09/03/2025
স্বাভাবিক মলত্যাগের জন্য হোমিওপ্যাথিক ওষুধঃ
মলত্যাগে সমস্যা হলে হোমিওপ্যাথিক ঔষধ অনেক ক্ষেত্রে ভালো কাজ করতে পারে। লক্ষণ ও কারণ অনুযায়ী কিছু সাধারণ ওষুধ ও পরামর্শ নিয়ে আলোচনা করছিঃ
১. Nux Vomica – বসে বসে কাজ করলে বা অতিরিক্ত খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য....
★ মলত্যাগের ইচ্ছা হলেও ঠিকমতো বের হয় না
★ অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি থাকে
★ অতিরিক্ত খাবার, মদ্যপান বা মানসিক চাপের কারণে হয়ে থাকে
২. Bryonia Alba –
শক্ত, শুকনো মলের জন্য....
★ মল বড় ও খুব শক্ত হয়ে যায়, বের হতে কষ্ট হয়
★ বেশি পানি খাওয়ার প্রবণতা থাকে
কম পানি খেলে এই সমস্যা বেশি হয়
৩. Alumina – মলত্যাগের ইচ্ছা না থাকলে
★ পেটের ভেতরে মল জমে থাকে কিন্তু চাপ অনুভব হয় না
★ মলত্যাগ করতে অনেক কষ্ট হয়
★ বেশি বয়সীদের জন্য কার্যকর
৪. Silicea – ব্যথাযুক্ত মলত্যাগের জন্য
★ মল বের হতে চায়, কিন্তু মাঝপথে আটকে যায়
★ মলত্যাগের পর দুর্বলতা ও ঘাম হতে পারে
৫. Lycopodium – গ্যাস ও পেটফাঁপার সঙ্গে কোষ্ঠকাঠিন্য
★ পেট ফাঁপা ও ভারী লাগে
★ মিষ্টি ও গরম পানীয় খেতে ইচ্ছে করে
★ দুর্বল হজমক্ষমতার কারণে হয়
এজন্য পরামর্শ:
✔ পর্যাপ্ত পানি পান করুন
✔ খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার (ফল, শাক-সবজি, ওটস) বাড়ান
✔ নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন
✔ প্রসেসড রেডিমেড খাবার বা ভাজা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।
বিঃদ্রঃ সর্বক্ষেত্রে একজন বিশেষজ্ঞ/অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।