Popular diagnostic centre pgm

Popular diagnostic centre pgm সেবা আমাদের অহংকার

14/09/2023
12/09/2023

চেহারা শিক্ষা বয়ষ,ব্যাপার না

যার কাছে তোমার মূল্য নেইসে তোমাকে কখনো ভালবাসতে পারে না

09/08/2023

বাত ব্যথা প্যারালাইসিস স্টক রোগীদের ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এর বিকল্প নাই।

24/10/2022

থেরাপী সেবা সমূহ
ফিজিওথেরাপি

ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা) – এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ পদ্ধতির চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত।

বিভিন্ন শারীরিক অক্ষমতার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।

যেমন:

স্পাইনাল কর্ড বা জয়েন্টের রোগ
বুক ও পিঠের ব্যথা
আঘাতজনিত ব্যথা
নার্ভের সমস্যা
সেরিব্রাল পালসি
শ্বাসকষ্ট
স্ট্রোক
অপারেশনের পর কোন ডিসঅর্ডার ইত্যাদি


অকুপেশনাল থেরাপী

নিম্নলিখিত সমস্যা সংক্রান্ত মানুষদেরকে প্রতিবন্ধী অকুপেশনাল থেরাপী সেবা দেয়া হয়ঃ

অকুপেশনাল থেরাপি কি?

অকুপেশনাল থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সমস্যা দূর করার মাধ্যমে তাকে দৈনন্দিন কাজে যথাসম্ভব স্বর্নিভর করার লক্ষ্যে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
অকুপেশনাল থেরাপি চিকিৎসা সেবা সেই সকল রোগীদের জন্য প্রয়োজন যাদের দৈনন্দিন জীবনের কাজ কর্ম কোন না কোন ধরণের প্রতিবন্ধকতার কারণে যেমন শারীরিক অক্ষমতা বা বুদ্ধি বৃত্তির বিকাশজনিত সমস্যার কারণে বাধাগ্রস্থ হচ্ছে। অকুপেশনাল থেরাপি সেবা দেয়া হয় বিভিন্ন ধরণের বিজ্ঞান সম্মত উপায়ে যেমনঃ
উদ্দেশ্যমূলখ কাজ (পারপাসফুল এ্যাকটিভিটিস)
থেরাপিউটিক এক্সারসাইজ
বিশেষ সহায়ক উপকরণ
দক্ষতার উন্নয়ন
প্রবেশ গম্যতা নিশ্চিতকরণ
প্রয়োজন অনুযায়ী পরিবেশের পরিবতন করার মাধ্যমে দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে অংশগ্রহণ করার মাধ্যমে একজন ব্যক্তির স্বর্নিভরতা অর্জন করার জন্য অকুপেশনাল থেরাপি চিকিৎসাসেবা প্রদান করা হয়।
যে সকল রোগের চিকিৎসা দেয়া হয়ঃ

স্নায়ুরোগ(মেরুরজ্জুতে আঘাত, প্যারালাইসিস)
অটিজম
সেরিব্রাল পালসি
মানসিক রোগ
বিষন্নতা
সিজোফ্রেনিয়া
বান
হাড়ভাঙ্গা
আর্থ্রাইসিস
নার্ভ্ ইনজুরি
ডাউন সিনড্রেমা
বুদ্ধি প্রতিবন্ধী
অকুপেশনাল থেরাপি চিকিৎসার সুফলঃ

দৈনন্দিন জীবনের কাজকম যেমন-জনজ হাতে ভাত খাওয়া,জামা-কাপড় পরিধান করা, গোসল করা, চুল আচড়ানো ইত্যাদি করতে পারা।
হাতের দক্ষতা বৃদ্ধি যেমন-হাতের লেখা, হাত দিয়ে কোন জিনিষ ধরতে পারা।
গ্রসমোটর যেমন-হাঁটা চালা, দৌড়ানো ইত্যাদি।
ভারসাম্যতা রক্ষা
বুদ্ধি বৃত্তির বিকাশ
অনুভূতির সমন্বয় সাধন করা
সামাজিক দক্ষতা বৃদ্ধি
খেলা-ধূলায় অংশগ্রহণ বৃদ্ধি, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি।


স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী

যে সকল ব্যক্তি (শিশু/বয়স্ক) তাদের গঠনগত অথবা উচ্চারণগত সমস্যার কারণে অন্যের সাথে কথা বলা/ভাব বিনিময়ে বাঁধার সম্মুখীন হয়ে থাকে তাদের জন্য স্পিচ এ্যান্ড লাংগুয়েজ থেরাপি একটি বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা।

রোগীর সমস্যার ধরণ, কারণ ও রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে একজন স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট নির্ধারণ করেন তাকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে। একজন থেরাপিস্ট শুধুমাত্র রোগীর শারীরিক, মানসিক অবস্থাই নয় বরং তার সামাজিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসা দিয়ে থাকেন। রোগীকে তার পরিবার এবং সমাজের অন্য সবার সাথে যোগাযোগে সক্ষম করার জন্য সহায়ক সামগ্রীর ব্যবহার/বিকল্প পদ্ধতির ব্যবহার ও পরিবেশষগত পরিবতনের কথাও বিবেচনা করেন স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট।

যাদের জন্য স্পিচ এ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি দরকারঃ

শিশুদের ক্ষেত্রেঃ

সেরিব্রাল পলসি
অটিজম
ডাউন সিনড্রোম
শ্রবণ প্রতিবন্ধী
এডিএইডি
ঠোট ও তালু কাটা
লিখন প্রতিবন্ধিতা
তোতলামী
খাবার চিবানো ও গিলতে সমস্যা
আর্টিকুলেশন এ্যান্ড ফোনোলোজিক্যাল ডিজঅর্ডার
স্নায়ুরোগ সম্বন্ধীয়ঃ

স্ট্রোক
ট্রমাটিক ব্রেইন ইনজুরি(মাথায় আঘাতপ্রাপ্ত রোগী)
আলজাইমার
ডিমেনসিয়া
গুলেনবারী সিনড্রোম
মোটর নিউরণ ডিজিজ
মানসিক সমস্যা সংক্রান্তঃ

সিজোফ্রেনিয়া
পারসোনালিটি ডিজঅর্ডার
আংজাইটি ডিজর্ডার
বিষন্নতা
মাসকুলার ডিজট্রোফি
মেনিনজাইটিস
অন্যান্যঃ

হেড-নেক ক্যান্ডারের রোগীদের ক্ষেত্রেও স্পিচ এ্যান্ড ল্যাংগুজে থেরাপিস্ট চিকিৎসা দিয়ে থাকেন।

খন্দকার মমিনুল ইসলাম মানিক
ডিপিটি ঢাকা পিটি নিটোর পঙ্গু হাসপাতাল
পরিচালক
পপুলার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন রিসার্চ সেন্টার

19/05/2022

গর্ভাবস্থায় ফিজিওথেরাপির মূল উদ্দেশ্য হচ্ছে হরমোন পরিবর্তনের সাথে শরীরকে Adopt করতে সাহায্য করে মায়েদের Physical Fitness ধরে রাখা/Improve করা, বিভিন্ন ধরণের শারীরিক সমস্যা প্রতিরোধ করা এবং নরমাল ডেলিভারিতে সহায়ক ভূমিকা পালন করা।

গর্ভাবস্থায় মায়েদের (Physiological and Anatomical - শারীরবৃত্তীয়) অনেক পরিবর্তন আসে, যার ফলে এই সময়ে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দেয়। যেমন :

১. কোমড় ব্যাথা/Pelvic Pain ( > ৫০%) অন্যান্য Joint এ ব্যাথা, বিশেষ করে কবজিতে

২. ডায়াবেটিস (৯%)

৩. উচ্চরক্তচাপ (১০%)

৪. অতিরিক্ত ওজনবৃদ্ধি

৫. প্রস্রাব ধরে রাখার সমস্যা ৬. মাংসপেশীর টান লাগা ইত্যাদি।

এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা যায় গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম Placenta তে রক্তচলাচল বাড়িয়ে দেয় যার ফলে বাচ্চার শারীরিক মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ভালো হয়। গর্ভধারণে ১৪-২০ সপ্তাহের মধ্যে ফিজিওথেরাপি শুরু করা যায়। মনে রাখবেন, গর্ভাবস্থায় (Pregnancy) একটি স্বাভাবিক শারীরিক পরিবর্তন। এটি কোন রোগ নয়। তাই শারীরিকভাবে কর্মক্ষন থাকতে চেষ্টা করুন। কোন কারণ ছাড়া পূর্ণ বিশ্রামে থাকবেন না। স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি দৈনিক ৩০-৪৫ মিনিট/সপ্তাহে ৩-৪ দিন হাঁটার চেষ্টা করুন।

ফিজিওথেরাপি সম্পর্কে যে কোন পরামর্শ এবং এপয়েন্টমেন্ট নিতে01737576913 আথবা 01767088859

Address

Patgram Lalmonirhat
Rangpur

Telephone

+8801717634255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popular diagnostic centre pgm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Popular diagnostic centre pgm:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram