Dr. Maruf

Dr. Maruf আমি ডা. মহিদুল হাসান মারুফ।
বাসায় থেকে সংক্ষেপে জরুরী পরামর্শ, সুলভ খরচে, নির্ঝঞ্ঝাট চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সচেতনতায় নিবেদিত..

Online এ Appointment নিয়ে টেলি মেডিসিন চিকিৎসা নিতে পারেন অনায়াসে।

আজকের রাজশাহীর রিজিওনাল কনফারেন্সে ... ডায়াবেটিস, হরমোনের সমস্যা, স্থূলতা এবং ফ্যাটিলিভার নিয়ে চমৎকার, গুরুত্বপূর্ণ আধুন...
12/07/2025

আজকের রাজশাহীর রিজিওনাল কনফারেন্সে ... ডায়াবেটিস, হরমোনের সমস্যা, স্থূলতা এবং ফ্যাটিলিভার নিয়ে চমৎকার, গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞান ভিত্তিক আলোচনা শুনে ভালো লাগলো।

আয়োজনে বাংলাদেশের এন্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট এসোসিয়েশন।

⭐এসএসসি পরীক্ষার ফলাফল সমাচার ⭐সাফল্য অর্জনকারীদের জন্য শুভেচ্ছা রইলো। ⛔তবে কয়েক লাখ শিক্ষার্থীদের জন্য, তাদের পরিবার এর...
10/07/2025

⭐এসএসসি পরীক্ষার ফলাফল সমাচার ⭐
সাফল্য অর্জনকারীদের জন্য শুভেচ্ছা রইলো।
⛔তবে কয়েক লাখ শিক্ষার্থীদের জন্য, তাদের পরিবার এর জন্য আজ কষ্টের দিন। মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক কঠিন একটা দিন।
মানসিকভাবে ভেঙে পরতে পারে অনেকেই,
এমনকি আত্নহত্যাও হতে পারে এমন‼️সেটা আরও কষ্টের বিষয় হবে তার জন্য, তার পরিবারের জন্য।
⭐তাই যার যেমন অবস্থান সেখান থেকে সতর্ক থাকা জরুরী - কাউকে কোনভাবে হেয় প্রতিপন্ন বা অপমান লজ্জার মুখে না ফেলে...
✅ শিক্ষাব্যবস্থার এমন দুর্গতি থেকে উত্তরণের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।

আজকের হেমাটোলজি সোসাইটি, হেমাটোলজি বিভাগের প্রোগ্রামে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে‼️🔷চমকপ্রদ সাইন্টিফিক সেমিনারের ...
05/07/2025

আজকের হেমাটোলজি সোসাইটি, হেমাটোলজি বিভাগের প্রোগ্রামে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে‼️
🔷চমকপ্রদ সাইন্টিফিক সেমিনারের শেষে অনুষ্ঠিত হয় মেধার লড়াই, ১৫ সেকেণ্ড সময় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ( আগে রেসপন্সে বেশি নম্বর, পরে পয়েন্ট কমে যাবে)

01/07/2025

⭐ পুষ্টি সচেতনতা - প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ খুবই দরকার, কমই হয়তো খেয়াল রাখা হচ্ছে, এবং বেশ চ্যালেঞ্জিং ব্যাপার।

💪 প্রোটিন হলো দেহের মাংসপেশী গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাড়, চুল, ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি কোষের গঠনেই এটা প্রয়োজন।
🛠️ ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত নিরাময় করে শরীরের উন্নতি নিশ্চিত করে।
🛡️ শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার।
⚠️ বিভিন্ন হরমোন, উৎসেচক তৈরীর জন্য গুরুত্বপূর্ণ।
🔷 শক্তির উৎস হিসেবে কাজ করে, ভালো ব্লাডপ্রেসার বজায় রাখে।
⏭️⏩ আপনার দৈনিক প্রোটিনের পরিমাণ কেমন হবে❓
✅ শরীরের প্রতি কেজি ওজন অনুযায়ী কমপক্ষে ১ গ্রাম প্রোটিন খুব দরকার।
যেমন: ৫০ কেজির জন্য: ৫০ গ্রাম প্রোটিন
- ৭০ কেজির জন্য: ৭০ গ্রাম প্রোটিন
- ৯০ কেজির জন্য: ৯০ গ্রাম প্রোটিন

⭐কিভাবে সহজে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন⁉️⭐

⭐ শুটকিমাছ ৬২ গ্রাম / ১০০ গ্রাম
⭐ টুনামাছ ৩২ গ্রাম / ১০০ গ্রাম (সর্বসেরা উৎস)
🔷মুরগীর বুকের মাংস 31g/১০০ গ্রাম
🔷কুমড়োর বীজ 30g/ ১০০ গ্রাম
🔷মাছের ডিম 29g/১০০ গ্রাম
🍳 ডিম – ৬ গ্রাম প্রোটিন/পিস
🍗 মুরগি – ২৬ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম
🐟 মাছ – ২৫ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম
🥩 গরুর গোশত – ২৫ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম
🥣 ডাল, ছোলা, মুগ – ১৯-২০ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম
🥛 দই, দুধ – ৩-৪ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম
🥜 বাদাম, চিয়া সিড, পিনাট বাটার – ২০-২৫ গ্রাম প্রোটিন/১০০ গ্রাম

🥣 প্রতিটি খাবারে প্রোটিন রাখার অভ্যাস করুন, বিশেষ করে সকালের নাস্তায়।

গতকালের সোসাইটি অফ মেডিসিনের গ্রীষ্মকালীন সম্মেলনে অংশগ্রহণ করা হলো৷ এবার বেশ অনাড়ম্বর অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী মেডিকেল...
29/06/2025

গতকালের সোসাইটি অফ মেডিসিনের গ্রীষ্মকালীন সম্মেলনে অংশগ্রহণ করা হলো৷
এবার বেশ অনাড়ম্বর অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী মেডিকেলসহ দেশের বিভিন্ন মেডিকেল থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারেরা এবং রাজশাহী মেডিকেলের শতাধিক ট্রেইনী, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

27/06/2025

🔷 স্বপ্নের ডাক্তার, বনাম প্রকৃত বাস্তবতা 🔷

⭐⭐ বড় ডাক্তার, বহু ডিগ্রির সমাহার, বড় পদবী ধারী নামকরা কোন হাসপাতালে - এমন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীদের স্বপ্ন, মনের একান্ত ইচ্ছা।
🔷 বাস্তবতা ব্যতিক্রম -- এমন অনেকে ভিজিট বেশী নেন, তাতেও বহুজনেরই আপত্তি শুরু!!
➡️ তবে ভিজিট যাই হোক -- যথেষ্ট সময় সুযোগ করে, ডিটেইলস জেনে বুঝে শুনে চেক-আপ করে, সুন্দর করে বিভিন্ন দিক বিবেচনা করে রোগ সম্পর্কে ডিটেইলস জানালে রোগীরা নিঃসন্দেহে উপকৃত হবেন...

⛔ কিন্তু এমন স্বপ্নের ডাক্তার কমই আছেন,
অধিকাংশ-এর চেম্বার শুরু হয় বিকেলে....

⏩বহু (কখনো শতাধিক!) রোগীর সিরিয়াল থাকে, ডাক্তার সাহেবও চাপের মধ্যে থাকেন, শেষ করতে চাইলে তাড়াহুড়ো অবধারিত‼️
তখন থেকেই মূলত রোগীদের আশাভঙ্গ হতে থাকে - কখনো হয়তো কয়েক মিনিটও সময় পাননা সবকিছু খুলে বলার।

⛔ তাই রোগীদের উচিত শুধু বিভিন্ন ডিগ্রি/পদবী বা চেম্বারে ভিড় বেশি দেখে, দালালের কাছে ধোঁকা খেয়ে আকর্ষিত না হয়ে...

✅⭐যিনি যথেষ্ট সময় সুযোগ করে, সুন্দর আচরণ করেন, কথা বলেন - এবং সঠিক চিকিৎসা পরামর্শ দিতে সাধ্যমতো চেষ্টা করতে পারেন - এমন কারো আছে কনসাল্টেশন নেওয়া।

Dr. Mohidul Hasan Maruf,
MBBS(RpMC)
FCPS part2 (Internal Medicine)
Experienced in skin & Sexual problem
Medical officer, RMCH

25/06/2025

⭐⭐ এইচএসসি, আলিম সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল... সকলের জন্য দোআ শুভকামনা ⭐⭐

🔷পরীক্ষার সময়গুলোর পড়ালেখা, রিভিশন এর উপর ফলাফল বহুলাংশে নির্ভর করে, এ সময় মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জ এর বিষয়। আবার পড়ালেখার গতিবেগ বেশী রাখলে রিভিশন সময়মতো শেষ সহজে হবে।
⭐⭐পড়া লেখার মনোযোগ - FOCUS বাড়ানোর কয়েকটি উপায় -- নোট করে রাখতে পারেন, ফলো করে দেখতে পারেন -

১/ MULTITASK করা যাবে না (একসাথে একাধিক বই/ গাইড/ নোট/ টপিক পড়া বর্জনীয়, পড়তে বসে অন্য কোন চিন্তা ভাবনা/ কাজ করা যাবে না „ যে কোন একটা বিষয় নিয়ে বসে পড়া)

২/ একটা টপিক থেকে আরেকটা টপিকে SWITCH করার আগে কমপক্ষে ১৫ সেকেন্ড বিরতি নেয়া

৩/ যখনই মন বিক্ষিপ্ত মনে হবে - নিজের সকল SENSE এর উপর FOCUS করতে -
🔷 দৃষ্টি (এখন আমি কি দেখছি)

🔷শ্রবণ (এখন আমি কি দেখছি)

🔷 ঘ্রাণ (এখন আমি কেমন ঘ্রাণ পাচ্ছি)

🔷 স্বাদ (এখন আমি কেমন স্বাদ অনুভব করছি)

🔷 ভাবনা ( এখন আমি কি ভাবছি)

৪) আজ সারাদিন / আগামীকাল কি করবো,
কি কি পড়বো ❓__ আগে থেকে পরিকল্পনা করে - সেটা লিখে টার্গেট সামনে রাখা সবচেয়ে ভালো বুদ্ধি।

⭐৫) সকাল - বিকাল ২০ বার করে 424 " BREATHING METHOD PRACTICE" করা রাখা (৪ সেকেন্ড শ্বাস নিতে হবে নাক দিয়ে - ২ সেকেণ্ড ধরে রেখে - ৪ সেকেন্ডে মুখ দিয়ে ছাড়তে হবে)-
(যেকোন এক সুযোগে, রেস্ট নেওয়ার সময় এটা করা যায়)

⭐৬) একটানা এক জায়গায়, একইভাবে পড়তে বসে না থাকা - মাঝে মাঝে পজিশন পরিবর্তন করা -
আর ৪০-৪৫ মিনিট পরপর ২-৪ মিনিট বিরতি নেওয়া, উঠে একটু হেঁটে আসা, বা একটু শুয়ে রেস্ট করা।

⭐৭ / সুবিধাজনক পরিবেশঃ রুমে পর্যাপ্ত আলো, বাতাস চলাচল রাখা উচিত, আর একটু সতর্ক হয়ে যথাযথ পরিচ্ছন্ন, পরিপাটি করে রাখা খুব উপকারী।
শীতল সুগন্ধময় পরিবেশ আরও বেটার ভূমিকা পালন করে মনোযোগ বাড়াতে।

⭐৮/ পড়তে বসার জায়গা - সুবিধাজনক উচ্চতার চেয়ার টেবিল হলে সবচেয়ে ভালো। গুছানো টেবিলে শুধু মাত্র পড়ার বই খাতা সামনে থাকা জরুরী। বাকীসব চোখের আড়ালে রাখা উচিত।
তবে সম্ভব না হলে বিছানার পাশে টেবিলে আরাম করে বসে পড়া যায়। শুয়ে, হেলান দিয়ে না পড়া ভালো।

⭐➡️⏭️ পড়ার গতিবেগ বাড়াতে - ঘড়ির সময় এর দিকে খেয়াল রেখে চেষ্টা করতে হবে, স্টপওয়াচ দেখে পড়ার পৃষ্ঠা হিসাব করে পড়লেও দুর্দান্ত গতিবেগ পায় অনেকেরই।

আল্লাহ সাধ্য মতো চেষ্টা করে যোগ্যতা, মেধা অনুসারে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের তাওফিক দান করুন।
আমিন।।

৩ বছর আগের এক অভূতপূর্ব  স্মৃতি
19/06/2025

৩ বছর আগের এক অভূতপূর্ব স্মৃতি

♥ শিক্ষকের চিঠি♥
অালহামদুলিল্লাহ্!
ছোটবেলার সেই প্রিয় শিক্ষক সেকেন্দার অালী খান অনেকটা ভালো অাছেন। তাঁর অধিকাংশ সমস্যা থেকে অনেকাংশে সুস্থবোধ করছেন।
বিগত বহুদিনের কষ্ট থেকে কয়েকদিনের চিকিৎসায় মুক্তি পেয়েছেন অালহামদুলিল্লাহ্।
(ভালো মেডিসিন না পাওয়ায় তিনি ওষুধ খেতে পারেননি বলে জানিয়েছিলে। তখন বলেছিলাম- স্যার! আমার জানা সবচেয়ে ভাল মেডিসিন দিলাম- অাশা করি অাপনার ভালো লাগবে)
♥আজ চিঠি লিখেও ভালোলাগার কথা জানালেন।
চিঠিটা দেখে অনেক ভালো লাগছে।
অনেকদিন পর তাঁর হাতের লেখা দেখলাম-- সেই অাগের মতো অাছে- দেখেই চিনলাম।
আমার হাতের লেখার পেছনেও তাঁর ভালো অবদান রয়েছে!
অাল্লাহ যেন তাঁকে নেকহায়াত দান করেন এবং আজীবন সুস্থ রাখেন। সেটাই অান্তরিক দো'অা।

13/06/2025

ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যুর কিছু কারণ, ঝুঁকি আগে থেকে বুঝে শুনে চিকিৎসা পরামর্শ ফলো করা জরুরী।

⭐ ডেঙ্গু সচেতনতা থাকা আবশ্যক ⭐গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তার মধ্যে ২০২ জনই বরগুনা জেলায়। তা...
12/06/2025

⭐ ডেঙ্গু সচেতনতা থাকা আবশ্যক ⭐

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৮ জন। তার মধ্যে ২০২ জনই বরগুনা জেলায়।
তাই অন্য সকল জেলার মানুষকে সতর্ক থাকতে হবে।

✅ জরুরী সতর্কতা --

* আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায় পানি জমতে না দেয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা নেয়া।

• অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।

* দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন।

12/06/2025

কারো সুযোগ থাকলে অবশ্যই সহযোগিতার উদাত্ত আহ্বান রইলো

08/06/2025

⭐অতিরিক্ত গোশত খেলে কী হতে পারে? - স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা⭐
এমন সতর্কতা অবলম্বন করতে সহীহ শুদ্ধ হাদিসে বলা হয়েছে --❝ অধিক গরুর গোস্ত আহারে ব্যধি রয়েছে।❞ (সিলসিলা ছহীহাহ ১৫৩৩)

যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে ___

⛔উচ্চ রক্তচাপের, হার্টের ঝুঁকি: চর্বিযুক্ত মাংস ও লবণযুক্ত রান্না রক্তচাপ বাড়াতে পারে, হার্টের উপর প্রভাব পরতে পারে। (তবে লবণ কম দিয়ে, চর্বি বাদ দিয়ে রান্না করলে, আর ঝোল কম খেলে - এমন রিস্ক কম)

⛔পেটের সমস্যা: অতিরিক্ত প্রোটিন হজমে বেশি সময় নেয়, যার ফলে পেট ব্যথা, অ্যাসিডিটি, বদহজম হতে পারে।
(ধীরেসুস্থে ভালো করে চিবিয়ে খেতে হবে,
একেবারে খুব বেশী খাওয়া যাবে না)

⛔ আবার যাদের কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস ফিসারের সমস্যা আছে - তারাও সাবধানে খেতে হবে। গরুর গোশত খেলে বেশি করে পানি, শাকসবজি - দই খেতে পারেন।

⛔ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে: অতিরিক্ত লাল মাংস খেলে গেঁটেব্যথা বা জয়েন্টে ব্যথা বাড়ে।

🔷ওজন বাড়ার সম্ভাবনা: অধিক ক্যালরি গ্রহণ হলে ওজন বেড়ে যেতে পারে। যাদের ওজন কম তাদের জন্য সুযোগ, আর যাদের ওজন অতিরিক্ত তারা তেলচর্বি, ঝোল বাদ দিয়ে খেতে হবে পরিমিত পরিমাণে।

ডা. মহিদুল হাসান মারুফ
এমবিবিএস (রমেক)
এফসিপিএস ফাইনাল ট্রেইনী
মেডিকেল অফিসার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

Address

Patgram

Opening Hours

Monday 15:00 - 23:00
Tuesday 15:00 - 23:00
Wednesday 15:00 - 23:00
Thursday 15:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 15:00 - 23:00
Sunday 15:00 - 23:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Maruf:

Share

Category