Dr. Farzana Haque Juthi, PT

Dr. Farzana Haque Juthi, PT I'm a physiotherapy Doctor. My expertise on Pain, Paralysis and Arthritis.

শুভ নববর্ষ ১৪৩২❤️
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২❤️

27/11/2024





24/06/2024
24/06/2024

খুবই পছন্দের অভিনেতা ইন্তেখাব দিনার যখন নিজ অফিসে,, 😊😊

10/06/2024
09/06/2024

আপনি কি ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন? এটি একটি সাধারণ সমস্যা যা অনেকের মধ্যে দেখা যায় এবং এটি আপনার দৈনন্দিন জীবনে অসুবিধা সৃষ্টি করতে পারে। কিন্তু এর জন্য চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা নিয়ে এসেছি এর কার্যকর সমাধান যা আপনার দৈনিক জীবনের মান উন্নত করবে।
আমাদের অভিজ্ঞ চিকিৎসকরা ঘন ঘন প্রস্রাবের সমস্যার নিরাময়ে বিশেষজ্ঞ। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও থেরাপির মাধ্যমে আমরা আপনাকে সুস্থ করে তোলার চেষ্টা করি।
আর দেরি করবেন না! আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
পরামর্শ নিতে অথবা সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে কল করুনঃ 01774-678604

08/06/2024

আকুপাংচার চিকিৎসা ব্যবস্থায় শরীরের নির্দিষ্ট পয়েন্টে পাতলা সুঁচ প্রবেশ করানো হয়। এই পয়েন্টগুলোকে বলা হয় আকুপাংচার পয়েন্ট। সুঁচগুলি ত্বক ও পেশীকে উদ্দীপনা করে, যা মস্তিষ্কে সংকেত পাঠায়। এই সংকেতগুলি ব্যথা কমাতে ও রক্ত ​​প্রবাহ উন্নত করতে সহায়তা করতে পারে।

ব্যথার জন্য মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, আপনাকে ব্যথামুক্ত ও এক্টিভ রাখতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ ১১ বছর ধরে বহু মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তাই বিনামূল্যে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে দ্রূত যোগাযোগ করুন। সেবা নিন, সুস্থ থাকুন।
কল করুনঃ 01711-794071 বা হোয়াটসএপে মেসেজ করুন।

29/05/2024

অস্টিও অর্থ হচ্ছে হাড় ও আর্থ্রাইটিস হচ্ছে একধরনের অস্থিসন্ধির ব্যথা। হাড় ক্ষয়জনিত কারণে, বয়স বৃদ্ধি, অতিরিক্ত ওজন এবং হাঁটুতে আঘাত পাওয়ার কারণে হাটুতে অস্টিওআর্থাইটিস হয়ে থাকে। সকল অস্থিসন্ধিতেই অস্টিওআর্থ্রাইটিস রোগ হতে পারে তবে বাংলাদেশের মানুষের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতেই বেশি দেখা দেয়। আমাদের দেশে বয়স্ক লোকদের ক্ষেত্রে হাঁটু ব্যথার সবচেয়ে বড় কারণ হচ্ছে অস্টিওআর্থাইটিস।

আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে অস্টিওআর্থাইটিস থেকে মুক্তি পাওয়া যায়। ব্যথার জন্য মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, আপনাকে ব্যথামুক্ত ও এক্টিভ রাখতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ ১১ বছর ধরে বহু মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তাই বিনামূল্যে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে দ্রূত যোগাযোগ করুন। সেবা নিন, সুস্থ থাকুন।

কল করুনঃ 01760-636324 বা হোয়াটসএপে মেসেজ করুন।

29/05/2024

হাঁটুতে যেসব সমস্যা দেখা দেয় তার মধ্যে হাঁটু ফুলে যাওয়া অন্যতম। হাঁটুতে কোনো ভাবে আঘাত লাগলে, হাঁটুর হাড় ভেঙে গেলে বা বিভিন্ন রোগে আক্রান্ত হলে যেমনঃ অস্টিওআর্থাইটিস, রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস। হাঁটুতে কোনো ধরনের সমস্যা বা ব্যথা থাকলে আমাদের স্বাভাবিক হাঁটা চলা করা কষ্টকর হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে হাঁটু ফোলার সাথে সাথে হাঁটুতে ব্যথাও থাকে।

আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হাঁটু ফোলা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ব্যথার জন্য মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, আপনাকে ব্যথামুক্ত ও এক্টিভ রাখতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ ১১ বছর ধরে বহু মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তাই বিনামূল্যে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে দ্রূত যোগাযোগ করুন। সেবা নিন, সুস্থ থাকুন।
কল করুনঃ 01760-636324 বা হোয়াটসএপে মেসেজ করুন।

19/05/2024

বিভিন্ন কারণে কোমর ব্যথা হয়ে থাকে এর মধ্যে PLID অন্যতম। অনেক সময় এই ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে যায় যার ফলে পা ঝিন ঝিন করে, অবশ অবশ লাগে। এর ফলে কোমরে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। এই লক্ষণগুলো যদি কোন ব্যক্তি এর মধ্যে দেখা দেয় , তখন PLID হয়েছে বলে ধারণা করা হয়।
অনেকেই ধারণা করেন, পিএলআইডি হলেই অপারেশন করতে হয় কিন্তু অপারেশন না করেই আধুনিক ফিজিওথেরাপি চি*কিৎসার মাধ্যমে সহজেই PLID থেকে পরিত্রাণ পাওয়া যায়। ব্যথার জন্য মানুষের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, আপনাকে ব্যথামুক্ত ও এক্টিভ রাখতে ভিশন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ ১১ বছর ধরে বহু মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।
তাই বিনামূল্যে একজন ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিতে যোগাযোগ করুন। সেবা নিন, সুস্থ থাকুন।
কল করুনঃ 01784-733182 বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Farzana Haque Juthi, PT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category