
10/10/2024
"আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস "
প্রতি বছর ১০ অক্টোবর সারাবিশ্বে এই দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য -"কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে ৩ কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন তবে এই সেবা প্রদানকারীর সংখ্যা অতি নগন্য যেমন :ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা মাত্র ৬০/৭০ জন, এসিস্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ১৫০/২০০ জন কমবেশিও হতে পারে সংখ্যা।এত বড় একটা জনগোষ্ঠীর সেবার জন্য প্রয়োজন দক্ষ পেশাজীবি। আবার যারা এই পেশায় আছেন তাদের নাই যথাযথ মূল্যায়ন ফলে মাঝপথে অনেকেই ঝরে পড়ছেন এবং তারাও মানসিক স্বাস্থ্য ঝুঁকি শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ও বর্তমান মানসিক স্বাস্থ্য সেবার পরিস্থিতি বিবেচনায় এবারের প্রতিপাদ্যের সাথে সম্পর্কটা নেগেটিভ কো- রিলেশনের মতই। তবে আমরা আশাবাদী পরিবর্তন হচ্ছে এবং হবে। এজন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। কর্মক্ষেত্র সুস্থ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজন সকলের প্রচেষ্টা এবং এই প্রচেষ্টার শুরু হোক নিজের থেকেই। যেদিন থেকে ছুটি নেওয়ার কারণ হিসেবে মানসিক সমস্যার কারণগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে এবং যার ফলে বুলিং এর শিকার হতে হবে না, সেদিন থেকে কর্মক্ষেত্র মানসিক স্বাস্থ্যসেবা গুরুত্ব পাবে।
কর্মক্ষেত্রে সবার মানসিক স্বাস্থ্য ভালো থাকুক এই প্রত্যাশা করি, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিব ও অন্যদেরও সহযোগিতা করব।