28/07/2025
Electrocution/ বৈদ্যুতিক শক হলে কি করবেন এ সম্পর্কে বিস্তারিত শিখবো আজ।
খুবই কমন একটা বিষয়। প্রতিনিয়তই আমরা শুনি সে বাড়ির আশে পাশে অমুক ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। মূল কথা হচ্ছে আমাদের সতর্কতাই আমাদের এসব বিষয় থেকে রক্ষা করতে পারে। যাহোক আজকে এ বিষয়ের ছোট্ট করে ব্যাসিক ম্যানেজমেন্ট টা জেনে নিবোঃ
যখন কোনো ব্যাক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হবে তখন আপনি যা যা করবেনঃ
আগেই বলে রাখি বেশি উত্তেজিত হওয়া যাবে না। দেখা গেছে বেশি উত্তেজিত হয়ে আপনিও শক খাওয়া ব্যাক্তিকে ধরে তার সাথে লটকে গেছেন প্রথমেই কারেন্টের সুইচ বন্ধ করে দেয়ার চেষ্টা করুন। যদি এতে কাজ না হয় তাহলে শুকনো খবরের কাগজ, উলের কাপড়, শুকনো কাঠের টুকরা অথবা রাবার দিয়ে ইলেকট্রিক শক খাওয়া ব্যক্তিকে থেকে ধাক্কা দিয়ে ইলেকট্রিক শকের উৎস থেকে আলাদা করতে হবে। যদি কিছুতেই কাজ না হয়, তাহলে দ্রুত বৈদ্যুতিক অফিসে খবর দিন। কখনো বিদ্যুৎ স্পৃষ্ট ব্যাক্তিকে ইচ্ছেমত লাঠি দিয়ে প্রহার করা যাবে না
তারপর কি করবেন?
প্রথমে আপ্নি দেখবেন রোগী কি Conscious নাকি Unconscious. যদি Conscious থাকে তাহলে চিন্তা করার দরকার নাই। রোগীর Pulse, BP, মেপে দেখবেন ঠিক আছে কিনা। কোনো জায়গা পোড়া গেছে কিনা? কতটুকু গেছে এগুলো। এরপর পারলে একটা ECG করিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। ECG কেনো করবেন? পরে আসতেছি। যদি সব ঠিক থাকে তাহলে Symptomatic Rx দিয়ে ছেড়ে দিন।
ECG করার মূল উদ্দেশ্য হচ্ছে Electrocution এর Main Complication হচ্ছে Ventricular Fibrillation. সেজন্য Pulse, BP, ECG করানো দরকার।
এবার আসি, রোগী যদি অজ্ঞান অর্থাৎ Unconscious থাকে বা Pulse, BP না পাওয়া যায় তাহলে দ্রুত CPR (Cardiopulmonary Resuscitation) দেওয়া শুরু করুন যতক্ষন পর্যন্ত না জ্ঞান ফিরে না আসে, যদি ৩০ মিনিট পার হয়ে যায় তাহলে বুঝতে হবে রোগী মারা গেছে) CPR দেওয়ার ভিতর দিয়ে আপ্নি কাউকে বলে Ambulance এর ব্যাবস্থা করতে হবে এবং রোগীকে অতিসত্বর দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যাবস্থা করে ফেলতে হবে।
আর যদি দেখেন রোগীর Cardiac Status Normal, Pulse, BP, সব ঠিক আছে তাহলে নিচের মেডিকেশনগুলো দ্রুত দিয়ে দিলে ভালো হয়
Inj. Ketorolac 30mg
1amp. IM Stat.
Inj. OP 40mg
1Vial IV Stat.
Inf. NS 1L
IV 10 Drop/Min For Channel Maintain.
If Electric Burn Is 3rd Degree, Then
Cap. Fluclox 500mg
1+1+1+1
Inj. TT