Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার "Homeopathy uproot the disease
From The Roots"
"Treat The Patient
Not The Disease"

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
01/03/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/07/2024

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সা. বলেছেন, 'কিয়ামত কায়েম হবে না, যে পর্যন্ত না ইলম ওঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হারজ বৃদ্ধি পাবে। (হারজ অর্থ খুনখারাবী) তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।' (বুখারি, হাদিস ৯৭৯)
এ ছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ৫৬ আচরণের প্রকাশ ঘটবে।
❎✅❎✅❎✅❎✅❎✅❎
❎✅❎✅❎✅❎
🎯১. নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না।
🎯 ২. আমানতের খেয়ানত করবে।
🎯৩. সুদের লেনদের করবে।
🎯 ৪. মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে।
🎯৫. সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে।
🎯৬. উচু উচু ভবন নির্মাণ করবে।
🎯৭. আত্মিয়তার সর্ম্পক ছিন্ন করবে।
🎯 ৮. ইনসাফ উঠে যাবে।
🎯৯. জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে।
🎯১০. তালাক বেড়ে যাবে।
🎯১১. আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।
🎯১২. সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে।
🎯১৩. দুর্নীতি পরায়ন মানুষদের সেবক মনে করা হবে।
🎯১৪. অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে।
🎯১৫. লোকেরা সন্তান নেয়া বন্ধ করে দিবে।
🎯১৬. নীচ লোকেরা সম্পদশালী হবে।
🎯১৭. ভদ্রলোকেরা নিষ্পষিত, লাঞ্চিত হবে।
🎯১৮. আমানতের খেয়ানত হবে।
🎯১৯. শাসক শ্রেণির লোকেরা অহরহমিথ্যা কথা বলবে।
🎯 ২০. নেতৃবর্গ জালেম হবে।
🎯২১. আলেম ও কারিগণ বদকার হবে।
🎯২২. স্বর্ণের দামকমে যাবে এবং রুপার দাম বেড়ে যাবে।
🎯২৩. গুনাহের পরিমাণ বেড়ে যাবে।
🎯২৪. জান মালের নিরাপত্তা কমে যাবে।
🎯২৫. শরিয়তের দন্ড বিধি অকার্যকর হবে।
🎯২৬. ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে।
🎯২৭. কোরআন শরিফ সঞ্জিত করা হবে।
🎯২৮. দাসি স্বীয় মুনিবকে ভর্ৎসনা দিবে।
🎯২৯. নিচু শ্রেণির লোকেরা দেশের শাসক বনে যাবে।
🎯৩০. নারী-পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করবে।
🎯৩১. পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে।
🎯৩২. গাইরুল্লাহর নামে শপথ করা হবে।
🎯৩৩. মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিবে।
🎯৩৪. সম্মানের রেওয়াজ উঠে যাবে।
🎯৩৫. দুনিয়া লাভের আশায় দ্বীন ইলম শিক্ষা করা হবে।
🎯৩৬. আখেরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে।
🎯৩৭. জাতীয় ও রাষ্ট্রিয় সম্পদকে নিজের মনে করা হবে।
🎯৩৮. আমানতের মালকে লুটের মাল মনে করা হবে।
🎯৩৯.সমাজের নিচ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে।
🎯৪০.সন্তান পিতা-মাতার অবাধ্য হবে।
🎯৪১. বন্ধু বন্ধুর ক্ষতি করবে।
🎯৪২. লোকেরা স্ত্রীর আনুগত্য করবে।
🎯৪৩. বদকার লোকেরা মসজিদে শোরগোল করবে।
🎯৪৪.গায়িকা মহিলাদের শাসন করা হবে।
🎯 ৪৫. বাদ্য যন্ত্র ও এর উপকরণের যত্ন নেয়া হবে।
🎯৪৬. মদের দোকান বেড়ে যাবে।
🎯৪৭. জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে।
🎯৪৮.আদালতে ন্যায় বিচার বিক্রি হবে।
🎯৪৯. পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে।
🎯৫০. কোরআনকে গানের সুরে তিলাওয়াত করা হবে।
🎯 ৫১. হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে।
🎯৫২. উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে।
🎯৫৩. আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে।
🎯৫৪. ভূমিকম্প আসবে।
🎯৫৫. অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে।
🎯৫৬. জাকাতকে জরিমানা মনে করা হবে। (সুরা: ইসরা
✅✅✅✅✅✅✅✅
৫৯, বুখারি, হাদিস ৯৭৯, তিরমিজি, হাদিস ২২১২, সুরা: হজ, আয়াত ১-২, তিরমিজি, হাদিস
১৪৪৭)

28/06/2024
Alhamdulillah....❤️❤️❤️
31/05/2024

Alhamdulillah....❤️❤️❤️

এই হাদিসটি আমি আগে কখনই পড়ি নাই ! ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এ...
24/05/2024

এই হাদিসটি আমি আগে কখনই পড়ি নাই !

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?
আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....

" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".

যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...

قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"

হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"

আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".

তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে । অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে ।
[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার
01884-080239

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার
17/05/2024

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার

★★★★★ · Homeopath

আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গনিতের খেলা :-আযানের এই তথ্যগুলো পড়ার পর আপনি বাকরুদ্ধ হবেন আর আল্লাহর উপর আপনার ঈমান বৃ...
16/05/2024

আযানের মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক গনিতের খেলা :-

আযানের এই তথ্যগুলো পড়ার পর আপনি বাকরুদ্ধ হবেন আর আল্লাহর উপর আপনার ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

১। আযানের ১ম শব্দ হল আল্লাহ এবং শেষ শব্দ ও হল আল্লাহ। এর মানে আল্লাহই শুরু এবং আল্লহই শেষ।

২। আযান শব্দটি পবিত্র কুরআনে সর্বমোট রয়েছে ৫ বার। আর আমাদের প্রতিদিন নামাজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করি।

৩। আযানের মধ্যে সর্বমোট শব্দ হল ৫০ টি। আর আল্লাহ মিরাজের সময় মুহাম্মাদুর রসূলুল্লাহ্ (সঃ) কে সর্বপ্রথম ৫০ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছিলেন।

পরে তা কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। আর সহীহ হাদিস বলে একজন ব্যাক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাকে ৫০ ওয়াক্তের সাওয়াব দিবেন।

৪। আযানের মধ্যে সর্বমোট ১৭ টি ভিন্ন অক্ষর রয়েছে।

আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল ১৭ রাকাত।

ফজর ২ + জোহর ৪ + আসর ৪ + মাগরিব ৩ + এশা ৪
মোট ১৭ রাকাত।

৫। আযানের মধ্যে সবচেয়ে ব্যাবহৃত শব্দ হল ( আল্লাহ)

আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আযানে আছে মোট ৪৭ বার, লাম অক্ষরটি ৪৫ বার এবং হা অক্ষরটি ২০ বার।

সুতরাং ৪৭+ ৪৫ + ২০ = ১১২।

আর পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা হল সূরা ইখলাস। যে সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন।

আলহামদুলিল্লাহ।
Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার
01884-080239

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা কিয়ামাতের দিবসে তিন শ্রেণীর লোকের প্রতি ভ্রুক্ষ...
14/05/2024

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা কিয়ামাতের দিবসে তিন শ্রেণীর লোকের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আমরা প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল। এরা কারা? এরা তো ব্যর্থ ও ধ্বংস হল। তিনি বললেনঃ (তারা হল) উপকার করার পর তার খোঁটাদানকারী, পায়ের গোড়ালির নিচে কাপড় পরিধানকারী এবং নিজের পণ্যদ্রব্য মিথ্যা শপথ করে বিক্রয়কারী।

সহীহ্‌, ইবনু মা-জাহ (২২০৮)

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার
01884-080239
Dr Zahidul Islam
BHMS (DU)

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার ডাঃ মোঃ জাহিদুল ইসলামবি.এইচ.এম.এস (ঢাবি)সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হা...
22/04/2024

Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার
ডাঃ মোঃ জাহিদুল ইসলাম
বি.এইচ.এম.এস (ঢাবি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল-ঢাকা
01884-080239

01884-080239
19/04/2024

01884-080239

Address

Saranjai Bazer, Tanor
Rajshahi
6230

Opening Hours

Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+8801884080239

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Baraka Homeo Care, আল বারাকা হোমিও কেয়ার:

Share