রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre

রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre হাদিসে এসেছে, নিশ্চয় হিজামাতে শেফা আছে

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে। তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে। এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু...
31/08/2025

উচ্চ শিক্ষা যত বেড়েছে তত ডিভোর্স বেড়েছে।
তার অন্যতম কারণ নারীর সিফাত নষ্ট হয়ে গেছে।
এই যুগে নারীদের মাঝে বিড়াল প্রেম/পশু প্রেম দেখতে পারবেন। তাছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা হতে ভার্সিটির নানা ইভেন্টে ভলেন্টিয়ার দেখতে পাবেন৷

ভার্সিটির নানা উৎসবে দেখবেন তাদের রাত জাগা টিম ওয়ার্ক। কখনো র‍্যাগ-ডের রিহার্সাল বা কখনো পহেলা বৈশাখের প্রস্তুতি। সব কিছুতে তারা উজার করে দিবে বেহিসাবে৷ ফ্রি মিক্সং এ ছেলে বন্ধুদের সাথে এদের মেলা খুনসুটি।

এতো কিছুর পরেও ডিভোর্স ক্যান হু হু করে বৃদ্ধি পাচ্ছে?কারণ একটা নারীরা বাহিরে সব জায়গায় ভালো কাজের প্রতিযোগী হলেও স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বী।

স্বামীর সাথে এরা জিরো টলারেন্স। বিন্দু পরিমাণ ছাড় নেই। এদের দেখবেন দুর্গন্ধযুক্ত নালায় ময়লা পরিস্কার করলেও। ঘরের হাড়ি পাতিল ধুতে গেলে এদের মনে হয় পরাধীন।

স্বামী ৪০ হাজার টাকা কামাই করে স্ত্রীর পেছনে ২০ হাজার টাকা ব্যয় করলেও স্বামীর অনুগত পাইবেন না।।আবার একই নারী ১৫/২০ হাজার টাকার জন্য বিভিন্ন সুপারশপ ও শোরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে৷ বস কে প্রভু মানে। আর কাস্টমারকে আকর্ষিত করতে উজার করে দেয়৷
কথা আচরণে মনে হয় এরা দুনিয়ার সবচেয়ে মার্জিত প্রাণী।

স্বামীরা এতকিছু করলেও তারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে। সুপারশপ/শোরুমে বসের আনুগত্য করলেও স্বামীর অনুগত হওয়াটা তাদের কাছে পরাধীন।।

✍️আল ইন্তিফাদা

30/08/2025

অধিকাংশ নারী পাপে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারে না। বিশেষ করে গীবত, অভিভাবকের কথা না শোনা, মিথ্যা বলা এবং অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়ার মতো পাপ কাজে প্রায় প্রতিটা নারীই লিপ্ত।

— ইমাম ইবনুল ওয়াযীর (রহ.)
[সূত্র : আল-আওয়াসেম, ২/২০৪]

29/08/2025

জেনে রাখো নারীর সোন্দর্য তার মুখমন্ডলে নয়

28/08/2025

- বালিকা, হিজাব-নিকাবের কারণে, তোমার সামনে কত সুযোগের দরজা যে বন্ধ হয়ে যায়!
- জ্বি, ঠিক বলেছেন, তার মধ্যে জাহান্নামের দরজাও আছে।

— শাইখ আতিক উল্লাহ

26/08/2025

জরুরি পরামর্শ :-

জ্বিন-জাদুর চিকিৎসা চলাকালে সমস্যা কখনো কমতে পারে।আবার কারও একটু দেরি লাগতে পারে। এ ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত রুকইয়াহ থামিয়ে দেয়া যাবে না; ধৈর্য ধরে স্বাভাবিক নিয়মেই সাজেশন চালিয়ে যেতে হবে। আস্তে আস্তে সমস্যা কমে আসবে ইনশাআল্লাহ।

মনে রাখবেন; শাইত্বন আপনাকে দিয়ে গুনাহ করিয়েই জিতে যায় না; বরং আপনি যখন হতাশ হয়ে তাওবা করা ছেড়ে দেন, তখন শাইত্বন জিতে যায়। অনুরূপভাবে, শত্রু আপনাকে জাদু করলেই সফল হয়ে যায় না; বরং আপনি সমাধানের ব্যাপারে হাল ছেড়ে দিলেই সে সফল হতে থাকে। তাই সমস্যা বুঝতে পারলে এর সুরাহা না করে ছাড়বেন না।
রুকইয়াহ শুনে বা তিলাওয়াত করে বেশি কষ্ট হলে, রুকইয়ার গোসল করে নিতে পারেন; আরাম পাবেন ইনশাআল্লাহ

Ruqyah Zone
সংগৃহীত

25/08/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

“হে সেই সব লোক! যারা মুখে ইসলাম এনেছে অথচ ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি! তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের ত্রুটি খুঁজে বেড়িও না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ত্রুটি অনুসন্ধান করবে, আল্লাহ তার ত্রুটি অনুসন্ধান করবেন। আর আল্লাহ যার ত্রুটি অনুসন্ধান করবেন, তাঁকে তাঁর নিজের ঘরে বসেই অপমানিত করবেন।”
(সুনান আবু দাউদ: ৪৮৮০, তিরমিজি: ২০৩২, সহিহুল জামে: ৭৯৭৫)

আল্লাহ তায়ালা এমনে পর্দা দেন নাই।
24/08/2025

আল্লাহ তায়ালা এমনে পর্দা দেন নাই।

24/08/2025
24/08/2025

বান্দার গুনাহ হয়েই যায়। অনিচ্ছাসত্ত্বেও গুনাহ হয়ে গেলে, সাথে সাথে ইস্তেগফার। সম্ভব হলে কিছু সাদাকা। সুযোগ থাকলে দুই রাকাত নামায।

শাইখ আতিকুল্লাহ

21/08/2025

রুকইয়াহর সময় শরীরে থাকা খবিস জ্বীনের রিয়্যাকশন।

ভিডিও : রাক্বী ইব্রাহিম হাজিমী আল-মাগরিবী

এটা কোন প্রকার জ্বীনের রিয়্যাকশন হতে পারে কে কে বলতে পারবেন?

01926994188

21/08/2025

সুরা আল-কাহফ পাঠের ফযীলত:

🔹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“যে ব্যক্তি জুমার দিনে সুরা আল-কাহফ পাঠ করে, তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নূর (আলো) থাকবে।”
(হাকিম, বাইহাকী – সহীহ)

🔹 অন্য হাদিসে আছে:

“যে ব্যক্তি সুরা আল-কাহফের প্রথম ১০ আয়াত মুখস্থ রাখবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।”
(সহীহ মুসলিম, হাদিস: 809)

21/08/2025

স্বামী- স্ত্রী এর মধ্যে অশান্তি, শারীরিক এবং মানসিক সমস্যা জন্য রুকইয়াহ চলছে

Address

Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram