Health News Rajshahi

Health News Rajshahi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health News Rajshahi, Health & Wellness Website, Rajshahi.

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিতইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে ইএনটি এন্ড হেড নেক...
30/01/2025

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে ইএনটি এন্ড হেড নেক সার্জারি বিভাগের উদ্যেগে ও সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ জানুয়ারি ডাঃ হাসিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াত করেন ডাঃ মোঃ শামীম হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্তাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া।
সেমিনার এর মুল প্রবন্ধ উপস্থাপন করেন নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগ এর সহকারী রেজিস্ট্রার ডা. আল মুকসেদ বিন জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর প্রফেরস ডাঃ আল-মামুন-অর-রশীদ, প্রফেসর ডাঃ পারভীন সুলতানা, প্রফেসর ডাঃ মোঃ মতিউর রহমান, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ নুরুল ইসলাম, প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ মোসাঃ লায়লা আক্তার, প্রফেসর ডাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ মোঃ আব্দুর রশিদ, প্রফেসর ডাঃ ফাতেমা সিদ্দিকা, প্রফেসর ডাঃ আবেদা খাতুন, প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ নাসরিন বেগম ডটি, ডাঃ ফরিদা ইসলাম ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ সাইমা হক, ডাঃ মেহজাবিন তাসকিন খান সহ প্রমুখ।

অনুষ্ঠান এর সভাপতি ইএনটি বিভাগের সহযোগী ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ হারুন-উর-রশিদ সেমিনারের মূল বিষয়ের উপর বিষদ আলোচনা করেন ও উপস্থিত শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

তিনি বলেন এলার্জিক রাইনাইটিস কোন জটিল রোগ নয় । কিন্তু এটি একজন মানুষের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কর্ম বিঘ্ন ঘটাতে পটু। এই রোগের লক্ষণসমূহের মধ্যে নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া ,বারবার হাঁচি হওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক চোখ গলা চুলকানো সহ আরো অনেক উপসর্গ রয়েছে। এর কারণসমূহের মধ্যে রয়েছে গাছ, ঘাস, ফুলের পরাগ ,পোষা প্রাণীর মৃত চামড়া ও লালা,ধুলো, অতি ক্ষুদ্র পরজীবী কিট, ছত্রাক এবং গুড়ো মাটির বীজগুটিসহ প্রভৃতি। এর প্রতিকার খুব সহজেই করা যায়।

প্রতিকার গুলি হল- ফেস মাস্ক পরিধান করা,এলার্জেন আছে এমন জায়গা পরিহার করা বা দূরে থাকা, যেসব খাবারে অ্যালার্জি আছে সেগুলো না খাওয়া, উপসর্গ নিবারক কিছু ঔষধ এবং সর্বোপরি এগুলোতে না হলে অস্ত্র প্রচার। অতএব ভয় নেই। সর্বশেষ বলতে চাই -এলার্জেন কে শরীরে ঢুকতে দিব না আর, যদি তা না পারি,করব প্রতিরোধ তবুও মানবো না হার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আজকের সেমিনারের মূল বিষয় থেকে যে শিক্ষা আমরা পেলাম তা যেন আমাদের শিক্ষা জীবনে কাজে লাগাতে পারি। সেমিনার থেকে শিক্ষাগুলো নিজ জীবনে ও ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি। এছাড়াও তিনি ইএনটি বিভাগকে সুন্দর একটি সেমিনার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

উক্ত সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিঃ

অনুষ্ঠনের সভাপতি উপস্থিত সকলকে মূল্যবান সময় দিয়ে সেমিনারকে সাফল্যমন্ডিত করতে সকলকে ধন্যবাদ জানান। আগামীতে ইনএনটি এন্ড হেড নেক সার্জারির উদ্যেগে আরো সুন্দর সেমিনার উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন। সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়ে থাকে। সর্ব...
24/01/2025

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়ে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২৮০-৩০০ জন এই টিকা গ্রহণ করছেন।

**প্রতিদিন সকাল ৮.৩০ ঘটিকা থেকে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলে।

**সরকারি ছুটির দিন, শুক্রবার এমনকি ঈদের দিনেও এই টিকা প্রদান করা হয়।

**সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটাগরি অনুযায়ী ইমারজেন্সি মেডিকেল অফিসারের পরামর্শ মোতাবেক টিকা প্রদান করা হয়।

জলাতঙ্ক টিকা গ্রহণ করতে যা যা প্রয়োজনঃ
১. ইমার্জেন্সি টিকিট কাউন্টার থেকে ১০ টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে।

২. ইমার্জেন্সি মেডিকেল অফিসারের থেকে পরামর্শ গ্রহণ পূর্বক জলাতঙ্ক টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে টিকিট জমা দিয়ে অপেক্ষা করতে হবে।

৩. টিকা গ্রহণ শেষে পরবর্তী টিকাদানের শিডিউল বুঝে নিবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের থেকে টিকাগ্রহণের পাশাপাশি চিকিৎসা সেবা গ্রহণ করুন।

**যেসব প্রাণীর কামড়/আঁচড়ে টিকা গ্রহণ করতে হবে: কুকুর, বিড়াল, শিয়াল, বেঁজি, বানর, বাদুর।

**যেসব প্রাণীর কামড়/আঁচড়ে টিকা গ্রহণ করতে হবে না: ইঁদুর, খরগোশ, কাঠবেড়ালি, গুইসাপ, মানুষ।

**সাধারণত এই টিকা গ্রহণের ৬ মাসের মধ্যে পুনরায় আক্রান্ত হলে টিকা গ্রহণের প্রয়োজন হয়না। তারপরেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিন।

সূত্র: রামেক হাসপাতাল কর্তৃপক্ষ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সম্পর্কিত কিছু তথ্য:১। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সকাল ...
27/11/2024

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) সম্পর্কিত কিছু তথ্য:

১। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত টিকেট সংগ্রহ করা যাবে এবং আউটডোর খোলা থাকে আড়াইটা পর্যন্ত।

২। একটি টিকেটের ক্রয়মূল্য ১০টাকা এবং তা নির্ধারিত টিকেট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

৩। একটি টিকেটে একবার চিকিৎসা সেবা নিতে পারবেন।

৪। আউটডোরে নিয়মিত মেডিসিন, যৌন ও চর্ম, গাইনী, ফিজিক্যাল মেডিসিন, দন্ত, সার্জিক্যাল, চক্ষু, মনোরোগ, অর্থোপেডিক, ইএনটি (নাক, কান, গলা), শিশু, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

৫। নিয়মিত বিভাগগুলো ছাড়াও আউটডোরের ৩১ নম্বর কক্ষে রবিবার ও বুধবার শিশু সার্জারি, সোমবার নিউরো সার্জারি, মঙ্গলবার ইউরোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন। এছাড়াও আউটডোরের ৭৮ নম্বর কক্ষে শনিবার হেপাটোলজি, রবিবার বক্ষব্যাধি, সোমবার এন্ডোক্রাইনোলজি, মঙ্গলবার নিউরো মেডিসিন, বুধবার গ্যাস্ট্রোএ্যান্টারোলজি ও কার্ডিওলজি এবং বৃহস্পতিবার রিউমাটোলজি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন।

৬। আউটডোরে রোগী দেখানোর পর রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক বিভিন্ন পরীক্ষা দিলে সেসব পরীক্ষার বেশীর ভাগই আউটডোর প্যাথলজি ও রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগ থেকে নির্ধারিত ফি দিয়ে করাতে পারবেন।

৭। আউটডোরে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে চাইলে অবশ্যই তা আউটডোরে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ীই করতে হবে।

৮। পরীক্ষার ফি প্রদানের সময় অবশ্যই জমা স্লীপ বুঝে নিবেন।

৯। আউটডোরে চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের নির্দেশিত ওষুধের সরকারি সরবরাহ থাকলে তা আউটডোর ডিসপেনসারি হতে সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, আউটডোরে চিকিৎসা নিতে হলে অবশ্যই রোগীকে সাথে আনতে হবে। হাসপাতালে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলবেন।

অপরিচিত কোনো ব্যক্তির সাথে বাইরে চিকিৎসা নিতে যাবেন না।

কোনো কিছু বুঝতে না পারলে হেল্প ডেস্কের সহায়তা নিবেন।
( যদিও হেল্প ডেক্সে কখনও কোনো লোক থাকে না, তবুও চেষ্টা করবেন। তবে আমার মনে হয় হসপিটালে যে আনসার বাহিনী আছে, তাদের হেল্প নেওয়ায় সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে)

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health News Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram