S. S. P H A R M A C Y , Mothurdanga mosjid market

S. S. P H A R M A C Y , Mothurdanga mosjid market আমার পেজে আপনাকে স্বাগতম। পেজে লাইক দ?

07/05/2024

যাদের মুখে ব্রণের সমস্যা তারা এই টিপটি ট্রাই করতে পারেন।

24/10/2023

আপনার হার্ট সুস্থ আছে কিনা যাচাই করুন।

24/10/2023

আপনার হার্ট সুস্থ আছে কিনা পরীক্ষা করুন।

16/06/2023
30/05/2023

কানে কোন বস্তু বা কোন পোকা ঢুকে গেলে করনীয়।

05/05/2023

কাঁচা আমের উপকারিতা।

নারীদের মাসিক বা পিরিয়ড চলাকালীন অসুস্থতা হলে কি করবেন? মা বোনদের জন্য খুব দরকারি তথ্য(টাইমলাইনে রেখে দিন)পিরিয়ড নারীর দ...
30/04/2023

নারীদের মাসিক বা পিরিয়ড চলাকালীন অসুস্থতা হলে কি করবেন? মা বোনদের জন্য খুব দরকারি তথ্য(টাইমলাইনে রেখে দিন)

পিরিয়ড নারীর দুর্বলতা নয়, নারীদের অহংকার। মাসিক চলাকালীন মেয়েদের শরীরে কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে আছে শারীরিক দূর্বলতা, তলপেটের অতিরিক্ত ব্যথা, মুড সুয়িং, খিটখিটে মেজাজ, অনেকেই ডিপ্রেশনে ভুগেন, মাথা ঘোরানো, অ্যাসিডিটি, মুখের অরুচি, বমি বমি ভাব, অস্বস্তিবোধ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। পিরিয়ডের দিনগুলোতে রক্তক্ষরণের কারণে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়।
এসব কিছুর সাথে বিভিন্ন পুষ্টির ঘাটতির লিংক আছে।
আজকে এসব শারীরিক সমস্যা গুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ।

প্রথমেই আসি তলপেটের ব্যথা কিভাবে কমাবেন?
সাধারণত মাসিক চলাকালীন তলপেটে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে, আমি পুনরায় বলছি প্রাথমিকভাবে আপনি Algin 50 tablet টি খেতে পারেন। এটা খেয়েও ব্যথা না কমলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন। কারন এর পিছনে অন্য কোন কারন আছে কিনা চেক করে দেখতে হবে।

দ্বিতীয়ত, কিছু খাবার আপনার মাসিক চলাকালীন শারীরিক সমস্যা প্রতিরোধ করতে দারুন সাহায্য করবে।যেমন-

১.পানি
পিরিয়ডের সময় রক্তের পাশাপাশি শরীর থেকে অনেক পানি বেরিয়ে পানিশূন্যতা হতে পারে। তাই অবশ্যই বেশি বেশি পানি ও ফলের জুস পান করবেন। পানি মাসিকের চলাকালীন মাথা ব্যথাও প্রতিরোধ করবে। তাজা ফলের জুস খাবেন, অবশ্যই বাজারের প্যাকেটের জুস পরিহার করবেন।

২. রক্তশূন্যতা প্রতিরোধ ঃ
পিরিয়ডের সময় শরীরে আয়রনের ঘাটতি হতে পারে। তাই আয়রন যুক্ত খাবার যেমন
কলিজা, কচুশাক, পুঁইশাক, খেজুর, ডালিম, বিট ইত্যাদি অবশ্যই খাদ্যতালিকায় রাখবেন। পাশাপাশি ভিটামিন বি ১২ এবং ফলিক এসিড যুক্ত খাবার যেমন লাল মাংস,লিভার, ডিম ইত্যাদি খেতে হবে।

৩. ফাইবার যুক্ত খাবারঃ
এসময় পায়খানা কষা হতে পারে। তাই ফাইবার যুক্ত খাবার ও পানি বেশি পরিমানে খাবেন। ফাইবারজাতীয় খাবার অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। সব ধরনের শাকসবজি ও ফাইবার সমৃদ্ধ ফলমূল খাবেন।

৪. পেশীর টান ও দুর্বলতা কমাতে প্রতিদিন খাদ্যতালিকায় কলা রাখতে পারেন।

এসময় ফাস্ট ফুড, অতিরিক্ত তেলযুক্ত খাবার, ভাজা পোড়া, অতিরিক্ত চিনি একদম পরিহার করবেন।

অনেকেই আছেন মাসিক সময় বিরক্তির কারনে দীর্ঘসময় প্রস্রাব আটকে রাখেন।তাতে প্রশ্রাবে ইনফেকশন হতে পারে।তাই এই কাজ করবেন না। একটু কষ্ট হলেও প্রশ্রাব আটকে রাখা যাবে না। আর এক্ষেত্রেও পানি খাওয়া জরুরি।
..........
প্রচারে
ডা মাহামুদুল ইসলাম চৌধুরী

24/04/2023

এই যৌন সমস্যা থাকলে করণীয়।

26/03/2023

অবাক হবেন জেনে! রোজা রাখলে আপনার শরীরে যে ১২টি পরিবর্তন আসবে

22/03/2023

পরামর্শ নিন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।

09/03/2023

আপনার হার্ট সুস্থ আছে কিনা পরীক্ষা করে নিন।

18/01/2023

খুশকি কিভাবে দূর করবেন।

30/12/2022

এলার্জির লক্ষণসমূহ

Address

১৬ নং ওয়ার্ড, মথুরডাঙ্গা মসজিদ মার্কেট ও ক্যান্টমেন্ট স্কুল রোড
Rajshahi
6203

Telephone

+8801749025851

Website

Alerts

Be the first to know and let us send you an email when S. S. P H A R M A C Y , Mothurdanga mosjid market posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share