
05/03/2025
উত্তরবঙ্গের একটা জেলা শহর হলো নীলফামারী,নীলফামারী মেডিকেল কলেজ হলো নীলফামারীর প্রাণ,
নীলফামারীতে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বলতে নীলফামারী মেডিকেল কলেজ।।
2018 সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ টি এখন প্রতিবছর 75 জন ছাত্র ভর্তি নিচ্ছে।
সমসাময়িক নওগাঁ,মাগুরা,নেত্রকোনা মেডিকেল কলেজ নিয়ে এমন কোনো সমস্যা হয়না।
প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক কোন্দলের কারণে ভূমি অধিগ্রহণ করতে পারে নি নীলফামারী মেডিকেল কলেজ।স্থানীয় মানুষের তেমন কোনো প্রভাব দেখা যেত না এই বিষয়ে।
এখন নীলফামারী মেডিকেল যদি অন্য জেলায়(পঞ্চগড়) স্থানান্তরিত করা হয় এর জন্য,স্থানীয় প্রশাসন,এলাকার লোকজন, কলেজ প্রশাসন দায়ী থাকবে।।
আর আপনারা আপনাদের গৌরব হারাবেন।।
আগামীকাল আপনাদের উপস্থিতি জানান দিবে
যে আপনাদের মেডিকেল কলেজ,আপনাদের জেলায় থাকবে কি না।।
মো: নাঈম আহমেদ
সেশন:2019-20