স্থান পরিবর্তন
'আরোগ্যকাননের' স্থান পরিবর্তন করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু ঘটে গেলো। সবাইকে জানানোর মতো ফুরসতই পাইনি, ব্যাস্ততা এবং পারিপার্শ্বিক কিছু কারণও ছিলো।
চেম্বারের স্থান পরিবর্তন করার সংবাদটুকু জানানোর জন্য ভিডিওটা রেকর্ড করেছিলাম। এডিট করতে গিয়ে দেখি, এক্সট্রা মাইক্রোফোন সাউন্ড নেয়নি, নিয়েছে সরাসরি ডিভাইস। তাই সাউন্ড কোয়ালিটি মন মতো হয়নি। দুঃখিত।
বেশি দূরে চেম্বার নিইনি, পুরাতন চেম্বার থেকে মাত্র এক মিনিট হাঁটার দূরত্বেই নিয়েছি, আমাদের পুরাতন বাড়িতে।
নতুন ঠিকানা:
'আরোগ্যকানন হোমিও ক্লিনিক'
বাসা নং: ৬৭৭/২, কান্দিপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
আরেকটু সহজ ভাবে চিনিয়ে দিচ্ছি— কান্দিপাড়া জামে মসজিদ থেকে একটু উত্তর দিকে, তিনটা বাড়ি পরেই ৬৭৭ নং বাড়িতে। সাইনবোর্ড দেওয়া থাকবে, মসজিদের সামনে দাঁড়ালেই দেখা যাবে। তারপরও চিনতে অসুবিধা
হিজামার ফিডব্যাক ও কিছু তিক্ত অভিজ্ঞতা!
হিজামা গ্রহণ করেও মানুষ অসুস্থ হতে পারেন! তেমনই কিছু কথা এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। অবশ্যই সতর্কতার জন্য ভিডিওটা করা।
হিজামা একটি সুন্নাহ চিকিৎসা, এই চিকিৎসা পদ্ধতিকে ছোট করা বা এর সাথে সম্পৃক্ত চিকিৎসক ভাই বোনদেরকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহু আ'লাম।
#hijama #cupping #হিজামা
Study Tour & Factory Visit 2024 (03.02.2024) || Venue: New life & co. (Pvt.) Ltd || Homoeopathy
এখানে ৬ তলা ভবনে প্রায় ৩৪,০০০ বর্গফুট এরিয়ায় হোমিওপ্যাথিক মেডিসিন তৈরী করা হয়। তবে এর পাশাপাশি আরও একটি পৃথক ৬ তলা ভবনে প্রায় ২৮,০০০ বর্গফুট এরিয়া নিয়ে ইউনানী, আয়ুর্বেদিক ও ন্যাচারাল মেডিসিন তৈরী করা হয়। এদের প্রসেসিং সম্পূর্ণভাবে অটোমেটেড সিস্টেমে চলতে থাকে যেখানে মানুষের কোনো স্পর্শ থাকে না। হাইজিন এবং কোয়ালিটির ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করে না। সচক্ষে দেখে আসা— শুধুমাত্র কর্মচারীগনই দেশীয়, আর বাকি র' ম্যাটেরিয়ালস, যন্ত্রপাতি এবং ঔষধ প্রস্তুত প্রণালী সকল কিছুই আন্তর্জাতিক মানের। নিজেদের দেশে এমন উন্নত মানের ব্যবস্থাপনা আছে যা অনেকেই হয়তোবা জানেন না। পাশাপাশি তারা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেছেন বেশ।
শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় সহপাঠীবৃন্দ নিজেদের অভিজ্ঞতা ও আস্থার কথা শেয়ার করেছেন
প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে দু চারটি কথা বলা! একমাত্র প্রতিষ্ঠান যেখানে অদ্যাবধি প্রাতিষ্ঠানিক ভাবে হিজামা কোর্স করানো হচ্ছে।
বাংলাদেশের প্রাচীনতম ইউনানী চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়ামে উক্ত কলেজ কর্তৃক পরিচালিত "হিজামা সার্টিফিকেট কোর্স" এর পঞ্চম ব্যাচের সনদ বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত অধ্যক্ষ, বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন এর অন্যতম প্রবীন সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুল গনি, সিনিয়র প্রভাষক হাকীম হাফেজ আইয়ুব আলী, হাকীম রুহুল আমিন, হাকীম আসমা আহম
হিজামার ইতিহাস সেই পাঁচ হাজার বছরের পুরনো।
এমনই এক চিকিৎসা পদ্ধতি, যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁর ফেরেশতাদের মাধ্যমে আসমানেই নবীজি (ﷺ) জানিয়েছেন সেই দেড় হাজার বছর পূর্বে।
প্রিয় নবীজি (ﷺ) নিজে বহুবার হিজামা নিয়েছেন, দেহের বিভিন্ন অঙ্গে হিজামা নিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এ পর্যন্ত মুসলিমদের নিকট হিজামা গ্রহনযোগ্য একটি চিকিৎসা পদ্ধতি।
হিজামা, ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আধুনিকতার এ যুগে মানুষ খুঁজে নিচ্ছে প্রাচীন সেই ধারা, পবিত্র সেই নববী চিকিৎসা পদ্ধতি।
ভিন্ন ধারার তথা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির বাইরের কেউ যখন হিজামা নিয়ে কথা বলে তখন আমাদের বেশ ভালো লাগে। মন থেকে দোয়া আসে। ভিডিও কৃতজ্ঞতায়: Prof. Dr. Mojibul Hoque
🖋️~ Dr. Sujan Ahmed
AroggoKanon - আরোগ্যকানন : Natural Health Care & Regimental Therapy Center
হিজামা পেন এবং ব্লেইডের মধ্যে পার্থক্য
হিজামা পেন এবং ব্লেইডের মধ্যে পার্থক্য ,,
ভাই হিজামা পেন দিয়ে করবেন নাকি ব্লেইড দিয়ে!
তাহলে চলুন কিছু কথা শুনে নেওয়া যাক-
[০১]
হিজামাতে সুপারফেশিয়াল কাট না দিলে, অর্থাৎ যদি হিজামার incision এর ফলে ডার্মাল ক্যাপিলারিজ ক্ষতিগ্রস্থ হয় তবে কি হবে?
স্কার হবে,
স্কার কি?
ক্ষতচিহ্ন।
স্কার কিভাবে হবে??
তাহলে শোনেনঃ-
দেহের ক্ষত সারাতে বায়োলজিক্যাল প্রক্রিয়ার ফলাফল হিসাবে স্কার তৈরি হয়। প্রাকৃতিক ভাবে আমাদের ত্বক গঠিত হয় কোলাজেন নামক এক প্রকার প্রটিন দ্বারা। দেহের ত্বক গঠনের জন্য টিস্যুতে থাকা প্রটিন গুলির মধ্যে এটি প্রধান প্রটিন। প্রাকৃতিক ভাবে অথবা কোন ক্ষত সারোনোর সময় যখন ত্বক গঠিত হয় উভয় ক্ষেত্রেই এই কোলাজের প্রটিন ফাইবার দ্বার ত্বক গঠিত হয়। প্রাকৃতিক ভাবে যখন ত্বক গঠিত হয় তখন টিস্যুতে থাকা কোলাজেন এর প্রটিন ফাইবার গুলি basketweave এর মতে সজ্জিত হয়, এটি হচ্ছে ত্বক
হিজামা গ্রহনের পর একজন নারীর প্রতিক্রিয়া!
হিজামা গ্রহনের পর একজন নারীর প্রতিক্রিয়া!
হিজামা একটি সুন্নাহ চিকিৎসা, জানা মাত্রই হিজামা নেওয়ার জন্য প্রস্তুত!
হিজামা একটি সুন্নাহ চিকিৎসা, জানা মাত্রই হিজামা নেওয়ার জন্য প্রস্তুত! || হিজামা ফিডব্যাক [০৪]
পুরো পরিবারই এখন হিজামা নিচ্ছেন, সাথে আত্মীয় স্বজনকেও নিয়ে আসছেন!!!
পুরো পরিবারই এখন হিজামা নিচ্ছেন, সাথে আত্মীয় স্বজনকেও নিয়ে আসছেন!!!
হিজামার পূর্বে যে বিষয়গুলো জানলে সবচেয়ে দ্রুত কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তথা সুস্থ হবেন, ইনশাআল্লাহ।
হিজামা পরবর্তী পেশেন্টের প্রতিক্রিয়া।
❝বাজান তুমি আমার ছেলের মতন, ছেলে বইলা ডাকলাম। পিঠের বেদনায়,পাওয়ের (পা) বেদনায় বহুত কষ্ট করছি, এখন আল্লায় দিলে বেশ ভালা আছি।❞
পঞ্চাশোর্ধ একজন মা মোটামুটি এভাবেই তার মনের কথাগুলো ব্যক্ত করছিলেন। খুবই সহজ সরল মানুষ, গ্রামের মানুষ। কথায় কথায় 'বাজান ছেলে' বলে ডাকেন।
দীর্ঘ প্রায় সাত-আট বছর যাবত শারীরিক বিভিন্ন ব্যথায় ভুগছিলেন, অন্যান্য চিকিৎসাও করিয়েছেন। যতদিন ওষুধ সেবন চলছিলো ততদিন ভালো থাকতো, ওষুধ বন্ধ হলেই বিপত্তি। কিন্তু এখন ওষুধ ছাড়াই আগের চেয়ে বেশ ভালো আছেন। হিজামা নেওয়ার আগেও খুরিয়ে খুরিয়ে হাঁটতে হতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বেশ সাবলীলভাবে হাঁটতে পারছেন।
খুব উচ্ছ্বসিত হয়ে মনের কথাগুলো ব্যক্ত করেছিলেন, ভাবলাম আজ পর্যন্ত কোন নারী পেশেন্টের প্রতিক্রিয়া ভিডিওতে ধারণ করি নাই। এত চমৎকার কথা যেহেতু বলছেন তাই বিষয়টা রেকর্ড করি। য
Fire Cupping || ফায়ার কাপিং কি আসলেই ভয়ানক! পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে? || ফায়ার কাপিং || অগ্নি হিজামা
Fire Cupping || ফায়ার কাপিং কি আসলেই ভয়ানক! পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে? || ফায়ার কাপিং || অগ্নি হিজামা
আপনি কি জ্বীন খুঁজে পেয়েছেন?
মনোযোগ দিয়ে দেখুন তো।
কমেন্ট করে জানান।
খুবই প্রয়োজনীয় একটি বিষয়।
শিশুদের মুসলমানির পর অনেকেই ঘটা করে ভোজন-অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
এ বিষয়ে শরয়ী বিধান কী?
রুকইয়া কি সুন্নাহসম্মত চিকিৎসা?
জ্বীন কি গায়েব জানে?
নারীদেরকে কিভাবে রুকইয়াহ করা হবে?
এমন আরো কিছু বিষয়ে আলোচনা করেছেন শায়েখ আহমাদুল্লাহ সাহেব।