Dr. Sharmin Aktar Koli

Dr. Sharmin Aktar Koli “A healthy outside starts from the inside.” – Robert Urich

07/06/2025

সব কিছুই লিমিটের মাঝে খাওয়া ভালো,লিমিট ক্রস করলেই খারাপ। রেড মিটের বেলায় ও তাই।

🥩 — ঈদের পাতে পুষ্টি না রোগের ভয়?

কুরবানীর ঈদ মানেই তাজা মাংসের গন্ধ, আর কিছু পরিচিত বিতর্ক—
❝গরুর মাংস খেলে হার্ট ব্লক হয়ে যায় না?❞
❝খাসির মাংসে তো প্রচুর চর্বি!❞
❝রেড মিট তো ক্যানসারের কারণ!❞
আরো কত কী!
এই কথাগুলো শুধু রোগীর মুখে নয়, চুপিচুপি অনেক চিকিৎসকের মনেও গেঁথে আছে!

অনেক সময় আমরা, চিকিৎসকরাও, সাধারণের মাঝে প্রচলিত ভুল তথ্যকে প্রশ্নহীনভাবে মেনে নিই।
আজ একটু ক্লিনিক্যাল লেন্সে দেখি, কী আছে এই মাংসে, আর কী নেই!

🍽️ প্রোটিনে ভরপুর এই খাবার:

গরু বা খাসির মাংস—দুটিই Complete Protein Source।
🧬 এতে আছে:
✔️ সমস্ত Essential amino acids
✔️ উচ্চ মানের Heme Iron
✔️ ভিটামিন B12, যা শুধু প্রাণিজ উৎসেই মেলে
✔️ জিঙ্ক, সেলেনিয়াম, ক্রিয়েটিন, কারনোসিন—যা পেশী ও মস্তিষ্কে শক্তি যোগায়

✅ 🔬 উচ্চ মানের প্রোটিন:
এই মাংসে আছে সব essential amino acid, যা পেশী গঠনের জন্য অপরিহার্য। শুধু জিমের ছেলেরা নয়, রোগী, বৃদ্ধ, গর্ভবতী মা — সবার জন্য দরকার।
✔️ wound healing
✔️ muscle mass protection
✔️ immune support
✔️ hormonal regulation

✅ 🩸 হিম আয়রন (Heme Iron):
Non-heme আয়রনের চেয়ে বেশি absorbable।
👉 রক্তশূন্যতা, ক্লান্তি, মাথা ঘোরা — এসবের বিরুদ্ধে এক অসামান্য অস্ত্র।

✅ 🧠 ভিটামিন B12:
আপনার ব্রেইনের সঠিক কাজ, স্মৃতি, মেজাজ, মনোযোগ — সবকিছুর পিছনে এই ভিটামিনের চুপচাপ অবদান।
👉 এর ঘাটতিতে হতে পারে অবসাদ, forgetfulness, irritability — এমনকি irreversible nerve damage!

✅ 🛡️ জিঙ্ক ও সেলেনিয়াম:
আপনার রোগপ্রতিরোধ শক্তি যেন নিরবচ্ছিন্নভাবে কাজ করে — সেটা নিশ্চিত করে এই মিনারেলগুলো।
✔️ Thyroid function
✔️ Skin & wound healing
✔️ Cellular metabolism

✅ 💥 ক্রিয়েটিন ও কারনোসিন:
এগুলো শুধু bodybuilder-দের জিনিস না!
👉 Creatine boosts muscular strength
👉 Carnosine protects brain cells from oxidative stress

❤️ হার্টের ক্ষতি — সত্যি, নাকি আধসত্য?

বহু বছর ধরেই রেড মিটকে বলা হয়েছে হৃদরোগের অপরাধী। কিন্তু আধুনিক বিজ্ঞান এখন জোরে বলছে:

🔴 Processed meat ≠ Unprocessed meat
🧪 WHO বলছে: প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন) Colon Cancer-এর সাথে যুক্ত।
🟢 কিন্তু গরুর মাংস বা খাসির মতো unprocessed lean meat-এর বিরুদ্ধে এমন শক্ত প্রমাণ নেই।

🔥 Grilling vs. Gentle Cooking:
➡️ যত সমস্যা, রান্নার পদ্ধতিতে।
🔥 উচ্চ তাপে পুড়ে গেলে Polycyclic aromatic hydrocarbons (PAHs) তৈরি হয়, যেটা ক্যানসার ঝুঁকি বাড়াতে পারে।

💬 তাহলে একজন ডাক্তার হিসেবে আমাদের করণীয় কী?

একজন ডাক্তার হিসেবে দায়িত্ব শুধু রোগ নির্ণয় নয় — সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াও আমাদের কাজ।
🌙 কোরবানির এই বরকতময় দিনে আমরা যেন মানুষকে বুঝাই:

📌 গরুর মাংস বা খাসির মাংস শত্রু নয় – বরং এটি এক অমূল্য রিজিক, যদি খাওয়ার ধরন ও পরিমাণ সঠিক হয়।
📌 আল্লাহ্‌ যা হালাল ও পবিত্র করেছেন, তার উপকারিতাও অফুরন্ত।

🌙 ঈদের শিক্ষা: শুধু কোরবানি নয়, সামঞ্জস্যও

কোরবানির মূল শিক্ষা ত্যাগ ও তাকওয়া।
আমরা যেন আমাদের খাদ্য নির্বাচনেও সেই ভারসাম্য বজায় রাখি —
👉 না নিষিদ্ধতায়, না বেহিসেবি ভোগে। আনন্দ সবার সাথ মিলেমিশে খাওয়ায়।

ঈদ মোবারক! 🌙✨
— Dr. M R Sifat

📚 তথ্যসূত্রের ভিত্তিতে সমর্থিত:

Pasiakos SM, Sports Med. 2015

McDonagh EA, Mol Nutr Food Res. 2011

Wang X, Int J Cancer. 2016

Zhu Y, Am J Clin Nutr. 2014

Forest CD, JADA. 2020

#পাঁচ_মিনিট_পড়াশোনা



ডাউন সিনড্রোম 🖌️ডাউন সিনড্রোম (Down syndrome) হলো একটি জেনেটিক বা জন্মগত ক্রোমোজোমজনিত সমস্যা। সাধারণত মানুষের শরীরে ২৩ ...
27/05/2025

ডাউন সিনড্রোম 🖌️

ডাউন সিনড্রোম (Down syndrome) হলো একটি জেনেটিক বা জন্মগত ক্রোমোজোমজনিত সমস্যা। সাধারণত মানুষের শরীরে ২৩ জোড়া, মোট ৪৬টি ক্রোমোজোম থাকে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ২১ নম্বর ক্রোমোজোম অতিরিক্ত থাকে — অর্থাৎ ৩টি। এ কারণেই একে "ট্রাইসোমি ২১"-ও বলা হয়।

এই অতিরিক্ত ক্রোমোজোমের কারণেই ডাউন সিনড্রোমযুক্ত ব্যক্তিদের শারীরিক গঠন, মানসিক বিকাশ ও আচরণে কিছু ভিন্নতা দেখা যায়।

---

কেনো হয়?

মূলত জন্মের সময় ক্রোমোজোম বিভাজনে ত্রুটি হওয়ার কারণেই এটি ঘটে। সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে কিছু ঝুঁকির কারণ থাকতে পারে:

মায়ের বয়স বেশি হলে (৩৫ বছরের বেশি)

আগে পরিবারে ডাউন সিনড্রোমের ইতিহাস থাকলে

বাবা-মায়ের ক্রোমোজোমে ব্যতিক্রম থাকলে

তবে অনেক সময় কোনো কারণ ছাড়াও ডাউন সিনড্রোম হতে পারে।

---

প্রতিকার কী?

দুঃখজনকভাবে ডাউন সিনড্রোমের স্থায়ী কোনো চিকিৎসা বা প্রতিকার নেই। তবে:

শিশুর জন্মের আগে সনাক্ত করা যায় (prenatal screening & diagnostic tests)

বিশেষায়িত শিক্ষা, থেরাপি, চিকিৎসা ও সাপোর্ট-এর মাধ্যমে ডাউন সিনড্রোমযুক্ত শিশুর মানসিক ও শারীরিক বিকাশ উন্নত করা সম্ভব।

Speech therapy, occupational therapy, physiotherapy ইত্যাদি উন্নত জীবনের সহায়ক।

---

উপসংহার

ডাউন সিনড্রোম কোনো ছোঁয়াচে রোগ নয়। এটি জেনেটিক সমস্যা। সচেতনতা, ভালোবাসা, এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে এই শিশুরাও সুন্দর জীবন কাটাতে পারে।
copied

❤️❤️❤️
27/05/2025

❤️❤️❤️

💊💊 সাপে কাঁটা (Snake bite) 💊💊সাপে কাঁটা আমাদের দেশে একটি সাধারণ ঘটনার নাম। আমাদের দেশের সাধারণ জনগনের মধ্যে অনেকেই আছেন ...
26/05/2025

💊💊 সাপে কাঁটা (Snake bite) 💊💊

সাপে কাঁটা আমাদের দেশে একটি সাধারণ ঘটনার নাম। আমাদের দেশের সাধারণ জনগনের মধ্যে অনেকেই আছেন যারা বিষধর সাপ আর বিষহীন সাপ শনাক্ত করতে পারেননা যার ফলে রোগীকে অনেক সময় ভোগান্তি এমনকি মৃত্যুমুখে পতিত হতে হয় l আজ এ বিষয়ে কিছু প্রাথমিক ধারনা দেবার চেস্টা করব।

[] বিষধর সাপের কামড়ের লক্ষনসমূহঃ
# দুটি দাতের স্পষ্ট গভীর ক্ষত দেখা যাবে l
# ক্ষতস্থানের চারদিকে ফুলে যাবে এবং লাল হয়ে যাবে l
# ক্ষতস্থানে প্রচণ্ড ব্যাথা হবে
# শ্বাস নিতে সমস্যা
# বমি হওয়া বা বমি বমি ভাব
# ঝাপসা দেখা
# ঘাম এবং লালা ঝরা শুরু হওয়া
# কথা বলতে গিয়ে জরিয়ে আসা এবং হাত পা দুর্বল হয়ে আসা
# শরীর ঠাণ্ডা হয়ে যেতে শুরু করা
# বুক ধড়ফড় অস্বাভাবিক হারে বেঁড়ে যাওয়া
# প্রচুর তৃষ্ণা পেতে শুরু করা
# ঘুমের আগমুহূর্তের মত চোখের পাতা পরতে থাকা
# চামড়ার রং ধীরে ধীরে ফ্যাকাসে হতে শুরু করা
# রক্তচাপ কমে যাওয়া
# প্রচণ্ড মাথাব্যাথা
# অ্যানাফিল্যাকটিক শক
# খিঁচুনি
# প্যারালাইসিস

[] সাপ দেখে বিষধর/বিষহীন বোঝার কিছু সাধারন উপায়ঃ
১। কাঁটাস্থানে দাতের চিহ্ন স্পষ্টভাবে ২ টি হলে এটি বিষধর; দাতের চিহ্ন অস্পষ্ট ও একাধিক হলে বিষহীন (প্রথম ছবিতে দেখুন)
২। সাপটির মাথার আকৃতি অনেকটা ত্রিভুজাকৃতি হলে এটি বিষধর হবার সম্ভাবনা বেশী; মাথা গোলাকৃতি হলে বিষহীন হবার সম্ভাবনা বেশী (দ্বিতীয় ছবিতে দেখুন)
৩। সাপটির একদম সামনের অংশে মাছ ধরার বরশির মত দুটো বাকা বড় দাত চোখে পড়লে বুঝতে হবে সাপটি বিষধর; এমনটা দেখা না গেলে সম্ভবত সাপটি বিষহীন (তৃতীয় ছবিতে দেখুন)
৪। সাপটির চোখের মনি (এটাকে পিউপিল বলে) যদি দেখতে অনেকটা ছোটো আর লম্বাটে মনে হয় তবে সাপটি বিষধর; চোখের মনি মাছের চোখের মতো গোল হলে এটা বিষহীন হবার সম্ভাবনা বেশী (চতুর্থ ছবিতে দেখুন)
৫। বিষধর সাপের নাসাছিদ্র চ্যাপ্টা হয়ে থাকে সেই সাথে নিচের দিকে একাধিক তাপ সংবেদনশীল ছিদ্র দেখা যায়; বিষহীন সাপের নাসাছিদ্র অনেকটা গোলাকৃতির হয়ে থাকে কোনো তাপ সংবেদনশীল ছিদ্র দেখা যায়না (চতুর্থ ছবিতে দেখুন)

[] সাপে কাটলে তাৎক্ষণিকভাবে যা যা করনীয়ঃ
# দ্রুত চিকিৎসার জন্য হেল্পলাইনে কল দিতে হবে
# কখন সাপে কেটেছে সময়টা নোট করে রাখতে হবে
# রোগীকে সম্পূর্ণ স্থির রাখুন, সামান্য পরিমান নরাচড়ার ফলেও বিষ রক্তের মাদ্ধমে দ্রুত ছড়িয়ে পরতে পারে
# কাটাস্থানের কাপড় আলগা করে দিন কারন কিছুক্ষন পর তা ব্যাথায় ফুলে উঠতে পারে
# রোগীকে কোনোমতেই হাটাচলা করতে দেবেননা, কোনো যানবাহনে করে হাসপাতালে নিয়ে আসবেন।
# সাপটি ধরতে গিয়ে সময় নষ্ট করবেননা/মেরে ফেলবেননা। যদি সম্ভব হয় তাহলে সাপটির কেবল ছবি তুলে নিয়ে দ্রুত রোগীকে নিয়ে হাসপাতাল চলে আসুন

[] প্রাথমিকভাবে করনীয় কাজগুলোর ক্ষেত্রে কিছু ভুল যা এড়িয়ে চলবেনঃ
# কাটাস্থানের উপরে যে শক্ত বাঁধ দেয়া হয় সেটা এত শক্ত করবেননা যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়
# ক্ষতস্থানে কাটাছেড়া করতে যাবেননা
# ক্ষতস্থানে ঠাণ্ডা বরফ জাতীয় কিছু ধরে বসবেননা
# চিকিৎসকের সাহায্য গ্রহন ছাড়া অন্য কোনো উপায় (ওঝা, কবিরাজ ইত্যাদি) চিকিৎসা শুরু করে রোগীকে বিপদে ফেলবেননা
# কাটাস্থানটি ভুলেও রোগীর হৃদপিণ্ডের বরাবর উচ্চতার বেশী উপরে তুলতে যাবেননা
# ক্ষতস্থান থেকে অন্য কোনো ব্যাক্তি চুষে বিষ তুলতে যাবেননা
# বিকল্প পদ্ধতিতে (যেমন Suction pump device) ক্ষতস্থান থেকে বিষ তোলার চেষ্টা করবেননা

[] প্রাথমিকভাবে যেসব পরীক্ষাগুলো করনীয়ঃ
# Complete Blood Count (CBC)
# Coagulation Screening
# Serum Urea
# Serum Electrolytes
# Serum Creatinine
# Creatinine Kinase
# Electrocardiogram
# Peripheral Oximetry
# Arterial Blood Gas Analysis (ABG)
# 20 Minutes Whole Blood Clotting Test (20WBCT)

[] চিকিৎসাঃ
সাপেকাঁটা রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যত তাড়াতাড়ি সম্ভব জরুরি চিকিৎসা সহায়তা পাওয়া। একজন চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ করে চিকিৎসার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। বেশীর ভাগ ক্ষেত্রে সাপে কাঁটার ঘটনাটি প্রাণঘাতী হয়না, তীব্রতা কামড়ের অবস্থান, বয়স এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে। কামড় গুরুতর না হলে, চিকিৎসক কেবল ক্ষতটি পরিষ্কার করতে পারেন এবং রোগীকে একটি টিটেনাস ভ্যাকসিন দিয়ে একদিন পর্যবেক্ষণের পর ছুটি দিয়ে দিতে পারেন।
পরিস্থিতি যদি জীবন হুমকিস্বরূপ হয় অর্থাৎ এটা বিষাক্ত সাপের কামড় প্রমাণিত হয় তবে চিকিৎসক অ্যান্টিভেনম দেবার সিদ্ধান্ত গ্রহন করতে পারেন। এটি রোগীকে ইনজেকশন আকারে দেয়া হয়। অ্যান্টিভেনম যত তাড়াতাড়ি ব্যবহার করা হবে তত বেশি কার্যকর হবে।

আশা করি সাপে কাঁটা বিষয়টি নিয়ে অনেকের মধ্যে থাকা ভ্রান্ত ধারনাগুলো দূর হবে এবং এখন থেকে এমন ঘটনায় সঠিক কাজটি করা সহজ হবে l সবার জন্য শুভকামনা রইলো l

23/05/2025

সবাইকে জুম্মারদিনের শুভেচ্ছা, সুস্থ থাকুন, সতর্ক থাকুন❤️❤️❤️

১. শার্ট বা জামার ওপর দিয়ে ব্লাড প্রেশার মাপলে স্বাভাবিকের চেয়ে ৩-৫ মিলিমিটার মার্কারি বেশি আসতে পারে।২. বিপি মাপার সময় ...
20/05/2025

১. শার্ট বা জামার ওপর দিয়ে ব্লাড প্রেশার মাপলে স্বাভাবিকের চেয়ে ৩-৫ মিলিমিটার মার্কারি বেশি আসতে পারে।

২. বিপি মাপার সময় বা একাধিকবার মাপার মধ্যবর্তী সময়ে কথা বললে ৪-১৯ মিমি মার্কারি বেশি আসতে পারে।

৩. দিনের প্রথম সিগারেট বিপি ২০ মিমি মার্কারি বাড়িয়ে দিতে পারে।

৪. যদি বাহুর নিচে সাপোর্ট না থাকে অর্থাৎ হাত ঝুলন্ত অবস্থায় থাকে, তাহলে বিপি ৫-২০ মিমি বেশি আসতে পারে।

৫. যদি পিঠের পেছনে কোনো সাপোর্ট না থাকে, বিপি ৫ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।

৬. যদি প্রস্রাবের চাপ নিয়ে বিপি মাপা হয়, ৪-৩৩ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।

৭. যদি সাবজেক্টের বাহুর তুলনায় ব্লাড প্রেশার মাপার মেশিন আনুপাতিকভাবে ছোটো হয়, তবে বিপি ৫-২০ মিমি বেশি আসতে পারে।

৮. বিপি মাপার আগের ৩০ মিনিটের মধ্যে কেউ যদি ক্যাফেইন পান করে, তাহলে বিপি ৩-১৫ মিমি পর্যন্ত বেশি দেখাতে পারে।

৯. পা যদি ক্রস করা থাকে (এক পায়ের ওপর আরেক পা), সেক্ষেত্রে বিপি ৩-১৫ মিমি পর্যন্ত বেশি আসতে পারে।

১০. ব্লাড প্রেশার মাপা একেবারেই মামুলি কোনো কাজ নয়। উপরের ৯টি বিষয়ের প্রত্যেকটিই স্বাভাবিকের চেয়ে বেশি বিপি দেখাতে পারে। অনেক নিয়ম-কানুন মেপে অনেক দিক বিবেচনা করে সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। কোনো এক ওষুধের দোকানদার ব্লাড প্রেশার মেপে দিলো, আর তা দেখেই ওষুধ শুরু করে দেওয়া বা বন্ধ করে দেওয়া কোনোটাই সুস্থ মস্তিষ্কের কাজ নয়। এমেরিকান কলেজ অফ কার্ডিওলজি স্পষ্ট করে ব্লাড প্রেশার মাপার সময় কী কী বিষয় লক্ষ রাখতে হবে তা বলেছে।

এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশান ডে-এর থিম হচ্ছে, Measure Your Blood Pressure Accurately, Control it, Live Longer.

অর্থাৎ আপনার ব্লাড প্রেশার সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘদিন বাঁচুন।

হাইপারটেনশান নিয়ে লেখা সিরিজের এটি ১৮তম পর্ব।

ডা. মারুফ রায়হান খান
কার্ডিওলজিস্ট
৩৯ তম বিসিএস
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

বলতে হবে এটা কোন রোগ??? ফলো দিয়ে পাশে থাকুন, রোগজীবাণু সম্পর্কে সচেতন হোন😊
18/05/2025

বলতে হবে এটা কোন রোগ??? ফলো দিয়ে পাশে থাকুন, রোগজীবাণু সম্পর্কে সচেতন হোন😊

  সবচেয়ে Common Dematological Skin condition..বাংলায় যাকে বলা হয়  খোশ-পাঁচড়া।  এটি ছোয়াচে। এটি একটি Parasite infestatio...
18/05/2025



সবচেয়ে Common Dematological Skin condition..বাংলায় যাকে বলা হয় খোশ-পাঁচড়া। এটি ছোয়াচে।

এটি একটি Parasite infestation যা মুলত Sarcoptes scabie/ itch mite দিয়ে হয়ে থাকে। শরীরের যেকোনো জায়গায় হতে পারে--তবে দুই আঙ্গুলের ফাঁকায় বেশি দেখা যায়,এছাড়াও Skin Folds (Wrist,Elbow,waist, Buttok, P***s, Ni**le , Armpit এগুলো Commonest Site)

Scabies মাদ্রাসা,ডে কেয়ার সেন্টার গুলোতে বেশি দেখা যায়,সবচেয়ে বেশি আক্রান্ত হয় বাচ্চারা। পরিবারের একজন থেকে সবার হতে পারে,তাই পরিবারের সবাই একসাথে চিকিৎসা নেওয়া জরুরি ( symptom না থাকলেও)। এই কাজটি অনেকেই করে না,তাই আশানুরূপ ফলাফলও পাওয়া যায় না।


Family History positive থাকে Most of the case এ। এছাড়াও Intense night itching (রাতে অসহ‍নীয় চুলকানি হয়) & Pimple like skin rash হয়। Tinny burrow lesion দেখা যায়। Microscope এ আমরা Mite/ Egg দেখতে পারি।
চুলকানোর কারনে Pinpoint spot পাওয়া যায়(এটা দিয়েই dx confirm) করতে পারি। এঁছাড়াও রোগী বলে থাকে চুল্কাতে চুল্কাতে রক্ত বের করে ফেলে।এটিও একটি Dx clue বলা যায়।

Advice
1.. পরিবারের সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে (symptom না থাকলেও)।
2.. প্রতিদিন এর কাপড় প্রতিদিন সম্ভব হলে গরম পানি দিয়ে wash করে,কড়া রোদে শুকিয়ে পড়তে বলবেন।
3.. যেই কাপড় গুলো Wash করা সম্ভব নয়, ঐ কাপড় গুলো একটি পলিথিন এ মুড়িয়ে দুরে সড়িয়ে রাখবেন।
4.. আক্রান্ত ব‍্যক্তি এর Close contact থেকে দুরে থাকুন।
5.. Scabies এ আক্রান্ত ব‍্যক্তির পোশাক, জামা ,তোয়ালে বা use করে এমন জিনিসপত্র এড়িয়ে চলুন।

সবশেষে একটাই কথা মনে রাখবেন নিয়ম মেনে,বুজিয়ে ,সঠিক ভাবে Treatment নিলে সবাই ভালো হবেই ইনশাআল্লাহ

ধন্যবাদ
copied

17/05/2025
 #স্ক্যাবিসের লক্ষণগুলি কী কী? #অনিয়মিত, পাতলা গর্তের ট্র্যাকগুলি আপনার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকা দিয়ে তৈরি স্ক্...
16/05/2025

#স্ক্যাবিসের লক্ষণগুলি কী কী? #
অনিয়মিত, পাতলা গর্তের ট্র্যাকগুলি আপনার ত্বকে ছোট ছোট ফুসকুড়ি বা ফোসকা দিয়ে তৈরি স্ক্যাবিসের বৈশিষ্ট্য এবং এই ট্র্যাকগুলি বা বরোজগুলি সাধারণত ত্বকের ভাঁজে দেখা যায়। যদিও শরীরের প্রায় সমস্ত অংশ জড়িত থাকতে পারে, সাধারণ এলাকাগুলি হল:
>‌আঙ্গুলের মাঝে
>‌বগলে
>‌কোমরের চারপাশে
>‌কব্জির ভিতর বরাবর
>‌ভিতরের কনুই উপর
>‌পায়ের তলায়
>‌স্তনের চারপাশে
>‌পুরুষের যৌনাঙ্গের চারপাশে
>‌হাঁটুতে
😊😊😊😊

Address

Ishwardi, Pabna
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sharmin Aktar Koli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category