প্যানাসিয়া-Panacea

প্যানাসিয়া-Panacea Health and Medical services Medicine corner, clinical Dressing corner

কার্টেসি: ইউনিসেফ,বাংলাদেশ (UNICEF)টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্...
26/08/2025

কার্টেসি: ইউনিসেফ,বাংলাদেশ (UNICEF)
টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

11/08/2025

দেশব্যাপী টাইফয়েড টিকা দেয়া হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে,
৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের।
দ্রুত নিবন্ধন করুন।

কোরবানী স্পেশাল পোস্টঃ (Dr. Mosabbir Ahmed Khan)দুর্ঘটনায় শরীরের অঙ্গ বিছিন্ন হলে কি করবেন? প্রশ্নটি অতি গুরুত্বপুর্ন। দ...
06/06/2025

কোরবানী স্পেশাল পোস্টঃ (Dr. Mosabbir Ahmed Khan)

দুর্ঘটনায় শরীরের অঙ্গ বিছিন্ন হলে কি করবেন?

প্রশ্নটি অতি গুরুত্বপুর্ন। দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় আক্রান্ত হন এবং এতে শরীরের অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যেমন যারা মিল/ কল কারখানায় কাজ করেন, অসাবধানতা বসত মেশিনের ভেতর হাত ঢুকে গিয়ে আঙ্গুল, কিংবা কখনো কখনো পুরো হাত ই বিচ্ছিন্ন হতে পারে। হাতের আঙ্গুল ছাড়াও মাথার চামড়া বা স্ক্যাল্প, পুরুষদের যৌনাঙ্গ খুব কমনলি বিচ্ছিন্ন হয়ে থাকে।

বিচ্ছিন্ন অঙ্গটি আধুনিক মাইক্রো সার্জিক্যাল টেকনিক ব্যবহার করে পুনস্থাপন করা সম্ভব যাকে আমরা ' রিপ্লান্টেশন' সার্জারী বলি। এর পুর্ব শর্ত হচ্ছে বিছিন্ন হওয়া অঙ্গটি চিকিৎসার পুর্বে যথাযথ সংরক্ষন করা।

১ দিন পর কুরবানীর ঈদ। মাংশ কাটতে গিয়ে এ সময় দুর্ঘটনা বসত অঙ্গ বিচ্ছিন্ন হতে পারে। কাজেই অধিকতর সতর্কতার বিকল্প নেই।

বিচ্ছিন্ন হওয়া অংগটি কিভাবে সংরক্ষন করবেন?

১। প্রথমেই বিছিন্ন হওয়া অঙ্গটি পানিতে, বা সম্ভব হলে স্যালাইন দিয়ে ভাল ভাবে পরিস্কার করতে হবে।

২। এরপর স্যালাইন দিয়ে ভেজানো একটি পরিস্কার গজ বা কাপড় বা তোয়ালে দিয়ে অঙ্গটি ভাল ভাবে মুড়িয়ে নিতে হবে।

৩। মোড়ানো অঙ্গটি এরপর একটি এয়ার টাইট ব্যাগে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে পলিব্যাগ ব্যবহার করা যেতে পারে।

৪। এরপর আরেকটি ব্যাগে কিছু বরফ নিতে হবে এবং পলিব্যাগে রাখা অঙ্গটি সবশেষে বরফের ব্যাগের ভেতর রাখতে হবে এবং ভাল ভাবে এয়ারটাইট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই অঙ্গটি সরাসরি বরফের সংস্পর্শে না আসে।

এভাবে সংরক্ষন করে দ্রুত হাস্পাতালে যোগাযোগ করতে হবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, নিটোর প্রভৃতি সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ইদানিং বেসরকারী ভাবেও রিপ্লান্টেশন সার্জারী করা হচ্ছে।

ছবিতে বিছিন্ন অঙ্গ সংরক্ষনের পদ্ধতি দেখানো হয়েছে
ক্রেডিট: Dr. Mosabbir Ahmed Khan

03/11/2023

BDS (Bachelor Of Dental Surgery)
বি.ডি.এস (ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি)
ডিগ্রী ব্যাতিত কেউ দন্ত চিকিৎসক নয়। বি.ডিএস ডিগ্রী এবং বিএমডিসি অনুমোদন ছাড়া চিকিৎসা আইনত অপরাধ
https://www.facebook.com/100071055412572/posts/415979470780563/?app=fbl

ভুয়া ডাক্তার চিনবেন যেভাবে.....https://verify.bmdc.org.bd/ওয়েবসাইটে গিয়ে সে ডাক্তারের উল্লেখিত বি.এম.ডি.সি রেজিস্ট্রেশন ...
24/09/2023

ভুয়া ডাক্তার চিনবেন যেভাবে.....
https://verify.bmdc.org.bd/
ওয়েবসাইটে গিয়ে সে ডাক্তারের উল্লেখিত বি.এম.ডি.সি রেজিস্ট্রেশন নম্বর নিয়ে সার্চ দিন। সব তথ্য পেয়ে যাবেন।

সতর্কতামূলক পোষ্ট: সাবধান! দেশ থেকে প্রায় বিলুপ্ত হওয়া সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া আবার ফিরে এসেছে। দেশের বিভিন্ন এল...
21/07/2023

সতর্কতামূলক পোষ্ট:

সাবধান! দেশ থেকে প্রায় বিলুপ্ত হওয়া সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া আবার ফিরে এসেছে। দেশের বিভিন্ন এলাকায় এ সাপ দেখা যাচ্ছে। অনেকই চিনতে না পেরে একে অজগর সাপ মনে করে ভুল করছেন।

রাসেল ভাইপার পৃথিবীর অন্যতম বিষধর সাপ। যার কামড়ে সময়মতো চিকিৎসা না নিতে পারলে মৃত্যু নিশ্চিত। অন্যদিকে অজগর বিষধর সাপ নয়, তবে এটি শক্তিশালী। শিকারকে এরা শরীর দিয়ে পেঁচিয়ে প্রচন্ড চাপে মেরে আস্ত গিলে ফেলে। সাধারনত মানুষের জন্য এরা ভয়ানক নয়।

অজগর ও রাসেল ভাইপার চেনার সহজ উপায় হলো এদের শরীরের ডোরা কাটা ত্বক। উভয়ের ত্বকের নকশায় পার্থক্য রয়েছে। প্রতিকূল অবস্থা এড়াতে এদেরকে চিনে রাখুন।

ছবিতে প্রথম দুটি অজগর ও পরের দুটি রাসেল ভাইপার।

16/07/2023

টাফনিল সেবন বিধি
ডা: রতীন্দ্র নাথ মন্ডল

হিট স্ট্রোকে করনীয়
07/06/2023

হিট স্ট্রোকে করনীয়

২০২৩ সালের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যসূত্র: Director General of health services,Bangladeshতারিখঃ ৩০ মে...
30/05/2023

২০২৩ সালের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য
সূত্র: Director General of health services,Bangladesh

তারিখঃ ৩০ মে,২০২৩
গত ২৪ ঘণ্টায়-
মৃত্যু ০০ জন

তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন
জনসচেতনতা ডেঙ্গু প্রতিরোধে সহায়ক শক্তি

Address

Talanda
Rajshahi
TALANDA(6230),TANORE,RAJSHAHI,

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্যানাসিয়া-Panacea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category