Razu medicine corner

Razu medicine corner মহান আল্লাহর নামে শুরু করছি,,,
যিনি আসমান ও জমিনের মালিক,,।

21/05/2024

সকলের সাপোর্ট চাই

01/01/2023

কেন আমি পথের মাঝে
পথহারা শিশুদের নিয়ে আমার লেখা

লেখকঃ ডাঃ মোঃ রাজু
সরলের সরল রেখা
মারছো চাবুক তুমি
মনে রেখো এ দেশ তোমার নয়
আমারও জন্মো ভুমি,,,,২ বার
ধুঁকে ধুঁকে মরছে কতো পথ হাড়া শিশু,,
মানবতা আজ লুকিয়ে কোথায়
নেওনা তাদের পিছু,,,,ঐ

দিন যাহিছে খুদার চাহিতে কান্না করে মায়,,
অনাহারে অবহেলায় দিন কাটে সংশয়,,
এদেরও আছে বাঁচা অধিকার,,,,,
এরাও এদেশের রত্ন,,,
এদের মাঝে লুকিয়ে আছে,,,
হাজার হাজার সপ্ন,,,২বার
বিবেক টাকো জাগ্রত করে,,
হাত বাড়িয়ে দেই তুমি আমি,,,,ঐ

লানসিতো মা বনসিতো শিশু ঘুরছে দাড়ে দাড়ে,,,
সপ্ন গুলো ঘুরে বেড়ায় ধুলো মাঠির ধারে,,,
তুমি আমি মিলে সবাই শপথ করি আজ
বদলিয়ে দেই সমাজের কুসংস্কার,,,২বার
মনের মধ্যে লুকিয়ে ক্যালানি যত আছে,,,
আমরা নবীন ঐক্যবদ্ধ আছি তোমাদের পাশে,,
তবে দুঃখ করো না তুমি,,,,,,,,ঐ

30/12/2022

হে মহান মহিয়ান দয়াময় আল্লাহ
আমরা বড়ই গোনাহগার
আমাদের সকলকে মাফ করে দিন
হে মহান পরিকল্পনাকারী মহান সত্তা
আমাদের সকলকে বছরের প্রথম দিন টা
পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে যেন
শুরু করতে পারি এই তৌফিক দান করুন
নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপর জ্ঞানশিল
আমরা গোনাহগার আমাদের মাফ করুন
আমাদের মাফ করুন আমীন ছুম্মা আমীন,,,।

30/12/2022

আমার লেখা ইসলামীক সংগীত
হাবিব এসেছে হাবিব এসেছে
রাসুল এসেছে রাসুল এসেছে,,,,।

18/10/2022

নাতে রাসূল
লেখকঃ ডাঃ মোঃ রাজু

আলোর দিশারী হয়ে এসেছিলে পৃথিবীতে
সেদিনও মানেনি তোমায়,,
যালেমেরা দুনিয়াতে,,,২ বার

আজ সেই শয়তানের কিছু বংশোধর
তোমার শানেতে করতে চায় অপমান,,,ঐ

মন্দ লোকের ভিরে
দিয়েছো আলো ছরিয়ে
নিয়ে এসেছিলে তুমি
আলোর কাফেলা,,,,২বার

তোমার দেখানো পথে যারা জীবন গরেছে
দুনিয়া আখেরাতে পাবে সনমান,,,,ঐ

তোমাকে নিয়ে যারা
সরোযন্ত্র করে ছিলো
দুনিয়ার বুকে তারা
বেইমান হয়ে মরে ছিলো,,,,২ বার

নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান
নবীর অপমান সইবেনা মোসলমান,,,,ঐ

18/10/2022

প্রভুর কাছে চাওয়া
লেখকঃ ডাঃ মোঃ রাজু
ছোট্ট এজীবনে ছোট্ট চাওয়া গুলো
যানি একদিন পাবে পূন্যতা,,,,২ বার

ওগো দয়াময় ওগো প্রভূ
কবুল করো এই গোনাগারের দোয়া,,,ঐ

তুমি মহান প্রজ্ঞাময়
তুমি আজিজুল হাকিম
তোমার করুনা বিনে বাজবেনা কেউ
তুমিতো রহমানুর রহিম,,,,২ বার

আমি পাপি বড় গোনাহার
করেছি পাপ পাহার সমান
মাফ করো ওগো প্রভূ
এটাই আমার চাওয়া,,,,ঐ

হে মহান মহিয়ান
করো তুমি মরে দান
দাও নছিব করে এই আমাকে
যেতে পারি যেন সাহে মদিনা,,,২ বার

যেখানে শুয়ে আছে তোমার হাবিব
আমার প্রিয় নবী কামলিওলা,,,ঐ

21/08/2022

লেখকঃ ডাঃ মোঃ রাজু
আপনার জীবন আপনি কিভাবে সাজাবেন,,,এটা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার,,,এমন কিছু করেন,,যাতে আপনার পরিচয়,,কাউকে দেওয়া না লাগে,,,যে আমি ওমুখ,,,যেন আপনার পরিচয় মানুষেই দেয়,,,পৃথিবীর সব থেকে বড় নেয়ামত বাবা মা,,বাবা মাকে ভালবাসেন,,নবীর দেখানো পথে চলেন,,মহান আল্লাহ ছোবানা তালার হুকুম আহকাম মেনে চলেন,,,কঠোর প্ররিশ্রম করেন,,শথ পথে চলেন,,দেখবেন জীবন টাই পালটে গেছে,,,মহান আল্লাহ ছোবানা তালা এত দিবে যে খরচ করে শেষ করতে পারবেন না,,।

Address

Maona Connapra Stodol School And College Get Songlogno
Rangpur
RAZUMOHSIN123

Telephone

+8801773980356

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razu medicine corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Razu medicine corner:

Share