25/09/2025
স্ক্যাবিস (Scabies)
---------------------------
একটি সংক্রামক ত্বকের রোগ।
কারণ :
----------
জীবাণু: Sarcoptes scabiei
সংক্রমণ ছড়ায়:
--------------------
ঘনিষ্ঠ ত্বক-ত্বক সংস্পর্শের মাধ্যমে
কাপড়, বিছানার চাদর বা তোয়ালে শেয়ার করার মাধ্যমে
উপসর্গ (Symptoms):
------------------------------
প্রচণ্ড চুলকানি (বিশেষ করে রাতে বেশি)
ত্বকে ছোট ছোট লাল দাগ,
বেশি আক্রান্ত স্থান:
-------------------------
আঙুলের ফাঁক
কবজি, কনুই
কাঁধের নিচে
কোমর, নাভি, স্তনবৃন্তের চারপাশ
পুরুষদের লিঙ্গ ও অণ্ডকোষের চারপাশ
শিশুদের মাথা, হাতের তালু, পায়ের তলা
চিকিৎসা (Treatment): (চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী)
----------------
টপিক্যাল (প্রধান চিকিৎসা)
Permethrin 5% ক্রিম: গলা থেকে পায়ের আঙুল পর্যন্ত লাগিয়ে ৮–১২ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে; ৭ দিন পরে পুনরায় লাগানো যেতে পারে।
চুলকানি উপশম: Antihistamin
সবার চিকিৎসা: পরিবারের সব সদস্য ও ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের একসাথে চিকিৎসা করতে হবে।
পরিচ্ছন্নতা: ব্যবহৃত কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে বা ৭২ ঘণ্টা সিল করা ব্যাগে রাখতে হবে।
প্রতিরোধ:
--------------
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা
আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শ এড়ানো
কাপড় ও বিছানার চাদর নিয়মিত পরিষ্কার করা