Acupuncture, Hijama Therapy and Natural Treatment

Acupuncture, Hijama Therapy and Natural Treatment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Acupuncture, Hijama Therapy and Natural Treatment, Massage service, Sagorpara, Rajshahi.

✨ Enhancing Your Natural Beauty ✨
Discover expert skincare tips, premium beauty products, and self-care essentials – all tailored to make you feel confident and radiant every day. 💄💆‍♀️
📦 Nationwide Delivery | 💬 DM for Orders & Inquiries

22/10/2025

#কাপিং_থেরাপির_উপকারিতাঃ
☞ কাপিং থেরাপি লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
☞ বড় রক্তনালীগুলোকে পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন সক্রিয় করে।
☞ কাপিং থেরাপি লিম্ফ্যাটিক গ্রন্থি ও রক্ত নালী পরিষ্কার করে বিশেষ করে পায়ের পাতার। যা কিনা পরবর্তীতে সারা দেহে ছড়িয়ে পরতে পারত, এটা শরীরে থেকে যাওয়া অপ্রয়োজনীয় মেডিসিনও দেহ থেকে বের করে দেয়।
☞ শরীরের অভ্যন্তর (রিফ্লেক্স জোন) এর প্রতিক্রিয়ার অবস্থা সক্রিয় ও উদ্দীপ্ত করে, ফলে আক্রান্ত অঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মস্তিস্কের মনোযোগ বৃদ্ধি পায়।
☞ শরীরের ভিতরে শক্তি চলাচলের পথ পরিষ্কার করে জীবনী শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। ৫০০০ বছর আগে চীন ও জাপানীরা এই পদ্ধতি আবিষ্কার করেছে।
☞ চিকিৎসার পরে মানবদেহের ত্বক ও পেশীতে অবশিষ্ট অপ্রয়োজনীয় ঔষধ ও বিষ দেহ থেকে শুষে নিতে কাপিং থেরাপি দারুন কার্যকরি। এর ফলে রক্ত থেকে ইউরিক এসিড ও জয়েন্ট থেকে ক্রিস্টাল বের করে দেয়া সহজ হয় ফলে গাউট রোগ ভাল হয়।
☞ দেহের কোন স্থানে রক্ত সরবরাহ বৃদ্ধি করতে বা কোন অঙ্গে রক্ত সঞ্চালন কম হলে তা দূর করতে কাপিং করার দরকার হয়।
☞ দেহের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ইম্যুনিটি গ্লান্ডস, বিশেষ করে থাইমাস গ্লান্ড যাহা পিঠে ৪র্থ ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।
☞ হরমোন নিয়ন্ত্রণের জন্য ঘাড়ের ৭ম সার্ভাইকাল ভার্টিব্রা বরাবর কাপিং করা হয়।
☞ মানসিক দিক ব্যবস্থা দেয়া হয় : ঘাড়ের ৭ম ভার্টিব্রা, লাম্বার ৫ম ভার্টিব্রা, গলব্লাডারের নট (লাম্বার ১ম ও থোরাসিক ১২তম) বরাবর কাপিং করলে, এটা নার্ভাসনেস, রাগ, বিষন্নতা, অবসাদ, প্রতিক্রিয়া, নিষ্ঠুরতা ও বেপরোয়া ভাব নিয়ন্ত্রণ করে, রোগীর মানসিক অবস্থার উন্নতি ঘটায়। ঔষধের প্রতি দেহের দ্রুত সারা নিশ্চিত করে এবং আল্লাহর ইচ্ছায় রোগী দ্রুত সুস্থ্য হয়ে ওঠে।

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতাঃ★
(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক দূর করে।

★বিষক্রিয়ার চিকিৎসায় হিজামাঃ★
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা:) বর্ননা করেছেন যে, এক ঈহুদী মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষ যুক্ত গোস্ত খেতে দিয়েছিল, তাই তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন “কেন তুমি তা করলে?”
মহিলাটি উত্তরে বলল, “যদি আপনি সত্যিই আল্লাহর বার্তা বাহক হন তবে আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন এবং আপনি যদি তাঁর বার্তা বাহক না হন তবে আমি মানুষকে আপনার থেকে নিরাপদ রাখতাম”!

যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহার যন্ত্রনা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা গ্রহণ করলেন। একদা ইহরাম অবস্থায় তিনি সফরে বের হলেন এবং ঐ বিষের যন্ত্রনা বোধ করলেন, তখন তিনি হিজামা গ্রহণ করলেন। [আহমাদ ১/৩০৫]

কাপিং থেরাপি নিতে #যোগাযোগ করুনঃ ০১৭৮২০৪৮৯২২
সাগরপাড়া, রাজশাহী।
(মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট আছেন।)

22/10/2025

কাপিং থেরাপি (হিজামা) বিষয়ে হাদিস সমূহঃ-

কাপিং / হিজামা-
- "সেটা আবার কি?"
- "এটা সত্যিই রাসূল (সাঃ) এর একটা সুন্নাহ?!"
-"হাদিস এ আছে আর আমরা জনি না? বলেন কি?"
আমরা আজকাল খুব অভ্যস্ত হয়ে গেছি এই বিস্ময়গুলোর সাথে!
আমাদের অজানা থাকতে পারে অনেক কিছুই! কিন্তু সুস্থতা যখন বিশাল এক নিয়ামত- সেটার জন্যে হিজামা নিয়ে না জানলে কি চলে?
আমরা এই অসাধারণ সুন্নাহকে সগৌরবে পরিচয় করিয়ে দিতে চাই আপনাদের সাথে!

আমরা একটা সুন্নাহকে ফিরিয়ে আনতে চাই আমাদের অসুখ-বিসুখ এর সাথের নিত্য সংগ্রামে! শিফার জন্যে আশার আলো হিসেবে!
আসুন হিজামার কথা কাছের মানুষদেরকে বলি! নিজে হিজামা নেই এবং অন্যকে উদ্বুদ্ধ করি। সুস্থতাতো আছেই সাথে একে ফিরিয়ে আনতে আপনার এই প্রচেষ্টার পুরষ্কারটা যে অনেক বড়!
সাথে থাকুন। সুস্থ থাকুন।

কাপিং মুসলিমদের কাছে হিজামা নামেই বেশি পরিচিত। এটি একটি সুন্নাহ। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হলেও দুঃখজনক হলেও সত্যি যে আমরা বেশির ভাগ মানুষই এই সুন্দর সুন্নাহটি নিয়ে তেমন কিছুই জানিনা। মেরাজ এর রাতে রাসূল মুহাম্মাদ (সাঃ) এর উম্মতের জন্যে আশীর্বাদ হিসেবে হিজামা করানোর যে উপদেশ ফেরেস্তারা দিয়েছিলেন, আজ এত বছর বাদে বিজ্ঞান তাকে স্বীকৃতি দিচ্ছে!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেনঃ-
১) তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা কর তার মধ্যে সর্বোত্তম হচ্ছে হিজামা। (সহি বুখারী-৫৬৯৭)
২) নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর। (কানযুল উম্মাল-২৮১১২)
৩) আমি মিরাজের রাত্রিতে যে সকল ফেরেস্তার সামনে দিয়ে অতিক্রম করেছি, সবাই আমাকে বলেছে, “ইয়া রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার উম্মতকে হিজামা চিকিৎসা পদ্ধতি গ্রহনের নির্দেশ দিন।” (সুনানে ইবনে মাজাহ-৩৪৭৯)

হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর:২২০৫)

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জিবরাঈল (আ) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম। (আল-হাকিম:৭৪৭০)

হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্নিত: রসুলু্ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টি শক্তি প্রখর করে। (সুনানে তিরমিযী, ২০৫৩)

হযরত আনাস (রা) হতে বর্নিত ; হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে। (আল- হাকিম :৭৪৮২)

**যেহেতু মাথায় হিজামা করার বিশেষ কিছু উপকারিতা আছে এই জন্য সেটা আলাদা ভাবে উল্লেখ করা হল।**

আব্দুল্লাহ বিন আব্বাস (রা:) বর্ণনা করেন, রাসুলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইহরাম অবস্থায়, তখন একগুঁয়ে মাথা ব্যথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারী-৫৭০১)

সালমা (রঃ) বলেন. যখন কেউ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এসে মাথা ব্যথার কথা বলত, তিনি তাদেরকে হিজামা লাগানোর কথা বলতেন। (আবু দাউদ-৩৮৫৮)

**কালো যাদু বা কুফরী বিনষ্ট করার উদ্দেশ্যে**
ইবনুল কাইয়ুম রহ: মন্তব্য করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যাদু দ্বারা পীড়ীত হন তখন তিনি মাথায় শিঙ্গা লাগান। এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিক ভাবে করা হয়। (যাদুল মায়াদ ৪/১২৫-১২৬)

হিজামা এ দেশের জন্যে কি??
একটা 'ভুলে যাওয়া সুন্নাহ’? একটা ‘মৃতপ্রায় সুন্নাহ’?
নাকি স্রেফ একটা 'অজানা সুন্নাহ' ???
যাঁরা হিজামার কথা নতুন শুনে অভিভূত হয়েছেন; নিজে হিজামা করতে শুরু করেছেন; পরিবারের কাছের মানুষদেরকে হিজামার কথা বলছেন; নিয়েও আসছেন হিজামার জন্যে – তাঁদের প্রত্যেককে আমরা এই হাদিসগুলো মনে করিয়ে দিতে চাই!

হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেনঃ “সকাল-সন্ধ্যায় যদি এমন ভাবে থাকতে পার যে, তোমার মনে কারো প্রতি বিদ্বেষ নেই তাহলে এমন ভাবেই থাক। এটি আমার সুন্নত। যে আমার সুন্নাত কে যিন্দা করে সে আমাকে ভালবাসে। আর যে আমাকে ভাল বাসে সে আমার সাথে জান্নাতে থাকবে।” – (তিরমিযীঃ২৬৭৮)

হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “আমার উম্মাতের বিপর্যয়ের সময় যে আমার ছুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য একশত শহীদের সওয়াব।”
– (বায়হাকী)

হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “দ্বীন ইসলাম তো অপরিচিত অবস্থায় যাত্রা শুরু করেছিল এবং অচিরেই অপরিচিত অবস্থায় ফিরে আসবে। সুতরাং সুসংবাদ সেই অপরিচিতদের জন্য।”– (তিরমিযীঃ২৫৬৬ :হাসান ও সহীহ)

হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “যে ব্যক্তি হিদায়াতের পথে ডাকে সে তার অনুসারীর সমপরিমান সওয়াব পাবে, তবে অনুসারীর সওয়াব থেকে মোটেও কমানো হবে না। আর যে ব্যক্তি গোমরাহীর দিকে ডাকে সে তার অনুসারীদের সমপরিমান পাপের ভাগী হবে, তবে অনুসারীদের পাপ থেকে মোটেও কমানো হবে না।” – (মুসলিম, তিরমিজি-২৬১১ : হাসানওসহীহ্)

হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “দ্বীন ইসলাম তো অপরিচিত অবস্থায় যাত্রা শুরু করেছিল এবং অচিরেই অপরিচিত অবস্থায় ফিরে আসবে। সুতরাং সুসংবাদ সেই অপরিচিতদের জন্য।” – (তিরমিযীঃ হাদীস নং ২৫৬৬ : হাসান ও সহীহ)।

তাদের পরিচয় প্রসংগে বলা হয়েছে- “যারা আমার ছুন্নাহ মানুষের দ্বারা বিপর্যস্থ হয়ে যাওয়ার পর পুনরায় ইসলাহ বা পূনরজীবিত করে।” – (তিরমিজীঃ হাদীস নং ২৫৬৭)

অন্য বর্ণনাঃ হযরত আনাস (রাদিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “যে আমার কোন সুন্নাত জিন্দা করল সে যেন আমাকে জিন্দা করল। আর যে আমাকে জিন্দা করল সে আমার সাথে জান্নাতে যাবে।” – (তিরমিজীঃ২খ.-৯৬পৃ.)

এদেশে আমরা যারা হিজামা নিয়ে আছি তাদের জন্যে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে?

*মহিলাদেরকে “মহিলা থেরাপিস্ট” দ্বারা চিকিৎসা করা হয়।*
কাপিং থেরাপি নিতে যোগাযোগ করুনঃ ০১৭৮২০৪৮৯২২
সাগরপাড়া, রাজশাহী।

22/10/2025

কাপিং থেরাপি (হিজামা) এর ইতিহাসঃ

আমরা অনেকেই এখন হিজামা বা কাপিং থেরাপি নিয়ে আগ্রহী হচ্ছি । অনেকেই আবার কৌতুহলি হচ্ছেন কি এই কাপিং থেরাপি? কোথা থেকে এল ? এর হিস্ট্রি কি ?

আজকে আমরা চেষ্টা করব কাপিং থেরাপির কিছুটা ইতিহাস তুলে ধরতে।
বর্তমানে পৃথিবীর অনেক উন্নত দেশেই কাপিং থেরাপি বেশ জনপ্রিয়। সৌদী, মিশর,মালয়শিয়া কিংবা চীনে যেমন চলছে ; তেমনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, নরওয়ে ডেনমার্কের মত দেশেও সগৌরবে চলছে এই চিকিৎসা। ডেনমার্ক এবং নরওয়েতে ইতোমধ্যেই প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার সাথে কমপ্লিমেন্টরি ট্রিটমেন্টও গুরুত্বের সাথেই নিয়েছে।

শুধু কাপিং থেরাপি নয়, জরিপ বলে অস্ট্রেলিয়াতে বর্তমানে প্রচলিত চিকিৎসার পাশাপাশি রোগীদের সব ধরনের ট্রেডিশনাল চিকিৎসা গ্রহণের হারও বেশ অবাক করার মতন এবং যা দিন দিন বাড়ছে!

কাপিং নিয়ে সাম্প্রতিক হুলস্থূলের সূত্রপাত হয় গত অলিম্পিকে মাইকেল ফেলেপ্সের কাপিং মার্কের ছবি ভাইরাল হবার পর থেকে। এছাড়াও সে বছর আরো অনেক এথলেটকে গায়ে কাপিং মার্ক নিয়ে মঞ্চে উঠতে দেখা গেছে।

খোদ কানাডার প্রসিডেন্ট জাস্টিন ট্রুডো, ফুটবলার নেইমার, ক্রিকেটার ভিরাট কোহলি, অভিনেত্রী জেনিফার এনিস্টন, গায়ক জাস্টিন বিবার - মোটামুটি সব শাখার সেলিব্রেটিরাই কাপিং এর অবিশ্বাস্য ফলাফল দেখে নিজেকে কাপিংয়ে সঁপে দিতে পিছপা হননি ! এটা কতটা সায়েন্টেফিক এবং কতটা উপকারী তা জানার পর কেউই আর সময় নষ্ট করতে চাননি।
তাই বিভিন্ন রিসার্চে কাপিং একের পর এক আলোড়ন তুলে চলেছে। সম্প্রতি হারভার্ড মেডিকেল স্কুলের এক রিপোর্টে বলা হয়েছে, মারাত্মক ব্যাথা এবং বাচ্চাদের দীর্ঘমেয়াদী রোগের মত জটিল পরিস্তিতিতে কাপিং থেরাপি এবং আকুপাংচার অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর !

দেশে দেশে কাপিং থেরাপির আজ জয়জয়কার। এর শুরুটা কোথায়? অনেকেই মনে করেন মহানবী (সাঃ) এই চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করেছেন। ধারনাটা সঠিক নয়। রাসূল (সঃ) তৎকালীন সময়ে প্রচলিত এই চিকিৎসা পদ্ধতিকে তাঁর উম্মাহর জন্যে 'অনুমোদন' দিয়ে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ট চিকিৎসা পদ্ধতি।

মানব সভ্যতার এক অনন্য আবিষ্কার এই কাপিং থেরাপি। কিন্তু কারা কবে প্রথম এই পদ্ধতির অবতারণা করেছেন তা পরিষ্কারভাবে বলা মুশকিল। প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শন ঘেটে আমরা বহু কাল আগে থেকেই পৃথিবীর বিভিন্ন স্থানে ও বিভিন্ন জাতিতে এর প্রচলন দেখতে পাই।

'অসিরীয়' নামে এক জাতি বাস করত টাইগ্রিস নদীর তীরে। সে প্রায় হযরত ঈশা (আঃ) এর জন্মের ৩৫০০ বছর আগের কথ। মানে হচ্ছে এখন থেকে প্রায় ৫৫০০ বছর আগের কথা। আরব ঐতিহাসিকদের মতে, এরাই প্রথম আরবদের মধ্যে কাপিং এর প্রচলন করে।

আরবরা কাপিং থেরাপির নাম দিল আল হিজামা। যার অর্থ দাঁড়ায়, কোন কিছুকে তার প্রকৃত অবস্থায় ফিরিয়ে নেয়া। তারা, উচ্চ রক্তচাপ, পলিসাইথেমিয়া, মাথা ব্যাথা, মাইগ্রেন বিভিন্ন প্রকার বিষক্রিয়ার চিকিৎসায় কাপিং থেরাপি ব্যাবহার করত। আমরা এখন জানি বর্তমানে হসপিটালগুলোতে ভেনিসেকশানের মাধ্যমে পলিসাইথেমিয়ার চিকিৎসা করা হয়।

বহু প্রাচীন সভ্যতার চারণভূমি ছিল মিশর। খ্রিষ্টপূর্ব ১৫৫০ সালেও সেখানে কাপিং থেরাপির প্রচলন ছিল বলে প্রমান পাওয়া যায়। প্যাপিরাস পাতায় এবং বিভিন্ন শিলালিপি থেকে প্রমান পাওয়া যায়, সে সময়ই মিশরীয়রা কাপিং থেরাপিতে বেশ উন্নত ছিল।

চাইনিজদের মধ্যে জি-হং(৩৮১-২৮১ খ্রিষ্টপূর্ব) হচ্ছেন এই কাপিং থেরাপির পথিকৃৎ। সেই থেকেই চাইনিজরা কাপিং থেরাপির চর্চা করে আসছে। সেই থেকে আজ প্রায় ২৫০০ বছর অব্দি এই কাপিং থেরাপি Traditional Chinese medicine এর অংশ হয়ে আছে। এবং ১৯৫০ সাল থেকে চীনের হাসপাতালগুলোতে এই কাপিং থেরাপি প্রাতিষ্ঠানিক ভাবেই করা হচ্ছে।

প্রচিন সভ্যতার আরেক লীলাভূমি গ্রিসেও কাপিং থেরাপির প্রচলন ছিল। খ্রিষ্টপূর্ব ৪০০ সালে, হেরডটাস- যিনি একজন বিখ্যাত ঐতিহাসিক, তার লেখা থেকে জানা যায়, তখনকার সময় সেখানে মিশরীয় ডাক্তাররা চিকিৎসার জন্য ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং ব্যাবহার করতেন। এর মাধ্যমে তারা মাথা ব্যাথা, ক্ষুধামন্দা, বদহজম, অজ্ঞান হয়ে যাওয়া, ফোঁড়া পরিষ্কার করা, দিনভর ঘুম ঘুম ভাব ইত্যাদি সমস্যার চিকিৎসা করতেন।
প্রাচীন মেসেডনিয়াতে খ্রিষ্টপূর্ব ৩৩০০ সালেও এর প্রচলন ছিল। এবং জানা যায়, তারা প্রাগৈতিহাসিক যুগ থেকেই বিভিন্ন সমস্যার জন্য ব্যাবহার করে আসছিল।

মে'রাজের রাতে ফেরেশতারা যখন রাসূল (সাঃ) কে তার উম্মাতকে হিজামা করার জন্যে উপদেশ দিতে বললেন, তখন থেকে সুন্নাহ হিসেবে মুসলমানদের মাঝে এর প্রচলন শুরু হয় ব্যপক ভাবে !

ইবনে সিনা (৯৮০ - ১০৩৭ খ্রীস্টাব্দ) ছিলেন একাধারে প্রসিদ্ধ ইসলামিক দার্শনিক, স্কলার ও কবি, অন্যদিকে ছিলেন ইতিহাস বরেন্য চিকিৎসক। মনোরোগবিদ হিসেবে তার বিশেষ সুনাম ছিল। তাঁর লেখা 'The Canon of Medicine' সারা বিশ্বে টেক্সটবুক হিসেবে ব্যবহৃত হত।

হিজামার উল্লেখ তিনি সেই বইয়ে করেছেন। মজার ব্যাপার ইবনে সিনা হিজামা বা ওয়েট কাপিং এবং ড্রাই কাপিং দুটোর ব্যবহারকেই উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে রোগ প্রতিরোধক, রক্ত পরিশুদ্ধিকারক এবং Deep Tissue Inflammation এর ক্ষেত্রে তিনি হিজামার উপকারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন।

আরেক প্রসিদ্ধ চিকিৎসক আল রাজি( ৮৬৫ - ৯২৫ খ্রিষ্টাব্দ) হিজামা এবং ড্রাই কাপিং কে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করেছেন।
মানব সভ্যতার গোড়ার দিকে যেমন কাপিং থেরাপি ছিল, মানব সভ্যতা যখন উন্নতির চরম শিখড়ে উঠে যাচ্ছে, তখনও কাপিং থেরাপি একইভাবে কার্যকর। মানব সভ্যতার মহান এই আবিষ্কারকে ছোট করে দেখার কিছু নেই। নতুন নতুন গবেষণার মাধ্যমে কাপিং থেরাপি বা হিজামার আরো নতুন নতুন দিগন্ত উন্মোচন হবে এই প্রত্যাশা করছি।

20/10/2025
20/10/2025

I got over 200 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

17/10/2025

মাসাজ থেরাপি (Massage Therapy) হলো প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের বিভিন্ন পেশি, স্নায়ু ও টিস্যুতে নির্দিষ্ট কৌশলে চাপ ও ঘর্ষণ প্রয়োগ করা হয়। এটি শারীরিক ও মানসিক উভয় সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। নিচে মাসাজ থেরাপির প্রধান উপকারিতাগুলো দেওয়া হলো—

🌿 মাসাজ থেরাপির উপকারিতা

🧠 ১. মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমানো

শরীরে “সেরোটোনিন” ও “এন্ডোরফিন” হরমোনের নিঃসরণ বাড়িয়ে মানসিক শান্তি আনে।

উদ্বেগ, দুশ্চিন্তা ও অনিদ্রা কমাতে সহায়তা করে।

💪 ২. পেশির ব্যথা ও ক্লান্তি দূর করা

দীর্ঘদিনের পেশির জড়তা, টান বা ব্যথা কমায়।

রক্তসঞ্চালন বৃদ্ধি করে পেশিতে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ উন্নত করে।

💆‍♂️ ৩. রক্ত ও লিম্ফ সঞ্চালন উন্নত করে

শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের হতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত করে।

🦴 ৪. জয়েন্ট ও হাড়ের নমনীয়তা বৃদ্ধি

আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথার রোগীদের জন্য খুবই কার্যকর।

জয়েন্টে তরল পদার্থের প্রবাহ বাড়িয়ে চলাচল সহজ করে।

😴 ৫. ঘুমের মান উন্নত করে

ঘুম না হওয়া বা ঘুমের ব্যাঘাত হলে মাসাজ থেরাপি শরীর ও মনকে শিথিল করে গভীর ঘুমে সাহায্য করে।

💆‍♀️ ৬. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে

ত্বকের রক্তসঞ্চালন উন্নত করে উজ্জ্বলতা বাড়ায়।

ত্বকের ডেড সেল অপসারণ করে নরম ও টানটান করে।

⚡ ৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

নিয়মিত মাসাজ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

শরীরকে সংক্রমণ ও প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে।

---

🕉️ বিশেষভাবে উপকারী যাদের জন্য

👍অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন এমন ব্যক্তিরা

👍মানসিক চাপ, অনিদ্রা বা উদ্বেগে ভোগেন

👍শরীরচর্চার পর অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন

👍পেশি বা জয়েন্টে ব্যথা আছে



🌿 ক্লান্ত শরীরে প্রশান্তি, মনের মধ্যে শান্তি!
পুরো দিনের ব্যস্ততা, মানসিক চাপ ও ঘুমের অভাব দূর করুন আমাদের Full Body Massage Therapy এর মাধ্যমে।

👐 এক সেশনে পাবেন:
✅ সম্পূর্ণ শরীরের পেশি ও স্নায়ুর প্রশান্তি
✅ মানসিক শান্তি ও ঘুমের উন্নতি
✅ রক্তসঞ্চালন বৃদ্ধি ও শরীরের টক্সিন দূরীকরণ
✅ ১০০% প্রাকৃতিক তেল ও নিরাপদ থেরাপি

💆‍♀️ শুধুমাত্র পুরুষদের জন্য এবং পুরুষ থেরাপিষ্ট দ্বারা পরিচালিত। শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। সময়: এক ঘন্টা।
📍 Location: Combined Therapy, সাগরপাড়া, রাজশাহী
📞 Contact: +880 1782-048922

গুগল ম্যাপ লোকেশনঃ https://maps.app.goo.gl/pnuTvm2HGHeH2A9PA

🕒 সীমিত সময়ের জন্য অফার চলছে!
👉 এখনই নিচের বাটনে ক্লিক করে আপনার সেশনের বুকিং দিন এবং ফিরে পান প্রাকৃতিক প্রশান্তি!

এছাড়াও হিজামা, রুকাইয়া ও আকুপাংচার থেরাপি নিতে যোগাযোগ করুনঃ ডাঃ শফিক (M. Pharm & DHMS) ফোনঃ +880 1782-048922

হিজামা থেরাপি একটি সুন্নতি চিকিৎসা যা সুস্থ ও অসুস্থ উভয় অবস্থায় করা খাছ সুন্নত। সুস্থ অবস্থায় হিজামা থেরাপি নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অসুস্থ অবস্থায় হিজামা থেরাপি নিলে রোগ ভাল হয়। এটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট মুক্ত। এটি সুন্নতী চিকিৎসার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ।

#ম্যাসেজ_থেরাপি #রাজশাহী #হিজামা #আকুপাংচার #রুকাইয়া

13/10/2025

**কাপিং থেরাপি (হিজামা) কি?**
হিজামা হচ্ছে একটা চিকিৎসা ব্যবস্থা। আমাদের প্রচলিত এলোপ্যথি কিংবা হোমিওপ্যাথির মত এটা না। এটা একটু অন্যধরণের চিকিৎসা ব্যবস্থা। এটি একটি ছোট আকারের সার্জিকাল চিকিৎসা। এখানে নেগেটিভ সাকশানের মাধ্যমে শরীর থেকে রোগ তৈরী করে এমন সব জিনিস এবং রোগের কারণে তৈরী হওয়া জিনিসগুলো শুষে বের করে আনা হয়।

এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীন। আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হত, কিন্তু বর্তমানে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিকের কাপ ব্যবহার করে এটা করা হয়।

**প্রচলিত চিকিৎসা বিজ্ঞান কি হিজামাকে সমর্থন করে?**
প্রচলিত চিকিৎসা ব্যবস্থা কিংবা প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এটাকে বাতিল, অকার্যকর বা ক্ষতিকর বলে না, বরং সমর্থন করে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সহযোগী হিসেবে এই চিকিৎসা গ্রহণ করা যায়। তাছাড়া হিজামাকে একক চিকিৎসা হিসেবেও গ্রহণ করা যায়।

**হিজামার মাধ্যমে কি কি রোগের চিকিৎসা করা যায়?**
হিজামার মাধ্যমে মোটামোটি সব রোগেরই চিকিৎসা করা সম্ভব। এমনকি যেসব কন্ডিশনে সার্জারী করতে হবে, সেসকল অবস্থাতেও হিজামার মাধ্যমে উপকার পাওয়া সম্ভব।

**হিজামা করে রোগীরা কি আসলেই উপকৃত হয়েছে?**
আমাদের অভিজ্ঞতায় যারা চিকিৎসা চালিয়ে গিয়েছেন তারা সবাই উপকৃত হয়েছেন। শুধু তাই নয়, এর মাধ্যমে যে রোগীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছেন তা বিভিন্ন রিসার্চেও উঠে এসেছে।
সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে, হিজামার ব্যপারে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজামাকে বলেছেন সর্বশ্রেষ্ট চিকিৎসা ব্যবস্থা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান শরীর এবং রোগ সম্পর্কে যতটা জানতে পেরেছে, তার আলোকেও যদি দেখেন, অনুধাবন করতে পারবেন হিজামা সম্পর্কে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই কথাটা কতটা সত্য এবং যৌক্তিক।

হিজামা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পেজের অন্য পোস্টগুলোও ঘুরে আসতে পারেন।

তাই নিয়মিত কাপিং থেরাপি (হিজামা) নিন, সুস্থ থাকুন। কাপিং থেরাপি নিতে #যোগাযোগ করুনঃ ০১৭৮২০৪৮৯২২ @সাগরপাড়া, রাজশাহী।

(আমাদের চেম্বারে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে অভিজ্ঞ মহিলা হিজামা স্পেশালিস্ট দ্বারা হিজামা করানোর ব্যবস্থা রয়েছে।)

13/10/2025

হিজামা কাপিং থেরাপি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুনঃ

(১) কাপিং থেরাপি কিঃ https://www.facebook.com/share/v/1Afy82kiCp/

(২) কাপিং থেরাপি (হিজামা) এর ইতিহাসঃ https://www.facebook.com/share/v/1AFjHp7bFy/

(৩) কাপিং থেরাপি (হিজামা) বিষয়ে হাদিস সমূহঃ https://www.facebook.com/share/v/17NUZetXWW/

(৪) কাপিং থেরাপি- সময়ের চাহিদা এখন প্রাকৃতিক সুস্থতাঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=103273958010189&id=103088744695377&__tn__=K-R

(৫) (ভিডিও) কাপিং থেরাপি যেভাবে করা হয়ঃ https://m.facebook.com/story.php?story_fbid=104714521199466&id=103088744695377

(৬) কাপিং থেরাপির উপকারিতাঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109310084073243&id=103088744695377

(৭) কাপিং থেরাপি কাদের জন্যঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109321064072145&id=103088744695377

(৮) কাপিং থেরাপি কিভাবে করা হয়ঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109335610737357&id=103088744695377

(৯) কাপিং থেরাপির মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা করা হয়ঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109340094070242&id=103088744695377

(১০) ল্যাব টেস্টঃ কাপিং থেরাপি (হিজামা)-র বিজ্ঞানভিত্তিক উপকারিতাঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109384064065845&id=103088744695377&__tn__=K-R

(১১) সুস্থতার রহস্যঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109386937398891&id=103088744695377

(১২) উচ্চ রক্তচাপে ও কোলেস্টেরল কমাতে কাপিং থেরাপিঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109394784064773&id=103088744695377

(১৩) (ভিডিও) ব্রণের চিকিৎসায় কাপিং থেরাপিঃ https://m.facebook.com/story.php?story_fbid=167065348297716&id=103088744695377

(১৪) চুলের চিকিৎসায় কাপিং থেরাপিঃ https://web.facebook.com/permalink.php?story_fbid=109412967396288&id=103088744695377&__tn__=K-R

(১৫) মাথা ব্যথা বা মাইগ্রেন এর চিকিৎসায় হিজামা কাপিং থেরাপিঃ https://m.facebook.com/story.php?story_fbid=166825768321674&id=103088744695377

(১৬) ব্ল্যাক ম্যাজিক এ হিজামার উপকারিতাঃ https://www.facebook.com/103088744695377/posts/309843917353191/

হিজামা কাপিং থেরাপি নিতে যোগাযোগ করুনঃ ০১৭৮২০৪৮৯২২ সাগরপাড়া, রাজশাহী।

04/10/2025

I gained 574 followers, created 143 posts and received 516 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Sagorpara
Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when Acupuncture, Hijama Therapy and Natural Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Acupuncture, Hijama Therapy and Natural Treatment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram