27/07/2025
ShifaTime একটি রুকইয়াহ সেন্টার নয়। রুকইয়াহ এর উদ্দেশ্যে সেন্টার খোলা একটা সুন্নাহ খেলাফ কাজ মনে করি৷
তবে এখানে রুকইয়াহ করা হয় — তা বাণিজ্যের উদ্দেশ্যে নয়, বরং দ্বীনি দায়বদ্ধতা থেকে।
আমরা কাউকে চুক্তিভিত্তিক অর্থ না দিয়ে রুকইয়াহ করতে বাধ্য করি না, যেমন: “এই পরিমাণ টাকা না দিলে রুকইয়াহ হবে না”— এমন কোনো শর্ত নেই।
যদি কেউ আসেন, সাহায্য চান, আমরা সেই নিয়তে করি— একজন মুসলমান ভাই/বোনের কষ্ট দূর করতে পারলে, আল্লাহ আমাদের কষ্ট দূর করবেন ইনশা আল্লাহ।
কেবলমাত্র " আমাদের নিজস্ব রাকী দ্বারা রুকইয়াহ এর ক্ষেত্রে এই নিয়ত ও পলিসিটা প্রযোজ্য৷"
রুকইয়াহ শেষে কেউ সন্তুষ্ট হয়ে হাদিয়া দিলে আমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, কারণ এটি শরীয়তসম্মত ও উৎসাহিত একটি বিষয়। সাহাবাগণ নিয়েছেন, রাসুলুল্লাহ সা: কেও ভাগ দিয়েছেন৷
যদি কেউ হোম সার্ভিস চান, তবে রাকির কমফোর্টের সাথে যাতায়াত খরচ ও খাওয়ার প্রয়োজনীয় খরচ দিতে হবে— অতিরিক্ত কিছু নয়৷
আমাদের ওয়েবসাইট তৈরী ও প্ল্যাটফর্ম পরিচালনায় লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ চাইলে রুকইয়াহ সেবা গ্রহণের সময় ন্যূনতম কিছু চার্জ দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে সেটিও সম্পূর্ণ ঐচ্ছিক।
আমরা কেবল পুঁজিবাদী চিন্তা থেকে ব্যবসা করি না, বরং ইখলাসের সঙ্গে মানুষের উপকারে আসতে চাই।
এই ফ্রী টা আমরা অফিশয়ালি ঘোষণা দিইনা তখন রুকইয়াহ প্রয়োজন নেই, এমনও অনেকে সার্ভিস নিয়ে থাকেন৷ যা আমাদের জন্য সময় ক্ষেপণ৷
(আমাদের প্লাটফর্মের নিজস্ব রাকীর বাইরে অন্যান্য রাকী, যাদের পোর্টফলিও রয়েছে এমন ভাই/বোনেরা অবশ্য নির্ধারিত কন্সাল্টেন্সি ফীস নিয়ে রুকইয়াহ করেন)
এজন্য ওয়েব সাইটে সিলেকশন সিস্টেম থাকে৷
(এই পোস্ট কেবল রুকইয়াহ সেবাহ'র জন্য৷ অন্যান্য চিকিতসা খাত সমূহ যেমনঃ আধুনিক চিকিৎসা, পুষ্টি ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, ক্যারিয়ার গাইডেন্সি, রুকইয়াহ সাপ্লিমেন্ট সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে নির্ধারিত পেমেন্ট প্রযোজ্য)
Send a message to learn more