25/05/2025
রাজশাহী মেডিকেল কলেজ এ আগামি ২৯ মে, বৃহস্পতিবার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
স্থান: আমিরুদ্দিন গ্যালারি, রাজশাহী মেডিকেল কলেজ
* কুরআন খানি
* আলোচনা সভা ১১:৩০
* প্রবন্ধ উপস্থাপনা: শহিদ জিয়ার কর্মময় জীবন
* ডকুমেন্টারি প্রদর্শনী
* দোয়া মাহফিল
* দিনব্যাপী রক্তদান কর্মসূচি
এছাড়াও, এমবিবিএস ও বিডিএসের সকল ছাত্রছাত্রী ও ইন্টার্নদের মধ্যে থেকে প্রবন্ধ রচনা প্রতিযোগিতার আহ্বান করা হচ্ছে।
বিষয়: "শহিদ জিয়ার কর্মময় জীবন"
রচনা অনূর্ধ্ব ৫০০ শব্দে লিখিত হতে হবে৷ রচনা ইমেলে জমা দেওয়া যাবে, লেখা ২৭ তারিখ রাত ১২টার মধ্যে জমা দিতে হবে, লেখা পাঠাবার ঠিকানা dabrajshahi09@gmail.com
লেখার সাথে পূর্ণ নাম, ব্যাচ, মেডিকেল কলেজের নাম, ফোন নাম্বার সংযোগ করতে হবে৷
প্রথম স্থান অধিকারী মূল অনুষ্ঠানে স্বরচিত প্রবন্ধ পাঠ করবে, এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজনে: ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, রাজশাহী।