Dental Signature

Dental Signature Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dental Signature, Rajshahi.

Dental Signature – Your Smile, Our Passion! 🦷💙

Expert dentists, advanced technology & painless treatments for all ages!

📍 Location
📞 01714886878

Healthy teeth, confident smile! 😊

🦴 হাড় ও দাঁতের যত্নে ক্যালসিয়ামের গুরুত্ব 🦷প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম রাখা আমাদের সবার জন্য জরুরি।একজন...
28/06/2025

🦴 হাড় ও দাঁতের যত্নে ক্যালসিয়ামের গুরুত্ব 🦷

প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম রাখা আমাদের সবার জন্য জরুরি।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রয়োজন প্রায় ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম।
📌 তবে মেনোপজ-পরবর্তী নারীদের ও ৭০ বছরের ঊর্ধ্বে পুরুষদের জন্য প্রয়োজন হয় ১২০০ মিলিগ্রাম/দিন।

দুঃখজনকভাবে, আমাদের অনেকের খাবারে ক্যালসিয়ামসমৃদ্ধ খাদ্য যথেষ্ট পরিমাণে থাকে না।
✅ প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া উত্তম।
✅ দুধ খেতে না পারলে দই হতে পারে বিকল্প।
✅ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

📉 ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় ক্ষয় (Osteoporosis) হতে পারে, যা হাড়কে দুর্বল করে ফেলে। এতে সামান্য আঘাতেও হাড় ভেঙে যেতে পারে।

🦷 শুধু হাড়ই নয়, দাঁতের গঠন ও মজবুত এনামেল তৈরি করতেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ।
যথেষ্ট ক্যালসিয়াম গ্রহণ না করলে দাঁতের ক্ষয়, সংবেদনশীলতা ও ভঙ্গুরতা দেখা দিতে পারে।

👉 তাই হাড় ও দাঁতের সুস্থতা রক্ষায় প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালসিয়ামকে স্থান দিন।

✍️ ডেন্টাল সিগনেচার
📍 ২৩/১, বহরমপুর (সিটি বাইপাস রেলক্রসিং সংলগ্ন), রাজশাহী
📞 ০১৭১৪-৮৮৬৮৭৮
📍 Google Map location : https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9

"জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।” – মার্ক টোয়েনজীবনের পথে এগিয়ে যেতে গেলে অনেক বাঁধা আসবেই...
18/06/2025

"জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।” – মার্ক টোয়েন

জীবনের পথে এগিয়ে যেতে গেলে অনেক বাঁধা আসবেই—সমস্যা, ব্যর্থতা, আর অনিশ্চয়তা। কিন্তু যে মানুষটি নিজের লক্ষ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে, এবং নিজের ওপর বিশ্বাস রাখতে জানে—সে-ই একদিন পৌঁছায় সাফল্যের শিখরে।

ডেন্টাল সিগনেচারে আমরা বিশ্বাস করি, প্রতিটি সুন্দর হাসির পেছনেও এই একই আত্মবিশ্বাস আর অদম্য মনোভাব কাজ করে। আপনি যখন নিজের হাসিকে ভালোবাসেন, তখন আপনি আরও আত্মবিশ্বাসী হন, আরও সফল হতে পারেন।

আপনার আত্মবিশ্বাসের হাসি গড়তে, আমরা ডেন্টাল সিগনেচার পরিবার আছি আপনার পাশে।



📍 লোকেশন:
ডেন্টাল সিগনেচার
২৩/১, বহরমপুর (সিটি বাইপাস রেলক্রসিং সংলগ্ন),
জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
📞 মোবাইল: ০১৭১৪-৮৮৬৮৭৮
:
https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9

🌤 শুভ সকাল | শুভ সূচনা হোক আল্লাহর নামে 🌿📖 “তাঁরই প্রশংসা, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন, আর তাঁর দিকেই হবে ফিরে ...
16/06/2025

🌤 শুভ সকাল | শুভ সূচনা হোক আল্লাহর নামে 🌿

📖 “তাঁরই প্রশংসা, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবিত করলেন, আর তাঁর দিকেই হবে ফিরে যাওয়া।”
— সূরা যুমার, আয়াত ৪২

আলহামদুলিল্লাহ! নতুন একটি দিনের শুরুতে আপনার ও আপনার প্রিয়জনের জন্য থাকুক শান্তি, সুস্থতা ও সফলতার দোয়া।
প্রতিটি সকাল হোক আপনার জন্য নতুন আশার বার্তা।
ভরসা রাখুন আল্লাহর উপর — যিনি সূর্য উঠান, হৃদয় জাগান।

🤍 ডেন্টাল সিগনেচার পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভ সকাল।

📍 লোকেশন:
ডেন্টাল সিগনেচার
২৩/১, বহরমপুর (সিটি বাইপাস রেলক্রসিং সংলগ্ন),
জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
📞 মোবাইল: ০১৭১৪-৮৮৬৮৭৮
:
https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9

🌿 শুভ সকাল প্রিয়জন,জীবনের প্রতিটি দিন আমাদের জন্য একটি নতুন সুযোগ— নিজেকে গড়ে তোলার, ভুল থেকে শিক্ষা নেওয়ারএবং আল্লাহ...
09/06/2025

🌿 শুভ সকাল প্রিয়জন,

জীবনের প্রতিটি দিন আমাদের জন্য একটি নতুন সুযোগ— নিজেকে গড়ে তোলার, ভুল থেকে শিক্ষা নেওয়ারএবং আল্লাহর রহমতের দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার।

🕊️
আমলের খাতা হয়তো অনেকেরই এখনও শূন্য,
কিন্তু গুনাহের খাতা অনেকেই পূর্ণ করে ফেলেছি—
তবুও আশা রাখি,
মাফ করে দেওয়ার দরজা এখনও খোলা।

👐 ইয়া আল্লাহ, আমাদের সকলকে হেদায়েত দিন, গুনাহ থেকে ফিরিয়ে আনুন এবং পরিশুদ্ধ একটি জীবন উপহার দিন।
আমিন।

🤲🌸



📍 চেম্বার লোকেশন:
https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9

🕌 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🐐🌙ডেন্টাল সিগনেচার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র কোরবানি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।ঈদ-উল-আযহ...
06/06/2025

🕌 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🐐🌙
ডেন্টাল সিগনেচার এর পক্ষ থেকে সবাইকে পবিত্র কোরবানি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ঈদ-উল-আযহা আমাদের শেখায় ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার মহৎ বার্তা।
এই ঈদে আসুন, আমরা শুধু পশু কোরবানিই নয়, নিজের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকেও কোরবানি দিয়ে গড়ে তুলি আরও মানবিক এক সমাজ।

🦷 আমরা ডেন্টাল সিগনেচারে বিশ্বাস করি—একটি সুন্দর হাসি শুধু মুখে নয়, মনেও ছড়িয়ে দেয় আনন্দ।
এই ঈদে আপনার হাসি হোক আরও উজ্জ্বল, আরও আত্মবিশ্বাসী।

✨ ঈদ মোবারক!
❤️ আপনার বিশ্বস্ত ডেন্টাল কেয়ার পার্টনার – ডেন্টাল সিগনেচার।

📍 আমাদের লোকেশন: https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9
📞 ০১৭১৪৮৮৬৮৭৮
অ্যাপয়েন্টমেন্ট ও বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন অথবা কল করুন।

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতিও মারা যায়, কিন্তু এক প্রাণী টিকে যায় – তার নাম ঘোড়া! 🐎জানেন কি? পৃথিবীর যেকোন...
06/06/2025

পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের কামড়ে হাতিও মারা যায়, কিন্তু এক প্রাণী টিকে যায় – তার নাম ঘোড়া! 🐎

জানেন কি? পৃথিবীর যেকোনো বিষধর সাপের বিষ—even কিং কোবরা’র মতো মারাত্মক সাপের কামড়েও—ঘোড়া মারা যায় না।
সাপের বিষ শরীরে ঢোকার পর ঘোড়া কিছুটা অসুস্থ থাকে, মাত্র তিন দিন। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, যেন কিছুই হয়নি।

এটাই প্রকৃতির এক অভূতপূর্ব বিস্ময়।

আর এই ঘোড়ার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবন রক্ষাকারী এক অনন্য গোপন রহস্য—Anti-venom।
🧬 কীভাবে তৈরি হয় এই অ্যান্টি-ভেনাম?

👉 প্রথমে সাপের বিষ সংগ্রহ করে তা ঘোড়ার শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।
👉 ঘোড়ার শরীর তার নিজস্ব ইমিউন সিস্টেম দিয়ে এই বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
👉 ২-৩ দিনের মাথায় ঘোড়ার রক্তে তৈরি হয়ে যায় বিষের প্রতিষেধক—অ্যান্টিবডি।
👉 এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ (RBC) আলাদা করে ফেলা হয়।
👉 সাদা অংশ (প্লাজমা) থেকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় অ্যান্টি-ভেনাম।
👉 এই অ্যান্টি-ভেনামই ইনজেকশনের মাধ্যমে সাপ-কামড় খাওয়া মানুষকে জীবন ফিরিয়ে দেয়।
ভারতে অসংখ্য অ্যান্টি-ভেনাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আছে, যারা শত শত ঘোড়া পালন করে এই জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করছে।

ভাবুন একবার—এই নিরীহ প্রাণীটির কারণেই আমরা সাপের ভয়াবহ বিষ থেকে রক্ষা পেতে পারি।
ঘোড়া না থাকলে, সাপের এক ছোবলে বহু মানুষের প্রাণ যাওয়া অবধারিত হতো।
🍃 আল্লাহর সৃষ্টির অপার রহস্য ও করুণার আরেকটি নিদর্শন:

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

“অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?”
(সূরাহ আর-রহমান, আয়াত-১৩)

প্রকৃতির প্রতিটি জিনিসই সৃষ্টিকর্তার একেকটি নিদর্শন। আজ ঘোড়ার মতো এক সাধারণ প্রাণী আমাদের মনে করিয়ে দেয়—আল্লাহর করুণা কত গভীর, কত বিস্ময়কর।

🌿 তাই কৃতজ্ঞ হই, সচেতন হই, আর সৃষ্টির প্রতিটি রহস্যে খুঁজে ফিরি স্রষ্টার ছোঁয়া।

courtesy মঈনুল ইসলাম ❤️

ধন্যবাদ 🖤

🦠 রাজশাহীতে করোনার সংক্রমণ: চিকিৎসকদের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেশি📍 সূত্র: প্রথম আলো ( ০২/০৬/২০২৫ ) আজ সোমবার রাজশাহীত...
03/06/2025

🦠 রাজশাহীতে করোনার সংক্রমণ: চিকিৎসকদের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেশি
📍 সূত্র: প্রথম আলো ( ০২/০৬/২০২৫ )

আজ সোমবার রাজশাহীতে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসক, যারা কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

🔬 এই পরীক্ষাগুলো রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে সম্পন্ন হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার ৬০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অনেকেই হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছেন এবং তাদের শরীর দুর্বল হয়ে পড়েছে। তবে সতর্ক থাকা জরুরি, কারণ এসব উপসর্গ সাধারণ ঠান্ডা-জ্বরের মতো হলেও এটি হতে পারে করোনা।

⚠️ আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ জন চিকিৎসক।

📢 সচেতন হোন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

✂️ CRISPR Just Snipped HIV Out Of Human Immune Cells — And It Stayed Gone!In a stunning leap forward, scientists have us...
02/06/2025

✂️ CRISPR Just Snipped HIV Out Of Human Immune Cells — And It Stayed Gone!

In a stunning leap forward, scientists have used CRISPR/Cas9 gene editing to delete HIV-1 DNA from human T-cells.

Unlike treatments that only suppress the virus, this approach completely removes HIV’s genetic code from the immune system’s core cells.

Even more impressive?

The edited cells resisted reinfection in lab tests—showing the potential for a real, permanent cure.

This could be the breakthrough that finally cracks the toughest part of the fight against HIV: eliminating the virus from the body once and for all.



https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9863116/

Missing Tooth এর কারনে কি সমস্যা হতে পারে?এই ছবিটিতে আসলে একটি দাঁত না থাকায় (Missing Tooth) মুখের ভিতরের কী ধরণের পরিবর...
01/06/2025

Missing Tooth এর কারনে কি সমস্যা হতে পারে?

এই ছবিটিতে আসলে একটি দাঁত না থাকায় (Missing Tooth) মুখের ভিতরের কী ধরণের পরিবর্তন বা সমস্যা হতে পারে—তা দেখানো হয়েছে।

---

🦷 সমস্যা যেটি দেখানো হয়েছে:

✅ Adjacent Teeth Shifting

— ছবির মাঝখানে একটি দাঁত নেই।
— তার ফলে পাশের দাঁতগুলো (adjacent teeth) ধীরে ধীরে খালি জায়গার দিকে হেলে পড়েছে বা ঢুকে গেছে।

✅ Opposing Tooth Overeruption

— উপরের দাঁতের লাইনে দেখা যাচ্ছে, বিপরীত দিকের দাঁত (opposing tooth) নিচের দিকে অতিরিক্ত বেরিয়ে গেছে (over-eruption)।
— কারণ সে নিচে তার "বিপরীত দাঁত" কে খুঁজে পাচ্ছে না—তাই ধীরে ধীরে মুখের মধ্যে নেমে আসছে।

✅ Bite Disruption ও Malocclusion

— দাঁতের গঠন ও কামড় (bite) এর ভারসাম্য নষ্ট হয়েছে।
— এর ফলে ভবিষ্যতে মুখে ব্যথা, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট (TMJ) সমস্যা, চিবানোর অসুবিধা এবং মুখের সামগ্রিক সৌন্দর্য ব্যাহত হতে পারে।

---

🎯 সংক্ষেপে সমস্যাগুলো:

1. পাশের দাঁতের হেলে যাওয়া (Tilting of adjacent teeth)

2. বিপরীত দাঁতের অতিরিক্ত নিচে নেমে আসা (Overeruption)

3. মাড়ি ও হাড় ক্ষয়

4. চিবানোর সমস্যা ও অসম কামড় (Unbalanced bite)

5. দাঁতের সৌন্দর্য নষ্ট ও দাঁত হারানোর সম্ভাবনা বাড়ায় ।

এই সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করুন এবং উপরোক্ত সমস্যা থেকে নিজেকে রক্ষা করুন।

Courtesy Dr. Asaduz Zaman

💊💊 সাপে কাঁটা (Snake bite) 💊💊সাপে কাঁটা আমাদের দেশে একটি সাধারণ ঘটনার নাম l আমাদের দেশের সাধারণ জনগনের মধ্যে অনেকেই আছেন...
21/05/2025

💊💊 সাপে কাঁটা (Snake bite) 💊💊

সাপে কাঁটা আমাদের দেশে একটি সাধারণ ঘটনার নাম l আমাদের দেশের সাধারণ জনগনের মধ্যে অনেকেই আছেন যারা বিষধর সাপ আর বিষহীন সাপ শনাক্ত করতে পারেননা যার ফলে রোগীকে অনেক সময় ভোগান্তি এমনকি মৃত্যুমুখে পতিত হতে হয় l আজ এ বিষয়ে কিছু প্রাথমিক ধারনা দেবার চেষ্টা করবো l

বিষধর সাপের প্রজাতিভেদে বিষ সাধারনত বিভিন্ন ধরনের হয়ে থাকে যার মধ্যেঃ
# Neurotoxic venom
# Haemolytic venom
# Cardiotoxic venom
# Nephrotoxic venom
# Necrotoxic venom
অন্যতম

[] বিষধর সাপের কামড়ের লক্ষনসমূহঃ
# দুটি দাতের স্পষ্ট গভীর ক্ষত দেখা যাবে l
# ক্ষতস্থানের চারদিকে ফুলে যাবে এবং লাল হয়ে যাবে l
# ক্ষতস্থানে প্রচণ্ড ব্যাথা হবে
# শ্বাস নিতে সমস্যা
# বমি হওয়া বা বমি বমি ভাব
# ঝাপসা দেখা
# ঘাম এবং লালা ঝরা শুরু হওয়া
# কথা বলতে গিয়ে জরিয়ে আসা এবং হাত পা দুর্বল হয়ে আসা
# শরীর ঠাণ্ডা হয়ে যেতে শুরু করা
# বুক ধড়ফড় অস্বাভাবিক হারে বেঁড়ে যাওয়া
# প্রচুর তৃষ্ণা পেতে শুরু করা
# ঘুমের আগমুহূর্তের মত চোখের পাতা পরতে থাকা
# চামড়ার রং ধীরে ধীরে ফ্যাকাসে হতে শুরু করা
# রক্তচাপ কমে যাওয়া
# প্রচণ্ড মাথাব্যাথা
# অ্যানাফিল্যাকটিক শক
# খিঁচুনি
# প্যারালাইসিস

[] সাপ দেখে বিষধর/বিষহীন বোঝার কিছু সাধারন উপায়ঃ
১। কাঁটাস্থানে দাতের চিহ্ন স্পষ্টভাবে ২ টি হলে এটি বিষধর; দাতের চিহ্ন অস্পষ্ট ও একাধিক হলে বিষহীন (প্রথম ছবিতে দেখুন)
২। সাপটির মাথার আকৃতি অনেকটা ত্রিভুজাকৃতি হলে এটি বিষধর হবার সম্ভাবনা বেশী; মাথা গোলাকৃতি হলে বিষহীন হবার সম্ভাবনা বেশী (দ্বিতীয় ছবিতে দেখুন)
৩। সাপটির একদম সামনের অংশে মাছ ধরার বরশির মত দুটো বাকা বড় দাত চোখে পড়লে বুঝতে হবে সাপটি বিষধর; এমনটা দেখা না গেলে সম্ভবত সাপটি বিষহীন (তৃতীয় ছবিতে দেখুন)
৪। সাপটির চোখের মনি (এটাকে পিউপিল বলে) যদি দেখতে অনেকটা ছোটো আর লম্বাটে মনে হয় তবে সাপটি বিষধর; চোখের মনি মাছের চোখের মতো গোল হলে এটা বিষহীন হবার সম্ভাবনা বেশী (চতুর্থ ছবিতে দেখুন)
৫। বিষধর সাপের নাসাছিদ্র চ্যাপ্টা হয়ে থাকে সেই সাথে নিচের দিকে একাধিক তাপ সংবেদনশীল ছিদ্র দেখা যায়; বিষহীন সাপের নাসাছিদ্র অনেকটা গোলাকৃতির হয়ে থাকে কোনো তাপ সংবেদনশীল ছিদ্র দেখা যায়না (চতুর্থ ছবিতে দেখুন)

[] সাপে কাটলে তাৎক্ষণিকভাবে যা যা করনীয়ঃ
# দ্রুত চিকিৎসার জন্য হেল্পলাইনে কল দিতে হবে
# কখন সাপে কেটেছে সময়টা নোট করে রাখতে হবে
# রোগীকে সম্পূর্ণ স্থির রাখুন, সামান্য পরিমান নরাচড়ার ফলেও বিষ রক্তের মাদ্ধমে দ্রুত ছড়িয়ে পরতে পারে
# কাটাস্থানের কাপড় আলগা করে দিন কারন কিছুক্ষন পর তা ব্যাথায় ফুলে উঠতে পারে
# রোগীকে কোনোমতেই হাটাচলা করতে দেবেননা, কোনো যানবাহনে করে হাসপাতালে নিয়ে আসবেন।
# সাপটি ধরতে গিয়ে সময় নষ্ট করবেননা/মেরে ফেলবেননা। যদি সম্ভব হয় তাহলে সাপটির কেবল ছবি তুলে নিয়ে দ্রুত রোগীকে নিয়ে হাসপাতাল চলে আসুন

