রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre

রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre হাদিসে এসেছে, নিশ্চয় হিজামাতে শেফা আছে

25/10/2025
23/10/2025

পর্দার দুটো স্তর আছে।একটা ফরজ স্তর আর একটা তাকওয়ার স্তর।ফরজ স্তর শুধু দেহ ঢেকে রাখে,আর তাকওয়ার স্তর নারীর অন্তরকেও ঢেকে রাখে।ফলে তার কথা,কাজ,চালচলন সবকিছুতেই পর্দার ছাপ থাকে।

লিখা: বোন জুওয়াইরিয়া সাফিয়্যা সাওদা

21/10/2025

তিন সময়ের ঘুম, তিন রকমের পরিণতি!
আল্লামা মানযুর মেঙ্গল সাহেব দা.বা.

20/10/2025

সাবধান আজ কালী পূজা
দোয়া আসগার বাড়িয়ে দিন ভয় পাবেন না
‌আল্লাহ আমাদের জন্য যথেষ্ট

মুসলিম শিশু এবং নারীদের বিধর্মী কর্তৃক ধ/_°র্ষণ , স্বেচ্ছায় চলে যাওয়া , একটানা ধ/_°র্ষিত হবার পরও ঐ ছেলের প্রতি মোহাবিষ্...
17/10/2025

মুসলিম শিশু এবং নারীদের বিধর্মী কর্তৃক ধ/_°র্ষণ , স্বেচ্ছায় চলে যাওয়া , একটানা ধ/_°র্ষিত হবার পরও ঐ ছেলের প্রতি মোহাবিষ্ট হয়ে থাকায় - কিছু কমন ক্লু আছে।

লাস্ট ৬ মাসের কেসগুলো স্টাডি করলে দেখা যায় -
শিশু বা নারীদের কিছু খাবার দিয়ে ( চকলেট / আইসক্রিম ) , উপহার ( ফুল / রুমাল ) দিয়ে - খুব অল্প সময়ে মোহাবিষ্ট করে ফেলা হয়েছে ।

আপনি নিজেকে খুব স্কলার দাবী করলেও কিছু নিষিদ্ধ চর্চা বা বিদ্যা নিয়ে সায়েন্স বেশি আলোচনা করতে চায়না বা তার সাথে পেরে ওঠেনা।
আমি ২০১৭ র আগ পর্যন্ত কেও এই যাদুবিদ্যার কথা বললে , মনে মনে তাকে জ্ঞানহীন, ব্যাক ডেটেড বেকুম মনে করতাম , ( বুদ্ধিবৃত্তিক কৃতদাসত্বে মস্তুিষ্ক বন্দিত্বের কারণে ) ।

ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইসলাম সুস্পষ্ট ঘোষনা দিয়েছে -
চর্চা না করার। এই চর্চায় আপনি ঈমান হারাবেন , সরাসরি কাফিরে পরিণত হবেন এবং একবারও যদি কারও উপর প্রয়োগ করেন বা কাওকে প্রয়োগ করতে প্ররোচিতও করেন - আপনি হাক্কুল ইবাদ নষ্টকারী ঘোষিত হবেন এবং আপনার ক্ষমা চাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যতোক্ষণ না আপনি আক্রান্ত ব্যক্তির সমস্ত ক্ষতি শতভাগ ফেরত দিয়ে তওবা না করতে পারেন !

ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বিদ্যা শরিয়াহ র সম্পূর্ণ বিপরীত, অন্ধকার এক রাস্তা , যা ডেভিল বা শয়তানের পূজা, আরাধনার সাথে শতভাগ সম্পৃক্ত। এই চর্চায় ডেভিল কে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেব করেই কালাযাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়।

ব্যক্তিগত জীবনে আমি বহু রোগী পেয়েছি যাদের রোগ, শারিরীক অবনতি , হঠাৎ প্যারালাইসিস, মারাত্মক খিঁচুনী এমনকি মৃত্যও মেডিকেল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব । সব মেডিকেল রিপোর্ট নরমাল আসার পরও , কোনো নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছাতে না পারা , রোগীর রোগের কোনো মেডিকেল ক্লু না পাওয়া , রোগীর হিস্ট্রিতে এমন কিছু অতিপ্রাকৃত ঘটনার উপস্হিতি আমাকে ২০১৭ সালে বাধ্য করে এই বিষয়ে স্টাডি করার।

আমি পড়াশুনা শুরু করি এবং একটা নির্দিষ্ট স্তরে গিয়ে আমি বুঝতে পারি আর বেশি স্টাডি করা ইসলামে নিষিদ্ধ এবং আমি এই সম্পূর্ণ নিষিদ্ধ জগতের মাত্র এক চিমটি বালু পরিমান জ্ঞান আহরণ করেছি।
ব্ল্যাক ম্যাজিক বা কালা যাদুর কাউন্টার হিসাবে কুরআন অনুযায়ী রূকাইয়াহ নিয়েও আমি পড়াশুনা করি। আমার তাবত মেডিকেল নলেজ , ডিগ্রী যখন সারেন্ডার করে অতিপ্রাকৃত কিছু ঘটনার কাছে বা সূত্রের কাছে ,
আমি অনেক ক্ষেত্রে রোগীর পরিবারকে চিকিৎসা গ্রহণের পাশাপাশি স্পিরিচুয়াল সাপোর্ট ( প্যালিয়েটিভ মেডিসিনের অংশ ) হিসাবে রূকাইয়াহ করার ব্যক্তিগত পরামর্শ দিয়েছি এবং বেশ কিছু রোগী সম্পূর্ণ সুস্হ্যতাও ফেরত পেয়েছেন ।

এই নোংরা এবং ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ চর্চা নিয়ে আমি সোশাল মিডিয়ায় বেশি আলোচনা করতে একদমই রাজী নই, তবু যেটুকু আলোচনা প্রয়োজন সেটুকু করছি।

নারীর মাসিকের সেনিটারী প্যাড বা সরঞ্জাম , চুল , কর্তিত নখ , দৈনিক ব্যবহৃত সরঞ্জাম ( পানির বোতল, ব্যাগ , বা নিত্য প্রয়োজনীয় যে কোনো কিছু ) , কাপড়ের সামান্য কর্তিত অংশ ( স্কুল ড্রেস, শাড়ি বা যে কোনো পোশাক) , ছবি , মাতার নাম ( চন্দ্রগ্রহন , সূর্যগ্রহন , জোয়ার ভাটা, উল্কাপাতের সময়ে রাত্রি দ্বিতীয় বা তৃতীয় প্রহর ) - এই ক্ষেত্রগুলোতে সহজেই কালা যাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা সম্ভব।

এই নিষিদ্ধ চর্চা হয় সবচেয়ে বেশি ভারতের আসাম, ত্রিপুরা, উত্তরখন্ড, পশ্চিমবঙ্গের বেশ কিছু স্হান আর এর স্বর্গ ধরা হয় কামরূপ কামাখ্যাকে।

আমি আজ সামান্য আলেচনা করলাম ,
বিস্তারিত লিখবো।
পরিত্রাণের একমাত্র পথ ইসলাম নির্দেশিত রূকাইয়াহ করা।

( চলবে ......, পর্ব ১)
আসিফ সৈকত

16/10/2025

একটা সমাজের আগা গোড়া নষ্ট। আপনি কেন শুধুই হুজুর সমাজকে একদম ফেরেশতা কনফার্ম জান্নাতী ধরবেন?! সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা এটা মাথায় রেখে আগান। স্কুলেও পড়ে যেমন সঠিক দ্বীন বুঝদার ভাইব্রাদার আছে ঠিক তেমনি মাদ্রাসায় পড়েও বদ দ্বীনি ভাইব্রাদার আছে। সংখ্যার কমবেশ হতে পারে। জেনারেল এমন লোক আছে যে সুদি প্রতিষ্ঠানে মরে গেলেও জড়াবে না আবার হুজুর সার্কেলে এমন লোক আছে যে জেনেশুনে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে। শুধু শুধু এত ভাব মেরে অবাক হওয়ার কিছু নাই। প্রত্যেক ফরজ নামাজের পর জুম্মার দিন বেশী বেশী দরুদ পড়ে আল্লাহর কাছে হকের উপর অবিচল থাকার দুয়া করুন। হক পাইয়ে দেয়ার দুয়া করেন। হকের সন্ধানে থাকার তওফিকপ্রাপ্ত হবার দুয়া করেন।

সৈয়দ ইশরাক হোসাইন

13/10/2025

নাক দিয়ে রক্ত পড়ে,পড়ালেখাতে মনোযোগ নাই, ডাক্তার এর কাছে গিয়ে অসুখ ধরা পড়েনি, এখন রুকইয়াহ করে দেখা যাচ্ছে জ্বিন - যাদু দ্বারা আক্রান্ত।

10/10/2025

বিয়ে বন্ধের সমস্যার জন্য রুকইয়াহ চলছে

হিজামা সুন্নাহ তারিখ ১০, ১২, ১৪ অক্টোবর 💥 ৩০% ডিসকাউন্ট🌸 মহিলাদের জন্য পর্দাসহ হিজামার বিশেষ ব্যবস্থা📖 অভিজ্ঞ রাক্বি দ্ব...
09/10/2025

হিজামা সুন্নাহ তারিখ
১০, ১২, ১৪ অক্টোবর

💥 ৩০% ডিসকাউন্ট
🌸 মহিলাদের জন্য পর্দাসহ হিজামার বিশেষ ব্যবস্থা
📖 অভিজ্ঞ রাক্বি দ্বারা রুকইয়াহ সেবা

যারা আর্থিকভাবে দূর্বল তাদের জন্য বিশেষ ছাড়।

📍 ঠিকানা: নতুন বুধপাড়া, মতিহার, রাজশাহী
📞 01926-994188 (imo + WhatsApp)
📞 01746-734623

🏥 রাজশাহী হিজামা ও রুকইয়াহ সেন্টার
— সুন্নাহর আলোকে স্বাস্থ্য ও আত্মার শিফার পথে —

02/10/2025

পূজা, যেখানে ভয়ংকরতম পাপ শিরক করা হচ্ছে। আমার আল্লাহকে অপমান করা হচ্ছে। তুমি সেটা দেখতে গিয়েছো, দেখে আনন্দ পাচ্ছ, তোমার হৃদয়টা ফেটে যাচ্ছেনা,
তাহলে কি বোঝা গেলো? তোমার ভিতরে ঈমানের যে দাবী করছো, এটা কিছুই নেই।

- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)

Address

Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রাজশাহী হিজামা এবং রুকইয়াহ সেন্টার/Rajshahi Hijama & Ruqyah Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram