Homoeo-Darush-Shifa হোমিও দারুশ শিফা

Homoeo-Darush-Shifa হোমিও দারুশ শিফা Homeopathy is best treatment

https://youtu.be/omwbs9U1F-0?si=wsDaL3Du6c4M9kEE
06/12/2024

https://youtu.be/omwbs9U1F-0?si=wsDaL3Du6c4M9kEE

হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন...ডা. এএস সুমন ও ডা. হোসনে আরা রুনাহোমিও-দ.....

ফেসবুকেই ফুটে উঠে নিজের ব্যক্তিত্ত্বফেসবুক জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে।এখন একজন মানুষকে মূল্যায়ন বা তার সম্...
23/10/2024

ফেসবুকেই ফুটে উঠে নিজের ব্যক্তিত্ত্ব

ফেসবুক জীবনের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে।
এখন একজন মানুষকে মূল্যায়ন বা তার সম্পর্কে ধারণা লাভ করতে আমরা তার প্রোফাইল খুঁজি। পাত্র-পাত্রীদের সম্পর্কে ধারণা লাভ করতেও ফেসবুকে ঢু মারেন অভিভাবকবৃন্দ।

কারো প্রোফাইলে গিয়ে ৬ মাস, ১ বছর ফেসবুকে তার উপস্থিতি পর্যালোচনা করলেই তার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যাবে যে তিনি কোন্ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বা স্বীয় ধর্ম, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদিও জানা যাবে প্রোফাইল ঘুরে।

সবকিছু ছাপিয়ে ফেসবুক তার ইউজারদের ব্যক্তিত্ত্ব খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। চিন্তার ধরণ-প্রকৃতি, চিন্তার স্থিরতা ও দূরদৃষ্টি, আবেগের নিয়ন্ত্রিত প্রকাশ বা মাত্রাতিরিক্ত প্রকাশ ইত্যাদি ম্যাজার করে সহজেই একজন ব্যবহারকারীর ব্যক্তিত্ত্ব নিরূপণ করা যাবে।

ফেসবুকে ১ দিনে ইউজার কয়টা পোস্ট দিচ্ছেন, কতটা সময় দেন, পরিবার-সন্তানদের ছবি নিয়মিত দেন কি-না, খাবারের ছবি দেন কি-না, খালি গায়ে বা হালকা পোশাক পরে ছবি দেন কি-না, তার লেখনীতে ভাষার ব্যবহার কোন্ পর্যায়ে, না-কি গালি-গালাজ এবং অশ্লীল শব্দ প্রয়োগ বা ইঙ্গিত বেশী করেন ইত্যাদি ইত্যাদি ইন্ডিকেটরগুলো ইউজারের স্মার্ট ব্যক্তিত্ত্ব বা ব্যক্তিত্ত্বহীনতার পরিচয় বহন করে।

ইউজার হয়তো জানেন যে কতজন তাকে ফলো করছে, কিন্তু তিনি জানেন না যে, কে কে তাকে অনুসরণ করছে। তাই সাবধানতা জরুরী। আসুন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে নিজ এবং নিজ পরিবারকে বিতর্কের ঊর্ধ্বে রাখি, উন্নত রুচিবোধ সৃষ্টি করি। পাশাপাশি ভালো এবং উত্তম দিয়ে নিজেকে নিজে ছাড়িয়ে যাই।

বেলা ডোবার পরেই যার মেলে ধরা,রাতে ছড়ায় সুবাস-বেলা ফোটার আগেই তার ঝরে পড়া বিষন্নতা।শিউলি ঝরা ফুলের মায়া.....
22/10/2024

বেলা ডোবার পরেই যার মেলে ধরা,
রাতে ছড়ায় সুবাস-
বেলা ফোটার আগেই তার ঝরে পড়া বিষন্নতা।
শিউলি ঝরা ফুলের মায়া.....

একজন ‘হোমিওপ্যাথি চিকিৎসক’ নাম ধারি ‘ঔষধ ব্যাবসায়ি’ যখন হোমিওপ্যাথি‘কে এ্যলোপ্যথি চিকিৎসার মতো ব্যবহার করে শুধুমাত্র তার...
20/10/2024

একজন ‘হোমিওপ্যাথি চিকিৎসক’ নাম ধারি ‘ঔষধ ব্যাবসায়ি’ যখন হোমিওপ্যাথি‘কে এ্যলোপ্যথি চিকিৎসার মতো ব্যবহার করে শুধুমাত্র তার ব্যবসায়ি মানষিকতার পরিচয় দেয়। তখন চিকিৎসা জগতে তাকে ক্রিমিনাল হিসাবে চিহ্নিত হরা হয়।
মানব সমাজে, মানুষের জীবন নিয়ে ক্রিমিনালি না করে রিকশা চালিয়ে বা বাদাম বেঁচে খাওয়া অনেক ভালো। কারন অপরাধ মুলক ব্যাবসার চেয়ে সৎ ভাবে বেঁচে থাকা অনেক সম্মানের।

এক-দেড় মাসের শিশুকে এই সকল ঔষধ দিয়ে চিকিৎসা, হোমিওপ্যাথির কোন ফর্মুলায় পড়ে ? দয়া করে যারা হোমিওপ্যথিক চিকিৎসক আছেন তাঁরা জানাবেন।

আজ আমার চেম্বারে শিশুটির অবস্থা খুবই নাজুক দেখে, অন্য চিকিৎসার খোঁজ নিলে শিশুটির অভিভাবগ এগুলো বের করে দেখান, যা এক সপ্তাহ ধরে এই ঔষধ গুলো চলছে। বর্তমানে শিশুটির অবস্থা খুবই খারাপ। সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা শুরু করি।

10/10/2024

আচ্ছা আজ নাকি ইংরেজি মাসের ডেলি-ভারি দিবস ছিলো ?
১০ মাস ১০ দিন 😁😆

https://www.youtube.com/channel/UCNutvY90Tr3AtWrU5yNYB9w
15/08/2024

https://www.youtube.com/channel/UCNutvY90Tr3AtWrU5yNYB9w

Homeopathy is a method of alternative medicine. A person's physical condition is as it was before he became ill. The main purpose of homeopathy is to bring back exactly that state. If a medicinal substance is applied in large or gross doses to a healthy body, All the disease symptoms that appear in....

এই অতিষ্ঠ গরমে, ঘাম বসে জ্বর-সর্দি দেখা দিলে প্রথমেই BRYONIA কে স্মরণ করতে পারি ।হোমিও-দারুশ-শিফাবানেশ্বর, পুঠিয়া, রাজশা...
20/05/2024

এই অতিষ্ঠ গরমে, ঘাম বসে জ্বর-সর্দি দেখা দিলে প্রথমেই BRYONIA কে স্মরণ করতে পারি ।

হোমিও-দারুশ-শিফা
বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী।
+88 01911 938 943

03/02/2024

আগুন যেমন পোড়ায়, তেমনি
সঠিক ভাবে ব্যাবহার করলে,
তেমনই ভাবে গড়েও তুলতে পারে।

=হায়েমে-মা

05/01/2024

নিশ্চয় আল্লাহ মু’মিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।

তারা আল্লাহর পথে যুদ্ধ করে।(দুশমনদের)হত্যা করে এবং (নিজেরা)নিহত হয়।

এ ওয়াদা তাঁর উপর অবশ্যই পালনীয় যা আছে তাওরাত,ইঞ্জিল ও কুরআনে।

আর আল্লাহর চাইতে বেশী নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে?

কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা-বেচা করছো সেজন্য আনন্দ করো।

এটিই সবচেয়ে বড় সাফল্য

সুরা আত তওবা-১১১

04/10/2023
এল.এস.ডি. (‘লাম্পি স্কিন ডিজিজ’)গরু বা গবাদি পশুর জন্য একটি ভয়ঙ্কর রোগ।প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই দেশেএল.এ...
16/08/2023

এল.এস.ডি. (‘লাম্পি স্কিন ডিজিজ’)
গরু বা গবাদি পশুর জন্য একটি ভয়ঙ্কর রোগ।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই দেশে
এল.এস.ডি. (‘লাম্পি স্কিন ডিজিজ’) নামে আরেক ভাইরাসের দেখা মিলেছে। এ ভাইরাস গবাদি পশুকে আক্রমণ করে থাকে। দেশের বিভিন্ন এলাকায় এ ভাইরাসে শত শত গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর কোনো প্রতিষেধক না থাকায় গরু নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে খামারিরা। এলএসডি গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের ক্ষতির কারণ।

বাংলাদেশে গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রথম দেখা দেয় ২০১৯ সালে চট্টগ্রামে।

#রোগের-লক্ষণ: এল.এস.ডি. আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয় এবং খাবার রুচি কমে যায়। জ্বরের সাথে সাথে নাক-মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ের মাঝে পানি জমে যায়। পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিন্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে। শরীরের কোথাও কোথাও ফুলে যায়। যা ফেটে টুকরা মাংসের মত বের হয়ে ক্ষত হয় এবং পুঁজ কষাণি বের হয়। পাকস্থলী বা মুখের ভেতরে সৃষ্ট ক্ষতের কারণে গরুর পানি পানে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায়।

আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি সঠিক চিকিৎসায় অনেক গরু সুস্থ হচ্ছে।

হোমিও-দারুশ-শিফা
বানেশ্বর, রাজশাহী।
01911-938 943

10/08/2023

রানের দু'চিপায় ঘাম জমার পর ময়লার মত চুলকানিতে-

হোমিওপ্যাথিক বেশ কয়েকটা ঔষধই যথেষ্ট।

Address

"Homoeo-Darush-Shifa", Baneswar, Puthia
Rajshahi
6260

Telephone

+8801911938943

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeo-Darush-Shifa হোমিও দারুশ শিফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeo-Darush-Shifa হোমিও দারুশ শিফা:

Share