Doctors Association of Bangladesh, DAB, Rajshahi

Doctors Association of Bangladesh, DAB, Rajshahi

Doctors Association of Bangladesh is a professional organisation of Nationalist Doctors of BD

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে "হারুন-শাকিল পরিষদের” বিপুল ভোটে বি...
10/08/2025

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে "হারুন-শাকিল পরিষদের” বিপুল ভোটে বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ড্যাব, রাজশাহী।

আমরা বিশ্বাস করি, আপনাদের নেতৃত্বে দেশের চিকিৎসক সমাজ আরও ঐক্যবদ্ধ হবে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

রাজশাহী মেডিকেল কলেজ এ আগামি ২৯ মে, বৃহস্পতিবার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, দোয়...
25/05/2025

রাজশাহী মেডিকেল কলেজ এ আগামি ২৯ মে, বৃহস্পতিবার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স্থান: আমিরুদ্দিন গ্যালারি, রাজশাহী মেডিকেল কলেজ
* কুরআন খানি
* আলোচনা সভা ১১:৩০
* প্রবন্ধ উপস্থাপনা: শহিদ জিয়ার কর্মময় জীবন
* ডকুমেন্টারি প্রদর্শনী
* দোয়া মাহফিল
* দিনব্যাপী রক্তদান কর্মসূচি

এছাড়াও, এমবিবিএস ও বিডিএসের সকল ছাত্রছাত্রী ও ইন্টার্নদের মধ্যে থেকে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আহ্বান করা হচ্ছে।
বিষয়: "শহিদ জিয়ার কর্মময় জীবন"
রচনা অনূর্ধ্ব ৫০০ শব্দে লিখিত হতে হবে৷ রচনা ইমেলে জমা দেওয়া যাবে, লেখা ২৭ তারিখ রাত ১২টার মধ্যে জমা দিতে হবে, লেখা পাঠাবার ঠিকানা dabrajshahi09@gmail.com

লেখার সাথে পূর্ণ নাম, ব্যাচ, মেডিকেল কলেজের নাম, ফোন নাম্বার সংযোগ করতে হবে৷
প্রথম স্থান অধিকারী মূল অনুষ্ঠানে স্বরচিত প্রবন্ধ পাঠ করবে, এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজনে: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, রাজশাহী।

বাংলা নববর্ষের শুভেচ্ছা। আগামীকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১ বৈশাখ।  বাংলা নববর্ষ শুরুর এই দিনটিতে রাজশাহীর জাতীয়তাবাদী চিকিৎসক, শ...
13/04/2025

বাংলা নববর্ষের শুভেচ্ছা।

আগামীকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১ বৈশাখ।

বাংলা নববর্ষ শুরুর এই দিনটিতে রাজশাহীর জাতীয়তাবাদী চিকিৎসক, শিক্ষক, ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে সকাল নয়টায় আমরা উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহীর নির্ধারিত স্টলে বসে শুভেচ্ছা বিনিময় করব, ফটোবুথে ছবি তুলব, মিষ্টিমুখ করব।
সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্র...
21/03/2025

কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী সেনাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক জ্ঞাপন করেছি।

পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্য ভূমিতে পরিণত করা হয়েছে। আন্তর্জাতিক রীতি-নীতি উপেক্ষা করে নির্বিচারে বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৎসরাধিক কাল ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন উষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে, উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী। যুদ্ধ বিরতির পরও নতুন করে এই হামলা বেআইনী ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরীভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরাইলের এই ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। বিশ্ব জনমতের কোন তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরাইলীরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। ফিলিস্তিনে ইসরাইলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্বসম্প্রদায়কে আরও বেশী সোচ্চার হতে হবে।

আমি ইসরাইলী সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এছাড়া আহতদের আশু সুস্থতা কামনা করছি।"

সমন্বিত বিবৃতিস্বাস্থ্যখাত মুক্তির ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে অপচিকিৎসা ও প্রতারনার হাত থেকে রক্ষার লক্ষ্যে র...
11/03/2025

সমন্বিত বিবৃতি

স্বাস্থ্যখাত মুক্তির ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে অপচিকিৎসা ও প্রতারনার হাত থেকে রক্ষার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল ইউনিটের সকল বিভাগের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের অংশগ্রহনে অদ্য ১১/০৩/২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবারে অনুষ্ঠিত সাধারন সভায় নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে-

১। হাসপাতালের আউটডোরে সকল ধরনের সেবাকার্যক্রম বন্ধ থাকবে। দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এবং সাধারন জনগণকে অপচিকিৎসার হাত থেকে বাঁচাতে সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

২। বৃহত্তর রাজশাহী অঞ্চলে সকল ধরণের প্রাইভেট প্র্যাকটিস বা চেম্বার বন্ধ থাকবে, এই মর্মে সকল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেনারেল ও ডেন্টাল প্র্যাকটিশনার চিকিৎসকবৃন্দদের অবহিত করা হচ্ছে।

৩। সাধারণ জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে অত্র অঞ্চলের বৃহত্তম চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল ইউনিটের জরুরি ও জীবন রক্ষাকারী সেবা সমূহ (Admission Unit, Emergency Operation, Life Saving Procedure, Causality & Trauma Injury Service, Dialysis, CCU & ICU, প্রসূতি সেবা) বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারী-বেসরকারী ট্রেইনি ও রেসিডেন্ট, নন-রেসিডেন্ট এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দের সল্পপরিসরে অংশগ্রহণে গঠিত সেন্ট্রাল রোস্টারের মাধ্যমে নিশ্চিত করা হবে।

প্রকাশ থাকে যে, মহামান্য হাইকোটে মেডিকেল এ্যাসিটেন্টদের পক্ষ থেকে ডাক্তার পদবি ব্যবহারসহ চলমান ৩টি রিট আবেদন আগামী কাল ১২/০৩/২০২৫ইং তারিখ রোজ বুধবারে নিষ্পত্তি, জনগণের সুচিকিৎসা নিশ্চিতে যৌক্তিক রায় প্রদান এবং স্বাস্থ্যখাত মুক্তির ৫ দফা দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহীত না হলে, আমরা বৃহত্তর রাজশাহীর সর্বস্তরের চিকিৎসকবৃন্দ পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

"এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার নয়" এই বিএমডিসি এক্টের বিরুদ্ধে করা অন্যায্য রিট বাতিলের দাবিতে উত্তাল রাজশাহ...
11/03/2025

"এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার নয়" এই বিএমডিসি এক্টের বিরুদ্ধে করা অন্যায্য রিট বাতিলের দাবিতে উত্তাল রাজশাহীসহ সারা দেশের চিকিৎসক সমাজ।
এরই অংশ হিসেবে আজ রাজশাহীতে সারাদিন প্রাইভেট প্রাক্টিস বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

10/03/2025

আন্দোলনরত তরুণ চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে ড্যাব এর একাত্মতা প্রকাশ।

আপনারা অবগত আছেন, গত কিছুদিন যাবত সারাদেশের মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকবৃন্দ চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষার্থে ও স্বাস্থ্যখাতে বিরাজমান অস্থিরতা দূরীকরণে আন্দোলন চালিয়ে আসছেন। এরই সাথে ভঙ্গুর স্বাস্থ্যখাত সংস্কারে ৫ দফা দাবি পূরণে সরকারকে আহ্বান জানিয়ে আসছেন। জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে চিকিৎসকদের ৫ দফা যৌক্তিক দাবির সাথে একাত্মাতা ঘোষণা করেছেন। দাবিগুলো নিম্নরূপ:

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে "ডাক্তার" পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে "ডিপ্লোমা চিকিৎসক" নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।

২. "রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না" এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

পরিশেষে, ড্যাব নেতৃদ্বয় চিকিৎসাক্ষেত্রে বিরাজমান অস্থিরতা দূর করতে উপরোক্ত ৫ দফা দাবি পূরণের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা মনে করেন, জনস্বাথ্যের কল্যাণ নিশ্চিতে উপরোক্ত ৫ দফা দাবি পূরণ আবশ্যক।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে আজ সকল ক্যাডারের সাথে আন্দোলনে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহীর নেতৃবৃন্দ। প্রশাসন ক্যা...
02/03/2025

আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে আজ সকল ক্যাডারের সাথে আন্দোলনে ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহীর নেতৃবৃন্দ।

প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত প্রত্যাহার না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কোন উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচী পালনের আহ্বান জানানো হয়েছে।

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজের পক্ষ থেকে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের সকলকে পবিত্র রমজ...
01/03/2025

ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল কলেজের পক্ষ থেকে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা।

আল্লাহ সুব'হানাহু ওয়াতা'আলা বলেন, *"রমযান হলো সেই মাস, যে মাসে কুরআন নাযিল করা হয়েছিল। যা মানবজাতির জন্য হিদায়াত ও সুস্পষ্ট পথ নির্দেশক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যারাই এ মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে।"* [সুরা বাকারাহ ২ : আয়াত ১৮৫]

নামের আগের ডাক্তার পদবি লেখা নিয়ে চলমান আন্দোলনে কমপ্লিট শাট ডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখছে...
01/03/2025

নামের আগের ডাক্তার পদবি লেখা নিয়ে চলমান আন্দোলনে কমপ্লিট শাট ডাউন ও বিক্ষোভ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখছেন রাজশাহীর চিকিৎসক সমাজের নেতা ও রাজশাহী জেলা ড্যাবের জেনারেল সেক্রেটারি ডা মনোয়ার তারিক সাবু স্যার।

28/02/2025

ডাক্তার পদবি সংক্রান্ত রিটের নিষ্পত্তি এবং ৫ দফা দাবির সাথে ড্যাব এর একাত্মতা প্রকাশ।

আপনারা অবগত আছেন, গত কিছুদিন যাবত সারাদেশের মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকবৃন্দ 'ডাক্তার' পদবি সংক্রান্ত ১৩ বছর ধরে চলমান রিটের নিষ্পত্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন। এরই সাথে ভঙ্গুর স্বাস্থ্যখাত সংস্কারে ৫ দফা দাবি পূরণে সরকারকে আহ্বান জানিয়ে আসছেন। জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে ৫ দফার সাথে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম একাত্মতা ঘোষণা করেছেন।

দাবিগুলো হলো:

১। ডাক্তার পদবি সংক্রান্ত রিটটি প্রত্যাহার। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা। যা
২০১০ সালে স্বৈরাচারের প্রথম টার্মে প্রদান করা হয়।

২। উন্নত বিশ্বের মান অনুযায়ী OTC Drug আপডেট করা; এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ঔষধ ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ ঘোষণা করা।

৩। স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসণে-
দ্রুততম সময়ে শূণ্যপদে ১০০০০ (দশ হাজার) ডাক্তার নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক ষষ্ঠ গ্রেডে চাকুরিতে প্রবেশপথ তৈরি।
প্রতিবছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ প্রদান করে ডাক্তার চাহিদার ভারসাম্য বজায় রাখা।

- চিকিৎসকদের বিসিএস এর বয়সসীমা ৩৪ এ উন্নীত করা।

৪। বেকার তৈরির কারখানা সকল ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। তবে ইতোমধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থী এবং ডিএমএফ গণের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা। এছাড়াও, SACMO (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার) পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্টেন্ট পদবির ব্যবহার চালু। উল্লেখ্য, এটি ডাক্তার শব্দের সমার্থক হিসেবে জনগণকে ধাঁধায় ফেলে দেয়।

৫। চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা বিধানে সুরক্ষা আইন প্রণয়ন।

আগামী ১২ মার্চ ২০২৫ আদালতে চলমান ২৭৩০/২০১৩ রিটটির চূড়ান্ত রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে। আমরা চাই এই ১২ মার্চের রায়েই ১৩ বছর ধরে টানা ডাক্তার পদবি নিয়ে করা রিটের কার্যক্রমের অবসান হোক।

স্বাস্থ্যসেবা মুক্তি পাক।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. সাদীসহ ৫ জনের ম...
21/01/2025

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. সাদীসহ ৫ জনের মুক্তির জন্য দাবী।

ড্যাব, এনডিএফ ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ইং তারিখ ঢাকার সিএমএম কোর্ট কর্তৃক ডা. সাদিসহ ডেল্টা হসপিটালের নিরীহ কর্মকর্তা-কর্মচারীদেরকে কারাগারে প্রেরণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যের বিচার দাবি করি। আমরা অত্যন্ত বিস্মিত যে, জুলাই বিপ্লবে চিকিৎসকগণ নিজের জীবন বিপন্ন করে আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছেন। এমনকি পুলিশের রক্তচক্ষুকে অবজ্ঞা করে তারা আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছেন। এমনও খবর আছে যে, চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের হয়রানি করেছে পুলিশ। অনেক ক্ষেত্রে চিকিৎসকগণ পাহারা বসিয়ে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিতে হয়েছে। পুলিশ যখন আহত রোগীদের চিকিৎসা সেবায় বাধা দিচ্ছিলো তখন আন্দোলনে আহত রোগীকে রোড এক্সিডেন্টের রোগী বলে ভর্তি করে চিকিৎসা নিশ্চিত করেছেন চিকিৎসকগণ।

শহীদ ইসমাইলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ, পুলিশের বুলেট। পুলিশ তাকে হত্যা করে ডেল্টা হাসপাতালের সামনে ফেলে রাখে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে আহত ইসমাইলকে চিকিৎসা দেয়ার জন্য গেটের বাহির থেকে ভেতরে আনতে যান ডাঃ সাদীসহ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা কর্মচারী। এ সময় পুলিশ তাদের উপর গুলি করে। সে গুলিতে শহীদ ইসমাইলের সাথে শহীদ হতে পারতেন ডা. সাদী।

আমরা আরও জেনেছি, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিয়েছেন ও অপারেশন করেছেন ডা. সাদী। স্বৈরাচারের পতনের পর ৭ সেপ্টেম্বর, ২০২৪ইং তারিখ হাতিরঝিল থানায় এজাহার দায়ের করেন শহীদ ইসমাইলের স্ত্রী লাকি বেগম। ৫১ জনকে আসামী করে মামলা দায়ের করেন তিনি। এজাহারে মূল আসামী করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ জন। ৫১ জন আসামীর সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এজাহারে আরোও উল্লেখ করেন, মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশ পোস্টমর্টেম পর্যন্ত করতে পারেননি। কিন্তু লাকি বেগম তার এজাহারে কোথাও চিকিৎসক-নার্স বা চিকিৎসা সংশ্লিষ্ট কাউকে আসামী করেন নাই।

কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে ডা. সাদীসহ ৫ জনকে গ্রেপ্তার করে। আমরা এ ঘটনার সাথে স্বৈরাচারের দোসরদের যোগসাজশ দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে সিনিয়র চিকিৎসক ডা. সাহেদ আরা বেগমকে পুলিশ রাতের বেলা বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি চক্রান্ত জড়িত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ যখন স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে তখন পুলিশ বিনা কারণে চিকিৎসকদের উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

পুলিশের এমন আচরণের কঠোর নিন্দা জানাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ডা. সাদীসহ নিরপরাধ মানুষদেরকে কারাগার থেকে মুক্ত করতে হবে। তাদের নামে মামলা তুলে নিতে হবে। এটা করা না হলে আমরা কঠোর পদক্ষেপ নেব। আমরা আশা করব ভবিষ্যতে কোন চিকিৎসককে হেনস্থা করার আগে পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিবে

Address

Rajshahi Medical College
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Association of Bangladesh, DAB, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram