবলিসদের জন্য অনেক ভারী।

থানবি রাহ. লিখেছেন, এক বুজুর্গ (নাম উল্লেখ করছি না) জিন পালতেন। তিনি এক আকাবির (নাম উল্লেখ করছি না)-কে নিয়ে আসার জন্য জিন পাঠালেন। জিন গিয়ে সেই আকাবিরকে সালাম জানিয়ে বলল, অমুক আপনাকে নিয়ে যেতে বলেছেন। তিনি বললেন, তুমি বরং তাকে উঠিয়ে এখানে নিয়ে এসো। জিন তার আদেশই পালন করল। সেই বুজুর্গ অবাক হয়ে গেলেন। আমার খাদেম আমার কথা না শুনে অন্যের আদেশ কেন পালন করল! আখেরে বুঝতে পারল, ইমান ও তাকওয়ার শক্তির সামনে শুধু এক জিন কেন, গোটা জগতই দুর্বল, বরং অসহায়। রাসুলুল্লাহ সা.-এক জিনে ধরা রোগীর চিকিৎসা করেছিলেন এভাবে, তার বুকে হাত মোবারক রেখে জাস্ট বলেছিলেন, 'উখরুজ ইয়া আদুওয়াল্লাহ, ফাইন্নি আনা রাসুলুল্লাহ' (হে আল্লাহর দুশমন, বেরিয়ে যা। নিশ্চয়ই আমি আল্লাহর রাসুল)।

এই জামানায় অনেকের রুকইয়াহয়ই যে কাজ হয় না কিংবা তুলনামূলক কম বা অনেক ধীরে কাজ হয়, এর অন্যতম কারণ, ইমানের দুর্বলতা ও তাকওয়ার ঘাটতি। আমার শায়খ, যিনি আমাকে তাজকিয়া ও রুকইয়াহ উভয়টিরই ইজাযত দিয়েছেন, বলে দিয়েছিলেন, রুকইয়াহ তখনই যথাযথভাবে কাজ করবে, যখন জবান ও দিল উভয়টা পবিত্র ও শক্তিশালী থাকবে। এ দুই জায়গায় দুর্বলতা থাকলে কাজ তুলনামূলক কম হবে। এর উদাহরণ তিরের মতো। দুজন তিরন্দাজ একই কোয়ালিটির তির মারলেও সমান দূরত্বে যায় না। পার্থক্য তিরে নয়, বরং বাহুতে। বাহুবল যত বেশি হবে, তির তত বেশি লক্ষ্যভেদ করবে।

উল্লেখ্য, রুকইয়াহর জন্য ইজাযত লাগে না। তবে ইজাযত থাকলে কল্পনাশক্তি (কুওয়াতে খায়ালিয়াহ) প্রবল হয়। আর রুকইয়াহ কার্যকরী হওয়ার ক্ষেত্রে কল্পনাশক্তির ভূমিকাই বেশি। থানবি রাহ. তার গ্রন্থে এ কথা লিখেছেন। তবে ইজাযত থাকলেই রুকইয়াহ করা জরুরি না। যেমন, আমার ইজাযত ও এ-সংক্রান্ত অধ্যয়ন থাকার পরও স্রেফ নিজের পরিবারের সদস্য ছাড়া সাধারণত কারও রুকইয়াহ করি না। নিঃসন্দেহে রুকইয়াহ বড় খেদমত। তবে সবার জন্য সব লাইনের খেদমত করা জরুরি না।

~ লিখেছেন: শায়খ Ali Hasan Osama হাফি.

নতুন ভিজিটিং কার্ড, আর হ্যাঁ, আমাদের ডোমেইন হোস্টিং নেওয়া হয়েছে (আলহামদুলিল্লাহ)। এখন থেকে www.aroggokanon.com এ আমাদের ...
09/07/2023

নতুন ভিজিটিং কার্ড,

আর হ্যাঁ, আমাদের ডোমেইন হোস্টিং নেওয়া হয়েছে (আলহামদুলিল্লাহ)। এখন থেকে www.aroggokanon.com এ আমাদের পাবেন ইনশাআল্লাহ। ওয়েবসাইটের কাজ চলমান,কিছুদিনের মধ্যেই গোছানো একটি ওয়েবসাইট পাবেন ইনশাআল্লাহ।

আরোগ্যকাননে ঈদের পর দিন থেকেই পেশেন্টরা আসছেন। আমিও আগামী ৭ তারিখ পর্যন্ত একটানা ব্রাহ্মণবাড়িয়া থাকব ইনশাআল্লাহ। ৭ তারিখ...
30/06/2023

আরোগ্যকাননে ঈদের পর দিন থেকেই পেশেন্টরা আসছেন। আমিও আগামী ৭ তারিখ পর্যন্ত একটানা ব্রাহ্মণবাড়িয়া থাকব ইনশাআল্লাহ।

৭ তারিখের পর থেকে যথারীতি পূর্বের ন্যায় চেম্বারের কার্যক্রম চলবে (বুধবার মাগরিবের পর থেকে শুক্রবার বা শনিবার মাগরিবের আগ পর্যন্ত)।

সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ।

05/06/2023

হিজামা পেন এবং ব্লেইডের মধ্যে পার্থক্য ,,

ভাই হিজামা পেন দিয়ে করবেন নাকি ব্লেইড দিয়ে!

তাহলে চলুন কিছু কথা শুনে নেওয়া যাক-

[০১]
হিজামাতে সুপারফেশিয়াল কাট না দিলে, অর্থাৎ যদি হিজামার incision এর ফলে ডার্মাল ক্যাপিলারিজ ক্ষতিগ্রস্থ হয় তবে কি হবে?

স্কার হবে,

স্কার কি?

ক্ষতচিহ্ন।

স্কার কিভাবে হবে??

তাহলে শোনেনঃ-

দেহের ক্ষত সারাতে বায়োলজিক্যাল প্রক্রিয়ার ফলাফল হিসাবে স্কার তৈরি হয়। প্রাকৃতিক ভাবে আমাদের ত্বক গঠিত হয় কোলাজেন নামক এক প্রকার প্রটিন দ্বারা। দেহের ত্বক গঠনের জন্য টিস্যুতে থাকা প্রটিন গুলির মধ্যে এটি প্রধান প্রটিন। প্রাকৃতিক ভাবে অথবা কোন ক্ষত সারোনোর সময় যখন ত্বক গঠিত হয় উভয় ক্ষেত্রেই এই কোলাজের প্রটিন ফাইবার দ্বার ত্বক গঠিত হয়। প্রাকৃতিক ভাবে যখন ত্বক গঠিত হয় তখন টিস্যুতে থাকা কোলাজেন এর প্রটিন ফাইবার গুলি basketweave এর মতে সজ্জিত হয়, এটি হচ্ছে ত্বক গঠনের প্রকৃতিক ও স্বভাবিক বিন্যাস, কিন্তু যখন দেহে কোন ক্ষত হয় এবং সেই ক্ষত যদি ত্বকের ডার্মিস লেয়ারের ডার্মাল ক্যাপিলারিজ পর্যন্ত বা তার বেশী গভীর হয়, তখন ক্ষত সারানোর সময় টিস্যুতে থাকা কোলাজেন এর প্রটিন ফাইবার গুলি, টিস্যু ক্ষতি গ্রস্থ হওয়ার কারণে, ত্বক গঠনের প্রকৃতিক বিন্যাস ধরে রাখতে পারেনা, ফলে ফাইবার গুলি একমুখী ভাবে বিন্যস্ত হয়, এই বিন্যাসটি ত্বকের সাধারন ও স্বাভাবিক বিন্যাস থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে এটিকে সহজেই চিহ্নিত করা যায়, যা দাগ আকারে ত্বকের মধ্যে স্পষ্ট দেখা যায় একেই স্কার বা ক্ষতচিহ্ন বলে। ক্ষত সারানোর সময় যদি অতিরিক্ত মাত্রায় কোলাজেন উৎপন্ন হয় তখন স্কারটি ফুলে ওঠে এবং বিবর্ণ আকার ধারণ করে। (Anatomy of Hijama therapy)

