01/11/2024
সূরা হুমাজাহ তাফসীর
সূরা হুমাজাহ মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ৯টি আয়াত রয়েছে। এই সূরায় আল্লাহ্ তা'আলা মন্দ স্বভাবের কিছু মানুষ সম্পর্কে সতর্ক করেছেন এবং তাদের প্রতি শাস্তির ঘোষণা দিয়েছেন।
সূরার সারমর্ম:
সূরা হুমাজাহ মূলত সেই ব্যক্তিদের উদ্দেশ্যে নাযিল হয়েছে যারা মানুষের সাথে অবজ্ঞাসূচক আচরণ করে, তাদেরকে ঠাট্টা-বিদ্রূপ করে, কটূক্তি করে এবং অপবাদ রটনা করে। তারা সম্পদ সংগ্রহ করে ও গুনে গুনে জমা করে এবং মনে করে যে তাদের এই সম্পদ চিরকাল তাদের সাথে থাকবে ও তাদের মর্যাদা বাড়াবে। এ ধরনের মানুষদের আল্লাহ্ কঠোর শাস্তি দিবেন।
আয়াতগুলোর ব্যাখ্যা:
১-২। "ধ্বংস প্রত্যেক গীবতকারী ও অপবাদকারীর জন্য।"
এখানে "হুমাজাহ" ও "লুমাজাহ" শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। "হুমাজাহ" বলতে বোঝানো হয়েছে যারা অন্যদের পেছনে গীবত বা পরনিন্দা করে, আর "লুমাজাহ" বলতে বোঝানো হয়েছে যারা সামনাসামনি কটূক্তি করে বা ব্যঙ্গ-বিদ্রূপ করে। আল্লাহ্ এই ধরনের আচরণের কঠোর নিন্দা করেছেন এবং তাদের জন্য ধ্বংসের ঘোষণা দিয়েছেন।
৩। "যে ব্যক্তি ধন-সম্পদ জমা করে ও বারবার তা গুনতে থাকে,"
এই আয়াতে সেই ধরনের ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা কেবল ধন-সম্পদ জমায় এবং অহংকারবশত গুনে রাখে। এদের জন্য সম্পদই সবকিছু, তাদের মনে হয় এটি তাদের জীবনের মূল উপায় এবং তাদের মর্যাদা বাড়াবে।
৪-৫। "সে কি মনে করে যে তার ধন-সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে? কখনই নয়, তাকে নিশ্চয়ই নিক্ষেপ করা হবে ‘হুতামাহ’ নামক জাহান্নামে।"
আল্লাহ্ তাদের ভুল ধারণাকে ভুল প্রমাণিত করছেন। অর্থাৎ, তারা যতই সম্পদ জমাক, এটা তাদেরকে অনন্তকাল রক্ষা করতে পারবে না। বরং তাদের জন্য ‘হুতামাহ’ নামে এক কঠিন আগুন রয়েছে, যা তাদের ধ্বংস করবে। "হুতামাহ" বলতে এমন আগুন বুঝানো হয়েছে, যা সবকিছু গুঁড়িয়ে দেয়।
৬-৭। "আর তুমি কি জানো ‘হুতামাহ’ কী? এটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,"
এই আয়াতে আল্লাহ্ ‘হুতামাহ’ শব্দের ভয়াবহতা বর্ণনা করেছেন। এটি সাধারণ আগুন নয়, বরং আল্লাহ্র পক্ষ থেকে প্রজ্জ্বলিত সেই আগুন, যা অত্যন্ত শক্তিশালী ও ভয়ানক।
৮-৯। "যা অন্তরে প্রবেশ করে এবং তা তাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখবে।"
এই আগুন শুধু বাইরের দিকে জ্বলবে না, বরং তাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, তাদের চারপাশ থেকে ঘিরে ফেলবে এবং তাদের ধ্বংস করবে।