30/01/2025
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে ইএনটি এন্ড হেড নেক সার্জারি বিভাগের উদ্যেগে ও সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ জানুয়ারি ডাঃ হাসিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াত করেন ডাঃ মোঃ শামীম হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্তাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া।
সেমিনার এর মুল প্রবন্ধ উপস্থাপন করেন নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগ এর সহকারী রেজিস্ট্রার ডা. আল মুকসেদ বিন জামান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর প্রফেরস ডাঃ আল-মামুন-অর-রশীদ, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ নুরুল ইসলাম, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ মোঃ আব্দুর রশিদ, প্রফেসর ডাঃ ফাতেমা সিদ্দিকা, প্রফেসর ডাঃ আবেদা খাতুন, প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ নাসরিন বেগম ডটি, ডাঃ ফরিদা ইসলাম ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ সাইমা হক, ডাঃ মেহজাবিন তাসকিন খান সহ প্রমুখ।
অনুষ্ঠান এর সভাপতি ইএনটি বিভাগের সহযোগী ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ হারুন-উর-রশিদ সেমিনারের মূল বিষয়ের উপর বিষদ আলোচনা করেন ও উপস্থিত শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
তিনি বলেন এলার্জিক রাইনাইটিস কোন জটিল রোগ নয় । কিন্তু এটি একজন মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্ম বিঘ্ন ঘটাতে পটু। এই রোগের লক্ষণসমূহের মধ্যে নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া ,বারবার হাঁচি হওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক চোখ গলা চুলকানো সহ আরো অনেক উপসর্গ রয়েছে। এর কারণসমূহের মধ্যে রয়েছে গাছ, ঘাস, ফুলের পরাগ ,পোষা প্রাণীর মৃত চামড়া ও লালা,ধুলো, অতি ক্ষুদ্র পরজীবী কিট, ছত্রাক এবং গুড়ো মাটির বীজগুটিসহ প্রভৃতি। এর প্রতিকার খুব সহজেই করা যায়।
প্রতিকার গুলি হল- ফেস মাস্ক পরিধান করা,এলার্জেন আছে এমন জায়গা পরিহার করা বা দূরে থাকা, যেসব খাবারে অ্যালার্জি আছে সেগুলো না খাওয়া, উপসর্গ নিবারক কিছু ঔষধ এবং সর্বোপরি এগুলোতে না হলে অস্ত্র প্রচার। অতএব ভয় নেই। সর্বশেষ বলতে চাই -এলার্জেন কে শরীরে ঢুকতে দিব না আর, যদি তা না পারি,করব প্রতিরোধ তবুও মানবো না হার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আজকের সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম তা যেন আমাদের শিক্ষা জীবনে কাজে লাগাতে পারি। সেমিনার থেকে শিক্ষাগুলো নিজ জীবনে ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি। এছাড়াও তিনি ইএনটি বিভাগকে সুন্দর একটি সেমিনার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
উক্ত সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিঃ
অনুষ্ঠনের সভাপতি উপস্থিত সকলকে মূল্যবান সময় দিয়ে সেমিনারকে সাফল্যমন্ডিত করতে সকলকে ধন্যবাদ জানান। আগামীতে ইনএনটি এন্ড হেড নেক সার্জারির উদ্যেগে আরো সুন্দর সেমিনার উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।