17/08/2025
🟥ফাইব্রয়েড হলো জরায়ুর ভেতরে সৃষ্ট একটি টিউমার (non-cancerous growth)। অনেক সময় এটি কোনো উপসর্গ ছাড়াই থাকে, কিন্তু বড় হলে বা সংখ্যায় বেশি হলে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে।
জটিলতা (Complications):
💢রক্তক্ষরণ (Bleeding complications)
• অতিরিক্ত মাসিক রক্তপাত
• মাসিক দীর্ঘায়িত হওয়া
• রক্তশূন্যতা (Anemia)
💢ব্যথা (Pain complications)
• তলপেট ও কোমরে ব্যথা
• মাসিকের সময় প্রচণ্ড ব্যথা
• চাপের কারণে প্রস্রাব বা মলত্যাগে সমস্যা
💢গর্ভধারণ ও সন্তান জন্মের সমস্যা (Reproductive complications)
• বন্ধ্যাত্ব (Infertility)
• গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি
• অকাল প্রসব (Preterm delivery)
• প্রসবের সময় জটিলতা
💢অন্যান্য জটিলতা
• জরায়ুর আকার বড় হয়ে পেট বড় হয়ে যায়
• পাশের অঙ্গ (bladder/rectum) চাপে অসুবিধা
• খুব বিরল ক্ষেত্রে ক্যান্সারে রূপ নিতে পারে
ডা: রুবাইয়াত বিথী
স্ত্রী ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন
চেম্বার :লাইফ সাইন ল্যাব,সিপাইপাড়া,রাজশাহী
সিরিয়াল ০১৭৪৫২২০৪৫৪