27/08/2024
২৭ আগস্ট, ২০২৪ খ্রি:
আলহামদুলিল্লাহ!
♦️Rajshahi Raid Team কর্তৃক বন্যা পরবর্তী সময়ে ব্যবহৃত ত্রাণসামগ্রী ব্যুথ কালেকশনের ৩ য় দিনে ভদ্রা লেকে ব্যুথ বসে।সকলের সহযোগুিতায় ক্ষুদ্র প্রয়াসে আমাদের ব্যুথ থেকে আজকে কিছু কালেকশন হয়েছে।
♦️ভদ্রা লেক ব্যুথ :
১.ডোনেশন বক্স-১০০৫ টাকা
২.কাপড়- ৫/৬ বস্তা
♦️এই বন্যা পরবর্তী প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সংগ্রহ চলমান থাকবে।
♦️আমরা আবারও আগামীকাল রাজশাহীর বিভিন্ন এলাকায় ব্যুথ বসিয়ে ত্রাণ সামগ্রী কালেকশনপ করবো ইনশাল্লাহ।
♦️সকলের সহযোগুিতা একান্ত কাম্য।
♦️আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমাদের অনেক বড় কিছু করার প্রেরণা দেয়।
♦️আগামীকাল ব্যুথে মালামাল দেওয়ার জন্যে নিচের দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করবেন।
♦️যোগাযোগ:
জিহাদ- 01766707218
আলভি- 01757676303
সান - 01748687513
গালিব- 01790263838
সানজীর- 01717662419
রুদ্র - 01313603973
মাহথির- 01708561106
নাহিদ- 01746454791
মাহিয়া- 01701063189
তানাজ- 01314484050
নাফিউ- 01973169651
ধন্যবাদ
Rajshahi Raid Team