ShifaTime - الشفاء

ShifaTime - الشفاء Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShifaTime - الشفاء, Health & Wellness Website, Rajshahai, Rajshahi.

ShifaTime — আপনার শারীরিক, মানসিক ও রুহানী সুস্থতার ই-প্লাটফর্ম৷

দেশ–বিদেশের বরণ্য পেশাদার ও অভিজ্ঞ রাকী, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট এবং আধুনিক চিকিৎসকদের প্রয়োজনমতো এপয়েন্টমেন্ট নিয়ে কনসাল্টেশন গ্রহণ করুন অনলাইনে — সহজে ঘরে বসেই, নিরাপদে।

Doctor treats, but Allah cures.এই দুনিয়ায় এমন কোনো অসুস্থতা নেই যার আরোগ্য নেই—যদি আল্লাহ চান।প্রয়োজন শুধু:তাওয়াক্কুল, দ...
01/08/2025

Doctor treats, but Allah cures.

এই দুনিয়ায় এমন কোনো অসুস্থতা নেই যার আরোগ্য নেই—যদি আল্লাহ চান।

প্রয়োজন শুধু:
তাওয়াক্কুল, দুয়া, চেষ্টার ত্রুটি না রাখা,
আর সম্ভাব্য সব হালাল উপায় গ্রহণ করা।
হাল না ছাড়া, আশায় থাকা।

27/07/2025

ShifaTime একটি রুকইয়াহ সেন্টার নয়। রুকইয়াহ এর উদ্দেশ্যে সেন্টার খোলা একটা সুন্নাহ খেলাফ কাজ মনে করি৷

তবে এখানে রুকইয়াহ করা হয় — তা বাণিজ্যের উদ্দেশ্যে নয়, বরং দ্বীনি দায়বদ্ধতা থেকে।

আমরা কাউকে চুক্তিভিত্তিক অর্থ না দিয়ে রুকইয়াহ করতে বাধ্য করি না, যেমন: “এই পরিমাণ টাকা না দিলে রুকইয়াহ হবে না”— এমন কোনো শর্ত নেই।

যদি কেউ আসেন, সাহায্য চান, আমরা সেই নিয়তে করি— একজন মুসলমান ভাই/বোনের কষ্ট দূর করতে পারলে, আল্লাহ আমাদের কষ্ট দূর করবেন ইনশা আল্লাহ।

কেবলমাত্র " আমাদের নিজস্ব রাকী দ্বারা রুকইয়াহ এর ক্ষেত্রে এই নিয়ত ও পলিসিটা প্রযোজ্য৷"

রুকইয়াহ শেষে কেউ সন্তুষ্ট হয়ে হাদিয়া দিলে আমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি, কারণ এটি শরীয়তসম্মত ও উৎসাহিত একটি বিষয়। সাহাবাগণ নিয়েছেন, রাসুলুল্লাহ সা: কেও ভাগ দিয়েছেন৷

যদি কেউ হোম সার্ভিস চান, তবে রাকির কমফোর্টের সাথে যাতায়াত খরচ ও খাওয়ার প্রয়োজনীয় খরচ দিতে হবে— অতিরিক্ত কিছু নয়৷

আমাদের ওয়েবসাইট তৈরী ও প্ল্যাটফর্ম পরিচালনায় লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। তাই কেউ চাইলে রুকইয়াহ সেবা গ্রহণের সময় ন্যূনতম কিছু চার্জ দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে সেটিও সম্পূর্ণ ঐচ্ছিক।

আমরা কেবল পুঁজিবাদী চিন্তা থেকে ব্যবসা করি না, বরং ইখলাসের সঙ্গে মানুষের উপকারে আসতে চাই।

এই ফ্রী টা আমরা অফিশয়ালি ঘোষণা দিইনা তখন রুকইয়াহ প্রয়োজন নেই, এমনও অনেকে সার্ভিস নিয়ে থাকেন৷ যা আমাদের জন্য সময় ক্ষেপণ৷

(আমাদের প্লাটফর্মের নিজস্ব রাকীর বাইরে অন্যান্য রাকী, যাদের পোর্টফলিও রয়েছে এমন ভাই/বোনেরা অবশ্য নির্ধারিত কন্সাল্টেন্সি ফীস নিয়ে রুকইয়াহ করেন)

এজন্য ওয়েব সাইটে সিলেকশন সিস্টেম থাকে৷

(এই পোস্ট কেবল রুকইয়াহ সেবাহ'র জন্য৷ অন্যান্য চিকিতসা খাত সমূহ যেমনঃ আধুনিক চিকিৎসা, পুষ্টি ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, ক্যারিয়ার গাইডেন্সি, রুকইয়াহ সাপ্লিমেন্ট সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে নির্ধারিত পেমেন্ট প্রযোজ্য)

Send a message to learn more

23/07/2025

🌿 আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার 🌿

আপনি কি ওভার ওয়েট, আন্ডার ওয়েট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, আইবিএস, পিসিওএস, গ্যাস্ট্রাইটিস, আর্থ্রাইটিস কিংবা ক্যান্সারের মতো রোগে ভুগছেন?

প্রতিটি শারীরিক সমস্যার জন্য প্রয়োজন সঠিক পুষ্টি ও ডায়েট প্ল্যান।

✅ ওজন নিয়ন্ত্রণ
✅ সুগার ও প্রেসার নিয়ন্ত্রণ
✅ হরমোন ব্যালান্স
✅ লিভার ও পরিপাকতন্ত্রের যত্ন
✅ রোগ প্রতিরোধে সহায়ক খাবার পরিকল্পনা

যোগাযোগ করুন আমাদের প্লাটফর্মে পেশাদার পুষ্টিবিদের সাথে৷

🌸 সুস্থতা শুরু হোক প্রাকৃতিক ভাবেই 🌸

19/07/2025

🔎 বিশেষজ্ঞ ইসলামপন্থী ডাক্তার খুঁজছি

শর্ত:
যিনি শুধুমাত্র ওষুধনির্ভর চিকিৎসার বাইরে চিন্তা করেন,
যিনি রুকইয়াহসহ প্রফেটিক ট্রিটমেন্টকে অস্বীকার করেন না,
বরং দ্বীন ও চিকিৎসার ভারসাম্য রক্ষা করে সেবা দিতে আগ্রহী।

📢 আমাদের প্ল্যাটফর্ম ShifaTime.com-এ বর্তমানে নিচের বিশেষজ্ঞদের প্রয়োজন:

🧠 নিউরো মেডিসিন স্পেশালিস্ট
👂 ইএনটি (কান-নাক-গলা) স্পেশালিস্ট
🧠 সাইকিয়াট্রিস্ট (মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ)
👩‍⚕️ ফিমেইল নিউট্রিশনিস্ট

🌿 ফিমেইল রাকী (একাধিক)
🌿 মেইল রাকী (একাধিক)

🧠 পুরুষ সাইকোলজিস্ট

📣 আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই মানদণ্ডে উপযুক্ত হন,
✅ দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং

🤝 এই খেদমতে শরীক হয়ে মুসলিমদের জন্য একটি ভারসাম্যপূর্ণ, হালাল ও প্রফেটিক চিকিৎসা প্ল্যাটফর্ম গড়তে সাহায্য করুন।

---
🌐 shifatime.com

📲 WhatsApp: 01958158548

🌿  ShifaTime-এ যুক্ত হচ্ছেন ডা. সরওয়ার রশিদঅর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে এখন থেকে নিয়মিত অনলাইনে রোগী দেখবেন।বিশেষজ্ঞ চিকি...
18/07/2025

🌿 ShifaTime-এ যুক্ত হচ্ছেন ডা. সরওয়ার রশিদ

অর্থোপেডিক বিশেষজ্ঞ হিসেবে এখন থেকে নিয়মিত অনলাইনে রোগী দেখবেন।
বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এখন আরও সহজে — ঘরে বসেই।

🩺 Dr. Sarwar Rashid

Orthopaedic & Trauma Surgeon | Bone and Joint Specialist

🎓 M.B.B.S – Sir Salimullah Medical College & Mitford Hospital
🎓 D.Ortho – National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR)
🏥 Consultant – Ad-din Medical College Hospital, Moghbazar, Dhaka

🧠 Expertise & Consultation Areas:

সকল প্রকার অর্থোপেডিক অপারেশনের পূর্ববর্তী ও পরবর্তী পরামর্শসহ নিচের সমস্যা গুলোর বিষয়ে পরামর্শ পাওয়া যাবে:

✅ বাত ব্যাথা
✅ কোমর ব্যাথা
✅ হাঁটুর ব্যাথা
✅ হিপ পেইন
✅ অস্টিওআর্থ্রাইটিস
✅ অস্টিওপরোসিস
✅ সকল প্রকার জয়েন্টের ব্যাথা
✅ প্লান্টার ফাসাইটিস
✅ ডায়াবেটিক ফুট
✅ আঘাতজনিত ব্যাথা
✅ ব্যাক পেইন
✅ PLID
✅ টেনিস এলবো
✅ হাতের কব্জির ব্যাথা
✅ সোল্ডার পেইন
✅ ফ্রোজেন শোল্ডার
✅ গেঁটে বাত (Gout)
✅ হাড়ের বিকলাঙ্গতা (Deformity)

📅 অ্যাপয়েন্টমেন্ট বুক করুন:

👉 shifatime.com (ওয়েবসাইট নির্মাণাধীন, আপাতত পেইজে)

🟢 ShifaTime – এক প্ল্যাটফর্মে:
রুকইয়াহ | নিউট্রিশন | সাইকোথেরাপি | কাউন্সেলিং | প্রফেটিক মেডিসিন | আধুনিক চিকিৎসা

🌿 ইসলামিক আদর্শে, বিশ্বস্ত, শালীন ও পর্দানশীন হেলথকেয়ার সেবা 🌿

🌿 ShifaTime-এ Consultant হিসেবে যোগদান করেছেন, এখন থেকে নিয়মিত অনলাইনে রোগী দেখবেন বিশ্বস্ত চিকিৎসকডা. মোঃ নাহিদ হাসানমে...
16/07/2025

🌿 ShifaTime-এ Consultant হিসেবে যোগদান করেছেন, এখন থেকে নিয়মিত অনলাইনে রোগী দেখবেন

বিশ্বস্ত চিকিৎসক

ডা. মোঃ নাহিদ হাসান
মেডিসিন | হৃদরোগ | ডায়াবেটিস | বাতব্যাথা | চর্মরোগ বিষয়ক

🎓 যোগ্যতা ও প্রশিক্ষণ:

• এমবিবিএস – চট্টগ্রাম মেডিকেল কলেজ
• বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
• সিসিডি – Certificate Course on Diabetology
• এমআরসিপি (Medicine), লন্ডন – পার্ট ২
• এফসিপিএস (কার্ডিওলজি) – FC
• পিজিটি (মেডিসিন)
• পিজিটি (হেপাটোলজি)

🏥 বর্তমান পদ:

সহকারী রেজিস্ট্রার (মেডিসিন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

🪪 BMDC রেজিস্ট্রেশন নম্বর: A-110504

🔬 চিকিৎসার ক্ষেত্র:

• উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগ
• বাতব্যাথা ও চর্মরোগ
• হজমজনিত সমস্যা ও লিভার ডিজঅর্ডার
• নিয়মিত প্রেসক্রিপশন ও মেডিকেল গাইডলাইন

💻 ShifaTime-এ এখন থেকে অনলাইনে চেম্বার করবেন।

→ নিরাপদ ও শরীয়াহ সম্মত চিকিৎসা পরিবেশে
→ ঘরে বসেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন

📅 অ্যাপয়েন্টমেন্ট বুক করুন:

👉 shifatime.com (ওয়েবসাইট নির্মাণাধীন, আপাতত পেইজে)

🟢 ShifaTime – এক প্ল্যাটফর্মে:
রুকইয়াহ | নিউট্রিশন | সাইকোথেরাপি | কাউন্সেলিং | প্রফেটিক মেডিসিন | আধুনিক চিকিৎসা

🌿 ইসলামিক আদর্শে, বিশ্বস্ত, শালীন ও পর্দানশীন হেলথকেয়ার সেবা 🌿

শারীরিক, মানসিক ও রুহানী সমস্যার চিকিৎসার জন্যইসলামিক ই-কেয়ার (অনলাইন) প্ল্যাটফর্মরাসূলুল্লাহ ﷺ বলেছেন:"প্রত্যেক রোগের জ...
14/07/2025

শারীরিক, মানসিক ও রুহানী সমস্যার চিকিৎসার জন্য
ইসলামিক ই-কেয়ার (অনলাইন) প্ল্যাটফর্ম

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"প্রত্যেক রোগের জন্য রয়েছে নিরাময়।"
— সহিহ মুসলিম

শরীয়াহসম্মত চিকিৎসা সেবা দেওয়া হয় নিম্নোক্ত ক্ষেত্রে:

•যাদু, জ্বিন, বদনজর, ওয়াসওয়াসা

•মানসিক অসুস্থতা, শারীরিক (মেডিকেল) রোগ

•অনলাইন রুকইয়াহ শরইয়াহ সেশন

•প্রয়োজনীয় সাপ্লিমেন্ট হোম ডেলিভারি

→ নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক বিশেষজ্ঞ টিম রয়েছে।

→ MBBS চিকিৎসক, পেশাদার নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট ও ক্যারিয়ার এক্সপার্ট — সবাই এক প্ল্যাটফর্মে।

দেশ–বিদেশের অভিজ্ঞ রাকী ও বিশেষজ্ঞদের সাথে অনলাইন কনসাল্টেশন সুবিধা।

ঘরে বসেই, নিরাপদে, আপনার সুবিধামতো সময়ে সেবা গ্রহণ করুন।

যোগাযোগ: 01958158548
ওয়েবসাইট: www.shifatime.com
ফেসবুক পেইজ:

🕋 রিয়েল কেইস হিস্টরি-২(পূর্বের পোস্ট পড়ে আসুন৷ কমেন্টের লিংক)১৫ বছরের জটিল কেইসের যে হিস্ট্রি বলেছিলাম যে আমাদের টিম রোগ...
14/07/2025

🕋 রিয়েল কেইস হিস্টরি-২

(পূর্বের পোস্ট পড়ে আসুন৷ কমেন্টের লিংক)

১৫ বছরের জটিল কেইসের যে হিস্ট্রি বলেছিলাম যে আমাদের টিম রোগীকে ৫ ধরণের ট্রিটমেন্ট দিবে৷

১ - রুকইয়াহ
২ - কাউন্সিলিং
৩ - আধুনিক চিকিৎসা
৪ - রিহ্যাব
৫- হিজামা (অপশনাল)

ট্রিটমেন্ট-১ শুরু হয়েছে আর আমরা আশাবাদী ইনশাআল্লাহ, ১৫ বছরের কেইস ১৫ দিনে সলভ করবো৷ রোগীর তাকদীরের বাইরে কোন জিন শয়তান বা মানব শয়তান তার কোন ক্ষতি করতে পারবেন না৷

আর পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার শেফা আল্লাহ রাখেন নি৷

রোগীর ফিডব্যাক কপি পেস্ট দেওয়া হলো:

//

১২.০৭.২৫
(রুকইয়াহ সেশন-১)
ফিজিক্যাল হেলথ আপডেট:
রুকইয়াহর সময়:-

-তলপেটে চিনচিন ব্যাথা হওয়া
-পা এ পেইন শুরু হওয়া
-বুক এ পেইন শুরু হওয়া এবং বুক ধসধস করা
-বাম কাঁধে পেইন শুরু হওয়া
-মাথা ভাড় হতে শুরু করা

এ অবস্হায় রাতে ঘুমিয়ে যাই,আলহামদুলিল্লাহ গভীর ঘুম হয়
রুকইয়াহ অডিও শোনার পরদিন সকালে উঠে

-খুব ভালো ফিল করা শরীরের ব্যাথাগুলো কমে যায়।

-দূর্বলতা অনুভব না করা।কিন্তু দুপুর হতেই আবার দূর্বলতা শুরু হওয়া

-প্রচন্ড মাথা পেইন এবং মাথা ঘুরে চারপাশ অন্ধকার লাগা।

মেন্টাল হেলথ আপডেট:

-রুকইয়াহ অডিও শোনার সময় মাথায় প্রচুর প্রেসার লাগা।
-প্রচুর অস্হিরতা কাজ করা
-অডিও শুনতে ইচ্ছে না হওয়া এবং হেডফোন কান থেকে খুলে ফেলতে ইচ্ছে হওয়া।

রুকইয়াহ শেষ করার পর:

-মাথা হালকা লাগা
-প্রশান্তি কাজ করা
-রাগ কমতে শুরু করা
-কাজে আগ্রহ শুরু হওয়া
-মন ভালো লাগা
-আত্মহত্যার প্রবনতা কমে যাওয়া

রুকইয়াহ করার পর মানসিক ভাবে ভালো লাগতে থাকে এবং পরদিন দুপুর অবধি মন ভালো লাগা এবং রাগ কন্ট্রোল থাকে।কিন্তু দুপুরের পর থেকে শরীর খারাপের সাথে সাথে মন খারাপ হওয়া শুরু হয় প্রচুর কান্না পায় হতাশ লাগতে শুরু করে এবং আত্মহত্যার প্রবনতা আবার হতে থাকে।

১৩.০৭.২৫

রুকইয়াহ সেশন-২
ফিজিক্যাল হেলথ আপডেট:
রুকইয়াহর সময়:

-মাথায় প্রচন্ড পেইন আগে থেকেই ছিলো।তবে সেকেন্ড অডিও এর তিলাওয়াত গুলো শোনার সাথে সাথে মাথায় অসহ্য পেইন শুরু হয়।সেকেন্ড সেশন এর অডিও শোনার সময় মাথায় পেইন ছাড়া শরীরের আর কোন জায়গায় পেইন ছিলোনা।

-শুরুতে সামান্য বুক ধসধস লাগতে থাকে তবে ২ মিনিটের মাথায় কমে যায়।

রুকইয়াহ অডিও ২ বার শোনার সাথে সাথে মাথা হালকা হতে থাকে।পরপর কয়েকবার অডিও শোনার সাথে সাথে মিরাকেলের মতো মাথা পেইন গায়েব হয়ে যায়।ওয়াল্লাহি।আলহামদুলিল্লাহ।আমি এতোটা অবাক জীবনেও হইনি ভাইয়া।যে মাথা পেইন সারাদিন কাবু করে রেখেছিলো কয়েকবার অডিও শোনার সাথে সাথে সে পেইন এমনভাবে কমে গেলো যেনো মনে হচ্ছিলো আমার কোনদিন কোন মাথা ব্যাথা হয়নি।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।

অডিও শোনার পর ১২:২৭ পর্যন্ত নামগুলো যিকির এবং সূরা বাকারা অডিও কানে শুনতে শুনতে ঘুমাতে যাই।তিলাওয়াত শুনতে প্রথমদিন খারাপ লাগলেও গতকাল রাতে তিলাওয়াত অনেক ভালো লেগেছে।তবে গতকাল রাতে ঘুম কম হয়েছে।আসেনি তেমন।এটার কারন আমি নরমালি ঘুমাই ১১ টায়।ঘুম এর সময় লেট হয়েছে এবং বারবার অডিও শোনার সময় ফোনের লাইট চোখে লাগায় ঘুম টা নষ্ট হয়েছে তবে এটা কোন সমস্যা না।

আলহামদুলিল্লাহ আজ সকাল অবধি কোন শারীরিক প্রবলেম বা পেইন কিছু ফিল করতেছিনা।বোনমেরু তে যে পেইন টা ছিলো সেটাও ম্যাজিকের মতো কোথায় চলে গেলো জানি না।আলহামদুলিল্লাহ

মেন্টাল হেলথ আপডেট:

রুকইয়াহ'র সময় অনেক মানসিক জোড় এবং শক্তি কাজ করতেছিলো মনে

-অঝোরে কান্না দু চোখ বেয়ে পড়তেছিলো তিলাওয়াত শোনার সময়।সেকেন্ড অডিও টাতে স্লোলি আপনি যে তিলাওয়াত গুলো করেছেন ওগুলো শোনার সময় মাথায় হালকা প্রেসার ফিল হতো

-বুক টা মনে হতো কেউ চেপে রেখেছে এখন হালকা লাগতেছে
আল্লাহর উপর বিশ্বাস হাজারগুন বেড়ে গিয়েছে

-প্রচন্ড ভালো লাগা কাজ করতেছে,মনে হচ্ছে আজ থেকে শুধু রব এর জন্য বাঁচবো।বোঝাতে পারবোনা ভাইয়া আজ আমার মন টা খুব ভালো আলহামদুলিল্লাহ

আপাতত এটুকুই আপডেট।সারাদিন নিজেকে একটু অবজারবেশন এ রাখবো।আর কি কি চেন্জ হয় নিজের মধ্যে ইন শাহ আল্লাহ আপনাকে জানাবো।

//

বি:দ্র: রুকইয়াহ এর সময় রাকীর কানে থাবা দেওয়া হঅয়েছে আর রোগীকেও রুকইয়াহ বন্ধ করানোর চেষ্টা করা হয়েছে৷

12/07/2025

ShifaTime-এ Consultant হিসেবে যোগদান করেছেন:

🩺 পুষ্টি (নিউট্রিশন) সেকশনে:

পুষ্টিবিদ ওয়ালিউল্লাহ

•অনার্স, পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি (B.Sc. in Nutrition & Food Technology)
•ক্লিনিকাল ডায়েট প্লানিং (CDP) স্পেশালিস্ট – চিকিৎসা ফাউন্ডেশন, বাংলাদেশ
•ক্লিনিকাল থেরাপিউটিক নিউট্রিশন (CTN)
•ক্লিনিকাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স (CND) – টুয়েন্টি মিনিট মেডিকেল

🔬 Field of Expertise:

ক. ওজন নিয়ন্ত্রণ (Weight Management)
খ. শিশু ও মায়ের পুষ্টি (Child and Mother Nutrition)
গ. হাইপারথাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম
ঘ. আইবিএস (Irritable Bowel Syndrome - IBS)
ঙ. উচ্চ/নিম্ন রক্তচাপ (Hypertension / Hypotension)
চ. ডায়াবেটিস, ক্যানসার, হৃদরোগ, কিডনি রোগ
ছ. চর্বিযুক্ত লিভার (Fatty Liver)
জ. পিসিওএস (PCOS)
ঝ. জীবনধারা ভিত্তিক পরামর্শ (Lifestyle Counseling)

প্রথম ভিজিট: ৪০০/-
পরবর্তীতে ডায়েট চার্ট পরিবর্তনে ১৫০/-

এর বাইরে ২৪/৭ ঘন্টা ফ্রী ফলোআপ

12/07/2025

🌿 ShifaTime এ নতুনভাবে যুক্ত হলেন শিশু বিভাগে

Dr. Towsif Iqbal
শিশু ও কিশোর রোগে অভিজ্ঞ

MBBS, BCS (স্বাস্থ্য)
FCPS (Final Part – Pediatrics)
MD (Paediatrics – Academic)
MRCPCH (UK) – Partially Completed

Assistant Registrar, Rajshahi Medical College Hospital (NICU)

নবজাতক থেকে শুরু করে কিশোর বয়স পর্যন্ত শিশুদের
রোগ, পুষ্টি সমস্যা, জ্বর, হাঁপানি, নিউমোনিয়া, খিঁচুনি, বিকাশজনিত জটিলতা ইত্যাদিতে বিশ্বস্ত চিকিৎসা এখন ShifaTime-এ।

📍 বিশ্বস্ত চিকিৎসা, ইসলামি মূল্যবোধের সাথে

📲 অ্যাপয়েন্টমেন্ট নিন এখনই – ShifaTime-এ।

12/07/2025

এক রোগীর কেইস অনেক জটিল৷ জ্বিনগত, ব্ল্যাক ম্যাজিক গত এবং শারীরিকও৷

শিফাটাইম তার কেইস টা হাতে নিয়েছে৷ ইনশাআল্লাহ আমরা রোগীকে সুস্থ করে তুলব, যদি তার তকদীরে না থাকে কোন জিন বা মানব শয়তান তার ক্ষতি করতে পারবে না৷

🩺 রোগীর ক্লিনিক্যাল ও স্পিরিচুয়াল কেইস স্টেটমেন্ট

Patient ID: SHFT-CASE #0725
Handled by: ShifaTime Holistic Care Team
Status: Active — Complex Case | Ongoing Diagnosis & Treatment

🔎 সমস্যার সারাংশ (Case Summary):

রোগী একজন সাবেক অত্যন্ত মেধাবী, শান্তপ্রিয় তরুণী, যিনি কিশোরকাল থেকে মানসিক, শারীরিক এবং স্পিরিচুয়াল দুর্বলতার সম্মিলিত জটিল সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছেন।
তিনি প্রায় ১৫ বছর ঘরবন্দি৷ সূর্যের আলোও দেখেন না৷

সমস্যা গুলোর প্রকৃতি ব্ল্যাক ম্যাজিক, জ্বিনগত প্রভাব ও দীর্ঘমেয়াদী মনো-সাইকোলজিক্যাল ট্রমার সম্মিলন। পাশাপাশি শারীরিক অসুস্থতাও রয়েছে যেমন: থ্যালাসেমিয়া, দুর্বলতা ইত্যাদি৷

---

📋 প্রাথমিক লক্ষণ ও উপসর্গসমূহ (Symptoms Overview):

🧠 মানসিক ও আচরণগত সমস্যা:

√ হঠাৎ মেজাজ পরিবর্তন, অতিরিক্ত রাগ, সহিংস প্রতিক্রিয়া
√ বাবা-মা ও ভাই-বোনের প্রতি আগ্রহ ও টান কমে যাওয়া
√আত্মীয়-স্বজন ও সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা
√ হতাশা, অলসতা, একাকীত্ব ও আত্মহত্যার প্রবণতা
√ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলা, নামাজে স্থায়ী মনোযোগে ব্যর্থতা
√পূর্বের মেধা হারিয়ে পড়াশোনার প্রতি ভয় ও অনীহা

🛌 রাত্রিকালীন ও স্বপ্ন সংক্রান্ত লক্ষণ:

√ অন্ধকারে বন্দী থাকার অনুভূতি (15+ বছর)
√ মৃতদেহ, কবর, সাপ, আগুন—এ ধরনের ভয়াবহ স্বপ্ন
√ ঘুম থেকে উঠে শরীরে খামচির দাগ বা কালচে দাগ
√™কানের পাশে নিঃশ্বাসের শব্দ ও পাশ দিয়ে কেউ হেঁটে যাওয়ার অনুভূতি

👤 শারীরিক লক্ষণ:

√ সবসময় দুর্বলতা, চলাফেরার শক্তি কমে যাওয়া (থ্যালাসেমিয়া বিদ্যমান)

√ শরীরের বিভিন্ন গিটে ব্যথা

√ মাথা ভার লাগা, চিন্তাশক্তির দুর্বলতা, ভুল লেখা ও পড়ে সংশোধনে বিলম্ব

√ ক্ষুধা না লাগা, শরীরিক অকার্যকারিতা

---

🧿 জ্বিনগত ও ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট লক্ষণসমূহ:

√ পরিবারজুড়ে অস্বাভাবিক দুর্ভাগ্য: বারাকাহহীনতা, রিজিক বন্ধ, বারবার ব্যর্থতা লেগে থাকা

√ পরিবারের একাধিক সদস্য অসুস্থ ও অবসাদগ্রস্ত - লেগেই থাকে

√ বাসায় অতিথি এলেই দূরত্ব তৈরি হওয়া, ফিরে না আসা

√ ভাই-বোনের সংসার, বিচ্ছেদ, ব্যবসা ও ক্যারিয়ারে বারবার ধ্বংস

√ বিয়ে নষ্ট হওয়া, বিয়ে নিরুৎসাহিত করা বা বন্ধ হয়ে যাওয়া

সম্প্রতি একটা সুপারি গাছ কেটে এর ভেতর ৫ গিটের দড়ি (পরিবারেও ৫ জন) এবং আগুন পোড়ানো পেয়েছেন৷

---

🛠️ Next Action Plan by ShifaTime:

আমরা রোগীকে ৫ ধরণের ট্রিটমেন্ট দিব (ইনশাআল্লাহ)

1. রুকইয়াহ শারইয়াহ — প্রতিদিন নির্ধারিত সেশনে জিন ও সিহরের ইফেক্ট নিবারণ৷ বাসা তে জ্বিনরা বসবাস স্বাভাবিক কিন্তু তারা যেন আর ক্ষতি করতে না পারে৷

2. ইসলামিক কাউন্সেলিং — হতাশা, আত্মঘাতী প্রবণতা ও পারিবারিক বিষণ্ণতা ব্যবস্থাপনা, একজন ১০+ বছরের অভিজ্ঞ দ্বীনি সাইকোলজিস্ট (নারী) দ্বারা

3. হিজামা থেরাপি — রুকইয়াহর পাশাপাশি শারীরিক ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক (অপশনাল, যদি তিনি চান)

4. ইসলামিক নিউট্রিশন পরিকল্পনা — থ্যালাসেমিয়ার কারণে দুর্বলতা মোকাবেলায় খাদ্য পরিকল্পনা

5. লাইফস্টাইল রিহ্যাব প্ল্যান — আমল, ধ্যান, ঘুম, মনোযোগ ও অভ্যাস পুনর্গঠন

---

"ইনশাআল্লাহ, যদি রোগী নিজের সুস্থতা চান এবং সঠিক চিকিৎসা গ্রহণে আন্তরিক হয়— তাহলে ইনশাআল্লাহ তার তাকদীরে যতটুকু বিপদ লেখা থাকে এর বাইরে, পৃথিবীর সকল মানুষ, জিন বা কালো যাদু তার ক্ষতি করতে পারবে না।"

— ShifaTime Holistic Team

আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আপডেট দিবো৷

06/07/2025

"সব রিপোর্টই কাগজে হয়, কিন্তু কিছু রিপোর্ট মন ভেঙে দেয়।"

গতকাল ShifaTime-এ একজন ৪ মাসের প্রেগন্যান্ট পেশেন্ট এসেছিলেন। প্রথম দিকে কোনো আল্ট্রাসোনো করেননি। এবার প্রথম আল্ট্রা করেই রিপোর্টে যা বের হলো—তা সবর করার মতন ঘটনা৷

📄 রিপোর্ট বলছে, উনার গর্ভে কোনো সন্তানই নেই। বরং প্লাসেন্টা অস্বাভাবিকভাবে বড় হচ্ছে, যা এখন টিউমারের মতো রূপ নিচ্ছে।

আমাদের গাইনী ও প্রফেটিক ট্রিটমেন্ট বিশেষজ্ঞ, ডা. মুসলিমা মুহতারামাও রিপোর্ট দেখে নিশ্চিত হলেন—এইটা Molar Pregnancy হতে পারে। এখন জরুরি ভিত্তিতে D&C করে এই অস্বাভাবিক টিস্যু রিমুভ করা দরকার। এজন্য পেশেন্টকে ক্যান্সার হাসপাতালে রেফার করা হয়েছে।

তবুও আমরা পেশেন্টকে বলেছি—আরেকবার আলাদা জায়গা থেকে ক্রসচেক করে নিতে। কারণ—

•রিপোর্ট ভুল হতেই পারে

•ভুল কখনও মানুষের কারণে, আবার কখনও অদৃশ্য কোনো কারণে...

📌 পরামর্শ:

গর্ভাবস্থার শুরুতেই অন্তত একবার আল্ট্রাসোনো করা খুব গুরুত্বপূর্ণ। শুধু সন্তান নয়, কখনো কখনো মা'র জীবন রক্ষা করতেও এটা প্রয়োজন।

---

“সব কিছুর ফয়সালা আল্লাহর হাতে”
“হৃদয়ে তাওয়াক্কুল করুন, পাশাপাশি সাবধানতা অবলম্বনওও জরুরি”

Address

Rajshahai
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when ShifaTime - الشفاء posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram