FIDA ZAMAN

FIDA ZAMAN Health is wealth

26/07/2025
ডাবের পানি কখন শরীরের জন্য উপকারী:চরম গরমে ডাবের পানি বেছে নিন। এতে তেষ্টাও মিটবে। আর এই পানির উপকারও প্রচুর। তবে খেতে হ...
25/07/2025

ডাবের পানি কখন শরীরের জন্য উপকারী:
চরম গরমে ডাবের পানি বেছে নিন। এতে তেষ্টাও মিটবে। আর এই পানির উপকারও প্রচুর। তবে খেতে হবে একেবারে ঘুম থেকে উঠে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন। একগ্লাস বা হাফ গ্লাস ডাবের পানি খেয়ে নিন। এতে শরীরের প্রচুর উপকার হবে, সারাদিনের পানি শূন্যতা থেকে রক্ষা করবে ডাবের পানি। চরম গরমে এনার্জি বাড়াতে ডাবের পানি দারুণ কাজ করবে। শরীরে পটাশিয়াম ও সোডিয়ামের মাত্রা সঠিক রাখবে ডাবের পানি।
যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরাও উপকার পাবেন এই ডাবের পানি থেকে। যাঁদের ব্লাড সুগার, ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাঁরাও খেতে পারেন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। রাতে ভালো ঘুমের জন্য এই পানি বেশ উপকারী।

সন্ধ্যার নাস্তা হিসেবে পুষ্টিগুণে ঠাসা,হাইপ্রোটিন আর কম কার্বযুক্ত  একটি আইটেম ছোলা মাখা-----কীভাবে বানাবেন:-সারারাত বা ...
25/07/2025

সন্ধ্যার নাস্তা হিসেবে পুষ্টিগুণে ঠাসা,হাইপ্রোটিন আর কম কার্বযুক্ত একটি আইটেম ছোলা মাখা-----
কীভাবে বানাবেন:-
সারারাত বা ৬-১২ ঘন্টা ছোলা ভিজিয়ে রেখে সেটাকে স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপর তার সাথে টমেটো, ধনিয়াপাতা,পেয়াজ, কাচামরিচ দিয়ে মেখে নিলেই তৈরি দারুণ মজাদার ও সহজ একটি সন্ধ্যার নাস্তা।।
🚩যারা ওজন কমানোর ডায়েট করেন বা ডায়াবেটিস পেশেন্ট অথবা জিম করে থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করেন যে মোটামুটি ভাবে হাই প্রোটিন ও লো কার্ব সমৃদ্ধ যেকোনো একটি সন্ধ্যার নাস্তা গ্রহণ করার তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে 🚩
বি.দ্র: যাদের কিডনির সমস্যা,ক্রিয়েটিনিন বেশি,ইউরিক এসিডের সমস্যা,ছোলায় এলার্জি ইত্যাদি সমস্যা আছে তাদের জন্য নয়।।

জাম গ্রীষ্মকালীন একটি পুষ্টিকর ফল। স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এ ফল টি খেতে  দারুণ সুস্বাদু। ভর্তা হিসেবে গরমে খেতে  খ...
19/07/2025

জাম গ্রীষ্মকালীন একটি পুষ্টিকর ফল। স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এ ফল টি খেতে দারুণ সুস্বাদু। ভর্তা হিসেবে গরমে খেতে খুবই ভালো লাগে। তবে এ ফলটি বেশি সময় স্হায়ী হয় না, দ্রুত পেকে শেষ হয়ে যায়।

জামের পুষ্টি গুণ
পাকা জামে ভিটামিন এ, সি,, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনসিয়াম ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়।
প্রতি ১০০ গ্রাম জামে
পানি --৮৩.১৩ গ্রাম
শর্করা --১৫.৫৬ গ্রাম
আয়রন-- ১৯ গ্রাম
ক্যালসিয়াম-- ১৯ গ্রাম
ফসফরাস --১৭ গ্রাম
ম্যাগনেসিয়াম -- ১৫ গ্রাম
পটাসিয়াম --৭৯ গ্রাম
সোডিয়াম ১৪ গ্রাম
রিবোফ্লাভিন. ১২গ্রাম
নিয়াসিন --.২৬ গ্রাম
প্যান্টোথেনিক এসিড--.১৬ গ্রাম
B6--.১৬ গ্রাম
ভিটামিন সি --১৪.৩ মিলিগ্রাম

ঔষধি গুণে ভরপুর জামের রয়েছে অনেক উপকারিতা। যেমন

১. এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে--
জামে ভালো পরিমাণে ভিটামিন সি থাকায় এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ রোধ করে।

২. হাড়কে শক্তিশালী ও মজবুত করে-
জামে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফলে এটি আমাদের হাড়কে শক্তিশালী ও মজবুত করে।

৩. সংক্রমণ রোধ করে -
জামে ভিটামিন সি, ম্যালিক এসিড, অক্সালিক এসিড, ট্যানিন থাকে ফলে জাম ম্যালেরিয়া রোধ, ব্যাকটেরিয়ারোধী,এবং গ্যাস্ট্রোপ্রটেক্টিভ হিসেবে কাজ করে।

৪. ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে --
জামের গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। জামে জ্যাম্বোলিন নামক এক ধরনের উপাদান রয়েছে এটা স্টার্চকে শর্করায় রুপান্তরিত হতে বাধা দেয়। যার ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।

৫. উচ্চ রক্তচাপ রোধ করে --
জামে প্রচুর পটাসিয়াম থাকার কারণে এটি আমাদের উচ্চ রক্তচাপ রোধ করে হৃদরোগ সৃষ্টি থেকে রক্ষা করে।

৬. হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে --
জামে রয়েছে আ্যলজিনিক এসিড, এলাজিক এসিড বা এলজিটেনিন্স এন্থোসায়ানিন এবং এন্থোসায়ানিডিন্স। এগুলো শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট। একারণে জামপ্রদাহরোধী,রোগপ্রতিরোধক এবং কোলেস্টেরলের জারণ রোধ করে হৃদরোগ সৃষ্টিকারী প্লাকগঠনে বাঁধা দেয়।

৭. পরিপাকে সাহায্য করে --
জামে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকাতে যকৃতকে সক্রিয় করে এবং বিভিন্ন এনজাইম নিঃসরণ বাড়িয়ে হজম ক্ষমতা বাড়ায়।

৮.ক্যান্সার প্রতিরোধ করে --
জামে কেমোপ্রটেকটিভ বৈশিষ্ট্য বিদ্যমান। গবেষণায় দেখা গেছে জামের নির্জাসে রেডিওপ্রটেক্টিভ উপাদান রয়েছে যা ক্যান্সার রোধে ভুমিকা রাখে। জামে পলিফেনলের উপস্থিতির কারণে এটি অ্যান্টকারসিনেজেনিক হওয়ায় ক্যান্সার রোধে ভুমিকা রাখে।

৯. মুখ ও দাঁতের সুস্থতায় ভূমিকা রাখে--
জামের ভিটামিন এবং মিনারেলস্ মুখের দুর্গন্ধ দূরকরে, দাঁত ও মাড়ি শক্ত করে এবং দাতের মাড়ির ক্ষয়রোধ করে। এছাড়া আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে জামপাতা ব্যবহার করা যায়।

১০.মানষিক স্বাস্থ্যে উপকারী --
কালোজাম টিস্যুকে টানটান হতে সাহায্য করে যা ত্বককে তারুণ্যদীপ্ত করে এবং স্মৃতি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

১১. ত্বককে হাইড্রেট রাখতে পারে--
জামে প্রচুর পরিমানে পানি থাকে বলে এটি শরীরকে হাইড্রেট ও স্বাস্থ্যবান করে।

১২.জাম ডিটক্সিফায়ার হিসাবে দেহে কাজ করে।

১৩. জাম জরায়ু, ডিম্বাশয়, মলদ্বার ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে কোলনকে সুস্থ রাখে।

১৪. এনিমিয়া দূর করে -- কালোজামে ভালো পরিমাণে আয়রন থাকায় এটা হিমোগ্লোবিন তৈরি করে এবং দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেহকে সুস্থ রাখতে ভুমিকা রাখে।

১৫. জামের ভিটামিন এবং সি চোখ ও ত্বকেকে সুস্থ রাখে।

১৬. জাম ব্রন নিরাময় করে এবং ত্বকের তৈলাক্তভাব দূর করে

🔥❗"রক্তস্বল্পতা? ক্লান্তি? ত্বক উজ্জ্বল নয়?"👉 ভুলে গেছেন আমাদের দেশি 'রক্তবন্ধু' ফল – ডালিম?🌟 দিন ১৬ | ৩০ দিনে ৩০টি দেশ...
19/07/2025

🔥❗"রক্তস্বল্পতা? ক্লান্তি? ত্বক উজ্জ্বল নয়?"
👉 ভুলে গেছেন আমাদের দেশি 'রক্তবন্ধু' ফল – ডালিম?

🌟 দিন ১৬ | ৩০ দিনে ৩০টি দেশি ফল
🍎 আজকের দেশি ফল: ডালিম (Pomegranate)

ডালিম শুধু ফল নয়, এটি এক অসাধারণ ঔষধিগুণে ভরপুর উপকারী ফল। এতে রয়েছে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও পটাশিয়াম, যা শরীরকে শক্তি জোগায়, রক্ত পরিষ্কার করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

🍃 স্বাস্থ্য উপকারিতা:
✅ রক্তশূন্যতা কমাতে দারুণ কার্যকর
✅ ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখে
✅ হজমে সহায়তা করে
✅ হৃদ্‌রোগের ঝুঁকি কমায়
✅ অ্যান্টি-এজিং উপাদানে ভরপুর

🥗 কীভাবে খাবেন:
ডালিমের দানা চিবিয়ে খাওয়া সবচেয়ে ভালো। আপনি চাইলে রস করে খেতে পারেন – তবে চিনি ছাড়া।

⏰ কখন খাবেন:
সকাল বা বিকেলের নাস্তার সময় খাওয়া সবচেয়ে উপকারী। খালি পেটে না খাওয়াই ভালো।

📊 পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রাম ডালিমের দানা):
🔹 ক্যালরি: ৮৩ কিলোক্যালরি
🔹 প্রোটিন: ১.৭ গ্রাম
🔹 ফ্যাট: ১.২ গ্রাম
🔹 ফাইবার: ৪ গ্রাম

🚫 একটি প্রচলিত ভুল ধারণা:
❌ অনেকেই মনে করেন ডালিম গরম ফল, বেশি খেলে গ্যাস বা শরীর গরম হয়ে যায়।
✅ আসলে ডালিম হালকা, সহজে হজম হয় এবং ঠান্ডা-উপযোগী ফল – পরিমিত পরিমাণে খেলে গ্যাস বা তাপের ভয় নেই।

📌 শুধুমাত্র বিট খেলেই কি ফ্যাটি লিভার ভালো হয়ে যায়??❌ না, এটা ভুল ধারণা। বর্তমানে অনেকেই মনে করেন শুধু বিট খেলেই ফ্যাটি ...
19/07/2025

📌 শুধুমাত্র বিট খেলেই কি ফ্যাটি লিভার ভালো হয়ে যায়??

❌ না, এটা ভুল ধারণা। বর্তমানে অনেকেই মনে করেন শুধু বিট খেলেই ফ্যাটি লিভার ঠিক হয়ে যাবে—বিভিন্ন বিজ্ঞাপন দেখে তারা এমনটা ভাবেন। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন।

--------------------------------

বিট (Beetroot) এ থাকে বেটালেইন (betalains) ও নাইট্রেট, যা লিভার ইনফ্লামেশন ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। কিছু ছোট আকারের গবেষণায় দেখা গেছে, বিটের জুস লিভারের এনজাইম ফাংশন উন্নত করতে পারে।

📚 সূত্র: World Journal of Hepatology, 2015

⚠️ কিন্তু এটি একটি সহায়ক খাবার, ফ্যাটি লিভারের একমাত্র সমাধান নয়।

ফ্যাটি লিভার কমাতে যা জরুরি:

✅ নিয়মিত ব্যায়াম
✅ ওজন নিয়ন্ত্রণ
✅ প্রসেসড ফুড, ট্রান্স ফ্যাট, ও অতিরিক্ত চিনি বর্জন
✅ সুষম ডায়েট—ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-৩ যুক্ত খাবার

📣 বিট খাওয়া উপকারী, তবে শুধুমাত্র বিট খেলেই লিভারের চর্বি গলে যাবে—এটা অবাস্তব ও বিভ্রান্তিকর ধারণা!!

-------------------------------

#বিট_আর_লিভার

জ্বর এলে ঘরে কিভাবে যত্ন নিবেন?সহজ কিছু যত্নে অনেকটাই দ্রুত সুস্থ হওয়া সম্ভব। ঘরে থেকেই নিজের বা পরিবারের যত্ন নিন সাবধা...
19/07/2025

জ্বর এলে ঘরে কিভাবে যত্ন নিবেন?

সহজ কিছু যত্নে অনেকটাই দ্রুত সুস্থ হওয়া সম্ভব। ঘরে থেকেই নিজের বা পরিবারের যত্ন নিন সাবধানতার সঙ্গে।
আজকাল চারদিকে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ বেড়েছে। অনেকেই ডেঙ্গু, করোনা বা সিজেনাল ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কিন্তু জ্বর আসলেই কি ভয় পাওয়ার কিছু? আসলে জ্বর হলো শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন শরীরে জীবাণু প্রবেশ করে, তখন শরীর তাদের বিরুদ্ধে লড়াই করে। এই লড়াইয়ের অংশ হিসেবে শরীর গরম হয়ে যায়, যা আমরা জ্বর হিসেবে দেখি।

তাই জ্বর হলে আতঙ্কিত না হয়ে, নিচের কিছু সহজ নিয়ম মেনে চলুন, দ্রুত আরাম পেতে পারবেন।

জ্বর এলে ঘরে করণীয় টিপস:

1. পর্যাপ্ত বিশ্রাম নিন:
শরীর দুর্বল থাকলে বেশি বিশ্রাম দরকার। ঘুম ও বিশ্রামে শরীর ভালো হয়।

2. বেশি পানি ও তরল পানীয় খান:
ডিহাইড্রেশন থেকে বাঁচতে পর্যাপ্ত পানি, ডাবের পানি, লেবু পানি ও স্যুপ খেতে পারেন।

3. হালকা ও সহজপাচ্য খাবার খান:
খিচুড়ি, নরম করে সেদ্ধ ভাত-ডাল, সবজি স্যুপ, সেদ্ধ ডিম শরীরকে পুষ্টি দেয়।

4. ভিটামিন C ও প্রোটিন নিশ্চিত করুন:
কমলালেবু, পেয়ারা, আমলকি, ডিম, মাছ, মুরগি, ডাল খেতে পারেন। ভিটামিন সি, ঠান্ডা সর্দি কাশির জন্যও দারুন কাজ করবে এবং ইমিউনিটি বুস্ট করবে।

5. শরীরের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করুন:
জ্বর বেশি হলে বা তিন দিনেও কম না হলে ডাক্তারের পরামর্শ নিন।

6. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:
হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখুন, নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার থাকুন।

7. গলা ব্যথা থাকলে গরম পানি দিয়ে গড়গড়া করতে পারেন। আর সর্দি কাশির জন্য আদা লবঙ্গ দিয়ে ফুটানো পানি, তুলসী চা বা মসলা চা খেতে পারেন।

অর্থাৎ ঘরের যত্নেই অনেক সময় জ্বর ভালো হয়ে যায়। সচেতন থাকুন, সঠিক যত্ন নিন, আর প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিন।

#জ্বর #ঘরে_যত্ন #সর্দিকাশি #স্বাস্থ্যটিপস #ভিটামিনসি #প্রোটিন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এই খাবারগুলো
19/07/2025

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এই খাবারগুলো

সকালে এধরণের নাস্তা খেলে যা হতে পারে -এ ধরনের নাস্তায় সম্ভাব্য প্রভাব:★অতিরিক্ত ক্যালরি গ্রহণ : পরোটা ও বিস্কুটে প্রচুর ...
19/07/2025

সকালে এধরণের নাস্তা খেলে যা হতে পারে -

এ ধরনের নাস্তায় সম্ভাব্য প্রভাব:

★অতিরিক্ত ক্যালরি গ্রহণ : পরোটা ও বিস্কুটে প্রচুর ক্যালরি থাকে, যা যদি অতিরিক্ত খাওয়া হয়, তা ওজন বাড়াতে পারে।

★ডায়াবেটিসের ঝুঁকি: এগুলোর মধ্যে উচ্চ পরিমাণে সুগার থাকে, যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

★পুষ্টির অভাব: এই ধরনের নাস্তায় প্রোটিন, ভিটামিন, এবং খনিজের অভাব থাকে, যা সঠিক পুষ্টির জন্য দরকার।

তাই এমন সুষম নাস্তা বেছে নিন যা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট সরবরাহ করবে।

11/05/2023

New video coming soon🔥

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when FIDA ZAMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram