Stay with nature

Stay with nature We are the best natural/organic food supplier where you can buy natural food & food supplement

11/03/2025

বরুন ফুলের ইংরেজি নাম Sacred garlic pear এবং Temple plant , বৈজ্ঞানিক নাম Crateva religiosa বরুণ গাছ হল এক ধরনের ঔষধি ফুল গাছ, যা বিভিন্ন ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ক্যাপারিসি (Capparaceae) পরিবারের অন্তর্ভুক্ত এবং ভারত, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়।

বরুণ গাছের উপকারিতা:
১. কিডনি ও মূত্রতন্ত্রের সমস্যা দূর করতে:
বরুণ গাছের ছাল কিডনির পাথর দূর করতে সহায়ক।
এটি ডায়ুরেটিক (প্রাকৃতিক মূত্রবর্ধক) হিসেবে কাজ করে, যা মূত্রনালীর সংক্রমণ দূর করতে সাহায্য করে।
প্রস্রাবের জ্বালা ও সংক্রমণজনিত সমস্যা কমাতে ব্যবহৃত হয়।
২. হজম শক্তি বাড়াতে ও লিভারের যত্নে:
বরুণের ছাল হজমে সহায়তা করে এবং লিভার টনিক হিসেবে কাজ করে।
এটি অ্যাসিডিটি, বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যায় কার্যকর।
৩. বাত ও সংযোগী টিস্যুর ব্যথা উপশমে:
বরুণ গাছের ছাল ও পাতা আর্থ্রাইটিস ও বাতের ব্যথা কমাতে ব্যবহৃত হয়।
এতে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে, যা হাড় ও সংযোগস্থলের ব্যথা হ্রাস করতে সাহায্য করে।
৪. ত্বকের রোগ ও ক্ষত নিরাময়ে:
এর ছাল ও পাতার নির্যাস ব্রণ, একজিমা, ফুসকুড়ি ও অন্যান্য চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ক্ষতস্থান দ্রুত শুকানোর জন্য এটি ব্যবহার করা হয়।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক:
বরুণ গাছের নির্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
এটি অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
৬. রক্ত পরিশোধনে:
বরুণ গাছের ছাল ও পাতা রক্ত পরিশোধক হিসেবে কাজ করে, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে।
৭. মহিলাদের স্বাস্থ্য:
এটি পিরিয়ডের অনিয়ম ও ব্যথা কমাতে সহায়ক।
কিছু ভেষজ ও আয়ুর্বেদিক চিকিৎসায় এটি প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে ব্যবহৃত হয়।
ব্যবহার পদ্ধতি:
✅ ছালের গুঁড়ো গরম পানির সঙ্গে পান করা যায়।
✅ পাতা বেটে ত্বকে লাগানো যায়।
✅ বরুণের নির্যাস বা ভেষজ তেল ব্যবহার করা যেতে পারে।

👉 তবে, দীর্ঘমেয়াদে বা চিকিৎসার জন্য ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

পবিত্র রমাদানে এই শরবত টি পান করুন আর ম্যাজিক দেখুন ।১/ পান করার সাথে সাথে পেট থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে একটা প্র...
05/03/2025

পবিত্র রমাদানে এই শরবত টি পান করুন আর ম্যাজিক দেখুন ।
১/ পান করার সাথে সাথে পেট থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে একটা প্রাশাস্তি অনুভব করবেন ।
২/ কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা টা চলে যাবে ।
৩/ এ্যাসিডিটি হবেনা ফলে দীর্ঘ্য সময় অজু থাকবে।
৪/ সারা দিন পানি পিপাষা অনুভব কম হবে ।
** উপাদান- * এ্যালোভেরা জেল
* খেজুর
* লেবু
* মধু
* ও পানি প্রয়োজন মত।

** মাত্রা -( এক প্লাসে প্রতি একজনের জন্য)
*এ্যালোভেরা জেল ২চা চামচ +২টা খেজুর(ভেজানো খেজুর ব্লেন্ডারে জুস করে নিতে হবে )+ একটা লেবুর চার
ভাগের এক ভাগ + মধু ও পানি প্রয়োজন মত।

10/02/2025

Stay with nature

25/01/2025

Crape myrtle/ফুরুস/জারুলজারুল ফুল বাহারি কিছু বর্নে দেখা যায়। বাহারি বর্নেই শুধু মন মাতায় না। এর রয়েছে বিচিত্র ভেষজ গুণ।...
14/11/2024

Crape myrtle/ফুরুস/জারুল

জারুল ফুল বাহারি কিছু বর্নে দেখা যায়। বাহারি বর্নেই শুধু মন মাতায় না। এর রয়েছে বিচিত্র ভেষজ গুণ।
১/ পেটের পিড়ায় এই ফুলের রস বেশ ভালো কাজ করে।
২/ হাত-পায়ের জ্বালাপোড়ায় পাতা ও ফুল বাটার প্রলেপ ভাল কাজ করে।
৩/ কুষ্ঠ, একজিমা জাতীয় ঘাতে শিকড়ের রস লাগালে দ্রুত ভালো হয়।

*শীতের সব্জি ধুন্দল এখন শীত ছাড়াও প্রায় ১২ মাসই এই উপকারী সব্জি টি পাওয়া যায়। ধুন্দুলে রয়েছে পানি, ভিটামিন সি, ভিটামিন এ...
11/11/2024

*শীতের সব্জি ধুন্দল
এখন শীত ছাড়াও প্রায় ১২ মাসই এই উপকারী সব্জি টি পাওয়া যায়।
ধুন্দুলে রয়েছে পানি, ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট এবং বিটা ক্যারোটিন।
১. হজম ক্ষমতা বাড়ায় ধুন্দুল। ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের নানাবিধ সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

30/10/2024

চোখ দিয়ে পানি পরা, চোখ ওঠা, ছানি পরা রোগে কন্টিকারীর ফুলের রস খুবই উপকারী

27/10/2024

#কন্টিকারি(সাদা)
___ফুল ও ফল___
কাচা পাকা ফলকে পেস্ট করে ফোড়ার প্রলেপ দিলে ফোড়া পেকে ফেটে যায়

Address

Biman Square, Shah Mukhdom
Rajshahi

Telephone

+8801722172322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay with nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Stay with nature:

Share

Category