Dr. Zabiul Islam

Dr. Zabiul Islam MBBS, BCS, MS (Hepatobiliary Surgery)
BSMMU. Hepatobiliary & Pancreatic Surgeon.

লিভার, পিত্তথলি-পিত্তনালী ও অগ্ন্যাশয় বিশেষজ্ঞ সার্জন
(1)

27/06/2025

পাকস্থলীর অপারেশনের পর মতামত

নতুন করে আবার করোনা আসছে। সবাই জানেন, বুঝেন আর সতর্ক থাকেন।
11/06/2025

নতুন করে আবার করোনা আসছে। সবাই জানেন, বুঝেন আর সতর্ক থাকেন।

04/06/2025

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি ছড়িয়ে দিন।
পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।

সতর্ক থাকলে সুরক্ষা সম্ভব।

(সংগৃহীত)

লিভারে পাথরের অপারেশন। সবাই পিত্তথলি বা পিত্তনালীর পাথরের কথা শুনেছেন।কিন্তু লিভারেও যে পাথর হয় বা তার জন্য যে অপারেশন ক...
19/05/2025

লিভারে পাথরের অপারেশন।

সবাই পিত্তথলি বা পিত্তনালীর পাথরের কথা শুনেছেন।
কিন্তু লিভারেও যে পাথর হয় বা তার জন্য যে অপারেশন করে পাথরসহ লিভারের অংশ ফেলে দিতে হয়, তা ক'জন জানেন।

শারমীন বেগম। বয়স ৪০ পার।
আজ থেকে প্রায় ২ বছর আগে এই রোগীর লিভারের বামপাশের অংশ অপারেশন করে কেটে ফেলে দেই।
বামপাশের লিভারের ভিতরে অনেকগুলো পাথর ছিলো। জ্বর আর ব্যথায় মেডিকেলে ৫ বার ভর্তি হয়েছিলেন দীর্ঘদিন ধরে।

রংপুরে Left Lobectomy অপারেশন করা আমার এটাই প্রথম।
আলহামদুলিল্লাহ। এবার রোগী অন্য রোগী নিয়ে এসেছেন৷

08/05/2025

রংপুর পপুলার চেম্বারের স্থান পরিবর্তনঃ
এখন পপুলার-৩
৩য় তলায়, রুম # ৩০১

যেসব ডাক্তার নিজের অবদানকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়েও তা করেন না; অথচ সমাজে তাঁদের অসামান্য ভুমিকা চিরন্তন, আজ এ দ...
29/03/2025

যেসব ডাক্তার নিজের অবদানকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়েও তা করেন না;
অথচ সমাজে তাঁদের অসামান্য ভুমিকা চিরন্তন, আজ এ দিবসকে তাদের জন্য উৎসর্গ করছি।

প্রায় ১ বছর আগে লিটন সাহেবের অপারেশন হয়েছিলো পিত্তনালীর পাথরের জন্য। কি কষ্ট, কত যাতনা; অবশেষে আলহামদুলিল্লাহ। দেখা করতে...
22/03/2025

প্রায় ১ বছর আগে লিটন সাহেবের অপারেশন হয়েছিলো পিত্তনালীর পাথরের জন্য। কি কষ্ট, কত যাতনা; অবশেষে আলহামদুলিল্লাহ।
দেখা করতে এসে কুশলাদি ভালোই বিনিময় হলো।

জেনে রাখা ভালো
26/06/2024

জেনে রাখা ভালো

09/06/2024
Shout out to my newest followers! Excited to have you onboard! Tuhin Mahabubar, MD Ful Shaheb, Shamim Mondol, Shafiul Is...
20/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Tuhin Mahabubar, MD Ful Shaheb, Shamim Mondol, Shafiul Islam, Md Moshiur, মো সজীব মিয়া, Evan Touhid, Md Ashraful Islam Siddik, Shepon Sanitare, Mahbub AL Asif, Fazle Rabby, DrNrependranath Roy, MD Mizanur Rahman
Thank you so much Everybody.

"গুজবে কান দিবেন না।"(জয় কিটো বাবার জয়!!!)সে অনেক বছর আগের কথা। 'অর্গানিক' নামের এক রাজ্য ছিল। সে রাজ্যের বেশিরভাগ মানুষ...
17/04/2024

"গুজবে কান দিবেন না।"
(জয় কিটো বাবার জয়!!!)

সে অনেক বছর আগের কথা। 'অর্গানিক' নামের এক রাজ্য ছিল। সে রাজ্যের বেশিরভাগ মানুষ ডায়াবেটিস ও Erectile Dysfunction সমস্যায় ভুগছিল।

সে রাজ্যের চিকিৎসকগণ এই দুইটা রোগের চিকিৎসা করে আসছিল বৈজ্ঞানিকভাবে।
হঠাৎ এই চিকিৎসকদের মধ্যে এক চিকিৎসকের মাথায় একটা বুদ্ধি আসল।

সে ভাবল অন্য 'হার্বাল' রাজ্যের কিছু ঔষধ সে নিয়ে এসে তার রাজ্যে বিক্রি করবে একটা সিক্রেট পদ্ধতিতে।

সে চিকিৎসক Diexi, Insupro Forte নামের দুইটা হার্বাল/ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আসল ডায়াবেটিসের জন্য আর Maca Root powder নিয়ে আসল পুরুষদের যৌনশক্তি বাড়ানোর জন্য।

তো সে Heretic ডাক্তারের হার্বাল প্রোডাক্টগুলো সায়েন্টিফিক্যালি এপ্রুভ ড্রাগের মতই কাজ করছে দেখে রাজ্যের বাকি ডাক্তাররা অবাক হয়ে গেলে।

তাদের সন্দেহ হওয়ায় তারা Diexi হার্বাল ড্রাগ পরীক্ষা করে সেখানে Antidiabetic drug Metformin খুঁজে পেল।

ডাক্তাররা বুঝল যে প্রতারক চিকিৎসক ৫ টাকার কার্যকরী ঔষধের সাথে হার্বাল,লতা-পাতা মিশিয়ে সেটা ৫০০ টাকায় বিক্রি করছে।

আর মানুষও ভাবছে যে সে প্রাকৃতিক ঔষধ খেয়ে সুস্থ থাকছে,কেমিক্যাল খাওয়া লাগছে না।

প্রতারকের আরেক ঔষধ Insupro Forte এনালাইসিস করে পাওয়া গেল Antidiabetic Drug Glyburide যা কিনা Sulfonylurea শ্রেণীর অন্তর্ভুক্ত।

Maca Root powder নিয়ে স্টাডি করে ডাক্তাররা দেখলেন এর পক্ষে পর্যাপ্ত সায়েন্টিফিক এভিডেন্স নেই।

সায়েন্টিস্টরা Maca তে একধরনের Mutagen(যা DNA এর মিউটেশন করে) পেলেন এবং জানতে পারলেন ' Evidence Based Medicine (EBM)' রাজ্যের ঔষধ প্রশাসন এই মাকা পাউডার খেতে মানুষদের সাবধান করছে।

এছাড়া মাকাতে তারা Sildenafil পেলেন যা কিনা Vi**ra তে থাকে।এরমানে হচ্ছে কোন হার্টের রোগী যদি নাইট্রেট এর সাথে মাকা খায় তাহলে তার ব্লাড প্রেশার কমে গিয়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে।

উপরের ঘটনাগুলো পুরোপুরি কাল্পনিক না।

Diexi নামের আয়ুর্বেদিক ঔষধ ইন্ডিয়া থেকে সাপ্লাই হত আর Insupro Forte সাপ্লাই হত মালয়েশিয়া থেকে।

২০১৩ সালে FDA এই ড্রাগগুলো টেস্ট করে Metformin ও Glyburide পেয়ে ওয়ার্নিং ইস্যু করে।

বাংলাদেশেও কিছু প্রতারক এইসব হাবিজাবি ন্যাচারাল প্রোডাক্ট হিসেবে বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে।

Maca powder এ Mutagen পাওয়া গিয়েছে। সেজন্য ফ্রান্সে এটা ব্যবহার করতে মানুষদের সাবধান করেছে।

আর সোনার বাংলায় এক লোক সেক্স পাউডার হিসেবে এগুলো বিক্রি করেছে।

আরে ভাই, নাইট্রেট খাওয়া হার্টের রোগীরা যদি এই মাকা খায় অনলাইন থেকে কিনে আর সেটাতে যদি Sildenafil থাকে তাহলে যেকোন সময় তারা মারা যেতে পারে।

প্রাকৃতিক ভেষজ, অর্গানিক ঔষধ দেখে অনেকে মানুষ আবেগী হয়ে এগুলো খাওয়া শুরু করে। আবেগ নিয়ন্ত্রণ করে, মাঝে মাঝে নিজের যুক্তি দিয়ে চিন্তা করুন এগুলো কেনার আগে।

এদেশের ডাক্তারদের অনেক সমস্যা; আমি স্বীকার করি। কিন্তু ডাক্তাররা আপনাদের শত্রু না।

আমাদের শ্রদ্ধেয় ডাক্তার শিক্ষক-শিক্ষিকাগণ রোগীদের উপকার করতে শিখিয়েছেন,রোগীদের ক্ষতি করতে তারা শিখান নি।

সারা পৃথিবীতে এতো চিকিৎসা ব্যবস্থা চালু আছে; অথচ হঠাৎ আসা এক চিকিৎসা সবাইকে অবাক করে দিচ্ছে... ভাবটা এমন, চিকিৎসায় নোবেল আসলো বলে।

দয়া করে গুজবে কান দিবেন না। তবে বোঝাই দায়, কোনটা গুজব আর কোনটা সত্য।
(সংগৃহীত)

Going Back to Dhaka.
12/04/2024

Going Back to Dhaka.

Address

Rangpur City

Telephone

+8801718782933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zabiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Zabiul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category