
10/08/2025
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
মেডিসেবা ব্র্যান্ড প্রোমোটর
কর্মস্থল: প্রতিটি ইউনিয়নে নিজ এলাকায়
সময়: সকাল ৯টা – দুপুর ২টা (হাফ টাইম)
প্রকল্পের আওতা: প্রতি থানা → ৬টি ইউনিয়ন → প্রতিটি ইউনিয়নে ২ জন ব্র্যান্ড প্রোমোটর
মূল দায়িত্বসমূহ
1. গ্রাহক রেজিস্ট্রেশন
প্রতিদিন অন্তত ২৫ জন ব্যক্তিকে ফ্রি রেজিস্ট্রেশন করানো।
গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সঠিকভাবে অ্যাপে ইনপুট করা।
2. প্রিমিয়াম প্যাকেজ বিক্রয়
প্রতিটি বিক্রিতে ২৫% কমিশন পাবেন।
গ্রাহককে প্রিমিয়াম প্যাকেজের সুবিধা বোঝানো।
3. সচেতনতা বৃদ্ধি
মেডিসেবার ডাক্তার সিরিয়াল, রক্ত সেবা, ভিডিও কল ডাক্তার, মেডিশপ, অ্যাম্বুলেন্স, ডিসকাউন্ট প্যাকেজসহ সব সেবা সম্পর্কে গ্রাহককে জানানো।
4. মাসিক ডাক্তার ক্যাম্প আয়োজন
নিজ ইউনিয়নে প্রতি মাসে অন্তত ১টি ডাক্তার ক্যাম্পিং আয়োজন।
প্রিমিয়াম গ্রাহককে ফ্রি সেবা প্রদান নিশ্চিত করা।
5. রিপোর্টিং ও ফিডব্যাক
প্রতিদিনের কাজের রিপোর্ট সুপারভাইজারের কাছে জমা দেওয়া।
মাঠ পর্যায়ের সমস্যার সমাধান জানানো।
যোগ্যতা
কমপক্ষে এসএসসি/এইচএসসি পাশ
মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলার দক্ষতা
মোবাইল অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
বেতন ও সুবিধা
বেসিক বেতন: ৩,৫০০ টাকা/মাস
কমিশন: প্রতিটি প্রিমিয়াম প্যাকেজ বিক্রিতে ২৫%
বোনাস: পারফরম্যান্স অনুযায়ী মাসিক ও বাৎসরিক বোনাস
ফ্রি প্রশিক্ষণ: মেডিসেবা টিমের মাধ্যমে
ক্যারিয়ার সুযোগ: ভালো পারফরম্যান্সে সুপারভাইজার/অফিস পদে উন্নতির সুযোগ
কাজের সময়
⏱ সকাল ৯টা – দুপুর ২টা (৫ ঘণ্টা)
আবেদন করুন আমাদের ওয়েবসাইট এঃ
https://mediseba.org/current-jobs/mediseba_brand_promotor/
অথবা সিভি ইমেইল করুন এই ইমেইল এঃ mediseba00@gmail.com