07/03/2024
বেলেডোনা/ Belladonna (Bell)
সমনাম:
এটরোপা বেলেডোনা, ডেডলি নাইট সেড, বেলেডোনা বেক্সিফেরা, সোলানাম ফিউরিওসাম, বিট্রিকোটোমা,
কমননাম: ডেডলি নাইট সেড।
প্রভার:
ডাঃ হ্যানিম্যান ১৮০৫ সালে, অতঃপর ১. ভিয়েনা প্রভার্স সোসাইটি, ২. নিউইয়র্ক মেডিকেল সোসাইটি।
প্রাকৃতিক অবস্থান: সোলানেসি।
উৎস: উদ্ভিজ্জ উৎস।
প্রাপ্তিস্থান:
ইউরোপে বিশেষ করে গ্রীস, ইটালি এবং যুক্তরাজ্যের ছায়াঘেরা স্থানে জন্মে।
ব্যবহৃত অংশ:
পুস্পিত হওয়ার সময়কালীন সমুদয়। বৃক্ষটিই ঔষধে ব্যবহৃত হয়।
মায়াজম:
এন্টিসোরিক (+),
এন্টি টিউবারকুলার (+),
এন্টি সিফিলিটিক (+)।
রোগ প্রবণতা: টিউবারকুলার।
ব্যবহৃত ধাপ: তরুণ রোগ।
সাইড:
ডান পার্শ্বে (+++), উপরে বাম পার্শ্বে নিচে ডানপার্শ্বে, ডান পার্শ্ব হইতে বাম। পার্শ্বে।
লিঙ্গ: পুরুষ, মেয়ে, শিশু
কাতরতা: শীতকাতর (++)
ক্রিয়াস্থল:
মস্তিষ্ক, স্নায়ুকেন্দ্র, রক্তবাহিনালী, কৈশিক নালী, শ্লৈষ্মিক ঝিল্লী, চক্ষু, মুখ গহবর, গলদেশ, গাত্রচর্ম।
রোগ:
অ্যাপেনডিসাইটিস, ফোঁড়া, আক্ষেপ, ডিলিরিয়াম, ইনিউরেসিস (Enuresis), জ্বরযুক্ত আক্ষেপ, হাইপারটেনসিভ ক্রাইসিস,
ইনফ্লুয়েনজা, ইনটিউস্যামপেশন (Intususception), মেনিয়া, স্তন প্রদাহ, মির্নাস সিনড্রম, মাইগ্রেণ, শুক্রাশয়ের প্রদাহ বা একশিরা, অটাইটিস মিডিয়া, ওভারিয়ান প্রদাহ, নিউমোনিয়া, পায়লোনেফ্রাইটিস। (Pyelonephritis), টনসিলের প্রদাহ।
নির্দেশক লক্ষণ:
১ম: উত্তাপ, আরক্তিমতা, জ্বালা, ফোলা স্পর্শ কাতরতা।
২য়: আকস্মিকতা ও ভীষণতা, ক্ষণে আসে ক্ষণে যায়।
৩য়: শরীরে উপর অংশ গরম, নিচে ঠাণ্ডা।
৪র্থঃ ঘুমের ঘোরে চমকে ওঠে।
৫মঃ সুস্থ সময় প্রফুল্ল, রোগে কোপন স্বভাব।
৬৪: ভয়ানক উত্তেজনা ও অন্ধকারে থাকতে ইচ্ছা