16/09/2025
আমার শ্রদ্ধেয় গুরুজিকে দেখাতে চাইলে...
DrRabin Barman
ডাঃ রবীন বর্মন,
( ফোন --7003078942 )
স্বর্ণপদকপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক,
★ এম.ডি . ( হোমিও ) ,
★ সল্টলেকের রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রাক্তন হসপিটাল ইনচার্জ এবং কেস টেকিং, রেপার্টরি, ইত্যাদি বিষয়গুলির বিভাগীয় প্রধান,
★ কেবলমাত্র একজায়গায় রোগী দেখেন --- উত্তর কলকাতায় বেলঘরিয়া স্টেশনের পূর্বদিকে উদয়পুর মিলনতীর্থ ফুলবল মাঠের শেষপ্রান্তে অবস্থিত চেম্বারে,
★ রোগী দেখেন ---
১) ডাইরেক্ট চেম্বারে --
চেম্বারে এসে নাম লিখিয়ে বসতে হবে, রোগীদের বসার জন্য সকাল ৭ টায় চেম্বার খুলে দেওয়া হয়,
রোগী দেখা শুরু করা হয় সকাল ১১ টা থেকে,
রোগীদের প্রবেশ করার শেষ সময় বিকাল ৩ টা,
★ বৃহস্পতিবার বাদে সব দিন রোগী দেখা হয়, বৃহস্পতিবার কেউ আসবেন না
* ফিজ --প্রথমবার দুই মাসের ঔষধ সহ ৩,০০০ টাকা, পরের প্রত্যেক বার ঔষধ সহ ২,০০০ টাকা,
২) অনলাইনেও রোগী দেখা হয়, ২,০০০ টাকা জমা দিয়ে ফোনে বা হোয়াটস অ্যাপে জানাতে হবে, পরের বার থেকে ১,০০০ টাকা জমা দিয়ে জানাতে হবে, ঔষধ লিখে দেওয়া হবে, রোগী কিনে নেবে।
* অনলাইনে দেখাতে চাইলে কিভাবে ফিজ জমা দিতে হয় ---
১) ফোন নং
7003078942 মারফত গুগল পে, বা ফোন পেতে ফিজ জমা করে এই নম্বরে ফোনে বা হোয়াটস অ্যাপে জানাতে হবে,
২) কেউ ডাইরেক্ট ব্যাঙ্কে ফিজ ট্রান্সফার করতে চাইলে ট্রান্সফার করে ফোনে বা হোয়াটস অ্যাপে জানাতে হবে।
ডাইরেক্ট টাকা ট্রানসফার করতে যে সব তথ্য দরকার হতে পারে তা নীচে দিলাম --
Rabin Barman
Bandhan Bank
Belgharia Branch
A/C No--50190020965977
IFSC --BDBL0001594
★ বাঙলাদেশের রোগীরা
01734068159 নম্বরে ডাঃ আকাশের সাথে, বা,
01746034070 নম্বরে ডাঃ শাকিলের সাথে যোগাযোগ করবেন।
★চেম্বারে আসার রোড গাইড --
★ ট্রেনে আসলে --
* বেলঘরিয়া স্টেশনে নামলে ---- সাবওয়ের মধ্য দিয়ে নিমতার সাইডে উঠে রিকশায় উদয়পুর মিলনতীর্থ মাঠের পাশে ডাঃ রবীন বর্মনের চেম্বারে যাবো বললে রিকশাওয়ালা নিয়ে আসবে ।
* বিরাটি স্টেশনে নামলে -- বেলঘরিয়ার অটোতে উঠে উদয়পুর মোড়ে নেমে হেঁটে মিলনতীর্থ ফুটবল মাঠের শেষ প্রান্তে,
★ ট্যাকসি বা নিজেদের গাড়ীতে আসলে --
* ধর্মতলা বা হাওড়ার দিক থেকে আসলে --
ট্যাকসি বুকিং করার সময় ডেসটিনেশন বা গন্তব্যে জানান-
" বেলঘরিয়া উদয়পুর মিলনতীর্থ ক্লাব ",
বেলঘরিয়া স্টেশনের ফ্লাইওভার থেকে গাড়ী নিচে নামার ৩/৪ মিনিট পরেই ডান হাতে উদয়পুর মোড় পড়বে, এই মোড় থেকে ডান হাতে ঢুকে মিলনতীর্থ ক্লাবের ফুটবল খেলার মাঠের শেষ প্রান্তে আসুন ,
* কল্যাণী রোড, বা যশোর রোড, বা বিরাটির দিক থেকে আসলে -- উদয়পুর মোড় থেকে বাম হাতে ঢুকে মিলনতীর্থ ফুটবল মাঠের শেষ প্রান্তে ,
★ বাসে ---
* শ্যামবাজারের দিক থেকে ২০১ বাসে বেলঘরিয়া স্টেশনের পরে উদয়পুর মোড়ে নামতে হবে,
* দক্ষিণেশ্বর থেকে DN2 বাস উদয়পুর মোড় হয়ে বিরাটি হয়ে যশোর রোড হয়ে বারাসাত যায়. এই বাসে উদয়পুর মোড়ে নামতে হবে।
* হাওড়া স্টেশন থেকে
" হাওড়া -- নিমতা "
মিনিবাসে উদয়পুর মোড়ে নামতে হবে। ফেরার সময় উদয়পুর মোড় থেকে উঠে আবার হাওড়া যাওয়া যায়।
★ অটোতে বেলঘরিয়া এবং বিরাটি স্টেশন থেকে আসা যায়, উদয়পুর মোড়ে নামতে হবে। হেঁটে মিলনতীর্থ ফুটবল মাঠের শেষ প্রান্তে।