
04/09/2024
আমার দোকান মালিক চাচা আনসার আলী আজ আনুমানিক সকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তাঁর সালাতে জানাজা বেলা ২.১৫ মিনিটে দাদপুর সরকারী গোরস্থানে অনুষ্ঠিত হবে ইংশাআল্লাহ।সকলেই তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেনো তাঁকে মাফ করে জান্নাত দান করেন। আমিন।