Samiur rahman

Samiur rahman 04061989

বাংলাদেশ গেজেট যখন দাম বাড়ানো হয় তখন রাতারাতি মূল্য নির্ধারণ করেন মুনাফাখোররা যদিও গেজেটে তারিখ নির্ধারণ করা থাকে।আর এখন...
03/10/2023

বাংলাদেশ গেজেট যখন দাম বাড়ানো হয় তখন রাতারাতি মূল্য নির্ধারণ করেন মুনাফাখোররা যদিও গেজেটে তারিখ নির্ধারণ করা থাকে।আর এখন যে দাম কমনো হলো সে মূল্য নির্ধারণের তারিখ নাই গেজেটে কেনো এটা কি জনগণ কে কলা খায়ানো গেজেট।গেজেট প্রকাশ করেন ০২ অক্টোবর ২০২৩ বাস্তবায়ন কবে হবে। চোর চোর চোর চারিদিকে চোর আর চোর। মুনাফা খোর অসাধু ব‍্যাবসায়ী সব শালাই এখন। সাথে সরকারের দলিও কিছু চশমখোর আমলা।

23/03/2022

স্কয়ার ফার্মার একটি ইঞ্জেকশন সেফট্রন ১ গ্রাম-এর দাম ১৯০ টাকা। একই ইঞ্জেকশন হেলথ কেয়ার ফার্মার অরিসেফ ১ গ্রাম-এর দাম ৩২০ টাকা। ঠিক একই ইঞ্জেকশন রেডিয়ান্ট ফার্মার রফেসিন ১ গ্রাম-এর দাম ৪১৫ টাকা।

হয় স্কয়ার ফার্মা নিম্মমানের কাঁচামাল দিয়ে ইঞ্জেকশন বানাচ্ছে অথবা রেডিয়ান্ট ফার্মা বেশি লাভে মার্কেটে মাল ছাড়ছে...! রেডিয়ান্ট কোম্পানির বক্তব্য- আমরা মাল্টিন্যশনাল কোম্পানি, কিন্তু ওষুধ বানায় গাজীপুরে।

নিউরো বি স্কয়ার বিক্রি করছে প্রতি ট্যাবলেট ৮ টাকা করে; সেই ওষুধ জিস্কা ফার্মা নিউবিন বিক্রি করছে ৫ টাকায়।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- ১ গ্রাম সেফট্রন ভালো মানের কাঁচামাল দিয়ে প্রস্তুত করতে খরচ পড়ে ২০ থেকে ৩০ টাকা আর সেই ইঞ্জেকশন ভোক্তার হাতে যেতে দাম পড়ে ১৯০ থেকে ৪১৫ টাকা।

একটা এজিথ্রোমাইসিন ৫০০ মিলিগ্রাম ট্যাব প্রস্তুত করে ফ্যাক্টরি থেকে বের হলে দাম পড়ে মাত্র ৩ টাকা। সেই এজিথ্রোমাইসিন ৫০০ মিগ্রা-কে ভোক্তার কিনতে হয় ৩৫ টাকা/৫৫ টাকায়।

একেক কোম্পানি একেক ধরনের টেকনোলজি ব্যবহার করে এবং একেক কোম্পানি একেক সোর্স থেকে কাঁচামাল সংগ্রহ করে। বাস্তবে তারা সঠিক কাঁচামাল দিয়ে বানাচ্ছে তো?

বাজারে যেসব ওষুধ আছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্ট করা হোক। তারা ১ গ্রাম ইঞ্জেকশন-এর স্থানে ৮৯০ মিলিগ্রাম দেয়নি তো? .????????????

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram