Dr. Sharmin Akter

Dr. Sharmin Akter Doctor, Digital creator

18/04/2025

এ বছর হয়তো আমাদের শেষ “স্বাভাবিক” বছর।

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে।
ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা,
ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,
আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে।

আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা।
কিন্তু এটা তো কেবল শুরু।

AI এখন ৪টা ধাপে এগোচ্ছে:

---

১. জেনারেটিভ AI – মানুষকে মুগ্ধ করার ফাঁদ

তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে।
তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো।
কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে।
এটাই প্রথম ফাঁদ।

---

২. এজেন্টিক AI – যখন সে তোমার হয়ে সব কিছু করতে শুরু করে

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI।
তুমি কেবল বসে দেখছো।
তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো।
মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা।
এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

---

৩. AGI – দাজ্জালের বুদ্ধিমত্তার প্রতীক?

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে।

দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম।
মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী, তার সহায়…
কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

---

৪. সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট

Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান।
সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে।
সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে।
আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না।

এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল—

> “যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।”

---

AI alignment problem – যদি সে আমাদের মতো না ভাবে?

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার?

তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন?

এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

---

শেষ কথা?

এই AI আর কেবল একটি টুল নয়।
এটা এক নতুন সভ্যতার জন্ম।

এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো..

তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো।

> "AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই।"

আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে।
কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে।
এটা আর টেকনোলজি নয়,
এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা।

✅ Allah knows the best ✅

#দাজ্জাল

( Reading Lamp এর লেখার সাথে সাদৃশ্য এর কথা অনেকে তুলেছেন। দুজনের টপিক অবশ্যই সেইম। কারন এখন সময় এসব নিয়ে কথা বলার ই। তাদের লেখাটা আমি আগেই পড়েছি, ইন্সপায়ার্ড হয়েই এটাকে দাজ্জাল এর সাথে কো রিলেট করে লিখেছি। তাদের লেখাটিও আপনারা পড়তে পারেন ai এর সাইন্টেফিক আরো কিছু বিষয় যা আমার লেখায় নাই তা সেখানে আছে। আমার লেখার মূল বিষয় দাজ**ল এর প্রযুক্তি।

©©© ......

আলহামদুলিল্লাহ, মা আমার 🥰
26/12/2024

আলহামদুলিল্লাহ, মা আমার 🥰

19/11/2024

শীতকালে অনেক মানুষের মনে চেপে ধরে অবসাদ। এই অবসাদের কারণ হল সিজনাল অ্যাফেকটিভ ডিজঅর্ডার (SAD)। কী এই স্যাড? এর থেকে মুক্তির উপায়ই বা কী? আসুন জেনে নেওয়া যাক।
সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার (SAD) হল একটি ধরনের মেজাজজনিত রোগ, যা সাধারণত শীতকালে দেখা দেয়। এই সময়ের আলোর পরিমাণ কমে যায়, যার ফলে শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন ঘুমের জন্য দায়ী। এর ফলে মানুষের ঘুম বাড়ে এবং তারা সারাদিন ক্লান্ত ও অবসাদগ্রস্ত অনুভব করতে থাকে।
শীতকালীন অবসাদের লক্ষণগুলি হল:
* ঘুমের সমস্যা
* ক্লান্তি
* ক্ষুধা বৃদ্ধি
* ওজন বৃদ্ধি
* সামাজিক সম্পর্ক এড়িয়ে চলা
* কাজ করার ক্ষমতা হ্রাস
শীতকালীন অবসাদ থেকে মুক্তির উপায়গুলি হল:
* সূর্যের আলোতে বেশি সময় থাকা
* নিয়মিত ব্যায়াম করা
* সুষম খাদ্য গ্রহণ করা
* স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক ব্যবহার করা
* যোগব্যায়াম করা
* মেডিটেশন করা
* পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো
* হবি বা আগ্রহের কাজে মনোনিবেশ করা
যদি আপনি শীতকালে অবসাদগ্রস্ত অনুভব করেন, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারা আপনাকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিতে পারবেন।

Apple of my eyes❤️💙MashaAllah
30/10/2024

Apple of my eyes❤️💙MashaAllah

🔴শিশুর প্রথম সলিড খাবার: কীভাবে দিবেন?🔴⭕৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার পরে যখন দুধ ছাড়া অন্য খাবার শ...
28/10/2024

🔴শিশুর প্রথম সলিড খাবার: কীভাবে দিবেন?🔴

⭕৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়ার পরে যখন দুধ ছাড়া অন্য খাবার শুরু করে সেটাকে বলে উইনিং (Weaning) এবং যে খাবার দিয়ে উইনিং শুরু করা হয় সেগুলোকে বলা হয় উইনিং ফুড (Weaning Foods)।

উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা উচিত।

✅প্রথম সলিড ফুড হিসেবে আদর্শ কিছু খাবার হচ্ছে-

-চটকানো পাকা কলা

-মিষ্টি আলুর পিউরি

-আপেল পিউরি

-গাজর সিদ্ধ

-ডালের পানি দিয়ে চটকানো নরম ভাত

-ফলের রস (টক জাতীয় ফল বাদে)

-জাউ ভাত, সবজি সেদ্ধ

-আস্তে আস্তে চাল, ডাল ও ২ ধরনের সবজি দিয়ে রান্না করা খিচুড়ি

✅শিশুর প্রতিদিনের খাদ্যতালিকায় প্রধান ৭ রকমের খাবার থেকে কমপক্ষে ৪ রকমের খাবার অবশ্যই রাখা উচিত।

প্রধান ৭ রকমের খাবারের খাদ্যতালিকা:

-মাছ, মাংস

-ডিম

-রঙিন শাক সবজি

-অন্যান্য শাক সবজি ও ফলমূল

-ভাত, রুটি

-বাদাম, ডাল জাতীয় খাবার

-দুগ্ধজাত খাবার

🍛শিশুর প্রথম সলিড খাবার কীভাবে শুরু করবেন?

১) প্রথম দিন- ১ চামচ, দুপুর বেলা। দ্বিতীয় দিন- ২ চামচ, সকালে ও দুপুরে। তৃতীয় দিন- ৩ চামচ, সকালে, দুপুরে ও রাতে।

২) শিশু রান্না করা খাবার খাওয়া শুরু করলে শিশুর খাবারে ২/৩ চামচ তেল দিয়ে রান্না করতে হবে।

৩) প্রতিদিন ১ পোয়া বাটির হাফ বাটি করে দিনে দু’বার ঘরে তৈরি বাড়তি খাবার এবং ১-২ বার পুষ্টিকর নাস্তা খাওয়াতে হবে।

৪) এই সময়ে সারাদিন শিশু ৩ ঘন্টা পর পর খাবে, যার মধ্যে দু’টি বাড়তি খাবার এবং একটি পুষ্টিকর নাস্তা দিতে হবে। যেমন- কলা, ডাবের পানি, ফলের রস, দুধ ইত্যাদি। সকাল শুরু করতে হবে বুকের দুধ দিয়ে। ২ বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ দেওয়া যায়।

🥗 শক্ত খাবারে অভ্যস্ত হওয়ার পর ফুড চার্ট কেমন হবে?

১) সকাল ৮টা- নরম খিচুড়ি। (খিচুড়িতে যা যা থাকতে পারে- ১ মুঠ চাল, চালের অর্ধেক পরিমাণে ডাল, দুই রকমের সবজি, ২-৩ চামচ তেল, কাঁটা ছাড়া মাছ, চিকেন অথবা কলিজা।
( একদিনে দুই ধরনের বেশি সবজি দিবেন না)

২) সকাল ১১টা- বুকের দুধ/ফর্মুলা মিল্ক/দুধ দিয়ে রান্না করা পায়েস/সিজনাল ফল

৩) বেলা ২টা- নরম খিচুড়ি/ডাল দিয়ে নরম ভাত সাথে মাছ বা মাংস এক পিস

৪) বেলা ৫টা- যেকোনো ফল যেমন- পাকা কলা/পাকা পেঁপে/আম অথবা সেদ্ধ ডিমের কুসুম/নরম বিস্কুট/নুডলস(ইন্সটেন্ট না)

৫) রাত ৮টা- দুপুরের মতো ভাত, সবজি, মাছ

৬) ঘুমানোর আগে- বুকের দুধ

✅শিশুর পানি খাওয়া :

🔹৬ মাসের পর থেকে বাচ্চাকে পানিও দিতে হবে।

🔹বাইরের প্যাকেটজাত ফুড না দিয়ে ঘরে তৈরি খাবার দেওয়ার চেষ্টা করবেন।

🔹শিশুর কাছে এই খাবারগুলো নতুন, তাই প্রথমেই সব হজম নাও হতে পারে। তাই সব নতুন খাবার একদিনে দেওয়া শুরু করবেন না। পর্যায়ক্রমে একটা একটা করে আরম্ভ করুন। যদি কোনো খাবার বাচ্চাকে স্যুট না করে বা হজম না হয় অথবা হুট করে অ্যালার্জি হয়, তাহলে সেটা দেওয়া বন্ধ রাখুন।

🔹নতুন খাবার দেওয়ার পর বাচ্চার পায়খানা খেয়াল করবেন, হজমে সমস্যা বা আমাশয় হলে সেটি বন্ধ রাখতে হবে কিছুদিন।

🔹ব্লেড করে কোন খাবার বাচ্চাকে দিবেন না।

🔹সুজি,সাগু,সেরেলাক,চালের গুঁড়া দিবেন না।

MashaAllah❤️ Ma amar💕
27/10/2024

MashaAllah❤️ Ma amar💕

MashaAllah❤️ They are cousins.🙂
23/10/2024

MashaAllah❤️ They are cousins.🙂

03/09/2024

MPox সম্পর্কে নিজে জানুনঅন্যকে জানান
18/08/2024

MPox সম্পর্কে নিজে জানুন
অন্যকে জানান

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক...
12/06/2024

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক্টরি আছে। তারা যে কথাটা এড়িয়ে গেছে তা হলো,
দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে। [১]
১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকা কোলা বয়কট করেছিল, কারণ তারা দখল করা জমিতে বটলিং প্ল্যান্ট বানিয়েছে। [২]
(কেউ প্রশ্ন করতে পারেন ৯১ এর পর কী হয়েছে? কোক ভালো হয়ে গেছে? উত্তর হলো, না হয়নি। কোক আগের মতোই আছে। বরং আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জা হারিয়ে ফেলেছে। )
দখল করা ভূমিতে অপারেট করার কারণে কোকা কোলা-কে ব্ল্যাকলিস্ট করেছে খোদ জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে "ঐ দেশটাতে" অপারেট করা বেশ কিছু কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কারণ তারা দখলদারিত্বকে সমর্থন করছে। [৩]
খোদ জাতিসঙ্ঘের মতো একটা বায়াসড প্রতিষ্ঠানও ইমপ্লিসিটলি স্বীকার করছে যে কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, ঘৃণা ও নিয়মতান্ত্রিক হত্যা যজ্ঞ থেকে প্রফিট করছে। আর আমাদের দেশের কলাবিজ্ঞানী অ্যাডমেকাররা এসে বাঙ্গালিকে হাইকোর্ট দেখাচ্ছে।
"ঐ দেশটার" সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনে শুধু এই সব বাস্তবতা আড়ালই করা হয়নি, বরং "ফিল,। ইস ৩-এ ফ্যাক্টরি আছে' বলার মাধ্যমে দখলদারিত্বের সাফাই ও গাওয়া হয়েছে।
যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে "ঐ দেশটা" তৈরি হয়েছিল, কোক কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে।

কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, বৈষম্য, যুলুম এবং গণ।। হ৩্যা থেকে প্রফিট করছে। এবং আবার বড় গলায় প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে। এটা চরম ঔদ্ধত্য, এবং মুসলিম উম্মাহ এবং বাংলার মুসলিম কওমের প্রতি জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ।
এই কুরবানীর ঈদে কোক বয়কট করুন।
এই বয়কটের পক্ষে প্রচারনা চালান, অনলাইন ও অফলাইনে।

(সংগৃহীত)

20/04/2024

তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত ,প্রাণ ওষ্ঠাগত, অনেকে অসুস্থ হচ্ছেন। সবাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন৷ দেয়ালের কার্নিশে, বাড়ির ছাদে, বারান্দায়,ছোট কৌটায় কিছু পানি রেখে দিন পাখিদের জন্য। গাছ লাগান, পরিবেশ ও জীবন বাঁচান।

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711712038

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sharmin Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sharmin Akter:

Share