Rhythm Bangladesh

Rhythm Bangladesh Rhythm Bangladesh Trust is a non-profit, voluntary organization founded and managed by doctors to build a healthier Bangladesh.
(1)

Rhythm Bangladesh is a humanitarian non-profit organization dedicated to building a healthy Bangladesh. Vision:
To achieve a community where everyone has the opportunity to access to quality healthcare, attain optimal health and well-being. Mission:
To improve the health and quality of life for individuals and communities by providing accessible healthcare services, promoting health education and wellness and supporting rehabilitation and recovery.

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগেপাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে...
17/08/2025

ভাতিজা থেকে রক্ত নিয়েছিলেন ১৫ দিন আগে
পাইলস অপারেশন এর আগে ডক্টর হিমোগ্লোবিন কারেকশন করিয়েছেন, কোনো এক জেলা শহরে হয়েছে এগুলো ।
আমাদের কাছে রোগী এসেছে এইভাবে... রক্ত পরিসঞ্চালনের একটু rare এবং delayed complication , TRANSFUSION ASSOCIATED GRAFT VERSUS HOST DISEASE, যদিও বই বলে এটা খুব rare complication, কিন্তু বাস্তবে এখন আর এটা এতো rare নাই এবং এর পরিণতি ৯৭-৯৯% ক্ষেত্রে খুব খারাপ, মৃ*ত্যু।
তাই সাবধান হোন, নিকট আত্মীয় ( বিশেষত 1st degree relatives) থেকে রক্ত নেয়া ও আত্মীয় কে রক্ত দেয়া থেকে বিরত থাকুন।

প্রতিটি জীবন মূল্যবান, আর প্রতিটি রক্তবিন্দু অমূল্য।আমাদের উন্নত ল্যাবে, দক্ষ টেকনোলজিস্টদের নিবিড় তত্ত্বাবধানে রক্ত ও র...
17/08/2025

প্রতিটি জীবন মূল্যবান, আর প্রতিটি রক্তবিন্দু অমূল্য।
আমাদের উন্নত ল্যাবে, দক্ষ টেকনোলজিস্টদের নিবিড় তত্ত্বাবধানে রক্ত ও রক্তের উপাদান কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যায়। আমরা নিশ্চিত করি যে আপনার প্রিয়জনের জন্য সরবরাহ করা রক্ত শতভাগ নিরাপদ ও কার্যকর।
কারণ, রক্তের প্রয়োজনে অসহায়ত্ব নয়, ভরসাই হোক শেষ কথা।

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপনের সিদ্ধান্ত ন...
17/08/2025

গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
গতকাল শনিবার (১৬ আগস্ট) সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জ একদম এক পাশে হয়ে গেছে। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করতে হবে।
এ জন্য এমন স্থান প্রয়োজন, যেখান থেকে সহজে পরিবহন নিশ্চিত করা যায়। গোপালগঞ্জ এ ক্ষেত্রে ফিজিবল নয়। ভ্যাকসিন উৎপাদনের জন্য যেসব প্রযুক্তি ও বিশেষজ্ঞ লাগবে, তাদের সেখানে সব সময় নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই মুন্সীগঞ্জের সিরাজদিখানেই এই প্লান্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিরপুরবাসী, তৈরি তো?আগামীকাল, ১৮ আগস্ট, আমরা আসছি মিরপুরের প্যাসিফিক একাডেমিতে। আপনার এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর ...
17/08/2025

মিরপুরবাসী, তৈরি তো?

আগামীকাল, ১৮ আগস্ট, আমরা আসছি মিরপুরের প্যাসিফিক একাডেমিতে। আপনার এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

এই মহৎ উদ্যোগে সামিল হতে চলে আসুন আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে। নিজের রক্তের গ্রুপটিও জেনে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

আসুন, মানবতার সেবায় হাত বাড়াই।

14/08/2025
রক্তদান একটি মহৎ কাজ। ❤️আজ, ১৪ই আগস্ট, কাঁটাবন মসজিদে আয়োজিত হতে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। আপনার এক ব্যাগ রক্ত ...
14/08/2025

রক্তদান একটি মহৎ কাজ। ❤️

আজ, ১৪ই আগস্ট, কাঁটাবন মসজিদে আয়োজিত হতে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী। আপনার এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

মানবতার সেবায় এগিয়ে আসুন।

সময়: বিকাল ৩টা থেকে রাত ৮টা
স্থান: কাঁটাবন মসজিদ, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।

রিদম্ ট্রান্সফিউশন সেন্টার: সাশ্রয়ী খরচে নিরাপদ রক্ত সঞ্চালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান।রোগীর প্রয়োজনে আমরা রক্ত এবং রক্তের ...
13/08/2025

রিদম্ ট্রান্সফিউশন সেন্টার: সাশ্রয়ী খরচে নিরাপদ রক্ত সঞ্চালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান।

রোগীর প্রয়োজনে আমরা রক্ত এবং রক্তের গুরুত্বপূর্ণ উপাদান অত্যন্ত যত্ন ও দক্ষতার সাথে সঞ্চালন করে থাকি।

ঠিকানা: কাঁটাবন মোড় (শাহবাগের সন্নিকটে), নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
ফোনঃ +8801854808765

সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন নিন, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। 💉আপনার প্রয়োজনীয় সকল বিশ্বমানের ভ্যাকসিন নিয়ে আমরা আছি ঢা...
13/08/2025

সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন নিন, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। 💉

আপনার প্রয়োজনীয় সকল বিশ্বমানের ভ্যাকসিন নিয়ে আমরা আছি ঢাকার প্রাণকেন্দ্র কাঁটাবনে। আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় Rhythm Vaccine Centre সদাপ্রস্তুত।

ঠিকানা: খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓Bangladesh’s youth are the heartbeat of our nation — full of dreams, courage, and the power ...
12/08/2025

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐃𝐚𝐲 𝟐𝟎𝟐𝟓

Bangladesh’s youth are the heartbeat of our nation — full of dreams, courage, and the power to create change.

Let’s stand together to inspire, empower, and uplift each other for a healthier, brighter Bangladesh.

কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে রিদম্ বাংলাদেশ ট্রাস্ট আয়োজন করে এক বিশেষ এক্সিকিউটিভ ট্রেনিং সেশন।এতে 'কর্ম...
11/08/2025

কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে রিদম্ বাংলাদেশ ট্রাস্ট আয়োজন করে এক বিশেষ এক্সিকিউটিভ ট্রেনিং সেশন।
এতে 'কর্মক্ষেত্রের শিষ্টাচার' নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ডা. মোঃ হারুনুর রাশীদ এবং 'মানবিক খাতের চ্যালেঞ্জ ও কৌশল' বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সমাজকর্মী সাব্বির হাসান।
এমন একটি সময়োপযোগী ও ফলপ্রসূ আয়োজনের জন্য রিদম্ বাংলাদেশ ট্রাস্টের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারী সকল কর্মকর্তা-কর্মচারী।

09/08/2025

গত ৩১ জুলাই ২০২৫, ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামোটরে অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল অঙ্গনের অনন্য সাময়িকী "মেডি ইনসাইট" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। মেডিকেল ও ডেন্টাল কলেজের শতাধিক শিক্ষার্থী ও চিকিৎসকের উপস্থিতিতে সম্পন্ন হয় এই প্রকাশনার প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. এস. এম. মামুন (প্রেসিডেন্ট, রিদম বাংলাদেশ ট্রাস্ট এবং ডিরেক্টর, রিদম ব্লাড সেন্টার)।

বিস্তারিত দেখুন ভিডিওতে -

জরুরী ট্রান্সফিউশন সেবায় দিন-রাত ২৪ ঘন্টা আপনার পাশে রয়েছে Rhythm Blood Centre🔸 বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্বস্ত...
07/08/2025

জরুরী ট্রান্সফিউশন সেবায় দিন-রাত ২৪ ঘন্টা আপনার পাশে রয়েছে Rhythm Blood Centre

🔸 বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বিশ্বস্ত ব্লাড ট্রান্সফিউশন সেন্টার।
🔸 অভিজ্ঞ চিকিৎসক ও নার্সের তত্ত্বাবধানে সেবা প্রদান।
🔸 স্ক্রীনিংকৃত, নিরাপদ রক্ত ও রক্তের উপাদান সরবরাহ।
🔸 থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের জন্য নিয়মিত ট্রান্সফিউশন ব্যবস্থা।
🔸 জরুরি রোগীদের জন্য দ্রুত সাপোর্ট।

ফোনঃ +8801854808765
ঠিকানাঃ ২৩৪/ডি, খাইরুন্নেসা ম্যানশন (২য় তলা), কাঁটাবন মোড়, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা - ১২০৫

Address

Ramna

Telephone

+8801854808765

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rhythm Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rhythm Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

রিদম্‌ ব্লাড ব্যাংক একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি একদল দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নিরাপদ রক্ত সংগ্রহ এবং সরবরাহের মাধ্যমে চিকিৎসাসেবায় রক্তের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করে মুমূর্ষু ও অসুস্থ মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে ভুমিকা রাখা। আমাদের কর্মসূচিসমূহ: ক) নিরাপদ রক্ত সংগ্রহ এবং সরবরাহ করা খ) স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও বিভিন্ন প্রচার অভিযান চালানো গ) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রভৃতিসহ সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদানের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা