23/10/2022
নির্বাচনে কোন জেতানো প্রার্থীকে যদি কারচুপির মাধ্যমে হারানো হয় তাহলে এর সাথে জড়িত সবাই মুনাফেক। মুনাফেকের স্থান তো হুজুরের নিকট জেনেনিবেন। অার যার হক নষ্ট করলেন তার বিনিময়ে তো বুঝতে পারছেন কি হবে। আমরা সবাই একদিন চলে যাব। তাই আমার দ্বারা সকল কাজকর্ম হবে মহান আল্লাহ কে খুশি করা মত। আল্লাহর নিকট প্রার্থনা আমাদের সকল কে যেন সঠিক ভাবে চলার তওফিক দান করেন। আমিন।