Dr.Apurbo Krishna Sarkar

Dr.Apurbo Krishna Sarkar Welcome To My Official Page...!
স্বাস্থ্য বিষয়ক সকল টিপস পেতে সাথেই থাকুন।

Dr.Apurbo Krishna Sarkar
MBBS (DU),CMU (USG)
MCGP (GP),PGT (Surgery)

[BMDC Reg.

No: A-138843]

সাপোজিটরি ❌ ডুস ✅🥴🥴
10/10/2025

সাপোজিটরি ❌ ডুস ✅

🥴🥴

23/09/2025
যেভাবে সেবা নিবেন: পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে,  সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান,...
18/09/2025

যেভাবে সেবা নিবেন: পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing

এর বাইরে সরকারি আরো একটি প্রতিষ্ঠান আছে যেখানে সাশ্রয়ী মুল্যে প্রায় সকল পরীক্ষা করা হয়, "ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার" এটি আগারগাঁও এ অবস্হিত (শেরে-বাংলা নগর থানার ঠিক পাশেই) এটির লিংক ও দিলাম। এখানে সুবিধা হল, যে কোন ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েই আপনি পরীক্ষা করাতে পারবেন এবং রিপোর্ট অনলাইনে পেয়ে যাবেন। http://www.nilmrc.gov.bd/

নিয়মিত আপডেট পেতে ডাঃ মোস্তাক আহমেদ কাজল পেজটি লাইক ফলো করে রাখুন।

ডাঃ মোস্তাক আহমেদ কাজল
গবেষক ও চিকিৎসক
লিভার বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, (পিজি হাসপাতাল) ঢাকা।
শাহবাগ, ঢাকা।

✅কিডনি ভালো রাখতে....নিচের নিয়নকানুন গুলো মেনে চলুন:
18/09/2025

✅কিডনি ভালো রাখতে....নিচের নিয়নকানুন গুলো মেনে চলুন:

16/09/2025

না‌কের রো‌গ প্রতি‌রোধ:

✓✓নাক খোঁচা‌বেন না
✓✓দুই নাক একসা‌থে ঝাড়‌বেন না
✓✓ঠাণ্ডা ও ফ্রি‌জের খাবার খা‌বেন না
✓✓ধুমপান,তামাক,গুল,জর্দা,পান,সুপা‌রি,ম'দ প‌রিহার করুন
✓✓যে খাবা‌রে এলা‌র্জি তা প‌রিহার করুন
✓✓ঠাণ্ড পা‌নি দি‌য়ে গোসল এ‌ড়ি‌য়ে চলুন
✓✓ধূলাবা‌লি এ‌ড়ি‌য়ে চল‌বেন
✓✓বেড‌শিট প্র‌তি তিন‌দিন পর পর প‌রিবর্তন করুন,তোশক মা‌সে অন্তত একবার রো‌দে দিন,বেড‌শি‌টে কোন ময়লা লাগ‌তে দি‌বেন না
✓✓ডাক্তা‌রের পরামর্শ ছাড়া ৭ দি‌নের বে‌শি না‌কের ড্রপ ব‌্যবহার কর‌বেন না
✓✓একটানা এ‌সি তে বে‌শিক্ষণ থাকা হ‌তে বিরত থাকুন
✓✓এলা‌র্জিক রাইনাই‌টিস থাক‌লে ঘ‌রে লোমশ পশু,পা‌খি পাল‌বেন না
✓✓কোয়াক বা হাতু‌রে চি‌কিৎসক দ্বারা অ'প‌'চি‌কি'ৎসা করা‌বেন না

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।ছবিতে যেটা দেখ...
15/09/2025

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…
শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।

ছবিতে যেটা দেখছেন,
তা মাত্র ৭ বছরের একটি শিশুর অন্ত্র (intestine)।
অসংখ্য কৃমির কারণে অন্ত্রটি ব্লক হয়ে যায়—intestinal obstruction।
রক্ত চলাচল বন্ধ হয়ে অন্ত্র পঁচে গিয়েছিল।
অবস্থা গুরুতর হওয়ায় অপারেশন করে পুরো অংশটাই কেটে ফেলে দিতে হয়েছে।

ভাবতে পারেন, কতটা কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে সেই ছোট্ট শিশুটিকে?
সে তো জানেই না, তার শরীরের ভেতর অদৃশ্য শত্রু বাসা বেঁধে আছে।
একটু অবহেলা, অল্প সচেতনতার অভাব—আর সেই শিশুটি হারাতে বসেছিল তার জীবন।

---

কেন বারবার কৃমি হয়
শিশুরা খেলতে গিয়ে মাটি-ময়লা মুখে দেয়। হাত না ধোওয়া অবস্থায় খায়। নখ বড় থাকলে তার ভেতরে জমে থাকা ডিমও শরীরে প্রবেশ করে। অপরিষ্কার পানি ও খাবারও বড় কারণ। আর পরিবারের সবাই একসাথে ওষুধ না খেলে আবারও কৃমি ফিরে আসে।

প্রতিকার ও করণীয়
– ১ বছর বয়স পার হলে নিয়মিত সময়ে কৃমিনাশক খাওয়ানো।
– খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোওয়া।
– নখ ছোট রাখা, পরিষ্কার পোশাক ব্যবহার করা।
– পানীয় জল ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া।
– ফল-সবজি ভালোভাবে ধুয়ে খাওয়ানো।
– খালি পায়ে মাটিতে হাঁটতে না দেওয়া।
– পরিবারের সবাইকে একসাথে কৃমিনাশক খাওয়ানো।

যা অবশ্যই বর্জনীয়
– কুসংস্কার মানা, যেমন ঠান্ডা-গরম আবহাওয়ায় ওষুধ খাওয়া যাবে না।
– ডাক্তারি পরামর্শ ছাড়া ডোজ দেওয়া।
– অপরিষ্কার, আধা সেদ্ধ খাবার খাওয়ানো।
– ময়লা খেলনা ব্যবহার করা।

---

আপনার সন্তানের এই অদৃশ্য শত্রুকে প্রতিরোধ করা সম্ভব—শুধু একটু সচেতন হলে।
আজ থেকেই শুরু করুন, কারণ একটি শিশুর হাসি নিভে যাওয়া মানেই একটি স্বপ্ন নিভে যাওয়া।

“ভালো থাকুক প্রতিটা নিষ্পাপ শিশু।”

গর্ভবতী মায়েদের যে খাবারগুলো খাওয়া নিষেধ :গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার জন্য কিছু খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। ❌ যে খাব...
08/09/2025

গর্ভবতী মায়েদের যে খাবারগুলো খাওয়া নিষেধ :

গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার জন্য কিছু খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।

❌ যে খাবারগুলো এড়িয়ে চলতে হবে

1. কাঁচা বা আধা সেদ্ধ ডিম – এতে স্যালমোনেলা জীবাণুর ঝুঁকি থাকে।

2. কাঁচা বা আধা সেদ্ধ মাংস ও মাছ – জীবাণু ও পরজীবী সংক্রমণের ঝুঁকি বেশি।

3. কাঁচা দুধ ও দুধজাত খাবার (যা পাস্তুরাইজড নয়) – এতে ব্যাকটেরিয়া থাকতে পারে।

4. অতিরিক্ত তেল-ঝাল ভাজাপোড়া – হজমে সমস্যা ও অতিরিক্ত ওজন বাড়ায়।

5. হাই মার্কারি যুক্ত মাছ (শার্ক, সোর্ডফিশ, কিং ম্যাকারেল, টুনার কিছু প্রজাতি) – শিশুর মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষতি করতে পারে।

6. অতিরিক্ত কফি/চা (ক্যাফেইন) – গর্ভপাত বা শিশুর ওজন কম হওয়ার ঝুঁকি বাড়ায়।

7. আলু বা কাঁচা কলার অঙ্কুরিত অংশ – এতে টক্সিন থাকতে পারে।

8. অতিরিক্ত লবণযুক্ত খাবার (আচার, ফাস্ট ফুড) – রক্তচাপ বাড়াতে পারে।

9. অ্যালকোহল ও ধূমপানজাতীয় দ্রব্য – শিশুর বিকাশে গুরুতর ক্ষতি করে।

10. অতিরিক্ত মিষ্টি, সফট ড্রিংকস ও প্যাকেটজাত খাবার – ডায়াবেটিস ও অতিরিক্ত ওজন বাড়ায়।

👉 গর্ভাবস্থায় মায়েদের উচিত সুষম খাবার খাওয়া, যেমন—শাকসবজি, ফল, দুধ, ডাল, মাছ (যা ভালোভাবে রান্না করা), বাদাম, ডিম (সেদ্ধ), এবং প্রচুর পানি। ✅

‼️হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝবেন?     তাৎক্ষণিক ভাবে কি করবেন?🫀Heart attack …….‼️হার্ট অ্যাটাকের উপসর্গ গুলি হলো:ক) বুক...
07/09/2025

‼️হার্ট অ্যাটাক হলে কিভাবে বুঝবেন?
তাৎক্ষণিক ভাবে কি করবেন?
🫀Heart attack …….‼️

হার্ট অ্যাটাকের উপসর্গ গুলি হলো:
ক) বুকে ব্যথা বা চাপ:
বুকের মাঝখানে ব্যথা, চাপ,
ভারী ভাব বা জ্বালাপোড়া অনুভূত হওয়া।
অনেক সময় এটি “ভারী ওজন চাপা পড়ার মতো”
অনুভূত হয়।
খ) ব্যথা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া যেমন
ব্যথা বা অস্বস্তি ঘাড়ে, গলায়,চোয়ালে, কাঁধ, হাত বিশেষ করে
বাম হাত, পিঠে, বা পেটের উপরিভাগে ছড়াতে পারে।
গ) শ্বাসকষ্ট।
ঘ) প্রচুর পরিমাণে ঘাম হওয়া।
ঙ) বমি বমি ভাব বা বমি।
চ) অত্যন্ত দুর্বলতা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
ছ) চিন্তিত বা আতঙ্কিত অনুভব: অনেক সময় হার্ট অ্যাটাকের
সময় মানুষ মৃত্যুভয় বা ভীষণ দুশ্চিন্তা হয়।
জ) অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধড়ফড় করা।
ঝ) হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, শরীর ফ‍্যাকাসে হয়ে যাওয়া
ইত্যাদি।
‼️অনেকে কিছু বলা বা বোঝার আগেই মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য সবার সব উপসর্গ হবে এমন নয়। আবার কোন
উপসর্গ নাও হতে পারে।
** বুকের মাঝে কোন অস্বস্তি বোধ হলে অবহেলা করবেন না।
জরুরী ভাবে আপনার নিকটস্থ হাসপাতালে যেতে হবে। অতি দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।
‼️ হাসপাতালে পৌঁছানোর আগে জরুরী চিকিৎসা:
চারটি (Clopidogrel 75 mg + Aspirin 75 mg ) বড়ি খেতে পারেন। ওষুধ দুটি একসাথে এবং আলাদা ভাবে বাজারে পাওয়া যায় (সহজে বোঝার জন্য Clopidogrel 300 mg এবং Aspirin 300 mg খেতে হবে। একত্রে ওষুধ হলে চারটি অথবা পৃথক ওষুধ হলে মোট আটটি (৪+৪) বড়ি খেতে হবে)।
অনেকেই Gastric এর ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে একটি Pantoprazole 40 mg খেতে পারেন।
‼️ যাদের পাকস্থলীতে রক্তক্ষরণ, রক্ত বমি, রক্ত বা আলকাতরার মতো কালো পায়খানা হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আপনার পরামর্শ ও মতামত কমেন্টস অংশ বা ইনবক্সে লিখুন!

(Collected)

🥚 ডিম আসল পুষ্টির ভাণ্ডারডিমের কুসুমে আছে ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন—যা শরীরের জন্য অপরিহার্য।আর ডিমে...
19/08/2025

🥚 ডিম আসল পুষ্টির ভাণ্ডার
ডিমের কুসুমে আছে ভিটামিন, মিনারেল, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন—যা শরীরের জন্য অপরিহার্য।
আর ডিমের সাদা অংশে থাকে লীন প্রোটিন, যা মাংসপেশী গঠনে ও ওজন নিয়ন্ত্রণে দারুণ সহায়ক।

👉 পুরো ডিম খান — পুষ্টি ও শক্তি দুটোই পাবেন।✅

দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বরসরকারি ইপিআই কর্মসূচির আওতায় ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১...
16/08/2025

দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর

সরকারি ইপিআই কর্মসূচির আওতায় ১ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে একেবারে বিনামূল্যে। এরইমধ্যে ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত। এই একটি ইনজেকশনের মাধ্যমে আমাদের সন্তানরা ৩ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদ থাকবে। স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে তবে কেউ বাদ পড়লে পরে ইপিআই সেন্টারে গিয়ে নিতে পারবে। জন্ম নিবন্ধন না থাকলেও সমস্যা নেই। মোবাইল নম্বর দিয়েই নিবন্ধন সম্ভব। তাই দেরি না করে https://vaxepi.gov.bd/registration/tcv-এ গিয়ে রেজিস্ট্রেশন করুন। আসুন সবাই মিলে এই উদ্যোগকে সফল করি এবং আমাদের শিশুদের সুরক্ষিত রাখি। ✅

Coldplay কনসার্ট 👉 Abdominal Thrust ( Heimlich Maneuver)  🔹 Abdominal Thrust /Heimlich Maneuver এর উদ্দেশ্য  :এটা একটা E...
09/08/2025

Coldplay কনসার্ট 👉 Abdominal Thrust ( Heimlich Maneuver)

🔹 Abdominal Thrust /Heimlich Maneuver এর উদ্দেশ্য :

এটা একটা Emergency Life Saving পদ্ধতি। যখন গিলতে যেয়ে কারও শ্বাসনালীতে কোনো কিছু (সাধারণত খাবার) আটকে দম বন্ধ হয়ে যায় ( Airway Blocked) তখন এটির ব্যবহার করা হয়।

🔹 When To Use:❓

▪️ভিক্টিম ব্যক্তির জ্ঞান আছে কিন্তু শ্বাস নিতে পারছে না, কাশি দিতে পারছে না বা কথা বলতে পারছে না।
▪️ শ্বাস নিতে পারছে না বা দম বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে ( Signs of Choking) :

— গলায় হাত দিয়ে ধরেছে,

— আতঙ্কিত দেখাচ্ছে,

— কাশি দেওয়ার চেষ্টা করছে,

— Cyanosis (Bluish skin)

🔹Abdominal Thrust ( Heimlich Maneuver) এর পদ্ধতি (১ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য):

▪️ ভিক্টিমকে জিজ্ঞাসা করেন, "আপনি কি দম নিতে পারছেন না? বা আমি কি সাহায্য করতে পারি?”
সে যদি মাথা নাড়ে বা কিছু বলতে না পারে, তাহলে Maneuver এর কার্যক্রম শুরু করে দিন।

▪️ভিক্টিমের পিছনে দাঁড়ান এবং তার কোমরের চারপাশে আপনার দুই বাহু জড়ান।

▪️আপনার হাত মুঠো করুন এবং আপনার মুঠোর বুড়ো আঙুলের অংশটি ভিক্টিমের নাভির ঠিক ওপরে ( Belly button) রাখুন। তবে এমনভাবে রাখতে হবে যেনো Ribcage এর নীচে থাকে।

▪️এর পর অন্য হাত দিয়ে আপনার মুষ্টিকে শক্তভাবে আঁকড়ে ধরুন।

▪️দ্রুত ও জোরে ভেতরের দিকে এবং ওপরের দিকে চাপ দিন (J আকৃতির মতো করে)। আটকে থাকা বস্তু বা খাবার বের না হওয়া পর্যন্ত এবং ভিকটিম অজ্ঞান হয়ে না যাওয়া পর্যন্ত এটি চালিয়ে যান।

🔹 যদি ব্যক্তি Unconscious হয়ে যায়:

▪️ভিক্টিমকে সাবধানে মাটিতে শুইয়ে দিন।
▪️দ্রুততার সাথে CPR শুরু করুন।
▪️External Breath দেওয়ার আগে শ্বাসনালীতে কোনো obstruction আছে কি না চেক করুন।

📌 আসেন আমরা সবাই জেনে রাখি  surgery তে কয় ধরনের সুতা ব্যবহার করা হয়??👉Surgery তে ৪ ধরনের  সুতা ব্যবহার করা হয়:- 1.Cutgut...
09/08/2025

📌 আসেন আমরা সবাই জেনে রাখি surgery তে কয় ধরনের সুতা ব্যবহার করা হয়??

👉Surgery তে ৪ ধরনের সুতা ব্যবহার করা হয়:-

1.Cutgut 2.Vicryl
3.proline 4.silk

👉এদের মধ্যে ২ টা Absorbable ( মানে সেলাই করলে সুতা কাটতে হবে না) যা cosmetic সেলাই এ use করা হয়
👉আর ২ টা হল Non- Absorbable ( যা দিয়ে সেলাই করলে সুতা remove বা কাটতে হয়)
এখন কথা হলো আমারা এই ৪টা সুতা নিয়েই মাঝে মধ্যে confusion এ পরে যাই যে কোন ২ টা সুতা Absorbable আর কোন ২ টা সুতা Non- Absorbable সুতা এই confusion দূর করতেই surgery word এ Absorbable & Non- Absorbable সুতা গুলো মনে রাখার সহজ সূত্র ~(A B C)
🔴⏩ A-------------Absorbable
🔴⏩ B-------------vicryl
🔴⏩ C------------catgut
🔵🔜তারমানে Absorbable সুতা ২ টি Vicryl & Catgut
🔵🔜আর বাকি Non- Absorbable ২টি Silk & Proline
এবার আশা করি Absorbable & Non- Absorbable সুতা নিয়ে আর কোন Confusion থাকবে না।

(Copied)

Address

Rajshahi
6510

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Apurbo Krishna Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Apurbo Krishna Sarkar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category