09/07/2025
গর্ভাবস্থায় (পেটে) বাচ্চা প্রতিবন্ধী হওয়ার প্রধান কারণগুলো
গর্ভাবস্থায় গর্ভের শিশুর (পেটে বাচ্চা) প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এসব কারণগুলোকে সাধারণভাবে জেনেটিক, সংক্রমণ, অপুষ্টি, ওষুধের প্রভাব, পরিবেশগত ও মাতৃ-সংক্রান্ত ঝুঁকি হিসেবে ভাগ করা যায়।
🧬 ১. জেনেটিক বা বংশগত কারণ
বাবা-মা দুজনেরই কোনো বংশগত রোগ থাকলে (যেমন: থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম)
ক্রোমোজোমের অস্বাভাবিকতা (যেমন: ট্রাইসোমি ২১ = Down Syndrome)
পরিবারে পূর্বে প্রতিবন্ধী শিশুর ইতিহাস থাকলে
🦠 ২. সংক্রমণজনিত কারণ (TORCH গ্রুপ)
গর্ভাবস্থায় কিছু ভাইরাস বা জীবাণুর সংক্রমণে শিশুর অঙ্গপ্রতঙ্গ বিকলাঙ্গ হতে পারে:
T – Toxoplasmosis
O – অন্যান্য (Other: যেমন সিফিলিস, ভেরিসেলা)
R – Rubella (জার্মান হামের ভাইরাস)
C – Cytomegalovirus (CMV)
H – Herpes Simplex Virus (HSV)
👉 এগুলোর সংক্রমণে শিশুর মস্তিষ্ক, চোখ, শ্রবণশক্তি, হৃদপিণ্ডে সমস্যা হতে পারে।
💊 ৩. ওষুধ ও রাসায়নিক পদার্থের ব্যবহার
গর্ভাবস্থায় নিষিদ্ধ বা ক্ষতিকর ওষুধ খাওয়া (যেমন: আইসোট্রেটিনইন, থালিডোমাইড)
অতিরিক্ত অ্যালকোহল বা ড্রাগস গ্রহণ
বিষাক্ত কেমিক্যাল বা পরিবেশ দূষণের সংস্পর্শে আসা
🥦 ৪. অপুষ্টি বা পুষ্টির ঘাটতি
গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের ঘাটতি ➤ স্পাইন বা ব্রেনের সমস্যা (Neural tube defects)
আয়রন, ক্যালসিয়াম বা জিংক এর অভাব ➤ বিকাশে বাধা
🤰 ৫. মাতৃ-সংক্রান্ত ঝুঁকি
মা যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড রোগ বা মুটাপায় ভোগেন
বয়স বেশি হলে (৩৫ বছরের উপরে)
অতিরিক্ত মানসিক চাপ বা বিষণ্ণতা
🧪 ৬. এক্স-রে বা রেডিয়েশন এক্সপোজার
গর্ভাবস্থায় প্রথম তিন মাসে যদি এক্স-রে বা অন্য রেডিয়েশন হয়, তা শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে
⚠️ ৭. দুর্ঘটনা বা ট্রমা
পেটে আঘাত বা বড় ধরনের দুর্ঘটনাও শিশুর বিকাশে বাধা দিতে পারে
✅ প্রতিরোধে করণীয়:
গর্ভধারণের আগে ও পরে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করা
গর্ভাবস্থায় TORCH টেস্ট করানো
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া
সংক্রমণ, ধূমপান, অ্যালকোহল এবং দূষণ থেকে দূরে থাকা
নিয়মিত অ্যান্টেনেটাল চেকআপ করা🙂