[০২]
নিম্নে বর্ণিত হিজামার স্ক্র‍্যাচ বিষয়ক ইসলামিক ব্যাখ্যা এবং তথ্যাদি মাওলানা জুবায়ের আহমাদ ভাই থেকে নেওয়া হয়েছে।

🔹হিজামায় বিতর্ক হচ্ছে স্ক্র‍্যাচ (تشريط) এবং খুঁচা (وخز) নিয়ে !!
আমাদের বুঝতে হবে যে ,
* প্রথমত হিজামা চামড়ার নিচে শরীরের প্রধান রক্ত ​​সঞ্চালন নয় বরং সাবকিউটেনিয়াস রক্ত ​​সংবহন নিয়ে কাজ করে।
* দ্বিতীয়ত ; তাশরীত (تشريط) হচ্ছে ত্বকের পৃষ্ঠ থেকে ০.১ মিমি খুব সূক্ষ্ম স্ক্র্যাচ এবং এটি শরীরের যে কোনও জায়গায় আদর্শ তাশরীত।
* তৃতীয়ত; হিজামার উদ্দেশ্য রক্ত বের করা নয়, বরং ব্যথা বা রোগ সৃষ্টিকারী মিশ্রণ এবং বিষাক্ত পদার্থগুলি দূর করা । এটাকে রক্তের মিশ্রণ বলে।

হিজামা ইসলামি চিকিৎসা। এবং ফেরেশতাদের পরামর্শকৃত চিকিৎসা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কোরআনে এসেছে "وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى তিনি নিজ থেকে কিছু বলতেন না, তা সবই ওহী (সূরা নাজম)।
তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলাতেই উম্মাহর কল্যাণ। স্ক্র‍্যাচ (تشريط) এর বিকল্প হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁচা (وخز) গ্রহন করেনি। বরং বলেছেন في شرطه محجم আমার উম্মাহর শিফা হিজামা যন্ত্রের কাটায় (খুঁচা [ وخز ] নয়)রয়েছে। ব্লেড বা সারজিক্যল ব্লেড যেটা দিয়েই হোক। এবং স্ক্র‍্যাচ (تشريط) এর উপকারিতা এখন চিকিৎসা বিজ্ঞানেও প্রমানিত। এখন কেউ নিডেল দিয়ে খুঁচা (وخز) মেরে ফুটা করলে রক্ত বের হবে (শিফা আল্লাহর হাতে,তবে হিজামার উদ্দেশ্য রক্ত বের করা নয়)। সেটা তার ব্যক্তিগত বিষয় (চাইনিজ ট্র‍্যাডিশনাল কাপিংয়ে চায়নারা লেনসেট দিয়ে খুঁচা মেরে রক্ত ঝরায়)। তবে একে রাসূলের পরামর্শকৃত চিকিৎসার দেখানো পথ বলা যাবেনা। একান্ত প্রয়োজন হলে (যেমন পায়ের তলা) খুঁচা দিতে "হিজামা পেন "নামে যেই পেনটি আমরা দেখি সেটা ছাড়াও আপনি শুধুমাত্র নিডেল দিয়ে খুঁচা দিয়ে রক্ত বের করতে পারবেন। শুধুমাত্র হাতের ব্যালেন্স প্রয়োজন। যেকোন ডায়বেটিস লেনসেট দিয়েই সেটা করতে পারবেন।

হিজামার প্রক্রিয়া এবং স্ক্র্যাচ কি কষ্টদায়ক ???

না, অবশ্যই এটা কষ্টদায়ক নয়, বিশেষ করে যদি হিজামা সঠিকভাবে তৈরি করা হয়এবং অভিজ্ঞ বিশেষজ্ঞের দ্বারা করা হয়। স্ক্র্যাচ ভীতি সাধারণত প্রথম সেশনের পরে আর থাকে না। স্ক্র্যাচ হয় হালকা। আর স্ক্র্যাচের পূর্বে যথাযথ স্থানে কাপ বসিয়ে কয়েক মিনিট রাখা হয়। যা বায়ু চাপের কারনে এই জায়গাগুলিতে একটা ন্যাচারাল এনেস্থিসিয়া তৈরি করে ।

[০৩]
উপরোক্ত আলোচনা থেকে একথা দিবালোকের ন্যায় স্পষ্ট, পেনের মাধ্যমে হিজামা হয়না সর্বোচ্চ এটাকে কাপিং বলা যেতে পারে। একটি হিজামা পেন দিয়ে একাধিক ব্যক্তিকে হিজামা করলে সংক্রমনের সম্ভাবনা খুবই বেশি।
আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হিজামা পেন কেনা সম্ভব নয়। তাই আমাদের উচিত অভিজ্ঞ হিজামা থেরাপিস্টদের মাধ্যমে ব্লেইড এর সাহায্যে হিজামা নেওয়া।

অবাক হতে হয়, যখন পেশেন্টেরা চেম্বারে এসে হিজামার ক্ষেত্রে পেন খুঁজে ।
আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।



#হিজামা
#হিজামাপেন
#হিজামাব্লেইড

25/05/2023

হিজামা গ্রহনের পর একজন নারীর প্রতিক্রিয়া!

25/05/2023

হিজামা একটি সুন্নাহ চিকিৎসা, জানা মাত্রই হিজামা নেওয়ার জন্য প্রস্তুত! || হিজামা ফিডব্যাক [০৪]

মুকুন্দপুরের রোগী বলে কথা, মা ছেলে দুজনেই পেশেন্ট। দু'জনেই আগের চেয়ে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে নিজ গাছের লি...
25/05/2023

মুকুন্দপুরের রোগী বলে কথা, মা ছেলে দুজনেই পেশেন্ট। দু'জনেই আগের চেয়ে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে নিজ গাছের লিচু নিয়ে আসলেন।

সতর্কতা:

লিচুতে hypoglycin A, নামের টক্সিন থাকে, যেটা খালি পেটে খেলে ব্লাড সুগার কমিয়ে দিতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি ইফেক্ট ফেলে। তাই খালি পেটে লিচু খাওয়া বিপজ্জনক হতে পারে।

লিচুতে কিছু টক্সিন সত্যিই থাকে, যেমন হাইপোগ্লাইসন এ, এমসিপিজি ইত্যাদি। এরা আমাদের যকৃতে গ্লুকোজ উৎপাদন ও চর্বি ভাঙতে বাধা দেয়। শিশুরা যদি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে বা অনেকক্ষণ না খেয়ে থেকে খালি পেটে হঠাৎ অনেকগুলো লিচু খেলে বিপত্তি হতে পারে। বিশেষ করে যেসব শিশু খুব হালকা–পাতলা ও অপুষ্টির শিকার এবং ২ থেকে ১০ বছর বয়সী—তাদেরই ঝুঁকি বেশি। এই রাসায়নিক গুলোর প্রভাবে শিশুর শরীরে হঠাৎ করে গ্লুকোজের অভাব দেখা দেয়। এই টক্সিনগুলো মস্তিষ্কে চলে যায়। মেটাবলিক এসিডোসিস দেখা দেয়। ফলে মাথাব্যথা, বমি, ঘাম, খিঁচুনি, অচেতন হয়ে পড়তে পারে। আধা পাকা ও কাঁচা লিচুতে এই সমসা হওয়ার আশঙ্কা বেশি।

খালি পেটে নিজেরাও লিচু খাবেন না, বাচ্চাদেরও খাওয়াবেন না।

Dr. Sujan Ahmed

প্রতি বুধবার মাগরিবের পর থেকেই যাঁদের নিয়ে ব্যাস্ত হয়ে পড়ি, তাঁদেরই একাংশ। ব্যাস্ততাও আল্লাহ তায়া’লার পক্ষ হতে নেয়ামত। ঢ...
24/05/2023

প্রতি বুধবার মাগরিবের পর থেকেই যাঁদের নিয়ে ব্যাস্ত হয়ে পড়ি, তাঁদেরই একাংশ। ব্যাস্ততাও আল্লাহ তায়া’লার পক্ষ হতে নেয়ামত।

ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া প্রতি সপ্তাহে আসা যাওয়া করাটা কিছুটা কষ্টকর, কিন্তু তা নিমিষেই ম্লান হয়ে যায় ভালোবাসায়, তাঁদের হাসিতে।

চেম্বারে রোগীদের সাথে।

16/05/2023

পুরো পরিবারই এখন হিজামা নিচ্ছেন, সাথে আত্মীয় স্বজনকেও নিয়ে আসছেন!!!

تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم.ঈদ মোবারক...
21/04/2023

تقبل الله منا ومنكم عيد مبارك علينا وعليكم.

ঈদ মোবারক...

29/03/2023
আসসালামু আলাইকুম,পবিত্র রমাদান উপলক্ষে চেম্বারের সময়সূচী:সময়টা ২ ভাগে বিভক্ত করা হয়েছে -★১.আমি ব্রাহ্মণবাড়িয়া থাকা অবস্থ...
24/03/2023

আসসালামু আলাইকুম,

পবিত্র রমাদান উপলক্ষে চেম্বারের সময়সূচী:

সময়টা ২ ভাগে বিভক্ত করা হয়েছে -
★১.আমি ব্রাহ্মণবাড়িয়া থাকা অবস্থায়
★২.আমি ব্রাহ্মণবাড়িয়া না থাকা অবস্থায়

▪️আমি ব্রাহ্মণবাড়িয়া থাকা অবস্থায়;
সকাল ৯ টা বা ৯.৩০ হতে মাগরিবের ১৫/২০ মিনিট আগ পর্যন্ত। কখনো কখনো মাগরিবের পর থেকে এশার আজানের আগ পর্যন্ত, বিশেষ প্রয়োজনে তারাবিহর পরও ঘন্টাখানেক খোলা থাকতে পারে।
রমাদানে সকালে হিজামা করলে ভালো হয়, অথবা রাতের সময়টাতে। হোমিওপ্যাথি ও ইউনানি চিকিৎসা যে কোন সময়।
আপাতত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ব্রাহ্মণবাড়িয়া থাকার নিয়ত আছে। তারপরও আপনারা ফোনে যোগাযোগ করে কনফার্ম হয়ে আসবেন।
ঈদের পূর্বের ৭ দিন ও ঈদের পরের ৫/৭ দিন একটানা ব্রাহ্মণবাড়িয়া থাকার নিয়ত আছে।

▪️আমি ব্রাহ্মণবাড়িয়া না থাকা অবস্থায়; প্রতিদিন সকাল ১০ টা থেকে ইফতারের ২০ মিনিট আগ পর্যন্ত খোলা থাকবে।
পূর্বের রোগীগণ প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন,
ফিমেইল থেরাপিস্টের মাধ্যমে হিজামা সেবা নিতে পারবেন,
চেম্বারে এসে অন্যান্য তথ্য জানতে পারবেন।

প্রয়োজনেঃ
01763- 582438 (এটা আমার কাছে থাকে)
01932-147477 (সহযোীর কাছে থাকে)

আপাতত এতটুকুই।

সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।
আল্লাহ হাফেজ।

চেম্বারের ঠিকানা - https://www.facebook.com/100940978968697/posts/139655788430549/

Address

Power House Road
Rajshahi Division
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when AroggoKanon - আরোগ্যকানন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like