25/08/2025
বিটিএল – বিসিআর যৌথ কর্মশালা
অ্যাডভান্সড রিহ্যাবিলিটেশন টেকনিকস
(রেডিয়াল শকওয়েভ, এমসেলা, সুপার ইনডাকটিভ সিস্টেম )
📅 তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
🕑 সময়: বিকেল ২টা – ৫টা
📍 স্থান: চায়না কিচেন রেস্টুরেন্ট, হাতিরপুল বাজার, ঢাকা-১২০৫
যোগাযোগ: ০১৯৫৮-০৬০৭৭৭, ০১৯৫৮-০৬০৭৭০
রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/XVaMDXjAqAwvgBin7
________________________________________
অংশগ্রহণকারীরা
* ফিজিয়াট্রিস্ট
* পিজি ছাত্রছাত্রী
* ফিজিওথেরাপিস্ট
💳 কনফার্মেশন ফি: ২০০/- টাকা
বিকাশ মার্চেন্ট ০১৯৫৮-০৬০৭০০
________________________________________
**কর্মসূচি
২:০০ – ৩:০০ অপরাহ্ন → মধ্যাহ্নভোজ
৩:০০ – ৪:০০ অপরাহ্ন → বৈজ্ঞানিক অধিবেশন
** স্বাগত বক্তব্য –
* ডা. মুহিব্বুর রহমান রাফে,
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশন ফিজিয়াট্রিস্ট,
বিভাগীয় প্রধান,
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা।
** প্রেজেন্টেশন ১ –
* শকওয়েভ ও ইলেক্ট্রোম্যাগনেটিক চিকিৎসা:
তথ্য ও প্রমাণ –
ডা. শামীম ফরহাদ,
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশন ফিজিয়াট্রিস্ট,
ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, সরকারি কর্মচারী হাসপাতাল, ঢাকা।
* প্রেজেন্টেশন ২ – রেডিয়াল শকওয়েভ, এমসেলা চেয়ার ও সুপারইনডাকটিভ সিস্টেম (HIFEM) এর প্র্যাকটিস –
মি. মনিরুজ্জামান,
ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট,
লা মানো রিজেনারেটিভ ক্লিনিক
** প্রধান অতিথি:
প্রফেসর ডা. এম. এম. জামান
ক্লিনিক্যাল এন্ড ইন্টাভেনশন ফিজিয়াট্রিস্ট,
বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ।
** বিশেষ অতিথি:
ডা. দেবাশীষ চৌধুরী ,
বিশিষ্ট স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ও কনসালটেন্ট, স্পোর্টস মেডিসিন, বিসিবি
*-ধন্যবাদ জ্ঞাপন –
বিটিএল (BTL) বাংলাদেশ
_______________________________________
৪:০০ – ৫:০০ অপরাহ্ন →
Hand On/হাতে-কলমে প্রদর্শনী
শামীম রানা, চিফ ফিজিওথেরাপিস্ট, বিসিআর ও অরোরা হাসপাতাল, ঢাকা।
জুনায়েদ/ আল ফয়সাল- বিটিএল
* রেডিয়াল শকওয়েভ -
* এমসেলা চেয়ার -
* সুপারইনডাকটিভ সিস্টেম