PhysioPulse

PhysioPulse একমাত্র মনের ব্যাথা ছাড়া যেকোনো ব্যাথায় ফিজিওথেরাপি চিকিৎসা নিন

14/03/2024
04/03/2024
প্যারালাইসিস এর প্রকারভেদপ্যারালাইসিস হলো মূলত শরীরের কোনো অংশে কোনো পেশি বা পেশির গ্রুপের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। ...
28/02/2024

প্যারালাইসিস এর প্রকারভেদ
প্যারালাইসিস হলো মূলত শরীরের কোনো অংশে কোনো পেশি বা পেশির গ্রুপের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। পেশী শক্তি হ্রাসের কারণে নিয়ন্ত্রণের এই ক্ষতি ঘটে। প্যারালাইসিস ধীরে ধীরে বা আকস্মিক, আংশিক বা সম্পূর্ণ এবং অস্থায়ী বা স্থায়ী কোনো লক্ষণ ছাড়াই হতে পারে। প্যারালাইসিস জীবনের যেকোনো সময়ে শরীরের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে। বেশিরভাগ সময়, কিছু পেশী সমস্যার কারণে প্যারালাইসিস হয় না। শরীরের অংশ থেকে আপনার মস্তিষ্কে সঞ্চালিত স্নায়ু কোষের শৃঙ্খলে কোথাও সমস্যার কারণে এটি হওয়ার সম্ভাবনা বেশি।
লক্ষণ:-
১.জন্মগত ত্রুটির কারণে প্যারালাইসিস হয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি।
২.স্ট্রোক বা মেরুদণ্ডের আঘাত।
৩.মাল্টিপল স্ক্লেরোসিস প্যারালাইসিস আক্রমণের আগে পেশী শক্ত হয়ে যাওয়া।
৪.পেশী নিয়ন্ত্রণ ধীরে ধীরে ক্ষতি।
পক্ষাঘাতের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে:
১.স্ট্রোক
২.সুষুম্না আঘাত
৩.মাথায় আঘাত
৪.মাল্টিপল স্ক্লেরোসিস

কিছু অন্যান্য কারণ অন্তর্ভুক্ত:
১.সেরিব্রাল পালসি
২.Guillain-Barre সিন্ড্রোম
৩.পেরিফেরাল স্নায়ুরোগ
টক্সিন/বিষ
ALS (Lou Gehrig's disease)

✓ মনোপ্লেজিয়া শুধুমাত্র একটি অঙ্গকে প্রভাবিত করে, যেমন একটি বাহু বা একটি পা।

‌Hemiplegia শরীরের একপাশে প্রভাবিত করে, যেমন শরীরের একই পাশের পা এবং বাহু।

✔ ডিপ্লেজিয়া শরীরের উভয় পাশে একই অঞ্চলকে প্রভাবিত করে, যেমন উভয় বাহু বা মুখের উভয় পাশে।

✔ প্যারাপ্লেজিয়া উভয় পা এবং কখনও কখনও কাণ্ডের কিছু অংশকে প্রভাবিত করে।

☑ Quadriplegia উভয় বাহু এবং উভয় পাকে প্রভাবিত করে এবং

ফিজিওথেরাপি চিকিৎসা নিন কোমর ব্যাথাকে না বলুন। মেরুদন্ড ব্যথার অনেক কারণ আছে:সবচেয়ে বেশি বা কমন কারণ:1. ডিস্ক প্রোলাপস2....
28/02/2024

ফিজিওথেরাপি চিকিৎসা নিন কোমর ব্যাথাকে না বলুন।
মেরুদন্ড ব্যথার অনেক কারণ আছে:

সবচেয়ে বেশি বা কমন কারণ:

1. ডিস্ক প্রোলাপস

2. হাড় ক্ষয় রোগ

3. হাড় একটা থেকে আরেকটি সরে যাওয়া

4. আর্থ্রাইটিস

5. মাংসপেশির প্রদাহ আঘাত লিগামেন্টের প্রদাহ বা আঘাত

6. বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের অভাব, 7. শরীরের অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কম ওজন

#ভিটামিন

Address

Rajshahi

Telephone

+8801309228205

Website

Alerts

Be the first to know and let us send you an email when PhysioPulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PhysioPulse:

Share