"সম্পূর্ণ অলাভজনক সার্বজনীন স্বেচ্ছায় রক্তদান সংস্থা"
===========�����===========
�এই গ্রুপের মূল লক্ষ্য রক্ত জোগাড় করতে সহায়তা করা।
� আগে রক্তের প্রয়োজন হলে ব্লাড ব্যাংকে বা যে কোন ক্লিনিক এ টাকা দিলেই রক্ত পাওয়া যেতো।
�এখন ব্যাগ রক্তের প্রয়োজন হলে,
আপনাকে এক ব্যাগ রক্ত দিতে হয়।
��"এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ,
গড়ে তোলে দুজনের...রক্তের বন্ধন"��
��"রক্তের প্রয়োজন আপনার,
জানা মাত্রই...
রক্ত জোগাড়ে,
সর্বোচ্চ ব্যাস্ত হয়ে যায় "সার্বজনীন" পরিবার"��
��রক্ত দেওয়ার ৮ উপকারিতা��
#রক্ত দেওয়ার জন্য পূর্ণবয়স্ক তথা ১৮ বছর বয়স হতে হয়। #প্রতি তিন মাস পর পর প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারবেন।
#এতে স্বাস্থ্যে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না।
#বরং রক্তদানের মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমাতা বৃদ্ধি পায়।
১) নিয়মিত রক্তদাতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।
২) বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।
৩) রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
৪) রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৫) শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোনো রোগ আছে কি-না, সেটি বিনা খরচে জানা যায়।
৬) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৭) শরীরের ভারসাম্য ঠিক থাকে।
৮) এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।
★রক্ত জোগাড় করে দেয়ার মত,
এই মহৎ কাজের আপনিও হতে পারেন,
একজন স্বেচ্ছাসেবক আপনিও হতে পারেন,
"সার্বজনীন" স্বেচ্ছায় রক্ত দান সংস্থার একজন।
শুধুমাত্র বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার মন মানসিকতাই যথেষ্ট।
�����������
রক্তের প্রয়োজনে নিম্নোক্ত যে কোন এ্যাডমিনের সাথে যোগাযোগ করুনঃ
★★Admin এ্যাডমিন ★★
মোঃ মোহন আলী,
Facebook id : Mohon Sahriar
মোবাইল-01 717 81 61 59
রক্তের গ্রুপঃ (B+) বি পজিটিভ