কপোতাক্ষ ফুড সার্ভিস

কপোতাক্ষ ফুড সার্ভিস সর্বদা উন্নতমানের খাঁটি পণ্য সরবরাহ করা এবং ১০০০ বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান করাই মূল লক্ষ্য।

সাংবাদিকতা পেশা সম্মানের পেশা,কিন্তুু কোন রিপোর্ট করার আগে সেই  বিষয়ে ধারণা থাকা প্রয়োজন, এমন কোন সৎ সাংবাদিক থাকলে চ্যা...
03/01/2024

সাংবাদিকতা পেশা সম্মানের পেশা,
কিন্তুু কোন রিপোর্ট করার আগে সেই বিষয়ে ধারণা থাকা প্রয়োজন, এমন কোন সৎ সাংবাদিক থাকলে চ্যালেন্জ করছি মার্চে আসেন খামারে,কালোজিরা ফুলে নেক্টার পাওয়া যায় কিনা,
এই ফুলে মধু হয় কিনা দেখাব,
দুনিয়ায় ভালো থাকার জন্য কিছু টাকার লোভে
কিছু ভিউ বাড়ানোর জন্য উল্টাপাল্টা নিউজ করে জাতী কে বিভ্রান্ত করবেন না,
ভবিষ্যতে প্রজন্ম কে একটা সচ্ছ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করুন,
বাংলাদেশ মৌ-শিল্পে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

সঠিক তর্থ্য,
কালোজিরা ফুলের মধু হয়।

দেখতে কালচে রঙের হয়।
খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।
ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
বিঃদ্রঃ ৭০%/৮০% একক কালোজিরা ফুলের মধু পাওয়া সম্ভব, তবে অরিজিনাল কালোজিরা মধু লালচে হয়,কালো হতে হলে পেঁয়াজ, শিমুল ফুলের নেক্টার থাকতে হবে,
মাঠ এবং ভৌগোলিক আবহাওয়া উপর নির্ভর করবে মধুর ময়েশ্চার লেবেল।,
এ গ্রেড কালোজিরে মধু ১৮/১৯ গ্রেড পেয়েছি।

আলহামদুলিল্লাহ, সুন্দরবনের মধু হালকা ঝাঁকুনি দেওয়ার পর এরকম সুন্দর রূপ ধারণ করেছে।
30/12/2023

আলহামদুলিল্লাহ, সুন্দরবনের মধু হালকা ঝাঁকুনি দেওয়ার পর এরকম সুন্দর রূপ ধারণ করেছে।

যশোরের বিখ্যাত নারিকেল গুড়। এই গুড় দেখলে ছোট বেলার স্মৃতির কথা মনে পড়ে যায়।
29/12/2023

যশোরের বিখ্যাত নারিকেল গুড়।
এই গুড় দেখলে ছোট বেলার স্মৃতির কথা মনে পড়ে যায়।

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর নাড়ু শিল্পের  আওতায় সম্পূর্ণভাবে স্বাস্থ্যস...
28/12/2023

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর নাড়ু শিল্পের আওতায় সম্পূর্ণভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি নারিকেল ও খাঁটি খেজুরের গুড় দিয়ে তৈরি সুস্বাদু নাড়ু "প্রেমিক নাড়ু"। I'm 100% sure এটা একবার খাওয়ার পর ২য় বার তাকে চাইতেই হবে।
আমি অনলাইন এবং অফলাইনে অনেকের নাড়ু কিনেছি। খেয়েছি। গবেষণা করে তাদের weak points খুঁজে খুঁজে বের করেছি। তারপর সিদ্ধান্ত নিয়েছি "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর মাধ্যমে "প্রেমিক নাড়ু' তৈরির।

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর লিচু ফুলের মধুর চাহিদা এত বেশি যে মধু ফুরিয়ে...
27/12/2023

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর লিচু ফুলের মধুর চাহিদা এত বেশি যে মধু ফুরিয়ে গেছে কিন্তু চাহিদা এখনও বাকি আছে। কয়েক জায়গায় মধু পাঠানো সম্ভব হয়নি।
আপনার দোয়া ও সহযোগিতায় প্রকল্পটি এগিয়ে যাচ্ছে।

শীতে পিঠা খাওয়ার জন্য আমরা খোলা বাজার থেকে গুড় কিনে থাকি আসলে গুড় টা কতোটুকু খাটিঁ। আসুন জেনে নিই কীভাবে চিনবেন খেজুরের ...
26/12/2023

শীতে পিঠা খাওয়ার জন্য আমরা খোলা বাজার থেকে গুড় কিনে থাকি আসলে গুড় টা কতোটুকু খাটিঁ। আসুন জেনে নিই কীভাবে চিনবেন খেজুরের খাঁটি গুড়-

১. কেনার সময় একটু গুড় ভেঙে মুখে দিয়ে দেখুন। জিভে নোনতা স্বাদ লাগলে বুঝবেন এই গুড় খাঁটি নয়।

২. কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি বেশ ভালো মানের।

৩. যদি গুড় একটু হালকা তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড় বহু ক্ষণ ধরে জ্বাল দেয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। স্বাদের দিক থেকে এমন গুড় খুব একটা সুখকর হবে না।

৪. গুড় যদি স্ফটিকের মতো তকতকে দেখতে হয়, তবে বুঝবেন– গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না।

৫. সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। খাঁটি গুড় বাতাস লাগলে চকলেটের মতো গলে যাবে। খোলা বাজারে সারা বছরই গুর পাওয়া যায় যা বাতাস লাগলেও গলবেনা বা সহজে ভাঙা যাবে না।

৬) চিনি,চুন এবং ফিটকারী ইতাদি ক্ষতিকর মিশ্রণ ব্যবহার করে গুড় শক্ত করার জন্য এবং যা সহজে ভাঙবে না।

সবাই সচেতন হলে কেউ আর ভেজাল পণ্য তৈরি করবে না।

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" বিভিন্ন ধরণের খাঁটি পণ্য যেমন মধু, ঘি, খেজুরের গ...
25/12/2023

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" বিভিন্ন ধরণের খাঁটি পণ্য যেমন মধু, ঘি, খেজুরের গুড়, সরিষার তেল, খেজুর ইত্যাদি সরবরাহ করে নতুন হিসেবে বেশ জনপ্রিয়তা এবং আস্থা অর্জন করেছে। বেশ কিছু ছাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে আয় করছে। এই প্রকল্পের মাধ্যমে যদি একজন ছাত্রেরও কর্মসংস্থান হয় তাহলে সেটা হবে অনেক কিছু।
Something is better than nothing.

জেনে নিই কোন মধুর pH মান কত
25/12/2023

জেনে নিই কোন মধুর pH মান কত

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর পক্ষ থেকে এখন থেকে গোটা বাংলায় নাড়ু প্রেমিক...
24/12/2023

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর পক্ষ থেকে এখন থেকে গোটা বাংলায় নাড়ু প্রেমিকদের জন্য নারিকেল নাড়ু সরবরাহ করা হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর খাঁটি গুড় এখন সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছ...
24/12/2023

আলহামদুলিল্লাহ, ১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর খাঁটি গুড় এখন সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। রিপিট কাষ্টমার বেশি নিচ্ছেন।

আলহামদুলিল্লাহ,১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর লিচু ফুলের মধু চার কেজি। সবটিই রিপিট কাষ্টমার ...
24/12/2023

আলহামদুলিল্লাহ,১০০০ কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প "কপোতাক্ষ ফুড সার্ভিস" এর লিচু ফুলের মধু চার কেজি। সবটিই রিপিট কাষ্টমার এর জন্য। মধু কম থাকায় এখনও Pending আছে।

Address

PhD Research Fellow, IBS University Of Rajshahi
Rajshahi
6205

Telephone

+8801715283601

Website

Alerts

Be the first to know and let us send you an email when কপোতাক্ষ ফুড সার্ভিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কপোতাক্ষ ফুড সার্ভিস:

Share