মায়িদাহ ফুডস বিডি -Mayidah Food's bd

মায়িদাহ ফুডস বিডি -Mayidah Food's bd প্রাকৃতিক চাকের মধু,চাষের সকল প্রকার মধু , খেজুরের গুড় ও সকল প্রকার ঔষধী গাছ গাছরার বিশ্বস্ত ঠিকানা

বাংলালায়ন ফুডসে -এ আপনাদের স্বাগতম।
বিগত চৌদ্দ বছর যাবত আমরা নিজ জেলায় খুবই সুনামের সাথে আমাদের পণ্য সেল করে যাচ্ছি।
আপনারা এই পেজ থেকে সূলভমূল্যে সরিষা কালোজিরা ও লিচুর মধু খুচরা ও পাইকারি ক্রয় করতে পারবেন।

#পণ্যের মুল্য তালিকা
১|
সরিষা ফুলের মধু-
১কেজি ৪৫০


২|
লিচু ফুলের মধু-
১কেজি ৫৫০ টাকা



৩| কালোজিরা ফুলের মধু-
১ কেজি ১০০০টাকা

৪| প্রাকৃতিক চাকের মধু
৯০০ টাকা কেজি

#নিয়মাবলী -

১| আমর

া সারাদেশে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি দেই।
কুরিয়ার খরচসহ পণ্যের অর্ধেক দাম অর্ডারের সময় পেমেন্ট করতে হবে।
আর বাকি অর্ধেক মূল্য কুরিয়ার থেকে পণ্য কালেক্ট করার সময় মূল্য পরিশোধ করে পণ্য নিতে হবে।

২| পণ্য পছন্দ না হলে আমরা সেটা ফেরৎ নেই , সে ক্ষেত্রে শুধু কুরিয়ার খরচ ফেরৎ যোগ্য নয়।

বিঃদ্রঃ আপাতত আমরা মধু নিয়ে আমাদের যাত্রা শুরু করেছে।
ক্রমানুসারে আমরা ধীরে ধীরে আরো খাদ্যদ্রব্য আমাদের ব্যাবসায় এড করবো ইংশা'আল্লাহ

২|
অর্ডার করার পূর্বে চাষের মধু সম্পর্কে গুগলে সার্চ দিয়ে বিস্তারিত দেখে নেওয়ার অনুরোধ রইলো।

৩|
বিশ্বাসের সওগাত নিয়ে আমাদের এই যাত্রা শুরু করেছি।
অতএব কাউকে ভেজাল পণ্য দিয়ে আমাদের বিশ্বাস ভাঙ্গার কোন ইচ্ছাই নেই।
বিশ্বাস এমন এক বস্তু যেটা বিনে পয়সায় অর্জিত অনেক অনেক বড় একটি সম্পদ।

কাতিলা গাম এর উপকারিতা:মানব জীবনে কাতিলা গামের উপকারিতা কতটা তা অনেকেই জানেন না। চলুন নিচে কাতিলা গমের উপকারিতা নিয়ে আলো...
13/08/2023

কাতিলা গাম এর উপকারিতা:

মানব জীবনে কাতিলা গামের উপকারিতা কতটা তা অনেকেই জানেন না। চলুন নিচে কাতিলা গমের উপকারিতা নিয়ে আলোচনা করা যাক-
১ . নিয়মিত দুই বার কাতিলা গাম পানিতে ভিজিয়ে তাতে একটু মধু, লেবু, লাল চিনি বা তালমিছরি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার সারাদিনের ক্লান্তি কেটে যাবে ও শরীর শীতল থাকবে। বিশেষ করে, যারা গ্রীষ্মের প্রচণ্ড গরম সহ্য করতে পারেন না বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য কাতিলা গাম অত্যন্ত উপকারি হতে পারে।

২ .হজম এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য কাতিলা গাম খুবি উপকারী। কাতিলা গামের একটি রেচক প্রভাব রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায্য করে এবং এতে উপস্থিত এনজাইমগুলি খাদ্য হজম এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে।
৩. এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ও মেটাবলিজম উন্নত করে।

৪. কাতিলা গমের ফাইবার আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে এবং আপনার অন্ত্রকে সুস্থ রাখে এবং আপনার শরীরের জন্য ভাল।

৫. কাতিলায় রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য, যা ত্বক থেকে ব্রণ ও বলিরেখা দূর করতে খুবই উপকারী। ব্রণ নিরাময়ে এবং দাগ কমাতে সাহায্য করে, ত্বকের পিগমেন্টেশন, ব্রণ, ব্রেকআউট এবং পোড়া থেকে মুক্তি পেতেও সাহায্য করে।
৬. চুলের স্বাস্থ্যের জন্যও কাতিলা উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে যা চুল পড়া রোধ করতে সাহায্য করে।

৭ . পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য কাতিলা গাম অনেক ভালো কাজ করে এবং এর ফলাফল অনেক দ্রুত পাওয়া যায়।
এককথায় কাতিলা গাম মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।

কাতিলা গাম কি কাজ করে?
উত্তর: কাতিলা গাম শারীরিক শক্তি বৃদ্ধিতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হিট স্ট্রোক প্রতিরোধে, হাত-পায়ের জ্বালাপোড়া দূর করতে, গর্ভবতী মায়ের পুষ্টি অটুট রাখতে, চকচকে ত্বক পেতে, ওজন কমাতে, যৌন ক্ষমতা বাড়াতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

দেশি ভূইকুমড়া এই গাছের সবচেয়ে বড় ঔষধি গুণ হচ্ছে যাদের ছোট বাচ্চারা দুধ পায় না তারা যদি প্রতি রাতে ২ চামচ ভূইকুমড়ার ...
13/08/2023

দেশি ভূইকুমড়া
এই গাছের সবচেয়ে বড় ঔষধি গুণ হচ্ছে যাদের ছোট বাচ্চারা দুধ পায় না তারা যদি প্রতি রাতে ২ চামচ ভূইকুমড়ার গুড়া এক গ্লাস কুসুম গরম দুধে মিশিয়ে খায় তবে বাচ্চা পরিপূর্ণ দুধ পাবে আলহামদুলিল্লাহ 🥰
এটা বহুল পরিক্ষিত ভেষজ।

শতমূশতমূলীর উপকারীতা ও গুণাগুণ অনেকেরই জানা নেই। শতমূলী আমাদের অনেকের পরিচিত একটি লতাজাতীয় ভেষজ উদ্ভিদ। সাধারণত শরৎকালে ...
13/08/2023

শতমূশতমূলীর উপকারীতা ও গুণাগুণ অনেকেরই জানা নেই। শতমূলী আমাদের অনেকের পরিচিত একটি লতাজাতীয় ভেষজ উদ্ভিদ। সাধারণত শরৎকালে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর মাসে এ গাছের মূল হয় এবং মাঘ-ফাল্গুনে এর ফল পাকে। কাঁচা অবস্থায় এর ফল সবুজ এবং পাকলে লাল হয়। এই উদ্ভিদের গোড়ায় একগুচ্ছ মূল হয়, এ মূলকে শতমূল বা শতমূলী বলে।সাধারণত উষ্ণ ও নাতিশীতোষ্ণ পরিবেশে শতমূলী গাছ ভালো জন্মে। আসুন আজ জেনে নিই শতমূলীর উপকারীতা ও গুণাগুণ সম্পর্কে-

শতমূলীর রাসায়নিক উপাদানঃ

শতমূলীতে রয়েছে উচ্চমানের ফলিক অ্যাসিড ও পটাশিয়ামের খুবই ভালো একটি প্রাকৃতিক উৎস। এছাড়াও এতে আরও আছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন বি৬। শতমূলী কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়।

শতমূলীর উপকারীতা ও গুণাগুণঃ

১। শতমূলী আমাদের হজমশক্তি র্বদ্ধি করে এবং বায়ু নিঃসরণে এটি দারূন কাজ করে। এজন্য শতমূলীর ফল অল্প পরিমাণ তরকারি রান্না করে খেতে হবে। এছাড়াও বাত-ব্যাথা ও স্নায়ু দুর্বলতায় শতমূলীর ছালের রসের সাথে রসুন পিসে একসাথে মিশিয়ে প্রলেপ দিলে ব্যাথা ভালো হয়ে যায়।

২। আমাশয় হলে শতমূলীর মূলর রস ৩-৪ চা চামচ ৩ থেকে ৭ দিন প্রতিদিন সকালে ও বিকালে আমাশয় ভালো হয়ে যায়। এছাড়াও এটি আমাদের অন্ত্রের কৃমি দূর করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।শতমূলী মূলর রস আমাদের যকৃত এবং পিত্ত থলির নানা ইনফেকশন রোধে অসাধারণ দারুণ কাজ করে ।

৩। শতমূলীর আমাদের উচ্চ কিংবা নিন্ম উভয় ধরনের রক্ত চাপকেই নিয়ন্ত্রণে রাখতে অনেক সহায়তা করে। শতমূলীর খেলে এতে থাকা পটাসিয়াম এবং বেশ কিছু উপকারী খনিজ উপাদান আমাদের রক্ত চাপ নিয়ন্ত্রণ করে থাকে।

৪। অ্যাসিডিটি, শারীরিক দুর্বলতা, ব্যথা, ডায়রিয়া, আমাশয় ও শরীরের নানা প্রকার প্রদাহ দূর করতে শতমূলী অনেক কার্যকর। এছাড়াও এর শিকড় লিভার, কিডনি ও গনোরিয়ার জন্য অনেক উপকারী।এটি আমাদের নার্ভের কার্যক্ষমতা ঠিক রাখে এবং চোখ ও রক্তের যেকোনো সমস্যা দূর করে।

৫। স্নায়ুশক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতা কাটাতে শতমূলী অনেক কার্যকর। এজন্য শতমূলীর রস ৩-৪ চামচ নিয়ে ১ গ্লাস দুধের সাথে মিশিয়ে সকাল ও বিকেলে পান করুন। ১০-১৫ দিন পান করলে উপকার পাওয়া যাবে। এছাড়াও শারীরিক, যৌন দূর্বলতা ও মহিলাদের সাদা স্রাব এসব সমস্যায় এর ৩-৪ গ্রাম পরিমান মূলচুর্ণ ১কাপ গরম দুধের সাথে মিশিয়ে দিনে দুবার পান করলে উপকার পাওয়া যায়।ল গাছের মূল।

তথ্যসূত্রঃ গুগল থেকে

গোক্ষুর কাটা উপকারীতাউপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে:পুরুষত্ব হীনতাপ্রস্রাব কমে যাওয়া রোগে ডায়াবেটিসপ্রদাহকার্ডিয়াক ...
12/08/2023

গোক্ষুর কাটা উপকারীতা

উপসর্গ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে:
পুরুষত্ব হীনতা
প্রস্রাব কমে যাওয়া রোগে
ডায়াবেটিস
প্রদাহ
কার্ডিয়াক রোগ
ডিপ্রেশন
উদ্বেগ
আক্ষেপ
ব্যাকটেরিয়া সংক্রমণ
প্রস্টেটের সমস্যা দূর করে।

মিসরি দানা / বী র্য মনি মূল। একটি ঔষধি গুণসম্পন্ন গাছ, পেটের সমস্যায় কর্যকরী
12/08/2023

মিসরি দানা / বী র্য মনি মূল।
একটি ঔষধি গুণসম্পন্ন গাছ, পেটের সমস্যায় কর্যকরী

দুধ দিয়ে শোধন করা আলকুশি বীজের পাউডার,গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের পাউডার ও সজিনা পাতা গুড়া এক ফ্রেমে🥰
12/08/2023

দুধ দিয়ে শোধন করা আলকুশি বীজের পাউডার,গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের পাউডার ও সজিনা পাতা গুড়া এক ফ্রেমে🥰

আজ পর্যন্ত যারাই গ্যাস ও কোষ্ঠকাঠিন্যকে (পায়খানা কষা) অবহেলা করেছে,তারাই কঠিন বিপদে পড়েছে।বিশ্বাস না হলে,পাইলস, এনাল ফ...
12/08/2023

আজ পর্যন্ত যারাই গ্যাস ও কোষ্ঠকাঠিন্যকে (পায়খানা কষা) অবহেলা করেছে,তারাই কঠিন বিপদে পড়েছে।
বিশ্বাস না হলে,পাইলস, এনাল ফিসার, ফেস্টুলা ও রেকটাল প্রোলাপসের রোগীদের জিজ্ঞেস করে দেখতে পারেন।
কারণ! এই রোগগুলো এমন এক যন্ত্রনার রোগ!
যে রোগ এ্যালোপ্যাথিতে আরোগ্য হতে চায় না।
অপারেশন করতে হয়, আবার অপারেশন করলেও অধিকাংশের ফিরে আসে।
হোমিও ও ভেষজে চিকিৎসা আছে, কিন্তু এটা অনেক সময়সাপেক্ষ।
এই জন্য কেউ কৌষ্ঠকাঠিন্য (পায়খানা কষা) রোগ পুষে রাখবেন না।
কৌষ্ঠকাঠিন্য,গ্যাস,আমাশয়,ব্রণ, মলদ্বারের উপরোল্লেখিত রোগ সমূহ, স্বপ্ন'দোষের সমস্যা সহ পুরুষ ও নারীদের যে কোন গোপন রোগের ভেষজ ঔ'ষধ নিতে যোগাযোগ করতে পারেন।

সুপারফুড সজিনা পাতা।খুচরা ও পাইকারির জন্য নক করতে পারেন
12/08/2023

সুপারফুড সজিনা পাতা।
খুচরা ও পাইকারির জন্য নক করতে পারেন

অনিদ্রা ও মানসিক চাপ দূর করতে অশ্বগন্ধা সেবন করতে পারেন। এছাড়াও ক্যান্সার,ডায়বেটিস,চুল ও ত্বকের যত্নে, থায়রয়েডের সমস...
12/08/2023

অনিদ্রা ও মানসিক চাপ দূর করতে অশ্বগন্ধা সেবন করতে পারেন।
এছাড়াও ক্যান্সার,ডায়বেটিস,চুল ও ত্বকের যত্নে, থায়রয়েডের সমস্যা ও রক্ত চলাচল নিয়ন্ত্রিত রাখতে অশ্বগন্ধা সেবন করতে পারেন।

Address

হাজরা নাটোর, নাটোর সদর, নাটোর।
Rajshahi

Telephone

+8801750384904

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়িদাহ ফুডস বিডি -Mayidah Food's bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মায়িদাহ ফুডস বিডি -Mayidah Food's bd:

Share