[] প্রাথমিকভাবে করনীয় কাজগুলোর ক্ষেত্রে কিছু ভুল যা এড়িয়ে চলবেনঃ
# কাটাস্থানের উপরে যে শক্ত বাঁধ দেয়া হয় সেটা এত শক্ত করবেননা যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়
# ক্ষতস্থানে কাটাছেড়া করতে যাবেননা
# ক্ষতস্থানে ঠাণ্ডা বরফ জাতীয় কিছু ধরে বসবেননা
# চিকিৎসকের সাহায্য গ্রহন ছাড়া অন্য কোনো উপায় (ওঝা, কবিরাজ ইত্যাদি) চিকিৎসা শুরু করে রোগীকে বিপদে ফেলবেননা
# কাটাস্থানটি ভুলেও রোগীর হৃদপিণ্ডের বরাবর উচ্চতার বেশী উপরে তুলতে যাবেননা
# ক্ষতস্থান থেকে অন্য কোনো ব্যাক্তি চুষে বিষ তুলতে যাবেননা
# বিকল্প পদ্ধতিতে (যেমন Suction pump device) ক্ষতস্থান থেকে বিষ তোলার চেষ্টা করবেননা

[] প্রাথমিকভাবে যেসব পরীক্ষাগুলো করনীয়ঃ
# Complete Blood Count (CBC)
# Coagulation Screening
# Serum Urea
# Serum Electrolytes
# Serum Creatinine
# Creatinine Kinase
# Electrocardiogram
# Peripheral Oximetry
# Arterial Blood Gas Analysis (ABG)
# 20 Minutes Whole Blood Clotting Test (20WBCT)

[] চিকিৎসাঃ
সাপেকাঁটা রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যত তাড়াতাড়ি সম্ভব জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া। একজন চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ করে চিকিৎসার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। বেশীর ভাগ ক্ষেত্রে সাপে কাঁটার ঘটনাটি প্রাণঘাতী হয়না, তীব্রতা কামড়ের অবস্থান, বয়স এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে। কামড় গুরুতর না হলে, চিকিৎসক কেবল ক্ষতটি পরিষ্কার করতে পারেন এবং রোগীকে একটি টিটেনাস ভ্যাকসিন দিয়ে একদিন পর্যবেক্ষণের পর ছুটি দিয়ে দিতে পারেন।
পরিস্থিতি যদি জীবন হুমকিস্বরূপ হয় অর্থাৎ এটা বিষাক্ত সাপের কামড় প্রমাণিত হয় তবে চিকিৎসক অ্যান্টিভেনম দেবার সিদ্ধান্ত গ্রহন করতে পারেন। এটি রোগীকে ইনজেকশন আকারে দেয়া হয়। অ্যান্টিভেনম যত তাড়াতাড়ি ব্যবহার করা হবে তত বেশি কার্যকর হবে।

[] অ্যান্টিভেনম কখন দিতে হবেঃ
সাধারণ ইঙ্গিতসমূহ (General Indications)
# Active bleeding
# Shock
# Respiratory Compromise
# Rapid increase of swallow of affected limb
# Recurrent projectile vomiting

নির্দিষ্ট ইঙ্গিতসমূহ (Specific Indications)
# Developing paralytic features (Example: Ptosis)
# Developing Rabdomyolysis
# Developing Coagulopathy
# Developing Renal Failure
# Developing Neuroexcitatory envenoming

আশা করি সাপে কাঁটা বিষয়টি নিয়ে অনেকের মধ্যে থাকা ভ্রান্ত ধারনাগুলো দূর হবে এবং এখন থেকে এমন ঘটনায় সঠিক কাজটি করা সহজ হবে l সবার জন্য শুভকামনা রইলো l

courtesy
Dr-Mohammad Mamun

 #রাজশাহী_মেডিকেল_কলেজ  #রাজশাহী  #ডেন্টালDental Signature
19/05/2025

#রাজশাহী_মেডিকেল_কলেজ
#রাজশাহী
#ডেন্টাল
Dental Signature

কেস আপডেট | Re-RCT ও Non-Vital Tooth Bleachingচিকিৎসক: Dr. S. S. M. N. Saleheen, BDS, PGT চেম্বার: ডেন্টাল সিগনেচার | সম...
15/05/2025

কেস আপডেট | Re-RCT ও Non-Vital Tooth Bleaching
চিকিৎসক: Dr. S. S. M. N. Saleheen, BDS, PGT
চেম্বার: ডেন্টাল সিগনেচার |

সমস্যা:
রোগী এসেছিলেন সামনের একটিমাত্র দাঁতের রং পরিবর্তনের অভিযোগ নিয়ে। দাঁতটি পূর্বে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা ছিল, কিন্তু ঠিকমতো সিল করা হয়নি। ফলে দাঁতের নিচে ইনফেকশন দেখা যায়।

ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও রেডিওগ্রাফিক ফাইন্ডিংস:

পূর্বের অসম্পূর্ণ RCT

পারি-অ্যাপিকাল রেডিওলুসেন্সি (ইনফেকশনের প্রমাণ)

দাঁতটি ছিল নন-ভাইটাল (মৃত)

চিকিৎসা পরিকল্পনা:

1. পুনরায় রুট ক্যানাল ট্রিটমেন্ট (Re-RCT) — সঠিকভাবে ক্লিনিং, শেপিং ও সিলিং

2. রাবার ড্যাম ব্যবহারের মাধ্যমে প্রপার আইসোলেশন করা হয়েছে

3. নন-ভাইটাল ব্লিচিং (Walking Bleach Technique)

4. ব্লিচিং শেষে কম্পোজিট রেস্টুরেশন

Device & Materials :
Endomotor : Sybron Endo Touch Tc-2 Cordless Motor form UniMed UniHealth

Apex locator : Apex ID™ Digital apex locator form UniMed UniHealth

ULTRA X Cordless Ultrasonic activator by Eighteeth Medical from Ideal Dental Supply And Services

Sealer : from Fiftytwo
𝑹𝑪𝑺 𝑴𝒂𝒈𝒊𝒄 𝑷𝒂𝒕𝒉. Fiftytwo Limited
𝑹𝑪𝑺 𝑹𝒂𝒊𝒏𝒃𝒐𝒘 𝒇𝒊𝒍𝒆.. 🌈 medical

ফলোআপ:
১ মাস পর ফলোআপ রেডিওগ্রাফে ইনফেকশন হ্রাস এবং হিলিংয়ের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং নিজের হাসি নিয়ে সন্তুষ্ট।

ফলাফল:

রঙ ফিরেছে, আত্মবিশ্বাস ফিরেছে

সফলভাবে একটি পুরনো ব্যর্থ RCT কে রিভাইভ করে সৌন্দর্য ও কার্যকারিতা ফিরিয়ে আনা হয়েছে।

আপনার দাঁতেও কি পুরনো RCT বা বিবর্ণতা রয়েছে? দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে!

#ডেন্টাল_সিগনেচার
২৩/১, বহরমপুর ( সিটি বাইপাস রেলক্রসিং সংলগ্ন ), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী ।
মোবাইল: ০১৭১৪-৮৮৬৮৭৮
Google Maps: https://maps.app.goo.gl/1a3FPpTtKQED8xLw9

Address

Rajshahi

Opening Hours

Monday 16:30 - 22:00
Tuesday 16:30 - 22:00
Wednesday 16:30 - 22:00
Thursday 16:30 - 22:00
Friday 16:30 - 22:00
Saturday 16:30 - 22:00
Sunday 16:30 - 22:00

Telephone

+8801714886878

Alerts

Be the first to know and let us send you an email when Dental Signature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Signature:

Share