এডভান্স হোমিও

এডভান্স হোমিও "A journey of success"
� A sister concern of MIWS.�
(3)

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ ও হোমিওপ্যাথদের ডা. (ডাক্তার) পদবী ব্যবহারের বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে নোটি...
04/12/2025

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ ও হোমিওপ্যাথদের ডা. (ডাক্তার) পদবী ব্যবহারের বিষয়ে অবহিতকরণ প্রসঙ্গে নোটিশ

"ডিএইচএমএস মেডিকেল কলেজ অধ্যাক্ষ ফোরাম বাংলাদেশ " এর দায়িত্বশীল ব্যক্তিদের কে অসংখ্য ধন্যবাদ জানাই দেরিতে হলেও এরকম সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।

04/12/2025
✅Deficiency of Vitamin D3💯========================গত এক সপ্তাহে ভিটামিন ডি থ্রি ঘারতি জনিত রোগী পেয়েছি ১১ জন,  বলতে গেলে...
04/12/2025

✅Deficiency of Vitamin D3💯
========================
গত এক সপ্তাহে ভিটামিন ডি থ্রি ঘারতি জনিত রোগী পেয়েছি ১১ জন, বলতে গেলে অনেকটা মহামারীর মত।
মেক্সিমাম রোগির মধ্যেই এই ভিটামিন ডি থ্রি ঘারতি লক্ষ করা যাচ্ছে তাই চিন্তা করলাম বিষটি নিয়ে একটু লিখালিখি করি।
এই ভিটামিন ডি থ্রি এর অভাব এর ফলে নানা বিধ লক্ষন পরিলক্ষিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভিটামিন ডি থ্রি অনেক Non Communicable Disease যেমন ঃ Cardiovascular disease, hypertension, Cancer এর জন্য দায়ী।

2022 সালে
Department of Food and Nutrition, University of Helsinki, Finland এর গবেষক Md Zahirul Islam PhD
, Nizamul Hoque Bhuiyan Phd,
একটি রির্সাস জার্নাল পাব্লিক করেন Vitamin D deficiency in Bangladesh নামে আর্টিকেল নাম্বার Asia Pac J Clin Nutr 2022;31(2):167-180

সেখানে তারা সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ডাটা কালেক্ট করেন এবং দেখতে পান সবচেয়ে বেশি ভিটামিন ডি থ্রি ঘারতিতে আছেন ঢাকার বাসিন্দাগন,

রুট লেভেলে তুলনা মূলক কম।
👉👉👉
এখন আসেন জেনে নেই ভিটামিন ডি থ্রি আসলে কি।

ভিটামিন ডি থ্রি হলো ভিটামিন ডি এর একটি রুপ।

মূলত ভিটামিন D1, D2, D3, D4, D5 হচ্ছে ভিটান ডি বলা হয়।

👉👉👉

ভিটামিন ডি থ্রি মূলত সূর্য্যের আলোর যে অতিবেগুনী রশ্মি থাকে সেখান থেকে আমাদের ত্বকের মাধ্যেমে আমাদের দেহে প্রবেশ করে সেখান থেকে, রক্তের মাধ্যমে আমাদের লিভারে গিয়ে 25 hydroxyvitamin d এ রুপান্তর হয়।
25 hydroxyvitamin d
সেখান থেকে কিডনীতে প্রবেশ করে, এর সাথে প্যারা থাইরয়েড গ্লান্ড থেকে একটি হরমন বেরিয়ে আসে যাকে calcitrol বলা হয়, এই হরমন ও কিডনী প্রবেশ করে
1,25 hydroxyvitamin d তে রুপান্তরিত হয়ে হাড়ে চলে যায় এবং হাড়ের গুরুত্বপূর্ণ মেটেরিয়াল ক্যালসিয়াম এবং ফসফোরাস কে ধরে রাখতে সাহয্য করে এবং হাড়ের শক্ত কাঠামো তৈরী করে হারক্ষয় রোধ করে।

আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো 1,25 hydroxyvitamin d কিন্ত আমরা যে সকল খাবার খাই তার মধ্যে যেগুলোতে ক্যালসিয়াম থাকে তা শোষন করতে সাহায্য করে।

( বিদ্রঃ এই জন্য কিন্তু এলোপ্যাথিক ডাক্তার গন কিডনী ফেলিউর রোগিকে Calcitrol খাওয়ার পরামর্শ প্রদান করেন).

👉👉👉👉

কি ভাবছেন ভিটামিন ডি শুধু এই টুকু কাজ করে, মোটেই না।
এর অভাবে আরো অনেক কিছু হয় যেমন
১) বিভিন্ন প্রকার মানসিক রোগ যেমন ঃ ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, এংজাইটি ইত্যাদি।

২) সারাদিন ক্লান্তি লাগা।
৩) পেশি দূর্বল,
৪) বার বার ইনফেকশন হওয়া রোগ প্রতিরোধ কমে যাওয়া।
৫) শ্বাস কষ্ট,
৬) টিটানির মত ভয়ানক লক্ষন ও দেখা দিতে পারে।
৭) মুড সুইং, আত্মহত্যা প্রবনতা ও বাড়িয়ে দিতে পারে।

👉👉👉👉

ভিটামিন ডি কিন্তু আপনাকে স্কিন ক্যান্সার এর হাত থেকে রক্ষা করতে পারে।

👉👉👉
ভিটামিন ডি এত অভাব এর কারন কি
উত্তর সহজ আমরা মর্ডান হয়ে যাচ্ছি।
রৌদের আলো চোখে দেখছি না, আগে আমরা অনেক মাঠে খেলতাম এখন বাচ্চার খেলা মানে বসুন্ধরার টগি ওয়াল্ড, অথবা বেবি ল্যান্ডকে চিনে, তাদের সাইলাইট থেকে ভিটামিন ডি থ্রি পাওয়া হচ্ছে না।

আর বড়রা ত আমরা কালো হয়ে যাব বলে সূর্যের আলোতে হাটি না।

অথচ ইউরোপ আমেরিকার মানুষ সান বার্থ করে।

এদিকে কৃষি প্রধান দেশের কৃষক কিন্তু ভালো আছেন।
তারা ঠিক মত সূর্যের আলো পাচ্ছে এবং ডি ও পাচ্ছে।

সূর্য্যের আলোর অভার ডোজ নাই, ডি যদি দেহে ফিলাপ হয়ে যায় শরীর ডি নেওয়া বন্ধ করে দেয়।

তবে এজন্য সারাদিন সূর্য্যের আলো নিবেন না, সান বার্ন হওয়ার সম্ভাবনা আছে।

কিছু খাবারে ভিটামিন ডি থ্রি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে।

কলিজা,
ডিমের কুসুম
মাসরুম
দুধ।
কর্ড লিভার ওয়েল।

কর্ড লিভার ওয়েল আমি অনেক ব্যবহার করি ডি ডেফিসেন্সি রোগিদের জন্য মাদার টিংচার ফরমেট এ।

আলহামদুলিল্লাহ রেসাল্ট ও পাই,
তবে সূর্যের আলো প্রথম মেডিসি।

💥💯হোমিওপ্যাথিক যে ঔষধ যেগুলো এন্টিবায়োটিকের মত দ্রুত কাজ করে✅🍒-------------------------------------------------------🍒১....
02/12/2025

💥💯হোমিওপ্যাথিক যে ঔষধ যেগুলো এন্টিবায়োটিকের মত দ্রুত কাজ করে✅
🍒-------------------------------------------------------🍒
১.✒️Aconitum napellus :- যে-কোন রোগই হউক না কেন, যদি সেটি হঠাৎ করেই শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট হলো শ্রেষ্ট এন্টিবায়োটিক। রোগের উৎপাত এত বেশী হতে পারে যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে।

২.✒️Bryonia alba : যদি রোগীর গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে, অনেকক্ষণ পর পর বেশি পরিমানে পানি পান করতে চায়, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, পায়খানা শক্ত ইত্যাদি লক্ষণ থাকে, তবে হোউক না তা টাইফয়েড, এপেন্ডিসাইটিস, নিউমোনিয়া বা আরো মারাত্মক কোন ইনফেকশান, ব্রায়োনিয়াই হবে তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। উচ্চ শক্তিতে (১০০০, ১০০০০, ৫০০০০) এক ডোজ ব্রায়োনিয়া খাইয়ে দিন ; সম্ভবত দ্বিতীয় ডোজ খাওয়ানোর আর প্রয়োজন হবে না।

৩.✒️Belladonna : যে-কোন রোগে যদি সারা শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, আর যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায়, শরীর জ্বালা--পোড়া করতে থাকে, তাহলে বেলেডোনাই হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। যে কোন রোগের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে (অর্থাৎ এলোমেলোভাবে কথা বলতে থাকে), তাহলে বুঝতে হবে যে রোগীর ব্রেনে ইনফেকশান হয়েছে এবং এসব ক্ষেত্রে বেলেডোনা হলো তার সেরা এন্টিবায়োটিক।

৪.✒️Arsenicum album :যে-কোন রোগে বা ইনফেকশনের সাথে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী নড়াচড়া ছাড়া থাকতে পারে না), শরীরের বিভিন্ন স্থানে ভীষন জ্বালা পোড়া ভাব, অল্পতেই রোগী দুর্বল বা কাহিল বা নিস্তেজ হয়ে পড়ে, যাতে অতিমাত্রায় মৃত্যুভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই, তার মৃত্যু নিশ্চিত ইত্যাদি লক্ষণ থাকে, তাহলে আর্সেনিক হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক।

৫.✒️Baptisia tinctoria : যদিও ব্যাপটিশিয়া ঔষধটি হোমিওপ্যাথিতে টাইফয়েড জ্বরের চিকিৎসায় বেশী ব্যবহৃত হয় কিন্তু এই ঔষধটির লক্ষণসমূহ পাওয়া গেলে যে-কোন মারাত্মক ধরনের ইনফেকশনে এটি চমৎকার এন্টিবায়োটিকের কাজ দেবে। ব্যাপটিশিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো অবশ-অবশ ভাব থাকে, এখনই প্যারালাইসিস হয়ে যাবে এমন ভয় হওয়া, চেতনা আধা লোপ পেয়ে যায় (অনেকটা মাতালদের মতো করে), সারা শরীরে যেন ঘাঁ হয়ে গেছে এমন ব্যথা, মুখ থেকে এবং নিঃশ্বাসে মরা লাশের গন্ধ থাকে, ঘুমঘুম ভাব থাকে, কথা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে, মনে করে তার শরীর টুকরা টুকরা হয়ে সারা ঘরে ছড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি।

৬.✒️Ferrum phosphoricum : ফেরাম ফস ঔষধটি যে-কোন নতুন ইনফেকশানে ব্যবহার করে দারুণ ফল পাবেন। ইনফেকশনের মূল ঝামেলা হলো স্থানীয় রক্ত সঞ্চয় (Local congestion) এবং ফেরাম কনজেশান দূর করতে সেরা ঔষধ। সাধারণত অন্যকোন ঔষধের লক্ষণ পাওয়া না গেলে যে-কোন ইনফেকশনে ফেরাম ফস একটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিকের কাজ দেবে।

৭.✒️Hepar sulph : হিপার সালফ চর্ম (skin) এবং কোমল কলাতন্তু (soft tissue) একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। সাধারণত ফোড়া (abscess), দাঁতের গর্তের (caries) ইনফেকশান, ইরিসিপেলাস, কান পাকা (Otitis media) ইত্যাদি রোগে ইহার প্রয়োগ বেশী হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের রোগেও এটি একটি সেরা এন্টিবায়োটিক। কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি ইত্যাদি রোগেও হিপারের কথা এক নাম্বারে মনে রাখা দরকার। হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এতো ব্যথা থাকে যে স্পর্শই করা যায় না এবং ঠান্ডা বাতাসে রোগের মাত্রা বৃদ্ধি পায়।

৮.✒️Arnica montana : আমরা জানি যে, আঘাতের ব্যথার জন্য আনির্কা একটি শ্রেষ্ঠ ঔষধ। কিন্তু আনির্কা যে একটি শক্তিশালী এন্টিবায়োটিক বা জীবাণু বিনাশী ঔষধ তা আমরা অনেকেই জানি না। টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদির মতো মারাত্মক ইনফেকশনেও লক্ষণ থাকলে চোখ বুজে আনির্কা দিতে পারেন। সাধারণত যে কোন ধরনের আঘাত, মচকানো, থেতলানো, ঘুষি, মোচড়ানো, লাঠির আঘাত অথবা উপর থেকে পড়ার কারণে ইনফেকশান বা ক্ষত হলে; এমনকি গ্যাংগ্রিন হলেও আনির্কা হবে তার শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। আনির্কার প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কেউ তার দিকে আসছে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার তীব্রতায় তার প্রাণ বেরিয়ে যাবে), রোগী ভীষণ অসুস্থ হয়েও সে মনে করে তার কোন অসুস্থ্যতা নেই, সে খুব ভালো আছে ইত্যাদি ।

৯.✒️Mercurius solubilis : মার্ক সল একটি বহুমুখী কাযর্সম্পন্ন (multi-functional) হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, প্রচুর ঘামে এবং মুখে দুর্গন্ধ থাকে, তার পায়খানা করার সময় কোথনি লাগে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় ইত্যাদি ইত্যাদি। মারকারী গ্রুপের অন্যান্য ঔষধগুলিও একই রকম এন্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন ঔষধ। যেমন- Mercurius Cor, Mercurius Cyan, Mercurius Dul, Mercurius Iodatus Flavus, Mercuric Potassium Iodide, Mercurius Viv ইত্যাদি।

১০.✒️Lycopodium clavatum : লাইকোপোডিয়াম একটি প্রথম শ্রেণীর হোমিওপ্যাথিক এন্টিবায়োটিকের মযার্দা রাখে। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো রোগের মাত্রা বিকাল ৪-৮ টার মধ্যে বৃদ্ধি পায়, এদের সকল রোগ ডান পাশে বেশী হয়, পেটে প্রচুর গ্যাস হয়, সারা বৎসর প্রস্রাবের অথবা হজমের সমস্যা লেগেই থাকে, এর রোগীদের দেখতে তাদের বয়সের চাইতেও বেশী বয়ষ্ক মনে হয়, তাদের স্বাস্থ্য খারাপ কিন্তু মেধা খুব ভালো, এরা খুবই স্পর্শকাতর, এদের ধন্যবাদ দিলেও কেদে ফেলে ইত্যাদি।

১১.✒️Veratrum album : রোগী যে কোন মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এমন মারাত্মক ধরণের ইনফেকশনে ভিরেট্রাম এলবামের উপর নির্ভর করতে পারেন। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো রোগী খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে শয্যাশায়ী হয়ে পড়তে পারে, ঠান্ডা ঘাম ঝরেতে থাকে এবং এদের নিঃশ্বাসেও ঠান্ডা বাতাস বের হয়, এদের চামড়া নীল বা বেগুনী রঙ ধারন করে, চামড়া ঠান্ডা হয় এবং কুচঁকে যায়, শরীরের কোথাও চাপ দিলে সেখানে গর্ত হয়, হাত, পা, মুখ বরফের মতো ঠান্ডা হয়ে যায় ইত্যাদি।

১২.✒️Kali bichromicum : ক্যালি বাইক্রোম হলো নাক-কান-গলার রোগের একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান লক্ষণ হলো কফ, থুথ ( লালা ), বমি, নাকের শ্লেষ্মা ইত্যাদি খুবই আঠালো হয় এবং কোন কাঠিতে (বা আঙুলে) লাগিয়ে টানলে রশির বা সুতোর মতো লম্বা হয়, ব্যথা আঙুলের মাথার দ্বারা ঢাকা যায় এমন খুবই অল্প জায়গায় হয়ে থাকে, ব্যথা ঘন ঘন জায়গা বা অঙ্গ বদল করে, ঘায়ের বা ক্ষতের চেহারা থাকে খাচকাটা ধারালো ইত্যাদি।

১৩.✒️Ipecac : ইপিকাক সাধারণত পেটের অসুখ এবং ফুসফুসের অসুখের একটি সেরা এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো বমি থাকে অথবা বমিবমি ভাব থাকে এবং জিহ্বা পরিষ্কার থাকে।

১৪.✒️Pulsatilla pratensis : পালসেটিলাকে বলা যায় একটি বহুমুখী কাযর্সম্পন্ন (multi-functional) হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো গলা শুকিয়ে থাকে কিন্তু কোন পানি পিপাসা বা তৃষ্ণা থাকে না, তাদের ঠান্ডা বাতাস, তাদের ঠান্ডা খাবার, তারা ঠান্ডা পানি পান করতে পছন্দ করে, গরম আলো-বাতাসহীন বদ্ধ ঘরে রোগীনী বিরক্ত বোধ করে, খুবই আবেগপ্রবন, সে অল্পতেই কেঁদে ফেলে এবং যত দিন যায় ততই মোটা হতে থাকে ইত্যাদি।

১৫.✒️Cantharis : ক্যান্থারিস প্রধানত মূত্রতন্ত্রের ইনফেকশনের জন্য একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো জ্বালা-পোড়া এবং ছিড়ে ফেলার মতো ব্যথা। কাজেই ভীষণ জ্বালাপোড়া থাকলে যে-কোন রোগে ক্যান্থারিস ব্যবহার করতে পারেন। এটি জলাতঙ্ক রোগের জন্যও একটি শ্রেষ্ট এন্টিভাইরাল ঔষধ। অল্প থেকে বেশী যে কোন ধরনের পোড়ার (burn) ব্যথা এবং ইনফেকশান দূর করতে ক্যান্থারিসের জুড়ি নাই।

১৬.✒️ Eupatorium perfoliatum : ইউপেটোরিয়াম পারফো নামক ঔষধটি আরেকটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো শরীরে এমন প্রচণ্ড ব্যথা থাকে যেন মনে হয় কেউ শরীরের সমস্ত হাড় পিটিয়ে গুড়োঁ করেছে, পানি অথবা খাবার যাই পেটে যায় সাথে সাথে বমি হয়ে যায় ইত্যাদি।

১৭.✒️Echinacea angustifolia : ইচিনেশিয়া'কে বলা হয় একেবারে হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। যে-কোন ধরনের পুরনো বা দীঘর্মেয়াদী ইনফেকশানে ইচিনেশিয়া ব্যবহার করতে পারেন। যেমন - অনেক দিনের পুরনো কাশি, জ্বর, ঘাঁ ইত্যাদি যা অন্য অনেক ঔষধ প্রয়োগেও পুরোপুরি সারেনি।

১৮.✒️Pyrogenium : পাইরোজিনিয়াম একেবারে আগাগোড়াই এন্টিবায়োটিক গুণসম্পন্ন ঔষধ ; কেননা এটি তৈরীই করা হয়েছে জীবাণু থেকে (nosode)। যেকোন ধরনের নতুন অথবা পুরনো, স্বল্পমেয়াদী বা দীঘর্মেয়াদী সংক্রমনে পাইরোজিনিয়াম ব্যবহার করতে পারেন।
🌿--------------------------------------------🌿

Big thanks to Arju Khatunfor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
25/11/2025

Big thanks to Arju Khatun

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

25/11/2025
💯সুচিকিৎসা এবং সুস্থতার অপর নাম এডভান্স হোমিও💯💞==================💧✈️আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায়  সকল প্রকার জটিল ও কঠি...
25/11/2025

💯সুচিকিৎসা এবং সুস্থতার অপর নাম এডভান্স হোমিও💯💞
==================
💧✈️আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসায় সকল প্রকার জটিল ও কঠিন রোগ সমূহের সুচিকিৎসা করা এবং পরিপূর্ণ সুস্থ করা সম্ভব🌺
==================
🇧🇩সুপ্রিয়🌹 দেশবাসী🇧🇩, আপনাদের সকলকে আমাদের সুদক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসার আঙ্গিনায়; সুস্থ নাগরিক এবং স্বনির্ভর দেশ ও জাতি গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ এক ঝাঁক মেধাবী হোমিও ডাক্তারদের পরিবারে আপনাদের সকলকে স্বাগতম এবং আমন্ত্রণ। সঠিক পরামর্শ এবং সুচিকিৎসা সুস্থ জীবনের জন্য অতীব জরুরি এবং অপরিহার্য উপাদান।
🇧🇩আমাদের সেবা সমূহ:
💥 বন্ধ্যত্ব
💥 টিউমার ও ক্যান্সার
💥 অর্শ ও পাইলস
💥 এলার্জি ও হাঁপানি
💥 নাকের পলিপাস
💥 গ্যাস্ট্রিক, আলসার এবং আইবিএস।
💥 চর্ম ও যৌন রোগ সমূহ
💥 ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ
💥 জন্ডিস সহ সকল প্রকার জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
💐সিদ্ধান্ত আপনার এবং সঠিক চিকিৎসা এবং সুপরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের...!!🇧🇩
☎️আমাদের সাথে যোগাযোগ:
৯/২, এডভান্স হোমিও , লোকনাথ স্কুল মার্কেটের পশ্চিম পার্শ্বে, বোয়ালিয়া, রাজশাহী
📱01786053046
📱01303203501










💯🇧🇩A new world of real treatment...!!!
25/11/2025

💯🇧🇩A new world of real treatment...!!!

Address

9/2, লোকনাথ স্কুল মার্কেটের বিপরীতে, বোয়ালিয়া, রাজশাহী
Rajshahi

Telephone

+8801786053046

Website

Alerts

Be the first to know and let us send you an email when এডভান্স হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to এডভান্স হোমিও:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category