28/08/2025
রক্তশূন্যতা বা অ্যানিমিয়া (Anemia)
-------------------------------------
রক্তশূন্যতা হলো এমন একটি অবস্থা যেখানে শরীরে স্বাভাবিকের তুলনায় হিমোগ্লোবিন কমে যায়।
✅ রক্তশূন্যতার কারণ
1. রক্তের অভ্যন্তরে ঘাটতি
আয়রনের অভাব ( সবচেয়ে বেশি দেখা যায়)
ভিটামিন B12 বা ফলিক এসিডের অভাব
থ্যালাসেমিয়া
2. রক্তক্ষরণ
অতিরিক্ত মাসিক রক্তক্ষরণ
আলসার, পাইলস বা অন্য কোনো কারণে অন্ত্রের রক্তপাত
3. অস্থিমজ্জার রোগ
লিউকেমিয়া
---
✅ রক্তশূন্যতার লক্ষণ
সবসময় দুর্বল লাগা, ক্লান্তি
মাথা ঘোরা বা মাথা ব্যথা
শ্বাসকষ্ট (অল্প হাঁটলেই হাঁপিয়ে যাওয়া)
ফ্যাকাশে চেহারা, ঠোঁট বা নখ সাদা হয়ে যাওয়া
হৃদস্পন্দন বেড়ে যাওয়া
চুল পড়া, নখ ভঙ্গুর হওয়া
---
✅ করণীয়
1. কারণ নির্ণয় করতে হবে – রক্ত পরীক্ষা (CBC, Hb%, Peripheral smear, Ferritin ইত্যাদি) করে জানা যায়।
2. খাবারের মাধ্যমে আয়রন ও ভিটামিন বৃদ্ধি
3. ঔষধ
ডাক্তারের পরামর্শে আয়রন ট্যাবলেট, ফলিক এসিড, ভিটামিন B12 দেওয়া হয়।
4. গুরুতর অবস্থায়
রক্ত দেওয়া (Blood transfusion) লাগতে পারে।
5. আন্ডারলাইনড রোগের চিকিৎসা
__________________