B.sc Student Welfare Association-BSWA, RMU,Rajshahi

B.sc Student Welfare Association-BSWA, RMU,Rajshahi "Success is walking from failure to failure with no loss of enthusiasm."

 #আলহামদুলিল্লাহ ❤️২০২১-২২ সেশনের ১ম ফাইনাল প্রফ ২৭/০৭/২০২৫ ইং শুরু হয়ে এখনও চলমান..... #কিন্তু সেশনজট নিরসনে শিক্ষার্থী...
04/08/2025

#আলহামদুলিল্লাহ ❤️

২০২১-২২ সেশনের ১ম ফাইনাল প্রফ ২৭/০৭/২০২৫ ইং শুরু হয়ে এখনও চলমান.....

#কিন্তু সেশনজট নিরসনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, রামেবি কতৃপক্ষ ২০২২-২৩ সেশনের ১ম ফাইনাল প্রফ আগামী ২৮/০৮/২০২৫ ইং শুরু করবেন বলে, রুটিন প্রকাশিত করেছেন ✌️✌️

#আলহামদুলিল্লাহ, দীর্ঘ সেশনজট থেকে শিক্ষার্থীরা মুক্ত হচ্ছে । আশা করি আগামীতে শিক্ষার্থীবান্ধব আরো সুন্দর ক্যাম্পাস তৈরিতে, রামেবি কতৃপক্ষ আরো অগ্রণী ভূমিকা পালন করবে 🥰🥰

#শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে সেশনজট নিরসনে ১ মাস ব্যবধানে দুটো পরীক্ষা নেওয়ার দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করায়, রামেবি কতৃপক্ষ বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ 🌹🌹🌹🌹🌹

 #আলহামদুলিল্লাহ,গত ২৯/০৪/২০২৫ ইং তারিখে বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের, ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট  নতুন কমিটি, নতুন ...
14/05/2025

#আলহামদুলিল্লাহ,গত ২৯/০৪/২০২৫ ইং তারিখে বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের, ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি, নতুন ও ভিন্ন আঙ্গিকে প্রজেক্টরের এর মাধ্যমে প্রকাশ করা হলেও, গত ১২/০৫/২০২৫ তারিখে সরকারি ও বেসরকারি কলেজের সকল শিক্ষার্থীদের উপস্থিতি ও সম্মতিতে নতুন কমিটিকে সকল দায়িত্ব অর্পণ করা হয়।

#বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে - বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের, ১ বছরের জন্য সরকারি ও বেসরকারি কলেজ থেকে দায়িত্বপ্রাপ্ত ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

#আশা করি, তোমাদের যোগ্য নেতৃত্বে বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের আগামী পথচলা অনেক সুন্দর হবে।
তোমাদের জন্য শুভকামনা রইলো।

শুভেচ্ছান্তে:
বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির
আহ্বায়ক
মো:মামুন রশিদ মিছবাহ
৮ম ব্যাচ
সেশন : ২০১৭-১৮ ইং
ফিজিওথেরাপি বিভাগ

10/05/2025

ইনশা-আল্লাহ আগামী ২০ মে এর মধ্যে জুলাই ২০২১ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ।

সূত্রঃ ভিসি স্যার ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর রামেবি।

 #আলহামদুলিল্লাহ গত ২৯/০৪/২০২৫ তারিখে "জনাব: আবু রায়হান "স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করে বি.এস.সি...
02/05/2025

#আলহামদুলিল্লাহ
গত ২৯/০৪/২০২৫ তারিখে "জনাব: আবু রায়হান "স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করে বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদ ।

#অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির- আহ্বায়ক ও বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা পরিষদের উপদেষ্টা 'মো.মামুন রশিদ মিছবাহ'(বি.পি.টি)
আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় , কোর্স কো-অর্ডিনেটর স্যার,বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং ব্যাচেলর অব ফিজিওথেরাপি ও বিএসসি ইন মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরি) বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।

#সম্মানিত উপস্থিতি, স্যারের বিদায়ী অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং স্মৃতিচারণ করেন।

#অনুষ্ঠানে উপস্থাপনা ও মানপত্র পাঠ করেন 'সিনথিয়া মিম'(বি.পি.টি)

 #আলহামদুলিল্লাহ  #আজ ১৬/০৪/২০২৫ রামেবিতে  ব্যাচেলর অব ফিজিওথেরাপি ও বি.এস.সি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বিভাগের পরী...
16/04/2025

#আলহামদুলিল্লাহ

#আজ ১৬/০৪/২০২৫ রামেবিতে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ও বি.এস.সি ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি বিভাগের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ডিন মহোদয় ডাঃ মোঃ আজিজুল হক (আজাদ) স্যার গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করেন।

#উক্ত মিটিংয়ে সেশনজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।
অর্থাৎ আগামী জানুয়ারি টার্ম পরীক্ষায়, সরকারি কলেজের ২০২২-২৩ সেশন ও বেসরকারি কলেজের ২০২১-২২ ও ২০২২-২৩ সেশন অংশগ্রহণ করতে পারবে।

#ইনশা-আল্লাহ এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে খুব শীঘ্রই সেশনজট নিরসন হয়ে যাবে।

#সেশনজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় ডিন মহোদয় ডাঃ মোঃ আজিজুল হক (আজাদ) স্যার, রামেবি ও কলেজ কতৃপক্ষকে বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 🌹🌹

.Sc Student Wefare Association-BSWA RMU,Rajshahi.

 #ঈদ একটি নতুন শুরু, সুখ ও আনন্দের নতুন অধ্যায়। আল্লাহর রহমত সবসময় আপনার উপর বর্ষিত হোক। ঈদ মোবারক। .Sc Student Wefare...
31/03/2025

#ঈদ একটি নতুন শুরু, সুখ ও আনন্দের নতুন অধ্যায়। আল্লাহর রহমত সবসময় আপনার উপর বর্ষিত হোক। ঈদ মোবারক।

.Sc Student Wefare Association-BSWA RMU,Rajshahi.

 #আলহামদুলিল্লাহ  #বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সকল সমস্যা সমাধানের লক্ষ্যে বি.এস.সি ছাত্রকল্যাণ ...
28/03/2025

#আলহামদুলিল্লাহ

#বি.এস.সি ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সকল সমস্যা সমাধানের লক্ষ্যে বি.এস.সি ছাত্রকল্যাণ পরিষদ, রামেবি, রাজশাহী এর আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ --- BPTSA
(ফিজিওথেরাপি শিক্ষার্থী সংগঠন) এবং ABILAS (ল্যাবরেটরি শিক্ষার্থী সংগঠন) উভয় সংগঠনের সভাপতি ও সেক্রেটারিদের সঙ্গে অনলাইন জুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

#নতুন ছাত্র কল্যাণ পরিষদের কমিটি দেয়ার ব্যাপারে সবাই মত প্রকাশ করায়, ইনশা-আল্লাহ খুব শীঘ্রই সরাসরি একটা মিটিংয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।

.sc Student Welfare Association-BSWA, RMU,Rajshahi

 #আসসালামু আলাইকুম  #সবার দৃষ্টি আকর্ষণ করছি ...  #রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি.এস.সি ইন ফিজিওথেরাপি বিভাগের ৯ম ব্...
26/03/2025

#আসসালামু আলাইকুম
#সবার দৃষ্টি আকর্ষণ করছি ...

#রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি.এস.সি ইন ফিজিওথেরাপি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী @শামস সবুজ জমি সংক্রান্ত ঝামেলা মধ্যে দীর্ঘদিন অতিবাহিত করছিলেন। ঝামেলা ছাড়া সবকিছু সমাধান করার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাদের ক্ষমতা দেখাতে থাকে এবং হুমকি দিতে থাকে।

#আজ দুর্বৃত্তদের আঘাতে শামস সবুজ আহত হয়। এখন অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
সবাই তার জন্য দোয়া করবেন এবং রংপুরে আশেপাশে যারা আছেন সবাই তাকে দেখার জন্য হাসপাতালে যেতে পারেন।

.sc Student Welfare Associstion-BSWA, RMU,Rajshahi এর পক্ষ থেকে উক্ত হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসের দৃষ্টি আকর্ষণ করছি।

Want Justice

 #যাদের নেতৃত্ব ও  অক্লান্ত পরিশ্রমে ক্যারিঅন পদ্ধতি চালু , ইয়ারড্রপ ও ছাত্রত্ব বাতিলের মতো কঠিন নিয়মগুলো মেডিকেল বিশ্বব...
20/03/2025

#যাদের নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমে ক্যারিঅন পদ্ধতি চালু , ইয়ারড্রপ ও ছাত্রত্ব বাতিলের মতো কঠিন নিয়মগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় বাতিল করতে বাধ্য হয় এবং নতুন অর্ডিন্যান্স প্রকাশ করে।

#যারা দীর্ঘ প্রায় ৩ মাস সকল শিক্ষার্থীকে শেষ পর্যন্ত এক রেখে কাজ পরিচালনা করার মতো কঠিন কাজ সফলতার সাথে সম্পন্ন করে।

#যাদের নেতৃত্বে বন্যা দুর্গত এলাকায় সকলের সহযোগিতার ভালবাসার উপহার পৌঁছে দেয়া হয়।

#যাদের নেতৃত্বে কতৃপক্ষ পরবর্তী পরীক্ষা তাড়াতাড়ি আয়োজন করতে বাধ্য হয় ।

#যারা বিশ্বাস রেখেছিল ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির উপর। তাদের বিশ্বাস, ভালোবাসা,পরিশ্রম,ত্যাগ এই কমিটি ব্যর্থ হতে দেয়নি।

#আলহামদুলিল্লাহ্‌ এই কমিটির হাত ধরেই আমরা আমাদের যৌক্তিক আন্দোলনকে সফলতায় রাঙিয়েছিলাম ✌️✌️

proved Unity is strength 🤝🤝
Power

.Sc Student Welfare Association -BSWA RMU, Rajshahi 💙💙

Address

Rajshahi
Rajshahi

Telephone

+8801776633849

Website

Alerts

Be the first to know and let us send you an email when B.sc Student Welfare Association-BSWA, RMU,Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram