Health Knowledge Bangla

Health Knowledge Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Knowledge Bangla, Medical and health, Gaibandha Sadar, Gaibandha, Rangpur.

স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য অভিজ্ঞ ফার্মাসিস্ট, সোশ্যাল মিডিয়া ও গুগল হতে সংগ্রহ করা! সঠিক চিকিৎসার জন্য অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে ! স্বাস্থ্য টিপস পেতে ফলো দিয়ে পাশে থাকুন! ধন্যবাদ!

খালি পেটে মৌরি ভেজানো পানি খেলে কী হয়?রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে অন্যতম একটি মৌরি। এ মশলাতেই লুকিয়ে আছে নানা রো...
23/05/2025

খালি পেটে মৌরি ভেজানো পানি খেলে কী হয়?
রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলার মধ্যে অন্যতম একটি মৌরি। এ মশলাতেই লুকিয়ে আছে নানা রোগের সমাধান। যা অনেকেই জানেন না।

নানা কারণে হঠাৎ অসুস্থতা আপনাকে ঘিরে ধরতে পারে। সামান্য এ অসুস্থতায় অনেকেই ওষুধের দিকে হাত বাড়ান। কিন্তু ওষুধ না খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেষজ উপাদান মৌরিতে ভরসা রাখতে পারেন। কেননা শরীরের সুস্থতা নিশ্চিতে দারুণ কাজ করা ভেষজ উপাদানগুলোর মধ্যে একটি মৌরি।

নানা কারণে হঠাৎ অসুস্থতা আপনাকে ঘিরে ধরতে পারে। সামান্য এ অসুস্থতায় অনেকেই ওষুধের দিকে হাত বাড়ান। কিন্তু ওষুধ না খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ভেষজ উপাদান মৌরিতে ভরসা রাখতে পারেন। কেননা শরীরের সুস্থতা নিশ্চিতে দারুণ কাজ করা ভেষজ উপাদানগুলোর মধ্যে একটি মৌরি।


আমেরিকান হেলথ লাইন ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী আসুন জেনে নিই মৌরির কিছু উপকারী গুণের কথা-

১। যাদের বদ হজমের সমস্যা আছে তাদের জন্য মহৌষোধ মৌরী। এটি দেহের হজমপ্রক্রিয়া বাড়িয়ে তোলে।

২। কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে মৌরি খাওয়ার অভ্যাস করতে পারেন।

৩। মৌরি প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন। একই সঙ্গে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট।

৪। ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌরির ওপর ভরসা রাখতে পারেন।

৫। ফাইবারে পরিপূর্ণ মৌরি এবং এর বীজ হার্টের সুরক্ষা তৈরি করতে পারে। উচ্চ কোলেস্টেরলের মতো নির্দিষ্ট হৃদরোগের ঝুঁকির কারণগুলো কমাতেও কাজ করে মৌরি।

৬। মৌরি ক্যানসারসহ দীর্ঘস্থায়ী কিছু রোগ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।

৭। পিরিয়ডের ব্যথা, মেনোপজ, যৌনাঙ্গ চুলকানি-শুষ্কতা এমনকি ঘুমের ব্যাঘাত থেকে মুক্তি পেতে খেতে পারেন মৌরি খেলে।

আরও পড়ুন: সকালের নাশতায় পাউরুটি খেলে কী হয়?

৮। শারীরিক প্রদাহ নিরাময় এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতেও দারুণ কাজ করতে পারে মৌরি।

৯। মৌরি ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোধ করে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

১০। মৌরি বীজের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে। যা শরীরের ক্ষতিকর টক্সিন বের করে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে।

সবশেষ মৌরির এসব গুণ পেতে নিয়মিত সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে মৌরি চিবোন। অথবা মৌরী ভেজানো পানি পান করুন।

রাতে যে ৩ খাবার খেলে ঘুম আসবে নিমিষেব্যস্তময় জীবনে রাতে ঘুমের সমস্যায় ভোগেন কম বেশি সবাই। অনেকেই পর্যাপ্ত ঘুম নিশ্চিত কর...
22/05/2025

রাতে যে ৩ খাবার খেলে ঘুম আসবে নিমিষে
ব্যস্তময় জীবনে রাতে ঘুমের সমস্যায় ভোগেন কম বেশি সবাই। অনেকেই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হাত বাড়ান ঘুমের ওষুদের দিকে। কিন্তু আপনি কি জানেন, প্রকৃতিতেই রয়েছে এমন কিছু খাবার, যা আমাদের চোখে দ্রুতই ঘুম এনে দিতে পারে?

ঘুমের সঙ্গে খাবার গভীরভাবে সম্পর্কযুক্ত। আবার শরীরকে সুস্থ রাখতেও কাজ করে খাবার ও ঘুম। তাই বিশেষজ্ঞরা বলছেন, অনিদ্রা দূর করতে রাতে ভালো ঘুমের জন্য নিয়মিত ডায়েট লিস্টে নির্দিষ্ট কিছু খাবার রাখা জরুরি।


বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু খাবার রয়েছে যা খেলে আপনার রাতের ঘুম ভালো হবে। শরীরে মেলাটোনিন ও কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যা দ্রুত চোখে ঘুম এনে দিতে পারে। তাই আসুন এক নজরে জেনে নিই, কোন ৩ খাবার খেলে রাতে ভালো ঘুম হয়-

১. সাদা ভাত
বাঙালির সঙ্গে ভাত ঘুমের সম্পর্ক অতি প্রাচীন। কিন্তু তার পেছনে বাঙালির আলস্যের থেকেও বেশি রয়েছে বিজ্ঞান। বিশেষজ্ঞদের মতে, ভাতে গ্লাইসেমিক সূচক খুব বেশি। আর উচ্চ গ্লাইসেমিক সূচকের খাবার ঘুমাতে যাওয়ার এক ঘণ্টা আগে খেলে তা দূর করতে পারে অনিদ্রার সমস্যা। তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব একটা উপযোগী পদ্ধতি নয়।

২. ডিম
ডিমে আছে ভিটামিন ডি। মস্তিষ্কে যে অংশের নিউরন ঘুমাতে সাহায্য করে, ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে। ভিটামিন ডির ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না। তাই রাতের ডায়েটে রাখুন সিদ্ধ ডিম।

৩. কলা
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এমন একটি উপাদান, যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে ঘুম ভালো হওয়ার সম্ভাবনা থাকে। অনিদ্রা সমস্যা এড়াতে রাতের খাবার খাওয়ার পর তাই নিয়মিত একটি কলা খাওয়ার অভ্যাস করুন।

15/10/2023

‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’অর্থ : (হে আমাদের) পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’

01/07/2023
আল্লাহ মহান
30/06/2023

আল্লাহ মহান

অজান্তে অনেকে ভুল করে থাকি
01/03/2023

অজান্তে অনেকে ভুল করে থাকি

03/01/2023

প্রোকৃত মুসলিম হতে চাইলে
আপনে অবশ্যই গ্ঙান অর্জন করতে হবে

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
03/01/2023

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

আল্লাহর দরবারে  চাইতে বাকি দিতে দেরি নাইআমি সহ প্রোতিটা পথভ্রষ্ট বান্দাদের হেদায়েত দান করুক ..........…....................
31/12/2022

আল্লাহর দরবারে চাইতে বাকি
দিতে দেরি নাই
আমি সহ প্রোতিটা পথভ্রষ্ট বান্দাদের
হেদায়েত দান করুক ..........….........................................আমিন
নতুন বছর টা সকল মানব জাতির হেদায়েতের বছর হোক...............................…..........আমিন

Address

Gaibandha Sadar, Gaibandha
Rangpur

Telephone

+8801580500685

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Knowledge Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share