Dhaka Dental Care

Dhaka Dental Care বিশ্ব মানের সেবাই আমাদের লক্ষো

13/07/2025
18/08/2024

এমপক্স (মাঙ্কিপক্স) মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা ও কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

আপনার শরীরে এর লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।
Directorate General of Health Services

" *Heat Wave" আসিতেছে?* ---------------------------------- *তাই সাবধান হোন।*  *সম্ভবতঃ ৪০°-৫০° সে.।* -------------------...
17/04/2024

" *Heat Wave" আসিতেছে?*
----------------------------------
*তাই সাবধান হোন।*
*সম্ভবতঃ ৪০°-৫০° সে.।*
--------------------------------
*স্বভাবিক পানি পান করুন।*
*ধীরে ধীরে।*

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

*বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।*

*করণীয় ও পরিত্যজ্য--------*

*১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন* চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

*২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।*

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

*৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন* ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

*৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।*

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

*প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়*

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়
27/03/2024

বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়

আপনার দাঁতে এইরকম কালো দাগ নাই তো?? থাকলে আজই নিকটস্থ ডেন্টাল চেম্বারে যোগাযোগ করুন। দাঁতের চিকিৎসা নিয়ে কোন অবহেলা আর ...
24/02/2024

আপনার দাঁতে এইরকম কালো দাগ নাই তো??
থাকলে আজই নিকটস্থ ডেন্টাল চেম্বারে যোগাযোগ করুন। দাঁতের চিকিৎসা নিয়ে কোন অবহেলা আর না, মনে রাখবেন দাঁত অমূল্য সম্পদ।
সব সময় দাঁতের ডাক্তার দিয়ে আপনার চিকিৎসা করাবেন কম টাকার লোভে পরে হাতুড়ে ডাক্তার দ্বারা চিকিৎসা করাবেন না।
যে ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন তার বি.এম.ডি.সি রেজিস্ট্রেশন আছে কিনা অর্থাৎ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন দেখে তার থেকে চিকিৎসা নিবেন।

আপনার দাঁতের ভালো চিকিৎসা নিতে হলে চলে আসুন নিম্নোক্ত ঠিকানায়

ঢাকা ডেন্টাল কেয়ার
প্রসাদপুর বাজার, মেডিকেল রোড
মান্দা, নওগাঁ

ডা:মাসুদ পারভেজ
বি.ডি.এস (ঢাকা) ওরাল এন্ড ডেন্টাল সার্জন
পি.জি.টি ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল
সি.পি.আর ঢাকা মেডিক্যাল কলেজ
স্পেশাল ট্রেনিং অন রোটারি এন্ডোডন্টিক্স
বি.এম.ডি.সি নাম্বার ১২০১০

রোগী দেখার সময় প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন::
01751522051
01948995773

25/01/2024

শীতকালে ঠান্ডাজনিত রোগ ও ফ্লু শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে পারে। এ কারণে মাড়িতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, বাড়ে সংক্রমণের ঝুঁকি। এ সমস্যা থেকে মুক্তি পেতে দাঁতের যত্নে আরও বেশি সচেতন হতে হবে। যদি আগে থেকেই মাড়ি ফোলা থাকে, রক্তপাত হয় বা ব্যথা হয়, তাহলে আগেভাগেই দন্তচিকিৎসকের পরামর্শ নিন।

28/12/2023

আপনি যদি শক্তিশালী পেশী চান, নিয়ন্ত্রিত ওজন আর নিয়ন্ত্রিত ব্লাড প্রেসার চান তাহলে প্রতিদিন কলা খাওয়ার অভ্যাস তৈরি করুন। এছাড়া আপনার শিশুকে নিয়মিত কলা খেতে দিন।

🦷 দাঁত  ব্রাশ করার সঠিক নিয়ম 🦷দাঁত ভালো রাখতে নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে ও রাতে খাবারের পর ঘুমাতে যাওয়...
19/01/2023

🦷 দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম 🦷

দাঁত ভালো রাখতে নিয়মিত ব্রাশ করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে ও রাতে খাবারের পর ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ভালোভাবে ব্রাশ না করলে দাঁতের ফাঁকে জীবাণু আটকে থাকে।
তবে প্রতিদিন ব্রাশ করলেও অনেকেই দাঁতের সমস্যা ভোগেন। এর মূল কারণ হচ্ছে– সঠিকভাবে ব্রাশ করতে না পারা এবং না জানা। বিশেষজ্ঞরা বলেন, দাঁত ব্রাশ করারও কিছু নিয়ম রয়েছে। আসুন জেনে নিই দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম-

১. ভালো ব্র্যান্ডের নরম ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন। ব্রাশ ভিজিয়ে তাতে টুথপেস্ট লাগান। ফ্লোরাইড টুথপেস্ট সবচেয়ে ভালো। এটি ক্যাভিটি থেকে রক্ষা করে এবং দাঁতের ক্ষয়রোধ করে। তবে বেশিমাত্রায় টুথপেস্ট ব্যবহার না করাই ভালো। অল্প টুথপেস্ট ব্যবহার করলেই উপকার পাওয়া যায়। ব্রাশ করতে হবে ওপর-নিচে।

২. ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশ করুন। ওপরের পাটি ও নিচের পাটির দাঁতগুলো একসঙ্গে করুন এবং ব্রাশটা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ওপরের পাটির দাঁত ওপর থেকে নিচে এবং নিচের পাটির দাঁত নিচ থেকে ওপরে করে দাঁত মাজলে বেশি উপকার পাবেন।

৩. ছোট ছোট বৃত্তাকার আকারে ব্রাশ করতে হবে। দাঁতের ভেতরের দিকে দাঁত ও মাড়ির সংযোগস্থলে বৃত্তাকার আকারে আলত করে ব্রাশ করতে হবে। এভাবে ২-৩ মিনিট ব্রাশ করুন।

৪. দাঁতের পেছনের দিক বা আপার মোলারে, মুখের একপাশে ব্রাশ করুন। একটা দিক হয়ে গেলে মুখের অন্যদিকেও একইভাবে ব্রাশ করুন। দাঁতের সামনের দিকের পাশাপাশি পেছনের দিকটাও সমানভাবে পরিষ্কার করতে হবে।

৫. লোওয়ার মোলারে ব্রাশ করুন। মুখের একপাশে লোওয়ার মোলারে ২-৩ মিনিটের জন্য ব্রাশ করুন। তার পর মুখের অন্যদিকে শিফট করুন এবং এটির পুনরাবৃত্তি করুন।

৬. দাঁতের ভেতরে ব্রাশ করতে হবে। অনেকেই ব্রাশ করার সময় দাঁতের সামনের দিকটা শুধু পরিষ্কার করলেও ভেতরের দিকটা করেন না। ফলে সেসব জায়গায় ব্যাকটেরিয়া জমতে শুরু করে।

৭. জিহ্বা ও গালের ভেতরে ব্রাশ করুন। জিহ্বা ও গালের ভেতরেও পরিষ্কার করতে হবে। কারণ এগুলোতে ময়লা জমে মুখকে দুর্গন্ধযুক্ত করে তোলে।

৮. ব্রাশ শেষ হলে মুখ ও টুথব্রাশ ধুয়ে নিন। এর পর মুখে পানি নিন ও ভালো করে কুলকুচি করে ফেলে দিন।

২/৩ মাস পর পর ব্রাশ পরিবর্তন করুন। তবে একটি ব্রাশ সর্বোচ্চ ৬ মাসের অধিক ব্যবহার করা উচিৎ নয়।
বছরে অন্তত একবার আপনার ডেন্টিস্টের কাছে যান এবং পরামর্শ নিন।

ঢাকা ডেন্টাল কেয়ার

প্রসাদপুর বাজার, মেডিকেল রোড,
প্রাইমারী স্কুলের সামনে
মান্দা,নওগাঁ
যোগাযোগঃ 01948-995773

ডাঃ মাসুদ পারভেজ
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
বি.ডি.এস. (ডি ইউ)
পিজিটি-ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল
সার্জারী (ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল )

Address

Proshadpur Bazar. Manda. Naogaon
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category