মেডিসেবা -MediSeba

  • Home
  • মেডিসেবা -MediSeba

মেডিসেবা -MediSeba "সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নির্বিশেষে"

নিয়োগ বিজ্ঞপ্তিঃমেডিসেবা ব্র্যান্ড প্রোমোটর কর্মস্থল: প্রতিটি ইউনিয়নে নিজ এলাকায়সময়: সকাল ৯টা – দুপুর ২টা (হাফ টাইম)প্রক...
10/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

মেডিসেবা ব্র্যান্ড প্রোমোটর

কর্মস্থল: প্রতিটি ইউনিয়নে নিজ এলাকায়
সময়: সকাল ৯টা – দুপুর ২টা (হাফ টাইম)
প্রকল্পের আওতা: প্রতি থানা → ৬টি ইউনিয়ন → প্রতিটি ইউনিয়নে ২ জন ব্র্যান্ড প্রোমোটর

মূল দায়িত্বসমূহ

1. গ্রাহক রেজিস্ট্রেশন

প্রতিদিন অন্তত ২৫ জন ব্যক্তিকে ফ্রি রেজিস্ট্রেশন করানো।

গ্রাহকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সঠিকভাবে অ্যাপে ইনপুট করা।

2. প্রিমিয়াম প্যাকেজ বিক্রয়

প্রতিটি বিক্রিতে ২৫% কমিশন পাবেন।

গ্রাহককে প্রিমিয়াম প্যাকেজের সুবিধা বোঝানো।

3. সচেতনতা বৃদ্ধি

মেডিসেবার ডাক্তার সিরিয়াল, রক্ত সেবা, ভিডিও কল ডাক্তার, মেডিশপ, অ্যাম্বুলেন্স, ডিসকাউন্ট প্যাকেজসহ সব সেবা সম্পর্কে গ্রাহককে জানানো।

4. মাসিক ডাক্তার ক্যাম্প আয়োজন

নিজ ইউনিয়নে প্রতি মাসে অন্তত ১টি ডাক্তার ক্যাম্পিং আয়োজন।

প্রিমিয়াম গ্রাহককে ফ্রি সেবা প্রদান নিশ্চিত করা।

5. রিপোর্টিং ও ফিডব্যাক

প্রতিদিনের কাজের রিপোর্ট সুপারভাইজারের কাছে জমা দেওয়া।

মাঠ পর্যায়ের সমস্যার সমাধান জানানো।

যোগ্যতা

কমপক্ষে এসএসসি/এইচএসসি পাশ

মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলার দক্ষতা

মোবাইল অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

বেতন ও সুবিধা

বেসিক বেতন: ৩,৫০০ টাকা/মাস

কমিশন: প্রতিটি প্রিমিয়াম প্যাকেজ বিক্রিতে ২৫%

বোনাস: পারফরম্যান্স অনুযায়ী মাসিক ও বাৎসরিক বোনাস

ফ্রি প্রশিক্ষণ: মেডিসেবা টিমের মাধ্যমে

ক্যারিয়ার সুযোগ: ভালো পারফরম্যান্সে সুপারভাইজার/অফিস পদে উন্নতির সুযোগ

কাজের সময়

⏱ সকাল ৯টা – দুপুর ২টা (৫ ঘণ্টা)

আবেদন করুন আমাদের ওয়েবসাইট এঃ
https://mediseba.org/current-jobs/mediseba_brand_promotor/

অথবা সিভি ইমেইল করুন এই ইমেইল এঃ mediseba00@gmail.com

04/08/2025

কার কার জীবনে একবার হলেও হজ করার ইচ্ছা আছে লাইক দিয়ে সাথে থাকুন

03/08/2025

আসসালামু আলাইকুম
🎯 মেডিসেবা এখন আপনার থানায়—সেবায় নেতৃত্ব দিন, আয় গড়ুন, স্বপ্ন ছুঁয়ে ফেলুন!
---
মেডিসেবা বাংলাদেশের একটি ডিজিটাল হেলথ স্টার্টআপ,
যার লক্ষ্য—স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া দেশের প্রতিটি ঘরে,
সহজে, সাশ্রয়ীভাবে, প্রযুক্তির মাধ্যমে।
---
🔵 আমাদের মিশন:
“স্বাস্থ্যসেবা হোক সহজ, সাশ্রয়ী ও সবার নাগালে।”
🔵 আমাদের ভিশন:
“বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন ও থানায় একটি করে ডিজিটাল স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা।”
---
🩺 মেডিসেবা দিচ্ছে—
✅ ডাক্তার সিরিয়াল বুকিং (লোকাল ও স্পেশালিস্ট)
✅ ভিডিও কলে চিকিৎসা (ডাক্তারের ঘর)
✅ ঔষধ হোম ডেলিভারি (মেডিশপ)
✅ রক্তসেবা (জরুরি রক্ত ডোনার সংযোগ)
✅ অ্যাম্বুলেন্স ও হসপিটাল রেফার
✅ হেলথ প্যাকেজ (শুধু ৯৯ টাকা থেকে শুরু)
✅ মাঠ পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্পিং
✅ ২৪/৭ কাস্টমার কেয়ার ও হটলাইন
---
🔍 আমরা খুঁজছি:
📍 নওগাঁ | রাজশাহী | নাটোর | চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রতিটি থানায়:
🔹 ১ জন ডিলার পার্টনার
🔹 ১ জন ইনভেস্টর পার্টনার
🔹 ১ জন উপদেষ্টা / শুভাকাঙ্ক্ষী
---
🎁 আপনি যা পাবেন:
💼 নিজস্ব অফিস ও সেবা কেন্দ্র
💰 মাসিক আয় + কমিশন
👥 কোম্পানির ব্র্যান্ড ও টিম সাপোর্ট
🌟 সামাজিক সম্মান ও নেতৃত্বের সুযোগ
---
📞 যোগাযোগ করুন:

📞 হটলাইন: 09647 111666
📲 WhatsApp: 01755 210452
Email : mediseba00@gmail.com
Email: info@mediseba.org
🌐 ওয়েবসাইট: mediseba.org
🪧App : MediSeeba
এছাডাও 📩 ইনবক্স করুন:
ডিলারশিপ নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন:- https://mediseba.org/dealer-partner/
🩺 মেডিসেবা প্রতিশ্রুতি:
“ঘরে বসে সেবা নিন, সুস্থ থাকুন নির্বিশেষে।”
এটাই আমাদের অঙ্গীকার।
---
#মেডিসেবা #স্বাস্থ্যসেবা #ডিলার_চাচ্ছি
#ইনভেস্টর_হোন #উপদেষ্টা_পার্টনার

#ঘরেবসে_চিকিৎসা #হেলথটেক_বাংলাদেশ
#স্বাস্থ্যউদ্যোক্তা

আসসালামু আলাইকুম।ঘরে বসেই স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে "মেডিসেবা"র হাত ধরে! 🚀 "সেবা নি...
27/07/2025

আসসালামু আলাইকুম।

ঘরে বসেই স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার স্বপ্ন এবার বাস্তব হতে চলেছে "মেডিসেবা"র হাত ধরে! 🚀 "সেবা নিন ঘরে বসে,
সুস্থ থাকুন নির্বিশেষে।"

াদের_লক্ষ্য:*
আমরা "মেডিসেবা" (Mediseba) নিয়ে আসছি এক যুগান্তকারী পরিবর্তন, যেখানে গ্রামের সাধারণ মানুষও পাবে আধুনিক স্বাস্থ্যসেবা সহজে। আমাদের অ্যাপ, হটলাইন, অফিস, ডাক্তার ও অভিজ্ঞ টিম – সবকিছুই এখন প্রস্তুত।

#আমাদের_কার্যক্রম*:
আমরা শুরু করছি মাঠপর্যায়ের কার্যক্রম। এর প্রথম ধাপে দেশের বিভিন্ন থানায় স্থাপন করা হবে আমাদের শাখা অফিস। এই মহৎ মিশনে আমরা খুঁজছি এমন কিছু নিবেদিতপ্রাণ সহযাত্রী, যারা দেশের মানুষের জন্য কিছু করতে আগ্রহী।
আপনার জন্য সুযোগ
আমরা কোনো সাহায্য চাইছি না, বরং খুঁজছি সেইসব মানুষদের, যারা একটি মহৎ উদ্যোগে শুরু থেকেই নিজেদের যুক্ত করতে চান।
#আপনার_জন্য_থাকছে_৩টি_সুযোগ*:
#ডিলার_পার্টনার: নিজের এলাকায় মেডিসেবার শাখা অফিস খুলে মাসিক আয়ের সুযোগ নিন।
#ইনভেস্টর: আমাদের স্বাস্থ্যভিত্তিক স্টার্টআপে বিনিয়োগ করে ভবিষ্যতের অংশীদার হোন।
#উপদেষ্টা: আপনার মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে আমাদের সঠিক পথে পরিচালিত করুন।

আগ্রহী হলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

বিস্তারিত আলোচনা করার জন্য আমরা প্রস্তুত। একটি ভালো উদ্যোগে আপনি থাকতে পারেন শুরু থেকেই।
* 🌐 *ওয়েবসাইট*: www.mediseba.org
* 📞 *হটলাইন*: 09647 111666
* 💬 *Whatsapp: 01755 210452
* 📧 ইমেইল: info@mediseba.org
আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন – আমরা কৃতজ্ঞ থাকব। 🤲
অমিত হাসান
প্রতিষ্ঠাতা ও সিইও
#মেডিসেবা কোম্পানি লিমিটেড
#স্বাস্থ্যসেবা

বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুনহট লাইন নাম্বার: +8809647 111 666ওয়েবসাইট: www.mediseba.or...
27/07/2025

বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন
হট লাইন নাম্বার: +8809647 111 666
ওয়েবসাইট: www.mediseba.org
অ্যাপলিংক: https://play.google.com/store
/apps/details?id=com.medisebauser.apps

কোন প্রশ্ন থাকলে কমেন্টে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন একজন বিশেষজ্ঞ ডাক্টার দাঁড়া আপনার বিষয়টি যাচাই করা হবে
#মেডিসেবা #ডাক্তার পরামর্শ

#স্বাস্থ্যসেবা

রক্ত নিয়ে আর টেনশন নয়! 🩸রক্তের অভাবে প্রিয়জনের জীবন বিপন্ন? শেষ মুহূর্তে রক্ত খুঁজে হয়রান? 😥মেড সেবা নিয়ে এসেছে আপনার দু...
24/07/2025

রক্ত নিয়ে আর টেনশন নয়! 🩸
রক্তের অভাবে প্রিয়জনের জীবন বিপন্ন? শেষ মুহূর্তে রক্ত খুঁজে হয়রান? 😥
মেড সেবা নিয়ে এসেছে আপনার দুশ্চিন্তার সমাধান! আমাদের অ্যাপে রেজিস্ট্রেশন করলেই রক্তদাতা এবং গ্রহীতা খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন। এখন রক্ত পাওয়া অনেক সহজ!
আমাদের দেশের প্রায় ৭০% মানুষ রক্তস্বল্পতায় ভুগছে। এই পরিস্থিতিতে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মেড সেবা সেই লক্ষ্যেই কাজ করছে।
📲 আজই ডাউনলোড করুন মেড সেবা অ্যাপ আর রক্তদান/গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করুন।
হট লাইন নাম্বার: 880 9647 111 666
ওয়েবসাইট: mediseba.org
অ্যাপলিংক: https://play.google.com/store/apps/details...

#মেডসেবা #রক্তদান #জীবনবাঁচান #রক্তেরপ্রয়োজন

📢 স্ট্রোক প্রতিরোধে মেডিসেবার পক্ষ থেকে জরুরি বার্তা!স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু সঠিক জীবনযাপন ও সচেতনত...
23/07/2025

📢 স্ট্রোক প্রতিরোধে মেডিসেবার পক্ষ থেকে জরুরি বার্তা!
স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু সঠিক জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। মেডিসেবা আপনাদের সুস্থ জীবন কামনা করে স্ট্রোক প্রতিরোধের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছে:
* 🩸 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন: নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকের পরামর্শ নিন।
* 🏃‍♀️ নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন হালকা থেকে মাঝারি ব্যায়াম আপনার শরীরকে সচল ও সুস্থ রাখবে।
* 🚭 ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন: এই দুটি অভ্যাস স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ায়।
* 🥗 সুষম খাদ্য গ্রহণ করুন: ফল, সবজি, শস্য এবং কম চর্বিযুক্ত খাবার আপনার হার্ট ও মস্তিষ্ককে সুস্থ রাখে।
* 📉 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন: ডায়াবেটিস থাকলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখুন, কারণ এটি স্ট্রোকের অন্যতম কারণ।
* 🧘‍♂️ স্ট্রেস কমান, ঘুম ঠিক রাখুন: পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানো আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

এছাড়াও, মেডিসেবার ডিসকাউন্ট অফার কিনলে আপনারা পাচ্ছেন কম খরচে আরও বিশেষ স্বাস্থ্য সুবিধা!

"সেবা নিন ঘরে বসে,
সুস্থ থাকুন নির্বিশেষে"

📞 বিস্তারিত জানতে কল করুন: +880 9647 111 666 নম্বরে
🌐 ভিজিট করুন: www.mediseba.org
🔗📱https://play.google.com/store/apps/details?id=com.medisebauser.apps
#মেডিসেবা #স্ট্রোকপ্রতিরোধ #স্বাস্থ্যটিপস #সুস্থজীবন #সচেতনতা

22/07/2025

👩‍⚕️🩺 মেডিসেবা: আপনার স্বাস্থ্যসেবা এখন আরও হাতের কাছে! 🩺👨‍⚕️
আর ডাক্তারের সিরিয়াল নিয়ে চিন্তা নয়! মেডিসেবা নিয়ে এলো আপনার পছন্দের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সবচেয়ে সহজ এবং দ্রুত উপায়।
📱 কেন মেডিসেবা ব্যবহার করবেন?
* সহজ বুকিং: ঘরে বসেই কয়েকটি ক্লিকে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
* পছন্দের ডাক্তার: আপনার এলাকার সেরা ডাক্তারদের তালিকা থেকে বেছে নিন।
* সময় বাঁচান: লম্বা লাইনে অপেক্ষা করার দিন শেষ!
* সুবিধাজনক: আপনার সময় এবং সুবিধা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পান।
আপনার স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার। আজই মেডিসেবা অ্যাপ ডাউনলোড করুন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার পরবর্তী ডাক্তারের সিরিয়াল বুক করুন!
🌐 [mediseba.org]
📲 [ https://play.google.com/store/apps/details?id=com.medisebauser.apps]
📞 অথবা কল করুন: [+ 880 9647 111 666]
#মেডিসেবা #ডাক্তারসিরিয়াল #স্বাস্থ্যসেবা #অ্যাপয়েন্টমেন্ট #সুস্বাস্থ্য

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। 💔 আমাদের শিশুরা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে!এই কঠিন ...
21/07/2025

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। 💔 আমাদের শিশুরা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে!
এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মেডিসেবা সবসময় মানবসেবায় নিবেদিত।
যদি কোনো শিশুর রক্তের প্রয়োজন হয়, তবে দেরি না করে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপনার এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে!
আসুন, এই দুঃসময়ে আমরা সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। আপনার সহযোগিতা অমূল্য!
বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন
হট লাইন নাম্বার: +880 9647 111 666
ওয়েবসাইট: www.mediseba.org
অ্যাপলিংক: https://play.google.com/store/apps/details?id=com.medisebauser.apps

বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন
হট লাইন নাম্বার: +880 9647 111 666
ওয়েবসাইট: www.mediseba.org
অ্যাপলিংক: https://play.google.com/store/apps/details?id=com.medisebauser.apps

#মেডিসেবা #মানবসেবা #রক্তদান #পাশেদাঁড়াই
“সেবা নিন ঘরে বসে,
সুস্থ থাকুন নির্বিশেষে।”

21/07/2025

আপনার সুস্থতার বিশ্বস্ত ঠিকানা!
আপনার আর ওষুধের জন্য এদিক-সেদিক ছুটতে হবে না! মেডিসেবা নিয়ে এসেছে আপনার হাতের মুঠোয় একটি সম্পূর্ণ মেডিশপ, যেখানে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় সব ঔষধ এবং স্বাস্থ্যসেবা পণ্য। 💊
কেন বেছে নেবেন মেডিসেবার মেডিশপ?
* ১০০% আসল ঔষধ: আমরা শুধুমাত্র বিশ্বস্ত উৎস থেকে সরাসরি ঔষধ সংগ্রহ করি, যাতে আপনি সবসময় মানসম্মত এবং আসল পণ্য পান। আপনার স্বাস্থ্যের সাথে কোনো আপোষ নয়!
* সহজলভ্যতা ও সাশ্রয়ী মূল্য: আমাদের মেডিশপে আপনি পাবেন নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে বিশেষায়িত ঔষধ পর্যন্ত সবকিছু, তাও আবার বাজারের সবচেয়ে প্রতিযোগিতামূলক মূল্যে।
* ঘরে বসেই অর্ডার: ভিড় ঠেলে দোকানে যাওয়ার ঝামেলা ভুলে যান! এখন আপনি ঘরে বসেই আপনার প্রয়োজনীয় ঔষধ অর্ডার করতে পারবেন। আমাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে খুব সহজে অর্ডার করুন।
* দ্রুত ডেলিভারি: আমরা জানি, সুস্থতার জন্য সময় কতটা জরুরি। তাই আপনার অর্ডার করা ঔষধ দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
* বিশেষজ্ঞের পরামর্শ: ঔষধ সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আমাদের অভিজ্ঞ ফার্মাসিস্টরা আপনার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
আমরা মেডিসেবায় বিশ্বাস করি, সকলের জন্য সহজলভ্য এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন। আমাদের মেডিশপ সেই লক্ষ্যেরই একটি অংশ।
আজই ভিজিট করুন আমাদের মেডিশপ।
প্যাকেজ কিনুন
ডিসকাউন্ট অফার: প্যাকেজ কিনুন ও কম মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করুন। (প্রথমা, বেসিক কেয়ার, ফ্যামিলি কেয়ার)
যোগাযোগ:
📞 ফোন নাম্বার: +৮৮০ ৯৬৪৭ ১১১ ৬৬৬
🌍 ওয়েবসাইট: mediseba.org
📱অ্যাপলিংক: https://play.google.com/store/apps/details...
📍 লোকেশন: তালাইমারী,
রাজশাহী
আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার!
পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও মেডীসেবার মেডিশপ সম্পর্কে জানতে সাহায্য করুন!
#মেডিসেবা #মেডিশপ #ঔষধ #স্বাস্থ্যসেবা

বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন
হট লাইন নাম্বার: +880 9647 111 666
ওয়েবসাইট: www.mediseba.org
অ্যাপলিংক: https://play.google.com/store/apps/details?id=com.medisebauser.apps

Address

Talaimari, Shaid Miner, Boalia

6205

Alerts

Be the first to know and let us send you an email when মেডিসেবা -MediSeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram