Dr.Apurbo Krishna Sarkar

Dr.Apurbo Krishna Sarkar No: A-138843]

Welcome To My Official Page...!
স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে সাথেই থাকুন।

Dr.Apurbo Krishna Sarkar
MBBS (DU), CMU (USG)
MCGP (GP), PGT (Surgery)

[BMDC Reg.

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেন...
21/07/2025

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেনডন (পেশির সাথে হাড়ের সংযোগকারী অংশ)-এর পাশে তৈরি হয়।

🔍 বিস্তারিত:

এটি সাধারণত হাতে, কব্জিতে বা পায়ের গোড়ালিতে দেখা যায়।

ভিতরে জেলির মতো ঘন তরল (synovial fluid) থাকে।

এটি সাধারণত ব্যথাহীন হলেও, যদি স্নায়ুর উপর চাপ দেয়, তাহলে ব্যথা বা অসাড় ভাব হতে পারে।

🧾 লক্ষণ:

ত্বকের নিচে ছোট বা মাঝারি মাপের ফোলা।

ফোলাটা চাপ দিলে নরম বা শক্ত লাগতে পারে।

কখনও কখনও আকারে বড় বা ছোট হতে পারে।

নিকটবর্তী স্নায়ুতে চাপ দিলে ব্যথা বা অবশভাব দেখা দিতে পারে।

⚠️ কারণ:

ঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয়, জয়েন্ট বা টেনডনে চাপ, আঘাত বা অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে।

🩺 চিকিৎসা:

অনেক সময় চিকিৎসা ছাড়াই সিস্ট নিজে থেকেই চলে যায়।

যদি ব্যথা হয় বা আকারে বড় হয়, তাহলে:

Aspiration: সুচ দিয়ে তরল বের করে দেওয়া।✔️

Surgery: অপারেশন করে পুরো সিস্টটি অপসারণ করা।✅

💝ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।_অর্থ্যাৎ ...
20/07/2025

💝ভারনিক্স (Vernix Caseosa) হলো নবজাতকের শরীরে জন্মের সময় একটি সাদা, মোমের মতো, চটচটে আবরণ যা ত্বককে ঢেকে রাখে।
_
অর্থ্যাৎ বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।
ভারনিক্স নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়।
কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।।।

এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।

সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!।

সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে।
এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।।

জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।

আপনার শিশুর যত্ন নিন।
সুস্থ থাকুক পৃথিবীর সকল শিশু।

08/07/2025

🚫❌

কখন একটা বাচ্চাকে পেডিয়েট্রিশিয়ান NICU তে দেয়?১.জন্ম ওজন ১৮০০ গ্রাম (১.৮ কেজি) এর কম হলে২.গর্ভকাল ৩৪ সপ্তাহের কম হলে৩.জন...
05/07/2025

কখন একটা বাচ্চাকে পেডিয়েট্রিশিয়ান NICU তে দেয়?
১.জন্ম ওজন ১৮০০ গ্রাম (১.৮ কেজি) এর কম হলে
২.গর্ভকাল ৩৪ সপ্তাহের কম হলে
৩.জন্মগত কোনো বড় ধরনের শারীরিক ত্রুটি থাকলে
৪.জন্মের পর শ্বাস না নিয়ে থাকলে বা ব্যাগ ও মাস্ক দিয়ে বাঁচাতে হয় যদি
৫.শ্বাসকষ্ট দেখা দিলে
৬.জন্মের পরপরই ইনফেকশনের (সেপসিস) সন্দেহ হলে
৭.জন্ডিসের জন্য ফটোথেরাপি বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের প্রয়োজন হলে
৮.ডায়াবেটিক মায়ের শিশু যদি গ্লুকোজ ইনফিউশন (IV) দরকার হয়
৯.ডেলিভারির পর বিশেষ পর্যবেক্ষণ ও যত্ন প্রয়োজন হলে
১০.অন্য কোনো হাসপাতাল থেকে রেফার হয়ে এলে

Tab Ceevit 250 mg এটি একটি ভিটামিন C (Ascorbic Acid) ট্যাবলেট। এটি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ঠান্ডা-জ্বর বা ...
03/07/2025

Tab Ceevit 250 mg

এটি একটি ভিটামিন C (Ascorbic Acid) ট্যাবলেট।
এটি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, ঠান্ডা-জ্বর বা স্কার্ভি প্রতিরোধে ব্যবহার করা হয়।

অতিরিক্ত ভিটামিন C বাচ্চাকে খাওয়ালে ডায়রিয়া, পেটব্যথা বা কিডনিতে পাথর হবার সম্ভবনা থাকে।

তবে দিনে ১ টা করে দিতে পারবেন।

"বিয়ে হয়নি, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ?" (আপনার একটি শেয়ারে হয়তো বেচে যাবে একটি জীবন)অনেক সময় দেখা যায়, একজন অবিব...
02/07/2025

"বিয়ে হয়নি, কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ?"
(আপনার একটি শেয়ারে হয়তো বেচে যাবে একটি জীবন)

অনেক সময় দেখা যায়, একজন অবিবাহিত মেয়ের হঠাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। ডাক্তার দেখাতে গেলে প্রথমেই বলা হয় “প্রেগনেন্সি টেস্ট করে আসেন।”

পরিবারের কেউ হয়তো বলে বসে-
“এখনও তো মেয়ের বিয়ে হয়নি, প্রেগনেন্সি কীভাবে?”
ডাক্তার তখন স্পষ্ট জানিয়ে দেন -
“প্রেগনেন্সি টেস্ট ছাড়া দেখবো না।”

যাই হোক, টেস্ট হয়। রিপোর্ট পজিটিভ!!
পরিবার হতবাক। মেয়ে অজ্ঞান।

এবার শুরু হয় প্রশ্ন, কান্না, অস্বীকার-
রোগী বলছে, “আমি কিছু করিনি।”
পরিবার বলছে, “তাহলে পজিটিভ টেস্ট আসলো কীভাবে?”

কেউ কেউ বলে - “জীনের ব্যাপার!”
তবে ডাক্তার তখন আসল কাজ শুরু করেন - “চলুন, আলট্রাসনোগ্রাফি করা যাক।”

আলট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা যায় — পেটে কোনো বাচ্চা নেই।

তাহলে? প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো কেন?

এই যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয়, ওটা আসলে “বাচ্চা শনাক্ত করার যন্ত্র” না।
এই টেস্টে চেক করা হয় শরীরে HCG (human chorionic gonadotropin) হরমোনের উপস্থিতি।

এই হরমোন গর্ভাবস্থায় শরীরে তৈরি হয় ঠিকই, কিন্তু একই হরমোন কিছু টিউমারের ক্ষেত্রেও নিঃসৃত হতে পারে, যেমন:

Choriocarcinoma
Germ cell tumor
Hydatidiform mole
Teratoma (with choriocarcinoma)
Seminoma
Islet cell tumor ইত্যাদি।

অর্থাৎ, হরমোন বাড়লেই আপনি গর্ভবতী বিষয়টি এমন নয়। কিন্তু আফসোসের বিষয় হলো, এই ধরণের ভুল বোঝাবুঝি থেকে অনেক মেয়ে চরম মানসিক আঘাত পায়। অনেকে হতাশ হয়ে আত্মহত্যার কথা ভাবে। কারও চরিত্র নিয়ে চলে অযথা বিচার সমালোচনা।

একটা রিপোর্ট আসার পর সবকিছু ভেঙে পড়ার আগে একটু ভাবুন, ডাক্তার দেখান, পুরো ঘটনা বোঝার চেষ্টা করুন। আপনি সচেতন থাকলে, হয়তো কোনো একদিন কাউকে একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন।

পেশেন্ট সুস্থ হয়ে যখন ফল গিফট নিয়ে  আসে...!🫒Then.. My All Satisfaction is here! 🥰
01/07/2025

পেশেন্ট সুস্থ হয়ে যখন ফল গিফট নিয়ে আসে...!🫒

Then.. My All Satisfaction is here! 🥰

***টেট্রাসল***  মূলত স্ক্যাবিস বা পাঁচড়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা বর্তমানে কমন একটি সমস্যা...সবার জন্যই।     :::...
01/07/2025

***টেট্রাসল*** মূলত স্ক্যাবিস বা পাঁচড়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা বর্তমানে কমন একটি সমস্যা...সবার জন্যই।
:::::::::::::::::ডোজ প্রস্তুতি:::::::::::::::::::::::
একটি ৩০ মিলি টেট্রাসল বোতল থেকে ১০ মিলি সলিউশন নিন,এই ১০ মিলি সলিউশনের সাথে ১০ মিলি পানি অথবা নারিকেল তেল মিশিয়ে নিন।প্রস্তুতকৃত মিশ্রণটি গোসলের পরে...শরীর শুকানোর পরে, পুরো শরীরে, মাথা এবং মুখ ছাড়া সমানভাবে লাগান।গলা থেকে পায়ের তলা পর্যন্ত ভালোভাবে লাগান।ঔষধ লাগানোর পর এটি প্রায় ১০ মিনিট শুকাতে দিন, এই সময়ে জোরে ঘষবেন না।
শুকিয়ে গেলে আপনি কাপড় পরতে পারেন।
অন্তত ১২ ঘণ্টা ঔষধ শরীরে রাখুন, সম্ভব হলে রোদে থাকা ভালো। ১২ ঘণ্টা পর গোসল করে ঔষধ ধুয়ে ফেলুন। ৩ দিন একই নিয়মে ব্যবহার করুন।

স্যার আপনি Cef-3 এন্টিবায়োটিক ২ বেলা করে ৭ দিন দিয়েছেন কিন্তু আমার এক আত্মীয় বললো এন্টিবায়োটিক ১ বেলা খাওয়ালেই নাকি হয় ত...
30/06/2025

স্যার আপনি Cef-3 এন্টিবায়োটিক ২ বেলা করে ৭ দিন দিয়েছেন কিন্তু আমার এক আত্মীয় বললো এন্টিবায়োটিক ১ বেলা খাওয়ালেই নাকি হয় তাই একবেলা করে দিছি...🙂

এন্টিবায়োটিক কেন রেজিস্টেন্ট হচ্ছে এখন বুঝছেন! 😴

Self control 🛂😊
29/06/2025

Self control 🛂😊

Seal of Mine....! 🥰🩺
23/06/2025

Seal of Mine....! 🥰🩺

💌 Topic: Blood Pressure (রক্তচাপ) সম্পর্কে বিস্তারিত জেনে নিন 👇🔴 Blood Pressure (BP) কি ?Blood Pressure হল সেই চাপ যা রক...
22/06/2025

💌 Topic: Blood Pressure (রক্তচাপ) সম্পর্কে বিস্তারিত জেনে নিন 👇

🔴 Blood Pressure (BP) কি ?

Blood Pressure হল সেই চাপ যা রক্ত চলাচলের সময় রক্তনালীর (arteries) প্রাচীরে পড়ে। এটি মূলত হার্ট থেকে রক্ত পাম্প করার ফলে সৃষ্টি হয় এবং সারা শরীরে রক্ত প্রবাহিত করতে সাহায্য করে।

🔵 Blood Pressure এর Units:

BP সাধারণত mmHg (millimeters of mercury) এককে পরিমাপ করা হয়।

উদাহরণ: 120/80 mmHg

▪️১ম সংখ্যা (120): Systolic Pressure → হৃদয় সংকোচনের সময়ের চাপ
▪️২য় সংখ্যা (80): Diastolic Pressure → হৃদয় শিথিল থাকার সময়ের চাপ

✅ Normal Blood Pressure Range (সাধারণ মাত্রা):

✔️Category ➤ Systolic (উচ্চ) ➤ Diastolic (নিম্ন)

▪️ Normal ➤ 90–120 mmHg ➤ 60–80 mmHg

▪️ Prehypertension ➤ 121–139 mmHg ➤ 81–89 mmHg

▪️ High (Stage 1) ➤ 140–159 mmHg ➤ 90–99
mmHg

▪️ High (Stage 2) ➤ ≥160 mmHg ➤ ≥100 mmHg

▪️ Low BP (Hypotension) ➤

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Apurbo Krishna Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Apurbo Krishna Sarkar:

Share

Category