Homeo Bari

Homeo Bari ফ্রি হোমিও চিকিৎসা ও পরামর্শ দরকার হলে নক দিন।
হোমিওপ্যাথি যে কোন ঔষুধ পাইকেরি হলে নক দিন।

নখের কুনি বা নখের কোনা ওঠা সমস্যা নিরাময়ে হোমিওপ্যাথিঃযখন হাত বা পায়ের আঙুলের নখ বৃদ্ধি পেয়ে মাংসের ভিতর প্রবেশ করে ও ক্...
19/07/2025

নখের কুনি বা নখের কোনা ওঠা সমস্যা নিরাময়ে হোমিওপ্যাথিঃ

যখন হাত বা পায়ের আঙুলের নখ বৃদ্ধি পেয়ে মাংসের ভিতর প্রবেশ করে ও ক্ষত হয় তখন নখের কোনায় প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এই সমস্যা কে নখের কুনি বা কোনা ওঠা বলা হয়।হাতের নখের থেকে পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়। কারণ পায়ের নখে তুলনামূলক ভাবে ধূলো,বালি, ময়লা, ঘাম, পানি বেশি লাগে।ফলে নখের কোণে ইনফেকশন দেখা দেয়।কখনো কখনো ব্যথার সাথে হলুদ রঙের পূঁজও দেখা যায়।
নখের কোণা ওঠার প্রথম চিকিৎসা হলো নখের যে বাড়তি অংশের জন্য ব্যথা হচ্ছে সেই অংশটুকু কেটে ফেলতে হবে। যদি নখের কোণে পূঁজ জমে থাকে তাহলে জীবাণুনাশক দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। তারপর লক্ষণ অনুসারে - Hepar sulph,Arsenic alb,Echinacea,Silicea,Calcarea sulph প্রভৃতি কোন একটি ঔষধ সেবন করতে হবে।
(ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।)
মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম উপায়। তাই নখ সব সময় সোজা ভাবে কাটতে হবে,বাহির থেকে আসার পর পা ও হাত ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে মুছে ফেলতে হবে।পরিষ্কার জুতা ও মোজা পরতে হবে,পায়ের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সৌজন্যেঃ
চিকিৎসা নিতে।
Dr. D R Ramim Hossain
01610-819803

এক ভায়ের আর্তনাদ।  কিন্তু তিনি চিকিৎসা নিবে না।  শুধু পরামর্শ চাইলো।  আমি বললাম " এত বছরের সমস্যা শুধু পরামর্শ আর নিয়ম ম...
11/07/2025

এক ভায়ের আর্তনাদ। কিন্তু তিনি চিকিৎসা নিবে না। শুধু পরামর্শ চাইলো। আমি বললাম " এত বছরের সমস্যা শুধু পরামর্শ আর নিয়ম মেনে চললে কিন্তু যাবে না" তিনি আমার কথা শুনলেন না, শুধু পরামর্শই লাগবে
➤➤➤➤➤➤➤
১। হস্ত'মৈ'থু'ন একেবারে বাদ
২। প'র্ন একেবারে বাদ
৩। রাতে মোবাইল কম চালানো। ঘুমানো
৪। কেগেল এক্সারসাইজ মাষ্ট। আইডিতে দেওয়া আছে দেখে নিন
৫। প্রতিদিন সকালে, ১ টা লবঙ্গ + রসুন+মধু খাবেন
৬। ইসুব গুলের ভৃষি ভিজিয়ে খাবেন
৭। প্রতিদন না হলেও ১ দিন পর পর ১ টা হাফ সিদ্ধ হাসের ডিম খাবেন
৯। আবারো কেগেল এক্সারসাইজ নিয়মিত।
১০। ঘরোয়া পদ্ধতি তে পে/নিস।মালিশ ব্যাবহার।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
চিকিৎসা নিলে সরাসরি ইন'ব'ক্সে যোগাযোগ করুন।
অথবা What's app⇨ 01610-819803

কেস হিস্ট্রি ⇨ ১৭নাম: মহিলা তাই গোপন রাখতে বলছেবয়স: ২৭ বছর (বিবাহিত)শুধু।পুরুষের যৌ'/ন সমস্যা হয় এমন ভুল,  মহিলাদের ও সম...
09/07/2025

কেস হিস্ট্রি ⇨ ১৭
নাম: মহিলা তাই গোপন রাখতে বলছে
বয়স: ২৭ বছর (বিবাহিত)
শুধু।পুরুষের যৌ'/ন সমস্যা হয় এমন ভুল, মহিলাদের ও সমস্যা হয়ে থাকে। তেমনি একটা তুলে ধরলাম।

সমস্যা : বিবাহি'ত প্রায় ৩ বছর এর মত হয়েছে, চেম্বারের পাশেই বাসা। তো সমস্যা ১ম থেকেই এমন যে স'হবা'সে কোন ফিল আসে না, বা ইচ্ছা হয় না বা মন চায় না, বিয়ের পুর্বে এই ধরনের তোমন একটা সমস্যা দেখা যায় নাই, যদিও পৃর্বে একটা ছেলের সাথে সম্পর্ক ছিলো। বিয়ের পর থেকে যতই মন টানতে চায় উনার যৌ ' ন চাহিদা নাই বলা যায়। ১ম ১ম স্বামী কিছু না বললেও এখন তিনি ও বেজায় অখুশি। । তো আমার কাছে আসে ব সব কিছু শুনি।
বিয়ের পুর্বের ইতিহাস পরের ইতিহাস। এখন সব কিছু শোনার পর দেখা গেল যে পুর্বে যে সম্পর্ক হয়েছিলো সেটাই বিয়ের পরও মানুষিক ভাবে ধরে আছে, এর বাইরে ✪ ক্রনিক ✪ সোরা ✪ মায়াজমিক ✪ বা অন্য কোন শারীরিক সমস্যা নেই। শুধু মেয়ের এলার্জি জাতীয় খাবার একটু পছন্দ। আর লবন খেতে।পছন্দ করে। ঘুমাইতে ইচ্ছা হয় প্রচুর।
চিকিৎসা : ১ম অবস্থাঢ আমি Agnus cast, yohimbinum, আর Natrum Mur 12x প্রদান করি, প্রায় ২০ দিন সেবন করার পর এসে জানায়, শতকরা ১০% একটু ভালঁ মনে হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিলো আরো বেশি। পরে আমি আরো ১৫ দিন পর আসকে।বলি এবং এই ১৫ দিন কঁন মেডিসিন সেবন থেকে বিরত থাকতে বলি। যেহেতু শারীরিক ভাবে সমস্যা খুবই কম, তাইলে যে ১০% উন্নতি হয়েছে সেটা পরের ১৫ দিন ধরে থাকে নাকি থাকে না সেই জন্য। পরের আবার ১৭,১৮ দিন পর আসে, এবং শুনি যে ১ম।ডোজ খাওয়ার পর যে ১০% একটু কাজ করেছে সেই রকম ই লাগে এখন। তখন আমি ➤ কম্বিনেশন মেডিসিন ✪ প্রদান করি এবং বলি ২ মাস সেবন করবেন। ⇨ কম্বিনেশন মেডিসিন মুলত মহিলাদের উত্তেজিত করতে।কাজে দেয়। ➤ আলহামদুলিল্লাহ সেই রোগী দীর্ঘ ৩ মাস চিকিৎসা নিয়ে এখন সুস্থ, একটা ছেলে হয়েছে, স্বামী ও খুবই খুশি।
সতর্কতা: মেয়ের নাম, ঠিকানা কিছুই বলা যাবে না কেননা স্বামী এই বিষয়ে কিছুই জানে না। ⊕∞ নোট : মেয়ের সমস্যা ও ছোট বিষয় না, এটাও একটা সমস্যা পুষে রাখলে ক্ষতি ➤।
ধন্যবাদ, চিকিৎসা নিতে সরাসরি ইনবক্সে নক।দিন।

হস্ত:মৈ'থুন।বিরত থাকার কিছু টিপস ১। প'র্ণ থেকে বিরত ২। রাত না জাগা ৩। একাকী না থাকা৪। উত্তে'জ'না'ম মুলক কিছু চিন্তা না ক...
07/07/2025

হস্ত:মৈ'থুন।বিরত থাকার কিছু টিপস
১। প'র্ণ থেকে বিরত
২। রাত না জাগা
৩। একাকী না থাকা
৪। উত্তে'জ'না'ম মুলক কিছু চিন্তা না করা
৫। ধর্মীয় নীতি মেনে চলা
৬। অতিরিক্ত মোবাইল আসক্তি ত্যাগ
৭। খেলাধুলা সময় দেওয়া
৮। বন্ধুদের সাথে ঘুরাঘুরি
৯। কাজ কর্মে ব্যাস্ত থাকা
১০। উত্তে'জ'নার সময় রুম থেকে বের হয়ে যাওয়া

যারা অতি হস্ত'শিল্প আসক্তি তারা বিরত হোন, খুব।বেশি ক্ষতি ও সমস্যা হওয়ার পুর্বেই বাদ দিন।
আর যারা অতি এই বদ অভ্যাস এর সাথে জরিত তারা বেশি দেরি হয়ে যাওয়ার পুর্বেই চিকিৎসা নিন,
হোমিও চিকিৎসা নিন।
১। পুর্বের সকল ঘাটতি পুরণ করুন
২। পুষ্টিকর খাবার গ্রহন
৩। কে'গেল এক্সারসাইজ
৪। দ্র'ত প'তন & যৌ'/ন দুর্বলতা দুর করুন
এই সকল সমস্যা যদি উৎপত্তি হয়ে থাকে দেরি না করে দ্রত চিকিৎসা এর চিন্তা করুন।

➤নিয়মিত ডেলিভারির পোষ্ট দিতে পারি না, সময় পাই না, একে তো চেম্বারে সময় দিতে হয় আবার অনলাইনে চিকিৎসা।  তবে যখনই সময় পাই দে...
03/07/2025

➤নিয়মিত ডেলিভারির পোষ্ট দিতে পারি না, সময় পাই না, একে তো চেম্বারে সময় দিতে হয় আবার অনলাইনে চিকিৎসা। তবে যখনই সময় পাই দেওয়ার চেষ্টা করি। এই ২ ভাইকে যেন আল্লাহ সুস্থ করে,। সবাই বিশ্বাস করে, আল্লাহ সেই বিশ্বাসের মর্যাদা এখন পর্যন্ত রেখেছে।
সবার কাছে দোয়া প্রার্থী। ➤

১০/১২ বছরের হস্ত'শি'ল্প, এবার সমাধান করুন।
ব/য়ঃ'/সন্ধি কালে কম বেশি সবাই হস্ত'/মৈথু/'ন এ আসক্ত থাকে, কিন্তু যারা সচেতন তারা বিয়ের পুর্বে এই যে নিজের শরীরে এত ঘাটতি হয়ে থাকে তা পুরণ করে বিয়ে করেন, কি কি ধরনের ঘাটতি হয়ে থাকে সাধারনত

১। পে'/নি'/স দুর্বল
২। বী'র্য পাতলা
৩। অদেখা শী'ঘ্র পত/ন
৪ হর:/মো/ন কম
৫। পে'নি'স চিকন ও ছোট হয়ে যায়
৬। সমস্ত হস্ত'মৈ'থুনের ঘাটতি পুরণ

এই সমস্যা গুলো মেইন,। হে যুবক বিয়ের পুর্বে অন্তত এই ঘাটতি পুরণ করে বিয়ে করবেন, অথবা হাজারো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তখন আর পিছনে ফিরে যেতে পারবেন না।
চিকিৎসা নিতে ন'ক দিন মেসে'জ দিন, অথবা
What't's a'p'p: 01610-819803

১০/১২ বছরের হস্ত'শি'ল্প,  এবার সমাধান করুন।ব/য়ঃ'/সন্ধি  কালে কম বেশি সবাই হস্ত'/মৈথু/'ন  এ আসক্ত থাকে,  কিন্তু যারা সচেত...
29/06/2025

১০/১২ বছরের হস্ত'শি'ল্প, এবার সমাধান করুন।
ব/য়ঃ'/সন্ধি কালে কম বেশি সবাই হস্ত'/মৈথু/'ন এ আসক্ত থাকে, কিন্তু যারা সচেতন তারা বিয়ের পুর্বে এই যে নিজের শরীরে এত ঘাটতি হয়ে থাকে তা পুরণ করে বিয়ে করেন, কি কি ধরনের ঘাটতি হয়ে থাকে সাধারনত
১। পে'/নি'/স দুর্বল
২। বী'র্য পাতলা
৩। অদেখা শী'ঘ্র পত/ন
৪ হর:/মো/ন কম
৫। পে'নি'স চিকন ও ছোট হয়ে যায়
৬। সমস্ত হস্ত'মৈ'থুনের ঘাটতি পুরণ
এই সমস্যা গুলো মেইন,। হে যুবক বিয়ের পুর্বে অন্তত এই ঘাটতি পুরণ করে বিয়ে করবেন, অথবা হাজারো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, তখন আর পিছনে ফিরে যেতে পারবেন না।

একক-কিন্তু শক্তিশালী স্পেসিফিক  লক্ষন,যাহাতে একলাইন লক্ষনে হোমিওপ্যাথিক ঔষধ দেয়া যায়,,,,,,গরম পানিতে ব্যথা উপশম পায় — Ar...
24/06/2025

একক-কিন্তু শক্তিশালী স্পেসিফিক লক্ষন,যাহাতে একলাইন লক্ষনে হোমিওপ্যাথিক ঔষধ দেয়া যায়,

,,,,,গরম পানিতে ব্যথা উপশম পায় — Arsenicum album

,,,,,,খালি পেটে মাথা ঘোরা বা দুর্বলতা — Sepia

,,,,,,ঘুম থেকে উঠেই গলা ব্যথা শুরু — Nux vomica

,,,,,অল্প কষ্টেই আত্মহত্যার চিন্তা — Aurum metallicum

,,,,,,মাঝরাতে দুঃস্বপ্ন ও আর্তনাদ করে উঠে বসে — Calcarea carb.

,,,,,,নাক বন্ধ, কিন্তু ঘ্রাণ শক্তি বেড়ে যায় — Kali b**hromicum

,,,,,,,, উঠে দাঁড়াতে ভয়, যেন পড়ে যাবে — Borax

,,,,,,,,স্ত্রী-সঙ্গের পর চূড়ান্ত দুর্বলতা — Staphysagria

,,,,,,,,,মুখে লালা পড়ে, কিন্তু তৃষ্ণা নেই — Mercurius

,,,,,,,,,পথ ভুলে যায়, পরিচিত জায়গাতেও — Lycopodium

,,,,,,,গন্ধেই বমি চলে আসে — Colchicum

,,,,,,,,,,পায়খানার সময় প্রস্রাব অনিচ্ছায় বের হয় — Causticum

,,,,,শুয়ে পড়লে শ্বাসকষ্ট বেড়ে যায় — Arsenicum album

,,,,,,,,রাত ২–৪টার মধ্যে কাশি বেড়ে যায় — Kali carbonicum
,,,,,,,,,গ্যাসে বুক ধড়ফড় ও নিশ্বাস বন্ধ ভাব — Lycopodium

,,,,,,,,স্তন রুক্ষ ও শিশুরা দুধ চোষে না — Bryonia

,,,,,,,পায়ে দূষিত ঘাম, পচা গন্ধ — Silicea

,,,,,,বৃষ্টিতে মাথাব্যথা শুরু হয় — Rhus tox

,,,,,,,,বসে থাকলে ব্যথা, হাঁটলে ভাল — Pulsatilla

,,,,,,,বুকে চাপ ও ঠান্ডা পানীয়ের তৃষ্ণা — Phosphorus

,,,,,,,,,,জিভে দুধের মতো সাদা প্রলেপ — Borax

,,,, রাতে ঘুম ভেঙে আর ঘুম আসে না — Sulphur

,,,,,,,,ঠান্ডা বাতাসে দাঁতব্যথা বেড়ে যায় — Hepar sulph

,,,,,,মাথা গরম, শরীর ঠান্ডা — Belladonna

,,,,,,,বাইরে যেতে চায়, ঘরে অসহ্য — Pulsatilla

,,,,,,,,গ্রীষ্মে হাঁপানির কষ্ট বাড়ে — Natrum mur

,,,,,,,,,মিষ্টি খেলেই ডায়রিয়া — Argentum nitricum

,,,,,,,,মুখ হাঁ করে শোয়, নাক দিয়ে শ্বাস নেয় না — Lycopodium (শিশু)

,,,,,,,,খাবারের কথা মনে করলেই বমি — Colchicum

,,,,,,,পেট ফাঁপা, কিন্তু বায়ু নির্গত হয় না — Carbo veg

,,,,,,,,কান্না করতে করতে হাসে — Ignatia

,,,,,,,,একটু আনন্দ বা মন খারাপে পেট খারাপ — Gelsemium

,,,,,,,এক গাল লাল, এক গাল ফ্যাকাসে — Chamomilla

,,,,,,,,শিশুরা কোল ছাড়া থাকে না — Chamomilla

,,,,,,,,দাঁত উঠতে গিয়ে ডায়রিয়া — Calcarea phos.

,,,,,,,,একটু শীতেই ঠান্ডা লেগে যায় — Hepar sulph

,,,,,,,,,গলায় মাছ কাঁটার অনুভব — Hepar sulph

,,,,,,,এক কাপড়ে গরম, এক কাপড়ে ঠান্ডা — Merc sol

,,,,,,,,মাথা কাপড় দিয়ে শক্ত করে বাঁধলে আরাম — Belladonna

,,,,,,,,গলার কফ বের হতে চায় কিন্তু আটকে থাকে — Antim tart

,,,,,,,,,,বুকের কফ বের না হয়ে শ্বাসকষ্ট — Ipecacuanha

,,,,,,,,,গলার কফ গিলে ফেলে, মুখে আনে না — Kali b**h

,,,,,,,,,,গা ছমছম করে ভয় লাগে, বিশেষ করে একা — Stramonium

,,,,,,,,,আগুন, আলো, আয়না বা জল দেখলে ভয় — Stramonium

,,,,,,,,,হঠাৎ রাগে কাঁপতে থাকে — Chamomilla

,,,,,,,,কষ্ট চাপা দিলে, দুঃখ চেপে রাখলে রোগ — Natrum mur

,,,,,,,বিরক্তিকর স্মৃতি মনে করে কাঁদে — Natrum mur

,,,,,,,কষ্ট ভুলতে পারছে না — Ignatia

,,,,,,,,সঙ্গ চায়, একাকীত্ব অসহ্য — Phosphorus

,,,,,,,,,রোগী বলে “আমি ভাল হয়ে যাব না” — Psorinum

,,,,,,,,দাঁত খুলে যায়, অথচ ব্যথা খুব কম — Staphysagria

,,,,,,,শিশুর এক গাল ফোলা, দাঁতের ব্যথায় — Chamomilla

,,,,,,,,চেহারা ফ্যাকাসে ও চোখের নিচে কালো দাগ — China officinalis

,,,,,,,,একটু শব্দেই লাফিয়ে উঠে যায় — Coffea cruda

,,,,,,,,সুখবরেও ঘুম উড়ে যায় — Coffea cruda

,,,,,,,,,মল নরম, কিন্তু অনেক চেষ্টায় বের হয় — Silicea

,,,,,,,,,,রাত্রে প্রস্রাবের জ্বালাপোড়া, দিনে কম — Equisetum

,,,,,,,,হঠাৎ শব্দে ভয় পায়, চমকে উঠে — O***m

,,,,,,,,প্রেশার কম, কিন্তু মুখে লালচে ভাব — O***m

,,,,,,,,বমির সাথে প্রচণ্ড ঘাম ও দুর্বলতা — Veratrum alb.

,,,,,,,,,রোগে পড়ে চুল ঝরে পড়ে — Fluoric acid

,,,,,,,,,,দাঁত নড়ছে, কিন্তু ব্যথা কম — Staphysagria

,,,,,,,,,চোখে আলো সহ্য হয় না, মাথাব্যথা — Glonoine

,,,,,,,,রোদে মাথা ঘোরা ও ধড়ফড় — Natrum carb

,,,,,,,,দিনের বেলা ঘুম পায়, রাতে জেগে থাকে — Sulphur

,,,,,,,,,,মলত্যাগের পর দুর্বলতা ও মাথা ঘোরা — Aloe socotrina

,,,,,,,মলত্যাগের আগে ও পরে গ্যাস নির্গত — China

,,,,,,,,,হাঁচি আসছে কিন্তু বের হচ্ছে না — Arsenicum iod.

,,,,,,,,,,,ঘন ঘন হাই তুলছে, কিন্তু ঘুম আসে না — Ignatia

,,,,,,গলা চুলকায়, কিন্তু কফ উঠে না — Rumex crispus

,,,,,,,ভোর ৪টার সময় গলা শুকিয়ে উঠে বসে — Sulphur

,,,,,,ঠান্ডা জল খেলে প্রস্রাব বেড়ে যায় — Phosphorus

,,,,,,,,প্রস্রাব পায় কিন্তু বের হয় না — Apis mellifica

,,,,,,,,প্রস্রাব জ্বালা দিয়ে পড়ে, বিশেষ করে শেষে — Cantharis

,,,,,,,কোমর ব্যথা, বসে থেকে উঠতে গেলে খচখচ — Rhus tox

,,,,,,,রোগের প্রথম দিকে চোখ লাল ও শুকনো — Aconite

,,,,,,,,,মুখে ঝাল/ধোঁয়ার মত জ্বালা — Capsicum

,,,,,,,এক গ্লাস জল খেলেই ডায়রিয়া — Ferrum phos

,,,,,,,গরমে হাঁপানির কষ্ট কমে — Natrum carb.

,,,,, ত্বক রুক্ষ, ফেটে যায়, বিশেষ করে শীতে — Petroleum

ঠান্ডা খেয়ে ফোঁড়া হয় বারবার — Sulphur

পায়খানা অনিচ্ছায় কাপড়ে পড়ে যায় — Aloe

পুরাতন মল আটকে গ্যাস জমে মাথাব্যথা — O***m

নাভির পাশে ফোঁড়া বারবার হয় — Graphites

চামড়া ঘামলে চুলকায় — Sulphur

পায়খানার সাথে বাদামী শ্লেষ্মা — Merc cor

ঘামলেই শরীর ব্যথা করে — Rhus tox

হাঁটার সময় বুকে ব্যথা — Cactus grand.

হৃদকম্প মনে হয় যেন বুকটা আটকে আছে — Cactus grand.

রোগী হাত-পা ছুঁড়ে ফেলে, ব্যথায় — Chamomilla

প্রস্রাব স্বাভাবিক, কিন্তু ঘন ঘন হয় — Equisetum

চোখ লাল, অশ্রু ঝরে কিন্তু আরাম দেয় না — Euphrasia

সকালে ঘুম থেকে উঠে সারা শরীর শক্ত লাগে — Bryonia

মাথা নিচু করলে নাক দিয়ে রক্ত পড়ে — Hamamelis

শরীরে নীলচে দাগ পড়ে অল্প আঘাতে — Lachesis

বাম দিক থেকে ডান দিকে ব্যথা ছড়ায় — Lachesis

মল ত্যাগের পর আরাম — Nux vomica

মল ত্যাগের পর দুর্বলতা — Aloe

ঘুমালে মনে হয় যেন মারা যাবে — Lachesis

নাক বন্ধ, ঠান্ডা, কিন্তু কাশি হলেই বমি — Antim tart
Dr. Ramim.Hossain
📲📞01610-819803

যারা বিয়ের পুর্বে আমার পরামর্শ মত।চিকিৎসা নিয়েছে তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে,  সব রোগী নিজের বিষয়ে পোষ্ট পছন্দ করে...
01/06/2025

যারা বিয়ের পুর্বে আমার পরামর্শ মত।চিকিৎসা নিয়েছে তারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সব রোগী নিজের বিষয়ে পোষ্ট পছন্দ করে না, তবে যাদের পোষ্ট করি তাদের অনুমতি নিয়েই পোষ্ট করি।
*** দেখেন এই লোকের আলহামদুলিল্লাহ কত ভালো রেজাল্ট পাইতেছে*
*** বিয়ের পুর্বে হস্ত'মৈ/থুন এর ঘাটতি পুরণ করে বিয়ে করুন, তখন প্রকৃতিক ভাবে সময় পাবেন অনেক ***
🇪🇭🇪🇭🇧🇩🇧🇩
Note: স্কিন সট বিশ্বাস না করলে কমেন্টে জানায়েন, বা ইনবক্সে নক দিয়েন, একেবারে এর চেয়েও বড় প্রমান সহ দিয়ে দিবোনে, কিন্তু প্রমান পাওয়ার পর অবশ্যই চিকিৎসা নিতে হবে আমার কাছ থেকে, । 🇪🇭🇪🇭🇧🇩🇧🇩।

29/05/2025

যাদের Ches't Fat বেশি, এটা কিন্তু গাই'নো না, এটা মুলত স্ত/নে চর্বি জমা হয় যা নরম। অতিরিক্ত তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবারে এটা তৈরি হয়।
*** গাইনো হলো শক্ত হয় ও সেটা দেখতে মেয়েদের স্ত'ন এর মত হয় । অপরদিকে chest fat হলো স্ত'নে নরম চর্বি জমা। *
এই ব্যায়াম করলে মাস খানেক বা ২ মাসের মধ্যে একটা ভালো উন্নতি দেখা যাবে।
নিষেধঃ
১। সকল চর্বি জাতীয় খাবার পরিহার
২। তেল জাতীয় খাবার পরিহার
৩। অতিরিক্ত ভাত পরিহার
৪। টেস্ট হরমন নিয়ন্ত্রণ
করনীয়ঃ
১। লেবু বেশি করে খাওয়া
২। পানি বেশি করে খাওয়া
৩। শসা বেশি করে খাওয়া
৪। ব্যায়াম নিয়মিত

হোমিওপ্যাথিক ঔষধের নাম ও কাজ:-১. Aconit Nap (একোনাইট ন্যাপ): (১) আকস্মিকতা ও ভীষণতা । (২) মৃত্যুভয় ও অস্থিরতা । (৩) পিপা...
25/05/2025

হোমিওপ্যাথিক ঔষধের নাম ও কাজ:-
১. Aconit Nap (একোনাইট ন্যাপ): (১) আকস্মিকতা ও ভীষণতা । (২) মৃত্যুভয় ও অস্থিরতা । (৩) পিপাসা ও জ্বালা । (৪) প্রচন্ড শীত বা প্রচন্ড গরমের প্রকোপ ।
২. Acid Nitric (এসিড নাইট্রিক): (১) স্রাবে দূর্গন্ধ, বিশেষতঃ প্রস্রাবে । (২) শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেঁটে যাওয়া। (৩) কাটা ফোঁটার মত ব্যথা। (৪) গাড়ীতে চড়ে বেড়ালে উপশম, দুধে বৃদ্ধি।
৩. Acid Phos (এসিড ফস): (১) অবসাদ বা অবসন্নতা। (২) দুধের মত সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। (৩) উদরাময়ে উপশম এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসারণ। (৪) সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্নভাব বা উদাসভাব।
৪. Agnus cast (এগনাস ক্যাস্ট): (১) অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত ধাতু'দৌর্বল্য। (২) অতিরিক্ত হস্ত'/মৈথুন বা পুনঃপুনঃ গণোরিয়া বশতঃ ধব্জ/ভঙ্গ দোষ। (৩) আত্মহ/ত্যার ইচ্ছা, স্মৃতিশক্তির দুর্বলতা । (৪) প্রসূতির স্তনে দুধের অভাব। নিদারুন বিষন্নতা।
৫. Allium cepa (এলিয়াম সিপা): (১) নাসিকা হতে ক্ষতকর শ্লেষ্মাস্রাব। (২) পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার । (৩) কানে কটকটানি, পায়ে ঠান্ডা লেগে কষ্টকর প্রস্রাব । (৪) অস্ত্রপচারের পর স্নায়ুশূল, প্রসবের পর স্নায়ুশূল।
৬. Antim crud (এন্টিম ক্রুড): (১) স্থুলদেহ এবং জিহ্বার উপর সাদা পুরু লেপ। (২) আহারে অরুচি এবং আহারের পর বমি। (৩) বিরক্তি, বিষন্নতা, ক্রোধ ও ক্রন্দন। (৪) গোসল সহ্য হয় না। গোসলে ভয়।
৭. Apis Mel (এপিস মেল): (১) মূত্র স্বল্পতা ও মুত্রকষ্ট। (২) জ্বালা ও ফোলা, চোখের নিম্নপাতা ফোলা। (৩) স্পর্শকাতরতা ও গরমকাতরতা। (৪) সূচীবিদ্ধবৎ বেদনা। পিপাসাহীনতা।
৮. Aralia Race (এরালিয়া রেসি): (১) হাঁপানী যুক্ত শ্বাসকাশ, শয়নে বাড়ে। বর্ষাকালে সর্দি শুকিয়ে কাশি হলে । (২) দূর্গন্ধ যুক্ত সাদাস্রাব, পানির মত। (৩) অর্শ, গুহ্যদ্বারের স্থানচ্যুতি। (৪) রোগী সহজে প্রশ্বাস ত্যাগ করতে পারে, কিন্তু নিশ্বাস গ্রহনের সময়ে তার কষ্ট হয়।
৯. Arnica Mont (আর্নিকা মন্ট): (১) বেদনা, আঘাত জনিত বেদনা এবং রোগজনিত বেদনা। যে কোন বেদনা। (২) স্পর্শকাতরতা ও অস্থিরতা। (৩) বিছানা শক্ত মনে হয় কিন্তু অন্যান্য কষ্ট সম্বন্ধে বলে সে ভাল আছে। (৪) সজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক।
১০. Arsenic Alb (আর্সেনিক এল্ব): (১) নিদারুণ দুর্বলতা, অস্থিরতা ও মৃত্যু ভয়। (২) মধ্যদিবা বা মধ্যরাতে বৃদ্ধি কিংবা মধ্যদিবা এবং মধ্যরাতে বৃদ্ধি। (৩) প্রবল পিপাসা সত্ত্বেও ক্ষণে ক্ষণে স্বল্প পানি পান এবং পানি পান মাত্রই বমি। (৪) জ্বালা ও দুর্গন্ধ।
১১. Bacillinum (ব্যাসিলিনাম): (১) বংশগত ক্ষয়দোষ এবং উপযুক্ত ঔষধের ব্যর্থতা। (২) রোগ ও রোগীর পরিবর্তনশীলতা। (৩) অল্পে ঠান্ডালাগা এবং গ্রন্থির বিবৃদ্ধি। (৪) দুর্বলতা ও বাঁচালতা।
১২. Belladona (বেলাডোনা): (১) উত্তাপ ও আরক্তিমতা। (২) জ্বালা ও স্পর্শকাতরতা। (৩) আকস্মিকতা ও ভীষণতা। (৪) ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়।
১৩. Bryonia Alb (ব্র্রায়োনিয়া এ্ল্ব): (১) নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। (২) শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা। (৩) আক্রা'ন্তস্থান বা বেদনা যুক্ত স্থান চেপে ধরলে উপশম। (৪) ক্রুদ্ধভাব এবং ক্রুদ্ধ হবার ফলে অসুস্থতা।
১৪. Calc Carb (ক্যাল্কে-কার্ব): (১) দেহের স্থুলতা শিথিলতা ও শ্লেষ্মা প্রবণতা। (২) ভীরুতা ও ভ্রান্তধারণা। (৩) মাথার ঘামে বালিশ ভিজে যায় ও অল্পে ঠান্ডা লাগে। (৪) ডিম খাবার প্রবল ইচ্ছা কিন্তু দুধ সহ্য করতে পারে না।
১৫. Calc Fluor (ক্যাল্কে-ফ্লোর): (১) গ্রন্থির বৃদ্ধি, গ্রন্থি প্রদাহ, অস্থিক্ষত, ক্ষত পেকে পুঁজ যুক্ত হয়ে উঠে। (২) অর্শ হতে রক্তপাত, মুখদিয়ে রক্তউঠা, চক্ষে ছানি। (৩) শীত কাতর, প্রথম চলতে আরম্ভ করলে বৃদ্ধি ও কিছুক্ষণ চলার পর হ্রাস। (৪) নাসিকার অস্থি আক্রান্ত, জরায়ুর স্থানচুতি, গরমে উপশম, নড়াচড়ায় উপশম।
১৬. Carbo Veg (কার্ব্বোভেজ): (১) স্বাস্থ্যহানীর অতীত কাহিনী। (২) হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা। (৩) পেটের মধ্যে অতিরিক্ত বায়ুসঞ্চয় ও উদগারে উপশম। (৪) জ্বালা ও রক্তস্রাব।
১৭. Carcinosin (কারসিনোসিন): (১) রোগীতে ক্যান্সারের ইতিবৃত্তি প্রাপ্ত হলে কার্সিনোসিন সুফল প্রদান করে। (২) তীব্র বেদনা ও গ্রন্থির কাঠিন্যযুক্ত স্তনের ক্যান্সার। (৩) জরায়ুর ক্যান্সারে দূর্গন্ধ স্রাব ও বেদনা থাকে। (৪) অগ্নিমান্দ্য, আমাশয় ও অন্ত্রে বায়ুজমে। (৫) ক্যান্সার জনিত ধাতু বিকৃতি বশতঃ আমবাত।
১৮. Causticum (কষ্টিকাম): (১) একাঙ্গিন পক্ষাঘাত বিশেষতঃ দক্ষিণ অঙ্গের বাত বা পক্ষাঘাত। (২) আশঙ্কা ও শীতকাতরতা। (৩) নিদ্রাকালে অস্থিরতা। (৪) না দাঁড়ালে মলত্যাগে অসুবিধা। (৫) সঙ্গমের পর মূত্রত্যাগ কালে মূত্রনালীতে জ্বালা। (৬) বর্ষা ও বৃষ্টির দিনে ভাল থাকে।
১৯. China off (চায়না অফ): (১) অধিক স্তন্যদান, অত্যধিক ভেদ, বীর্যক্ষয় বা রক্তক্ষয় জনিত অসুস্থতা। (২) শোথ ও পেট ফাঁপা, হজম শক্তির অভাব। (৩) নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগাক্রমণ। (৪) রক্তস্রাব প্রবণতা ও রক্তস্রাবের সাথে আক্ষেপ।
২০. Cimicifuga/Actaea Race (সিমিসিফিউগা/একটিয়া রেসি): (১) ঋতুস্রাবের সঙ্গে ব্যথা বৃদ্ধি পায়। (২) পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক লক্ষণ। (৩) ডিম্বকোষের বা জরায়ুর দোষে শ্বাসকষ্ট বা হৃদস্পন্দন। (৪) যারা আঙ্গুলের কাজ করে তাদের পিঠে ব্যথা।
২১. Dulcamara (ডালকামারা): (১) শরৎকালীন অসুস্থতা। (২) ঠান্ডা লেগে প্রস্রাবের বেগ বা শ্লেষ্মার প্রকোপ। (৩) উত্তাপে উপশম ও অস্থিরতায় উপশম। (৪) ঘর্ম বা চর্মরোগ চাপা দেওয়ার কুফল।
২২. Graphites (গ্রাফাইটিস): (১) স্থুলতা ও কোষ্টবদ্ধতা। (২) ফাঁটা চর্ম ও চটচটে রস। (৩) শঙ্কা ও সতর্কতা। (৪) মাছ, মাংস, সঙ্গীত ও সঙ্গমে অনিচ্ছা।
২৩. Hepar Sulph (হিপার সালফ): (১) শীতার্ততা ও স্পর্শকাতরতা। (২) ক্ষিপ্রতা হঠকারীতা। (৩) টক ঝাল প্রভৃতি উগ্রদ্রব্য খেতে ইচ্ছা। (৪) কাটা ফোটার মত ব্যথা।
২৪. Kali b**hrom (ক্যালি বাইক্রোম): (১) পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মার প্রকোপ। (২) সুতার মত লম্বা শ্লেষ্মাস্রাব। (৩) নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে বৃদ্ধি। (৪) ভ্রমণশীল বেদনা।
২৫. Kalmia Lat (ক্যালমিয়া লেট): (১) ব্যথা নিম্নগামি কিন্তু বাতবেদনা ক্রমশ হৃৎপিণ্ড আক্রমণ করে, বামপার্শ্বে শুইতে অক্ষম। (২) স্বল্পমূত্র, শোথ, নাড়ীর গতি মন্দ। (৩) সঞ্চালনে বৃদ্ধি কিন্তু উত্তাপ প্রয়োগে বা ঠাণ্ডায় উপশম হয়না। (৪) গর্ভাবস্থায় মূত্রস্বল্পতা সহিত দৃষ্টি-বিভ্রম বা চক্ষশূল, যন্ত্রণা- সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত।
২৬. Lachesis (ল্যাকেসিস): (১) নিদ্রায় বৃদ্ধি। (২) ঈর্ষা, স্পর্শকাতরতা ও বাচালতা। (৩) বাম অঙ্গে রোগাক্রমণ বা প্রথমে বামদিকে পরে ডান দিকে। (৪) নির্গমণে নিবৃত্তি।
২৭. Ledum Pal (লিডামপাল): (১) ঠান্ডা পানিতে বেদনার উপশম। (২) নিম্নাঙ্গে রোগাক্রমণ বা প্রথমে নিম্নাঙ্গে ও পরে উর্ধ্বাঙ্গে। (৩) শোথ। (৪) স্নায়ু কেন্দ্র আঘাত।
২৮. Lobelia Erinus (লোবেলিয়া ইরিনাস): (১) ক্যান্সারজনিত চর্মের অস্বাভাবিক বিবৃদ্ধি ও শুষ্কতা। (২) মুখমন্ডলের এপিথেলিওমা ও আঙুলসমূহে উদ্ভেদ। (৩) পেটের ভিতর বা মস্তিষ্কের টিউমার। (৪) ওমেনটাম বা অন্ত্রপ্লাবকের ক্যান্সার।
২৯. Lycopodium (লাইকোপডিয়াম): (১) ডানে অঙ্গে রোগাক্রমন বা প্রথমে ডান অঙ্গে ও পরে বাম অঙ্গে আক্রমণ। (২) গরম খাবারে স্পৃহা ও বায়ুর প্রকোপ। (৩) ভীরুতা, কৃপণতা ও নিঃসঙ্গপ্রিয়তা। (৪) অল্প খেয়ে ক্ষুধা মিটে যায়। সকল ক্ষেত্রে অম্লস্বাদ। (৫) তলপেটে বায়ু জমে উর্দ্ধভাগশীর্ণ নিম্নাংশ স্থূল।
৩০. Medorrhinum (মেডোরিনাম): (১) বংশগত প্রমেহ দোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা। ২। জ্বালা , ব্যথা, স্পর্শকাতরতা। ৩। ব্যস্ততা ও ক্রন্দণশীলতা। ৪। স্নায়ুবিক দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা ও মৃত্যু ভয়।
৩১. Merc sol (মার্কসল): (১) অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা। (২) জিহ্বা পুরু ও দাঁতের ছাপ যুক্ত। (৩) দুর্গন্ধ ও ডান পার্শ্বে চেপে শুতে অসুবিধা।(৪) রাত্রে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, ঘর্মাবস্থায় বৃদ্ধি।
৩২. Mezereum (মেজেরিয়াম): (১) উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নিঃসরণ। (২) টিকাজনিত কুফল ত্বক বা চর্ম রোগ চাপা দেয়ার কুফল। (৩) রাত্রে বৃদ্ধি।(৪) অত্যন্ত রাগী কিন্তু পরক্ষণেই অনুতপ্ত, উম্মাদ।
৩৩. Nux Vomica (নাক্স ভূমিকা): (১) অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত ইন্দ্রিয়সেবা কিংবা অতিরিক্ত রাত জাগরণ জনিত অসুস্থতা। (২) বারম্বার মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম বোধ। (৩) জিদ বা মনের দৃঢ়তা, ঈর্ষা ও হঠকারিতা । (৪) শীতকাতরতা, স্পর্শকাতরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা|
৩৪. Phosphorus (ফসফরাস): (১) তীক্ষ্ণ বুদ্ধি, লম্বা, পাতলা একহারা চেহারা। (২) রক্তস্রাবের প্রবণতা। (৩) বামপার্শ্ব ও চেপে শুতে পারে না। (৪) রাক্ষুসে ক্ষুধা, জ্বালা ও শুন্যবোধ।
৩৫. Phytolacca (ফাইটোলাক্কা): (১) স্তন ও স্তনের যে কোন প্রদাহে। (২) রাতে বৃদ্ধি, শয্যার উত্তাপে বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি। (৩) স্পর্শকাতরতা ও অস্থিরতা। (৪) দাঁতে দাঁতে বা মাঢ়িতে মাঢ়িতে চেপে ধরতে ইচ্ছা।
৩৬. Psorinum (সোরিনাম) (১) ধাতুগত বা বংশগত সোরাদোষের উপযুক্ত ঔষধের ব্যর্থতা। (২) উদ্বেগ, আতঙ্ক ও নৈরাশ্য। (৩) প্রবল ক্ষুধা ও অত্যধিক দুর্গন্ধ। (৪) দুর্বলতা ও শীতার্ততা।
৩৭. Pulsatilla (পালসেটিলা): (১) পরিবর্তনশীলতা। (২) নম্রতা ও ক্রন্দনশীলতা । (৩) তৃষ্ণাহীনতা। (৪) গরমে বৃদ্ধি ও গাত্র সর্বদা উত্তপ্ত।
৩৮. Rhus Tox (রাসটক্স): (১) বর্ষায় বৃদ্ধি ও বিশ্রামে বৃদ্ধি। (২) অঙ্গ-প্রত্যঙ্গে কামড়ানি ও অস্থিরতা। (৩) অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম। (৪) জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ ও জ্বরের শীত অবস্থায় কাশি।
৩৯. Ruta grav (রুটা গ্র্যাভ): (১) সন্ধিস্থানের অস্থিচ্যুতি বা সন্ধিস্থান মচকে যাওয়া। (২) কটি ব্যথা ও মলদ্বারের শিথিলতা। (৩) স্ত্রী জন'নেন্দ্রিয়ে চুলকানির সঙ্গে বাম স্তনে ব্যথা। (৪) চক্ষু জ্বালা ও দৃষ্টি বিপর্যয়।
৪০. Selenium (সেলেনিয়াম): (১) অতিরিক্ত শুক্র'ক্ষয় বা অতিদীর্ঘ রোগ ভোগের পর দেহ ও মনের অবসাদ। (২) মলত্যা'গকালে শুক্রক্ষরণ। (৩) কামভাবের প্রাবল্য ও শুক্রতারল্য। (৪) স্বরভঙ্গ ও কোষ্ঠকাঠিন্য।
৪১. Senecio (সেনেসিও): (১) ঋতুস্রাবের পরিবর্তে রক্তকাশ। (২) রক্তস্রাব জনিত শোথ। (৩) স্বল্প রজঃরোগে উহা বর্ধিত করে ও অতিরিক্ত রজঃস্রাবে হ্রাসপ্রাপ্ত এবং কষ্ট রজঃরোগের যন্ত্রণা উপশমিত হয়। (৪) রজঃস্রাবের পরিবর্তে অথবা মূত্রদোষ সহ শ্বেতপ্রদর।
৪২. Sepia off (সিপিয়া অফ): (১) বিষন্নতা, ক্রন্দণশীলতা ও উদাসীনতা। (২) অতিরিক্ত রক্তক্ষয় বা অতিরিক্ত স্বামী সহবাস কিম্বা অতিরিক্ত গর্ভধারণ জনিত জরায়ুর শিথিলতা। (৩) উদরে শূন্যবোধ, মলদ্বারে পূর্ণবোধ। (৪) পরিশ্রমে উপশম এবং স্নানে অনিচ্ছা।
৪৩. Silicea (সাইলেসিয়া): (১) দৃঢ়তার অভাব ও শীতার্ততা, কোষ্ঠবদ্ধতা। (২) মাথার এবং পায়ের তলায় দুর্গন্ধ ঘাম বা বাধাপ্রাপ্ত ঘামের কুফল। (৩) উত্তাপে উপশম এবং অমাবস্যায় ও পূর্ণিমায় বৃদ্ধি। (৪) টিকাজনিত কুফল।
৪৪. Spigelia (স্পাইজেলিয়া): (১) স্নায়ুশূল নড়াচড়ায় বৃদ্ধি। (২) বামদিকে রোগাক্রমণ। (৩) বর্ষায় বা জলো হাওয়ায় বৃদ্ধি।
৪৫. Staphisagria (স্ট্যাফিস্যাগ্রিয়া): (১) কামভাবের প্রাবল্য এবং তাহার কুফল। (২) অতিরিক্ত ক্রোধ এবং তাহার কুফল। (৩) স'ঙ্গম বা সহবাসজনিত মূত্র'কষ্ট বা শ্বাসকষ্ট। (৪) চক্ষে অঞ্জনি ও দাঁতে পোকা, অতিরিক্ত হস্তমৈ'থুন। (৫) অস্ত্রপচারের কুফল, যৌন বিষয় সম্বন্ধে অনবরত চর্চা করে থাকে।
৪৬. Sulphur (সালফার): (১) অপরিস্কার ও অপরিচ্ছন্নতা। (২) প্রাতঃকালে মলত্যাগ ও মধ্যাহ্নক্ষুধা। (৩) স্নানে অনিচ্ছা, দুগ্ধে অরুচি। (৪) ব্রহ্মতালূ হাতের তালূ ও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা। (৫) সকল রন্দ্রপথ লাল।
৪৭. Syphilinum (সিফিলিনাম): (১) বংশগত উপদংশ বা উপযুক্ত ঔষধের ব্যর্থতা। (২) রাত্রে বৃদ্ধি, অনিদ্রা ও অক্ষুধা। (৩) খর্বতা ও পক্ষাঘাত। (৪) ক্ষত ও দুর্গন্ধ।
৪৮. Thuja Occi (থুজা অক্সি): (১) আঁচিল, অর্বুদ ও রক্তহীনতা। (২) ঠান্ডায় বৃদ্ধি, বর্ষায় বৃদ্ধি এবং রাত ৩টায় বৃদ্ধি। (৩) বদ্ধমূল ধারনা ও স্বপ্নবহুল নিদ্রা। (৪) টিকা ও বসন্ত-এর পর যে কোন উপসর্গ।
৪৮. Tuberculinum (টিউবারকুলিনাম): (১) সবিরাম জ্বর। (২) ক্ষীণদেহ, রোগের পুনরাবৃত্তির প্রবণতা। (৩) উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত যক্ষ্মাসম্ভব অবস্থার প্রবণতা ও সহজেই রোগাক্রমন। (৪) রাত্রিকালে কষ্টদাযক ও সদাস্থায়ী চিন্তা।
৫০. Uranium Nitric (ইউরেনিয়াম নাইট্রিক): (১) ডায়াবেটিস মেলিটাস, শর্করাযুক্ত বহুমুত্রজনিত পিপাসা ও ক্ষুধা, শরীর শুকাইয়া যাওয়া। (২) ধ্বজভঙ্গ, ঋতুরোধ। (৩) পেটের মধ্যে অতিরিক্ত বায়ু, উদগার। (৪) শোথ, উদরী, নেফ্রাইটিস ও উচ্চরক্তচাপ।
*কালেক্টেড *

ঔষধ পরিচিতি: Conium একই ব্যবহার বহুল পরিচিত, আমি শুধু আজকে একটি যৌ/ন সমস্যা সমাধানে কোন কোন দিকে  কাজে দিচ্ছে সেটা উল্লে...
24/05/2025

ঔষধ পরিচিতি:
Conium
একই ব্যবহার বহুল পরিচিত, আমি শুধু আজকে একটি যৌ/ন সমস্যা সমাধানে কোন কোন দিকে কাজে দিচ্ছে সেটা উল্লেখ করব।
কার্যকারিত: একটি সহ/বা/সের ইচ্ছা অত্যান্ত অধিক কিন্তু অক্ষম। স্ত্রী লোক দেখিলে, কাছে বসলে, এমন কি মনে মনে ভাবলেও অসহারে বী'র্যপা/ত হয়ে যায়,। স/হবা/স করলে যদিও লিঙ্গ উত্থান হয়, কিন্তু আদর সোহাগের সময় মিসটেজ হয়ে যায়। ‌ ইচ্ছা আছে শক্তি আছে, তবুও যাহারা অধিক দিন কাম রিপু দমন করিয়া রাখে, তাহাদের ধ্ব/জভ'ঙ্গ পীড়ায় কোনিয়াম অব্যর্থ মহা ঔষধ
সেবন বিধ: উক্ত শক্তি অথবা মাঝারি শক্তি ভালো ফল পাওয়া যায়। ‌
যেকোনো মেডিসিন সেবনের উপরকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেবন করবেন।

পাইল'সের লক্ষণগুলির মধ্যে রয়েছে:ম'লে র'ক্তমল'দ্বা/রের চারপাশে ব্যথা এবং কোমলতামল/দ্বারে'র চারপাশে চুলকানিমল'দ্বা/র বা ম...
23/05/2025

পাইল'সের লক্ষণগুলির মধ্যে রয়েছে:
ম'লে র'ক্ত
মল'দ্বা/রের চারপাশে ব্যথা এবং কোমলতা
মল/দ্বারে'র চারপাশে চুলকানি
মল'দ্বা/র বা মল'দ্বা/র টিস্যু প্রল্যাপ্স বা ঝুলে থাকা

পাই'ল/সের কারণ::
পাই'লস বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে:
অন্ত্র খালি করার সময় স্ট্রেনিং
কোষ্ঠ'কাঠিন্য
গর্ভা/বস্থা
স্থূলতা
কম ফাইবার খাদ্য
দীর্ঘক্ষণ বসে থাকে
ঘন ঘন ভারী ওজন উত্তোলন
পায়ু/পথ সহবা/স

প্রতিরোধের পরামর্শ :
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফ,লমূল আশ,যুক্ত খাবার যেমন লাল আটা লাল চাল গ্রহণ করুন, সারা দিনের কার্বোহা,ইডেট এর সাথে আঁ,শযুক্ত খাবারের অনুপাত ঠিক রাখতে হবে। অস্বাস্থ্যকর ও তেল মসলা,যুক্ত খাবার পরিহার করতে হবে। অত্যধিক পরিমাণ পানি পান করতে হবে।
***হোমিওপ্যাথিতে পা'ইল'সের সঠিক চিকিৎসায় আরোগ্য হয়। একটু দীর্ঘদিন সেবনে রোগী ধীরে ধীরে রোগী পূর্বের অবস্থায় ফিরে আসে। ***
***চিকিৎসা নিতে সরাসরি যোগা/ যোগ করুন,। চিকিসা নিন ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হবে। ***
কালেক্টেড।,
wha/t’s a/pp: 016/10'81'98/03

Address

Rajshahi

Telephone

+8801610819803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Bari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share